অবেলার গল্প

অবেলার গল্প প্রচার কর, যদি তা একটি মাএ আয়াত ও হয় ❤️
সহিহ বুখারী: ৩৪৬১

Follow plz 👇👇
(5)

30/08/2025
24/08/2025

“শুধু নামাজ পড়লেই সবকিছু হয়ে যাবে” – এই ভুল ধারণা ভেঙে দাও

আজকের অনেক তরুণ ভাবে:

“আমার শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই হবে। আল্লাহ বাকি সব ঠিক করে দেবেন। চাকরি হবে, টাকা আসবে, ব্যবসা জমে যাবে, স্বপ্ন পূরণ হবে।”

কিন্তু বাস্তবটা আলাদা।
নামাজ হলো শুরু, কিন্তু সাফল্যের গন্তব্যে পৌঁছাতে হলে প্রচণ্ড পরিশ্রম, ধৈর্য, আর চেষ্টা দরকার।
তুমি কোরআন, হাদিস, নবীদের জীবন যেভাবেই দেখ না কেন—কোনও নবী, কোনও সাহাবী সাফল্য পায়নি সং*গ্রাম ছাড়া।

💢 ১. কোরআনের স্পষ্ট বার্তা: শুধু নামাজ না, পরিশ্রমও

আল্লাহ বলছেন:

> فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي ٱلۡأَرۡضِ وَٱبۡتَغُواْ مِن فَضۡلِ ٱللَّهِ
“যখন নামাজ শেষ হবে, তখন পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ (রিজিক) খুঁজে বের কর।”
(সূরা জুমুআ 62:10)

খেয়াল করো, এখানে আল্লাহ নামাজ শেষে কী বলছেন?
বের হয়ে পড়ো। চেষ্টা করো। খুঁজে বের করো।
তুমি যদি চেষ্টা না কর, কোরআনের এই আদেশটাই পূর্ণ হয় না।

💢২. নবীদের জীবন: ঈমান + কষ্ট + সংগ্রাম = সাফল্য

আমরা প্রায়ই ভাবি, নবী হলে সব সহজ।
না! সত্যি হলো—যারা আল্লাহর সবচেয়ে প্রিয় ছিলেন, তাদের জীবনই ছিল সবচেয়ে কঠিন।

(ক) নূহ (আঃ): ৯৫০ বছরের ধৈর্য

৯৫০ বছর মানুষকে দাওয়াত দিলেন।

প্রতিদিন অপমান, উপহাস, নি*র্যা*তন—তবু তিনি থেমে যাননি।

কোরআনে আছে:

> وَمَا آمَنَ مَعَهُ إِلَّا قَلِيلٌ
“তাঁর সাথে খুব অল্প মানুষই ঈ*মান এনেছিল।”
(সূরা হুদ 11:40)

শিক্ষা:
তুমি কয়েক মাস চেষ্টা করেই হাল ছেড়ে দাও, নূহ (আঃ) ৯৫০ বছর চেষ্টা করেছেন।
আল্লাহর সাহায্য আসে, কিন্তু প্রথমে প্রমাণ করতে হয় ধৈর্য।

(খ) মূসা (আঃ): সমুদ্র ভাগ হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে

মূসা (আঃ)-এর সামনে সমুদ্র, পেছনে ফেরা*উনের সে*নাবাহিনী।
যদি তিনি সেই মুহূর্তে হাল ছেড়ে দিতেন?
কিন্তু তিনি বললেন:

> كَلَّا ۖ إِنَّ مَعِيَ رَبِّي سَيَهۡدِينِ
“না, আমার সাথে আমার রব আছেন, তিনি অবশ্যই পথ দেখাবেন।”
(সূরা আশ-শু‘আরাঃ 26:62)

তারপর আল্লাহ সমুদ্র দ্বিখণ্ডিত করলেন।

শিক্ষা:
কখনও কখনও সাফল্য ঠিক শেষ মুহূর্তে আসে।
তুমি যদি আগে হাল ছেড়ে দাও, অলৌকিক দরজা খুলবে না।

(গ) নবী মুহাম্মদ ﷺ: র∆%ক্ত, ঘাম, অপ*মান, কিন্তু হাল ছাড়া নেই

মক্কায় দাওয়াত শুরু করলেন, তখন বড় বড় নেতারা তাঁকে “পাগল” বলল।

সাহাবাদের ওপর নি*র্যা*তন, সামাজিক বয়*কট, অর্থনৈতিক অ*বরোধ।

তায়েফে গিয়ে ইসলাম প্রচার করতে চাইলে বাচ্চারা তাঁকে পাথর ছুঁ*ড়ে র*ক্তা*ক্ত করে দিল।

হিজরতের সময় মা*থার দা*ম ঘোষণা করা হয়েছিল।

কিন্তু তিনি কখনও থামেননি।
কারণ তিনি জানতেন, সাফল্য একদিনে আসে না—এটা সংগ্রামের পুরস্কার।

৩. সাহাবাদের বাস্তবতা: দোয়া + চেষ্টা = ফল

সাহাবারা আমাদের মতো শুধু দোয়া করতেন না—তারা চেষ্টা করতেন প্রাণপণ।

আবু বকর (রা.): নিজের ধন-সম্পদ ইসলামের জন্য উৎসর্গ করেছেন।

উমর (রা.): এক হাতে ত*লো*য়া*র, এক হাতে ইবাদত।

আলী (রা.): কিশোর বয়সেই জীবন বা*জি রেখেছিলেন নবী ﷺ-এর জন্য।

তাদের সবার একটি মিল ছিল: দোয়া + পরিশ্রম।
কেউ কেবল মসজিদে বসে থাকেননি।

৪. রাসুল ﷺ এর শিক্ষা: পাখির মতো চেষ্টা করো

রাসুল ﷺ বলেছেন:

> "যদি তোমরা আল্লাহর উপর সঠিকভাবে ভরসা করতে, তবে তিনি তোমাদের সেইভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকাল বেলায় খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে।"
(তিরমিযি, হাদিস 2344)

দেখো:
পাখি বাসায় বসে থাকে না।
সে খোঁজে, চেষ্টা করে, ডানা মেলে।
তবেই আল্লাহ তাকে রিজিক দেন।

৫. আজকের তরুণদের ভুল: শর্টকাট মানসিকতা

আজকের অনেক যুবক ভাবে:
“নামাজ পড়লেই চাকরি হয়ে যাবে।”
কেউ ভাবে:
“দোয়া করলেই ব্যবসা এক রাতেই জমে যাবে।”

কিন্তু সত্য হলো—আল্লাহ অলসদের সাহায্য করেন না।
রাসুল ﷺ বলেছেন:

> "বলবান মুমিন দু*র্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়।"
(সহিহ মুসলিম 2664)

বলবান মানে শুধু শরীর নয়—মন, পরিশ্রম, ধৈর্য, এবং ঈমানের শক্তি।

৬. ব্য*র্থতা = আল্লাহর পরীক্ষা

তুমি যদি চাকরি না পাও, ব্যবসায় ক্ষতি হয়, মানুষ তোমাকে উপ*হাস করে—
এর মানে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন, এমন না।
এগুলো পরীক্ষা।

কোরআনে আল্লাহ বলেছেন:

> وَلَنَبۡلُوَنَّكُم بِشَيۡءٖ مِّنَ ٱلۡخَوۡفِ وَٱلۡجُوعِ وَنَقۡصٖ مِّنَ ٱلۡأَمۡوَٰلِ وَٱلۡأَنفُسِ وَٱلثَّمَرَٰتِۗ وَبَشِّرِ ٱلصَّـٰبِرِينَ
“আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব—ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবনহানি এবং ফলের ক্ষতির মাধ্যমে। আর ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দাও।”
(সূরা বাকারা 2:155)

যে ব্যর্থতার পর হাল ছেড়ে দেয়, সে হেরে যায়।
যে বারবার উঠে দাঁড়ায়, সে আল্লাহর প্রিয়।

৭. তোমার করণীয় (Step-by-Step)

১. নামাজ স্থাপন করো – কারণ নামাজ বরকতের দরজা খোলে।
২. শেখো – জ্ঞান অর্জন করো, নতুন স্কিল শেখো।
৩. চেষ্টা করো – চাকরি, ব্যবসা, প্রজেক্ট—যে জায়গায় যাও, সর্বোচ্চটা দাও।
৪. ধৈর্য ধরো – প্রথম ব্যর্থতায় হাল ছাড়ো না।
৫. দোয়া করো ও তাওয়াক্কুল করো – চেষ্টা করো, তারপর ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা রাখো।

শেষ কথা: যুবক, উঠে দাঁড়াও

বন্ধু,
তুমি নামাজ পড়বে—এটা মৌলিক।
কিন্তু নামাজ শেষে মাঠে নামতে হবে।
কঠোর পরিশ্রম করতে হবে, ভুল থেকে শিখতে হবে, হা*রার পর আবার লড়তে হবে।

নবীরা হেরেছেন, সাহাবারা হেরেছেন, কিন্তু তারা কখনও থামেননি।
তুমি কেন থামবে?

আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন:

> وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا
“যারা আমাদের জন্য চেষ্টা করে, আমরা অবশ্যই তাদের পথ দেখিয়ে দিই।”
(সূরা আনকাবুত 29:69)

💥 লেখা : alo - আলো


#আলো

– এক লোক প্রচুর কুরআন পড়ত। কুরআন নিয়েই ডুবে থাকতে ভালবাসত। কিন্তু কেন যেন কুরআনের কিছুই সে মুখস্থ রাখতে পারত না। একদি...
21/08/2025

– এক লোক প্রচুর কুরআন পড়ত। কুরআন নিয়েই ডুবে থাকতে ভালবাসত। কিন্তু কেন যেন কুরআনের কিছুই সে মুখস্থ রাখতে পারত না। একদিন লোকটির ছোট ছেলে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলল, 'বাবা, আপনি যে এত কুরআন পড়েন, কিছুই তো মনে রাখতে পারেন না।
এতে কী লাভ হচ্ছে ??
— তোমার এই প্রশ্নের উত্তরটা দিবো। তার আগে এক কাজ করো, তুমি এই বেতের ঝুড়িটা সমুদ্র তীরে নিয়ে যাও এবং পানি ভরে নিয়ে আসো।
— এটা তো বেতের তৈরি, পানি কীভাবে ধরবে?
— আহা, চেষ্টা করে দেখো না!
সাধারণত কয়লা আনা-নেওয়ার কাজে তারা এই ঝুড়ি ব্যবহার করে। তবুও বাবার কথায় ছেলেটি ঝুড়ি নিয়ে তীরে গেল এবং পানি ভরল। কিন্তু বাড়ি ফিরে আসতে আসতে সব পানি পথেই শেষ। পড়তে পড়তে একদম খালি হয়ে গেছে।
'দেখলেন ? কোনো লাভ হলো ?
পানি একটুও বাঁচেনি।' ছেলে আফসোস নিয়ে বলল।
লোকটি আশ্বাস দিলো, 'চেষ্টা চালিয়ে যাও সোনা। আরও কয়েকবার চেষ্টা করো।'
এভাবে দুইবার, তিনবার, চারবার, সবশেষে পাঁচবার পর্যন্ত চেষ্টা করল ছেলেটি। কিন্তু এক মুঠো পানিও আনতে পারল না। অবশেষে হাল ছেড়ে দিয়ে বাবাকে বলল, 'এই ঝুড়ি দিয়ে আমার পক্ষে পানি আনা অসম্ভব।'
এবার লোকটি শান্ত গলায় বলল, 'আচ্ছা, তবে তুমি কি ঝুড়িটার ভিতরের দিকে খেয়াল করেছ?
ভিতরের অবস্থার কোনো পরিবর্তন দেখেছ?'
— হ্যাঁ, এটা পানি ধরে রাখতে না পারলেও বার বার পানি ভরার কারণে কয়লার ময়লাগুলো সাফ হয়ে গেছে। ভিতরটা বেশ পরিষ্কার দেখাচ্ছে এখন।
— ঠিক ধরেছ। এবার বলি, কুরআনও ঠিক এই কাজটাই করে তোমার অন্তরের ভিতরে। দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে তোমার অন্তর যখন কলুষিত হয়ে পড়ে, তখন কুরআন সমুদ্রের পানির মতোই তোমাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেয়। অন্তরে মুখস্থ রাখতে না পারলেও সে তোমাকে পবিত্র করে দেয়। (আলহামদুলিল্লাহ)

বাবারে, একটা কথা মনে রেখো, কুরআনের প্রথম অবতীর্ণ আয়াত হলো 'পড়ো'।
কাজেই মুখস্থ করতে না পারার কারণে শয়তান যেন তোমাকে ধোঁকায় না ফেলে, কুরআন পড়া থেকে দূরে সরিয়ে দিতে না পারে।

সংগৃহীত
অবেলার গল্প

বাসর রাতে ওর প্রথম প্রশ্ন ছিলো,কয়টা প্রেম করছেন? . আমি ওর মুখের দিকে অনেকক্ষন তাকিয়ে ছিলাম। আবার বলেছিলো,কয়টা প্রেম ক...
21/08/2025

বাসর রাতে ওর প্রথম প্রশ্ন ছিলো,কয়টা প্রেম করছেন? . আমি ওর মুখের দিকে অনেকক্ষন তাকিয়ে ছিলাম। আবার বলেছিলো,কয়টা প্রেম করছেন? আমি বলেছিলাম একটাও না! উওরটা শুনে অনেক খুশি হয়েছিলো।বলেছিল এখন থেকে শুধু আমাকেই ভালোবাসবেন,অন্য কোন মেয়ের দিকে তাকালে মেরে ফেলবো! ও আমাকে কতটা ভালোবাসে বুঝছিলাম সেই দিন।যেদিন আমি ওর চাচাতো বোনের সাথে হেসে হেসে কথা কিছুক্ষন বলছিলাম। ও আমাকে জড়িযে ধরে সে কি কান্না! আমাকে বলেছিলো, তোমাকে না বলেছি আর কারো সাথে কথা বলবে না।আমি মরে গেলে ইচ্ছেমত কথা বলো! তখন আর নিষেধ করবো না! ওর কাঁন্না দেখে আমি নিজেই কেঁদেছিলাম। . ও আমাকে বলেছিলো,আমি নাকি বাবা হবো! কথাটা শুনে যে কি খুশি হয়েছিলাম বোঝাতে পারবো না! ওকে কোলে করে সারা বাড়ি ঘুরেছিলাম। . ও আমাকে বলতো রান্না করার সময় ওকে পিছন থেকে জড়িয়ে না থাকলে নাকি ওর রান্না করতে ইচ্ছে করে না। আমি ওর সব আবদার হাসি মুখে পুরন করতাম। বড্ড ভালোবাসতাম ওকে। এখনো বাসি। ও আমাকে বলেছিলো,আমাকে জড়িয়ে ধরে না ঘুমালে নাকি ওর ঘুমই আসে না! সারারাত জড়িযে ধরে থাকতো। তাই কোথাও রাতে থাকতাম না যত রাতই হোক বাসায় আসতাম! . ও যখন ৬ মাসের অন্তঃসন্তা তখন আমাকে বলেছিলো,আমাকে ছাড়া তোমার কেমন লাগবে গো? আমি ওর কথা উওর দিতে পারি নি শুধু কেঁদেছিলাম! ও আমাকে প্রায় বলতো,আমার যদি কিছু হয়ে যায় তুমি আবার আরেক টা বিয়ে করো না যেন! মরে গিয়েও তোমাকে অন্য কারও হতে দিবো না! আমাকে ভুলে যেও না। ওর কথা শুনে কাঁদতাম। ঘুমানোর সময় আমাকে বলতো,আমাকে ছাড়া ঘুমানোর চেষ্টা করো? বলা তো যায় না.......... আমি ওকে আরও জড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরতাম! . একদিন ওর ব্যথা উঠলো! সাথে সাথে ওকে হাসপাতালে নিয়ে গেলাম। ও আমাকে বলেছিলো,আমার যদি কিছু হয়ে যায় প্লিজ আমাকে ভুলে যেও না! বড্ড ভালোবাসি তোমাকে। কথাটা শুনে কান্না ধরে রাখতে পারি নি! ওকে বলেছিলাম,কিছু হবে না তোমার আমি তো আছি। কিছু হতে দিবো না! ও আমাকে বলেছিলো, শেষ বারের মত একবার বুকে নিবে? কথাটা বলেই হাউ মাউ করে কেঁদে দিছিলো! আমিও কান্না ধরে রাখতে পারি নি।ও আমাকে ছেড়ে দিতে চাইছিলো না, জড়িয়ে ধরে কাঁদছিলো! আমিও কাঁদছিলাম! সবাই হা করে তাকিয়ে ছিলো। . নিয়েছিলাম ওকে বুকে কিন্তু এটাই যে শেষবার বুঝতে পারি নি।বুঝতে পারলে কখনোই ছেড়ে দিতাম না।ও আমাকে বলছিলো,আমার সাথে তুমিও চলো আমার খুব ভয় করছে! ডাক্তারকে কত বার বলেছিলাম,আমিও ওর পাশে থাকবো! কিন্তু আমাকে যেতে দিলো না। . অপারেশন থিয়েটার থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম। বাচ্চাকে পেলাম,কিন্তু ওকে আর পেলাম না! . পাগলেন মত ওর কাছে গেলাম,দেখলাম সাদা কাপড় দিয়ে ওকে ঢেকে রাখছে। কাপড়টা সরাতেই অজ্ঞান হয়ে গেছিলাম! জ্ঞান ফিরার পর দেখলাম ওকে খাটলিতে শুয়ে রাখছে। ওর কাছে গেলাম।বলেছিলাম,এই কই যাও আমাকে ছেড়ে? আমার রাতে ঘুম হয় না তোমাকে ছাড়া জানো না? তোমাকে না জড়িয়ে ঘুমালে আমার ঘুম হয় না জানো না? কেন চলে যাচ্ছো? এই উঠো উঠো অনেক তো ঘুমালা আর কত ঘুমাবে? আমার কথা মনে পড়েনি? এই তুমি না বলেছিলে আমার চোখের জল তুমি সহ্য করতে পারো না! এই দেখো আমি কাদছি, এই উঠো,আরে উঠো না! প্লিজ উঠো! ও শুনলোই না আমার কথা ঘুমিয়ে থাকলো! . ওকে যখন নিয়ে যাচ্ছিলো আমি পাগলের মত আচরন করছিলাম। তবুও উঠলো না! চলে গেলো। ও আমাকে বলতো যে দিন হারিয়ে যাবো সেই দিন বোঝবে কতটা ভালোবাসি তোমাকে! চলে গেলো,হারিয়ে গেলো! . ১০ বছর ধরে তার স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছি। ছোট্ট মেয়ে বুঝতে শিখেছে।আমাকে বলে আব্বু আম্মুর জন্য আর কেঁদো না।তোমাকে আর কাঁদতে দিবো না! বলে চোখের পানি মুছে দেয়।আবার চোখ জলে ভরে উঠে,আবার মুছে দেয়। হারাম রিলেশনে এই ভালোবাসা পাবেন না,,বিয়ের পরে হালালে যেই ভালোবাসা পাবেন,তাই সকল দ্বীনি ভাই বোনের কাছে আবদার আপনারে হালালে ফিরেন।আল্লাহর দিকে আসেন,ক্ষনিকের জীবন.. যে কোন সময় শেষ।।
সামাজিক ও ইসলামিক গল্প পেতে পেজটি ফলো করে রাখুন।

"বর্তমানে একটি ট্রেন্ড চালু হয়েছে, মানুষ স্পষ্ট হা*রা*ম কাজে জড়িয়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে ও সাহায্য কামনা ক...
20/08/2025

"বর্তমানে একটি ট্রেন্ড চালু হয়েছে, মানুষ স্পষ্ট হা*রা*ম কাজে জড়িয়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে ও সাহায্য কামনা করে! "
"নাউযূবিল্লাহ্"

যেমন:

০১. ফেসবুক, ইস্টাগ্রামে মেয়েরা নিজেদের হিজাব ওয়ালা/হিজাব বিহীন ছবি দিয়ে সাথে কুরআনের আয়াতও পোস্ট করে...আল্লাহ আমার জন্য যথেষ্ট/ তিনি তাকওয়াপূর্ণ ব্যক্তিদের পছন্দ করেন।
"নাউযূবিল্লাহ্"

০২. মাশাআল্লাহ আন্টি আপনার মেয়ে তো দারুন নাচতে পারে।
"নাউযূবিল্লাহ্"

০৩. হ্যা "আলহামদুলিল্লাহ" স্কুলের ড্যান্স প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে।
"নাউযূবিল্লাহ্"

০৪. এক ছেলে কলিগের স্ত্রীকে ইঙ্গিত করে ভাবি,
আর বইলেন না আপনি যা সুন্দর "মাশাআল্লাহ।
"নাউযূবিল্লাহ্"

০৫. ইনশাআল্লাহ এবার যদি আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে, তাহলে আমি নামায শুরু করবো।
"নাউযূবিল্লাহ্"

০৬. মাশাআল্লাহ আপনার ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান দারুন হয়েছিলো। যা ড্যান্স করেছি জোয়ান বুড়ো সবাই। হ্যাঁ "দোআ" করবেন দ্বিতীয় ছেলেটার বিয়েও যেনো এমনভাবে পালন করতে পারি।
"নাউযূবিল্লাহ্"

০৭. ছেলে মেয়ে মিক্স ফ্রেন্ড সার্কেল কে উদ্দেশ্য করে, আলহামদুলিল্লাহ আমরা ফ্রেন্ডসরা খুব হেল্পফুল।
"নাউযূবিল্লাহ্"

০৮. মাশাআল্লাহ তোমাকে তো এমনেই সুন্দর দেখায়, দাড়ি রাখবে কেনো।
"নাউযূবিল্লাহ্"

৯. মাশাআল্লাহ আমার মেয়ে এতটাই সুন্দরী যে, সব মানুষ ওর দিকে তাকিয়ে থাকে।
"নাউযূবিল্লাহ্"

১০. আমাদের রিলেশনের ৬ বছর কেটে গেলো আলহামদুলিল্লাহ। দোআ করবেন যেনো আমরা বফ/গফ এভাবেই সবসময় পাশে থাকি।
"নাউযূবিল্লাহ্"

১১. এক আঙ্কেল এসে বললো, শুনছো অমুক ভাইয়ের ছেলের তো আল্লাহর রহমতে খ্রিষ্টান মিশনারিতে চাকরি হয়ে গেছে। গাড়ি এসে তাকে নিয়ে যায়।
"নাউযূবিল্লাহ্"

দা*জ্জা*লের একপাশে থাকবে জান্নাত আরেকপাশে থাকবে জা*হা*ন্নাম। আমরা দা*জ্জা*লের জান্নাতকেই আল্লাহর নিয়ামত মনে করছি।
এখনি আমাদের এই অবস্থা, না জানি দা*জ্জা*লের আগমনে কি হবে আমাদের।

আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আ-মীন 🤲

18/08/2025
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! 🌸💚
17/08/2025

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! 🌸💚

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when অবেলার গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share