বেহেশতী নারী - Beheshti Nari

বেহেশতী নারী - Beheshti Nari কিসের এতো চিন্তা?
যেখানে আল্লাহ নিজেই উত্তম পরিকল্পনাকারী

জেনে নিন কোরআনের যে সূরা আপনাকে যে বিপদ থেকে রক্ষা করবেঃ-(১) সূরা ফাতিহা আল্লাহর গজব থেকে রক্ষা করবে।(২) সূরা ইয়াসিন কিয়...
08/04/2024

জেনে নিন কোরআনের যে সূরা আপনাকে যে বিপদ থেকে রক্ষা করবেঃ-

(১) সূরা ফাতিহা আল্লাহর গজব থেকে রক্ষা করবে।
(২) সূরা ইয়াসিন কিয়ামতের দিন পিপাসার্ত হওয়া থেকে রক্ষা করবে।
(৩) সূরা ওয়াকি'আ দরিদ্রতা হতে রক্ষা করবে।
(৪) সূরা মূলক কবরের আজাব থেকে রক্ষা করবে।
(৫) সূরা কাউসার শত্রুর অনিষ্ট হতে রক্ষা করবে।
(৬) সূরা কাফিরুন মৃত্যুর সময় কুফুরী হতে রক্ষা করবে।
(৭) সূরা ইখলাস মুনাফিকী হতে রক্ষা করবে।
(৮) সূরা ফালাক হিংসুকের হিংসায় হতে রক্ষা করবে।
(৯) সূরা নাস যাবতীয় ওয়াসাওয়াসা হতে রক্ষা করবে।
(১০) সূরা দু'খান কিয়ামতের দিন ভয়াল অবস্থা থেকে রক্ষা করবে।

এক আল্লাহর সত্য বানী আল কোরআনই পারে সকল মুসলমানদের রক্ষা করতে! সকলে আমলগুলো করার চেষ্টা করুন, আল্লাহ আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ 💝

মনে করুন আপনি কবরে!ফেরেস্তারা এসে আপনাকে বললোঃ ❝আপনার আমলনামায় ৯৯৯ টি ভালো আমল আছে আর ৯৯৮ টি খারাপ আমল আছে। তাই আপনাকে অ...
06/04/2024

মনে করুন আপনি কবরে!
ফেরেস্তারা এসে আপনাকে বললোঃ ❝আপনার আমলনামায় ৯৯৯ টি ভালো আমল আছে আর ৯৯৮ টি খারাপ আমল আছে। তাই আপনাকে অভিনন্দন! কারণ আপনি জান্নাতে যাচ্ছেন!❞
আপনি তো মহা খুশি! কিন্তু কিছুক্ষণ পরেই আবার ফেরেস্তারা এসে আপনাকে জানালোঃ ❝আপনার পাপের সংখ্যা ১০০০ হয়ে গেছে। কারণ দুনিয়াতে আপনি সোস্যাল মিডিয়ায় একটি গানের ভিডিও শেয়ার করেছিলেন - তা এইমাত্র কেউ একজন শুনেছে। সে আপনার মাধ্যমে পাপ কাজ করছে, তাই এই পাপের বোঝা আপনাকেও বহন করতে হবে।❞
ফেরেস্তারা বলে উঠলোঃ ❝দুর্ভোগ আপনার জন্য! বদ আমলের পরিমান বেশি হওয়ার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে!❞
তখন আপনার মনে পড়ে গেল রাসূল (সা.) এর সেই বিখ্যাত হাদীসঃ— ❝কেউ যদি হিদায়েতের পথে আহ্বান করে তাহলে সে তার অনুসারীর সমপরিমাণ সাওয়াব পাবে, তবে অনুসরণকারীদের সাওয়াব থেকে মোটেও কম করা হবে না। আর বিপথের দিকে আহ্বানকারী ব্যক্তি তার অনুসারীদের পাপের সমপরিমাণ পাপের অংশীদার হবে, তবে তাদের (অনুসরণকারীদের) পাপ থেকে মোটেই কমানো হবে না।❞
— (জামে' আত-তিরমিজিঃ ২৬৭৪)

[ শুধুমাত্র অন্যের পাপের কারণে ] জান্নাত হাতছাড়া করার পর কেমন লাগবে? আপনার মৃত্যুর পরও প্রতিনিয়ত আপনার আমলনামায় গুনাহ যুক্ত হতে থাকবে শুধুমাত্র আপনার একটি শেয়ারের কারণে!

তাই এখন থেকেই সতর্ক হোন। ভালো ভালো পোস্ট শেয়ার করে সবাইকে ভালো কাজে আহ্বান করুন যেন সেই ভালো কাজের সওয়াবের ভাগীদার আপনিও হতে পারেন 💝

আজকে থেকে শুরু হতে যাচ্ছে বরকতময় এবং মহিমান্বিত কদরের রাত 💝শবে কদর অর্থ হলো মর্যাদাপূর্ণ রাত বা ভাগ্যরজনী। শবে কদরের আরব...
31/03/2024

আজকে থেকে শুরু হতে যাচ্ছে বরকতময় এবং মহিমান্বিত কদরের রাত 💝

শবে কদর অর্থ হলো মর্যাদাপূর্ণ রাত বা ভাগ্যরজনী। শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত। লাইলাতুল কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম রাত।
পবিত্র কুরআনুল কারিম নাযিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামীন এই রাতকে হাজারের মাসের চেয়ে শ্রেষ্ঠ উত্তম ও মহা সম্মানিত রাত হিসেবে আমারদের জন্য দান করেছেন। প্রতিবছর রমজান মাসের শেষ দশকের রাতগুলোর মধ্যে কোনো এক বিজোড় রাত হলো ভাগ্য নির্ধারণ বা লাইলাতুল কদরের রাত ।

৩১ মার্চ – ২০ রমজান দিবাগত রাত
০২ এপ্রিল – ২২ রমজান দিবাগত রাত
০৪ এপ্রিল – ২৪ রমজান দিবাগত রাত
০৬ এপ্রিল – ২৬ রমজান দিবাগত রাত
০৮ এপ্রিল – ২৮ রমজান দিবাগত রাত

⭐ রাসুলে করিম (সাঃ) বলেছেন,"তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে শবে কদরকে সন্ধান করো। এ রাতগুলো হলো ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯। মনে রাখতে হবে, আরবিতে দিনের আগে রাত গণনা করা হয়।
⭐ আল্লাহপাক এ রাতকে গোপন রেখেছেন আমাদের উপর রহম করে। তিনি দেখতে চান এর বরকত ও ফজিলত লাভের জন্য কে কত প্রচেষ্টা চালাতে পারে। লাইলাতুল কদরে আমাদের কর্তব্য হলো বেশি বেশি নিজের জন্য আত্মীয় স্বজনদের জন্য দোয়া করা। হজরত আবু হুরায়রা (রাঃ) বর্ণনা করেন, "রাসুলুল্লাহ (সাঃ) বলেন, যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের নিয়তে কদরের রাত জেগে ইবাদত করবে, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে"। (বুখারি শরিফ, হাদিস নং - ৩৪)।

দেখতে দেখতে একটি হিজরি সন ঘুরে আমাদের দরজায় এসে কড়া নাড়ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। এ মাসে আল্লাহ তায়ালা প্রত্...
11/03/2024

দেখতে দেখতে একটি হিজরি সন ঘুরে আমাদের দরজায় এসে কড়া নাড়ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান।
এ মাসে আল্লাহ তায়ালা প্রত্যেক নেক কাজের এত বেশি প্রতিদান দেন যা অন্য কোনো মাসে দেন না। এ মাসে আল্লাহ তায়ালা মুমিনদের জন্য একমাস রোজা রাখা ফরজ করে দিয়েছেন।

রমজান মাসে রোজা রাখা ইসলামের প্রধান বুনিয়াদগুলোর একটি বুনিয়াদ। আল্লাহ তায়ালা বলেন, ‘হে ঈমানদারগণ, তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল যেন তোমরা সফলকাম হতে পার।’ (সুরা বাকারা : ১৮৩)।

এ মাসকে আল্লাহ তায়ালা কুরআন নাজিলের মাধ্যমে অন্য সব মাস থেকে অধিকতর সম্মানিত করেছেন। এ মাসের এমন একটি রাত রয়েছে যার মর্যাদা হাজার মাসের চেয়ে বেশি, সেই রাতটি হলো লাইলাতুল কদর।

রোজা সম্পর্কিত অসংখ্য হাদিস রয়েছে। তার মধ্যে থেকে ৮ টি ফজিলত পূর্ণ হাদিস বর্ননা করা হলো :


১। হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, হাদিসে কুদসিতে রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, ‘আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য—রোজা ব্যতীত। কারণ, রোজা আমার জন্যই এবং আমি নিজেই তার প্রতিদান দেব।’ (মহানবী সা. আরও বলেন) ‘রোজা ঢাল স্বরূপ। তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া-বিবাদ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন রোজাদার। যাঁর হাতে মুহাম্মদের প্রাণ তাঁর শপথ! অবশ্যই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের সুগন্ধের চেয়েও সুগন্ধময়। রোজাদারের জন্য রয়েছে দুটি খুশির মুহূর্ত আছে, যা তাকে আনন্দিত করে। যখন সে ইফতার করে, সে খুশি হয় এবং যখন সে তার পালনকর্তার সঙ্গে সাক্ষাৎ করবে, তখন রোজার বিনিময়ে আনন্দিত হবে।’ (বুখারি, হাদিস: ১৯০৪)

২। হজরত হুজায়ফা (রা.) বলেন, আমি মহানবী (সা.)-কে বলতে শুনেছি, ‘মানুষের পরিবার, ধন-সম্পদ ও প্রতিবেশীর ব্যাপারে ঘটিত বিভিন্ন ফেতনা ও গুনাহর কাফফারা হলো নামাজ, রোজা ও সদকা।’ (বুখারি, হাদিস: ১৮৯৫)

৩। হজরত সাহল ইবনে সাআদ (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) এরশাদ করেন, ‘জান্নাতের এক প্রবেশদ্বার রয়েছে, যার নাম রাইয়ান। কিয়ামতের দিন ওই প্রবেশদ্বার দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে। তারা ছাড়া আর কেউই ও দরজা দিয়ে প্রবেশ করবে না। বলা হবে, ‘কোথায় রোজাদারগণ?’ সুতরাং তারা ওই দরজা দিয়ে (জান্নাতে) প্রবেশ করবে। এর পর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে, তখন সেই দরজা বন্ধ করা হবে। ফলে তা দিয়ে আর কেউই প্রবেশ করতে পারবে না।’ (বুখারি, হাদিস: ১৮৯৬)

৪। হজরত আবু সাইদ (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে বান্দা আল্লাহর পথে একদিন মাত্র রোজা রাখবে, সেই বান্দাকে আল্লাহ বিনিময়ে জাহান্নাম থেকে ৭০ বছরের পথ পরিমাণ দূরত্বে রাখবেন।’ (বুখারি, হাদিস: ২৮৪০)

৫। হজরত উসমান বিন আবুল আস থেকে বর্ণিত, মহানবী (সা.) এরশাদ করেন, ‘রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢালস্বরূপ; যেমন যুদ্ধের সময় নিজেকে রক্ষা করার জন্য তোমাদের ঢাল থাকে।’ (মুসনাদে আহমাদ, সহিহুল জামিউস সাগির, হাদিস: ৩৮৭৯)

৬। হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, ‘কিয়ামতের দিন রোজা ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, ‘হে আমার প্রতিপালক, আমি তাকে পানাহার ও যৌনকর্ম থেকে বিরত রেখেছিলাম। সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন।’ কোরআন বলবে, ‘আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম। সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন।’ মহানবী (সা.) আরও বলেন, ‘অতএব উভয়ের সুপারিশ গৃহীত হবে।’ (মুসনাদে আহমাদ, সহিহ তারগিব, হাদিস: ৯৬৯)

৭। হজরত আবু উমামা (রা.) বর্ণনা করেন, আমি বললাম, ‘হে আল্লাহর রাসুল, আমাকে এমন কোনো আমলের আজ্ঞা করুন; যার বিনিময়ে আল্লাহ আমাকে লাভবান করবেন।’ (অন্য এক বর্ণনায় আছে, ‘যার মাধ্যমে আমি জান্নাত যেতে পারব’) তিনি বললেন, ‘তুমি রোজা রাখো। কারণ, এর সমতুল্য কিছু নেই।’ পুনরায় আমি বললাম, ‘হে আল্লাহর রাসুল, আমাকে কোনো আমলের আদেশ করুন।’ তিনি পুনরায় একই কথা বললেন, ‘তুমি রোজা রাখো। কারণ, এর সমতুল্য কিছু নেই।’ (নাসায়ি, সহিহ্ তারগিব, হাদিস: ৯৭৩)

৮। হজরত হুজায়ফা (রা.) বর্ণনা করেন, মহানবী (সা.) আমার বুকে হেলান দিয়ে ছিলেন। তখন তিনি বললেন, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলার পর যে ব্যক্তির জীবনের পরিসমাপ্তি ঘটবে, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন রোজা রাখার পর যে ব্যক্তির জীবনের পরিসমাপ্তি ঘটবে, সে জান্নাতে প্রবেশ করবে। আর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কিছু সদকা করার পর যে ব্যক্তির জীবনের পরিসমাপ্তি ঘটবে, সেও জান্নাত প্রবেশ করবে।’ (মুসনাদে আহমাদ, সহিহ্ তারগিব, হাদিস: ৯৭২)

★ মহান আল্লাহ তাআ'লা যেন আমাদের সবাইকে সব গুলো রোজা রাখার তৌফিক দান করেন 🤲
🤲 আমিন 🤲

10/01/2024

সদকার করার জন্য ছোট্ট কিন্তু সুন্দর কিছু টিপস...

১. আপনার পুরাতন অথবা ব্যবহার হচ্ছে না এমন শীত/গরমের পোশাক গরীবকে দান করুন ।

২. তাফসীরসহ এক খন্ড কোরআন মাজিদ বা একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন, যে ব্যক্তি ঐ কোরআন মাজিদ পড়বে বা জায়নামাজে নামাজ আদায় করবে, ইনশাআল্লাহ আপনি সেই আমলের জন্য পুরস্কৃত হবেন ।

৩. একটি বাটি বা গ্লাসে কিছু পানি আপনার জানালায় রেখে দিন পাখিদের জন্য, এটাও এক ধরনের সদকা। এটিকে অভ্যাসে পরিণত করুন। আপনি পুরস্কৃত হবেন ইনশাআল্লাহ ।

৪. আপনার রুমে একটি বক্স রাখুন এবং যখনই আপনি মনে করবেন যে আপনি কোন অন্যায় করেছেন, তখনি তাতে সাধ্যমতো পয়সা রাখুন। মাস শেষে তা খুলে দেখুন এবং তা দান করে দিন। এতে নিজের ভুলগুলোর পরিমাণ বুঝতে পারবেন এবং অনুতপ্ত হয়ে নিজেকে সংশোধনের জন্য এটা সুন্দর একটি পন্থা ।

৫. আপনার হাত খরচের টাকা দিয়ে একজন এতিমকে সহায়তা করুন আপনার সাধ্যমতো। ইনশাআল্লাহ আপনি এই আমলের জন্য পুরস্কৃত হবেন ।

03/01/2024

এমন কি কখনো সম্ভব যে কেউ কাউকে ঠকিয়েছে এবং সে নিজে বিন্দুমাত্রও হেরে যায়নি...??
মানুষ দুনিয়ায় আসবে একা-যাবে একা, মাঝখানে কিছু দায়িত্ব পালন করবে, আর অনেক বেশি নিজের আখের গোছাবে। এই আখেরের মধ্যে না থাকবে কাড়ি কাড়ি টাকা, দামি গাড়ি, অথবা না থাকবে কোনো সম্পর্ক । এখানে থাকবে আমলের দাড়িপাল্লা, স্রেইফ আমলনামা, কে কতটুকু ভালো কাজ করলো কিংবা খারাপ ।

এর মাঝখানে আপনি ভাবছেন আপনার সঙ্গী আপনাকে হয়ত ঠকাচ্ছে, সন্তান হকটা আদায় করছেনা, বাবা মা অন্য সন্তানের প্রতি ঝুকে গেল এমন বিভিন্ন কিছু… মানুষের পক্ষে কোনো মানুষকেই সন্তুষ্ট করা সম্ভব নয়। কতটুকু কষ্ট পেলাম, কে দুঃখ দিলো, কিভাবে প্রতারিত হলাম, কার মাধ্যমে ঠকে গেলাম এই হিসেবনিকেষ মাথায় রেখেই নিজের আখের গুছিয়ে নিতে হবে ।

খুব সহজ এবং সাধারন কাজ হলো আল্লাহকে খুশি করা, আল্লাহর ভালো একজন বান্দা হওয়া । এই এক লাইনে পুরো একটা প্যাকেজ পাওয়া যায় ।
আল্লাহর ভালো বান্দা মানেই সে ভালো মানুষ, ভালো সন্তান, উত্তম জীবনসঙ্গী, আদর্শ অভিভাবক এবং চমৎকার একজন মুসলিম ।

একদম শেষের দিকের এই লাইনটি হয়ত সুন্দর একটি সমাধান এনে দিতে পারে—
কাউকে ঠকিয়ে নির্দ্বিধায় সুন্দর একটি জীবন কাটানোর ক্ষমতা মানুষকে দেয়া হয়নি, কখনো দেয়াও হবেনা…🤍

~বেহেশতী নারী - Beheshti Nari

07/12/2023
বেশি চিন্তা করবেন না,আল্লাহ জানেন যে আপনি কি চান এবং আপনার হৃদয় কি চায়!ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাফল্...
07/12/2023

বেশি চিন্তা করবেন না,
আল্লাহ জানেন যে আপনি কি চান এবং আপনার হৃদয় কি চায়!
ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাফল্য দিবেন,
ইনশাআল্লাহ 💝
-
বেহেশতী নারী - Beheshti Nari

29/11/2023

মুসলিমকে যে কোনো ক্লান্তি, অসুখ, চিন্তা, শোক এমনকি (তার পায়ে) কাটাও লাগে! আল্লাহ তাআ'লা এর মাধ্যমে তার গুনাহ সমূহ ক্ষমা করে দেন ।

সহীহ্ বুখারী - ৫৬৪২

22/11/2023

To be rich isn’t what you have in your bank account!
But what you have in your heart...❤️🫶💝

জিবরাঈল (আঃ) কে আল্লাহ তায়ালা তৈরী করলেন ।জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি কিসে খুশি হন ??আল্লাহ...
16/11/2023

জিবরাঈল (আঃ) কে আল্লাহ তায়ালা তৈরী করলেন ।
জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি কিসে খুশি হন ??
আল্লাহ তায়ালা জানিয়ে দিলেন আমি সবচেয়ে বেশি খুশি হই আমার বান্দা যখন আমাকে সিজদাহ্ করে । অতঃপর জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালা কে সিজদাহ্ করলেন, ৩০ হাজার বছর ধরে ।
জিবরাঈল (আঃ) মনে মনে খেয়াল করলেন, আমার থেকে এত বড় দামি, এত বড় লম্বা সিজদাহ্ দুনিয়ার আর কেউ করতে পারবে না ।
আল্লাহ তায়ালা নিশ্চয় আমার প্রতি খুশি হবেন ।
জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালার দিকে মুতাহজ্জির হয়ে রইলেন, কিন্তু আল্লাহ তায়ালার পক্ষ থেকে কোন খুশির বাণী জানানো হলো না, জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালা কে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি যে এত লম্বা সিজদাহ্ করলাম আপনি কি আমার সিজদার প্রতি কোন খুশি হন নাই ?
আল্লাহ তায়ালা জানিয়ে দিলেন- জিবরাঈল তোমার জবাব আমি দেব তার আগে তুমি একটু আরশে আজিমের দিকে তাকাও, জিবরাঈল (আঃ) তাকিয়ে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আল্লাহর কুদরতী নূর দ্বারা লিখা রয়েছে- ''লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ''
জিবরাইল (আঃ) জিজ্ঞাসা করলেন- হে আল্লাহ্ !! আমার সিজদার সঙ্গে এই কালিমার কি মিল ??
আল্লাহ তায়ালা বললেন,
"ও জিবরাইল শোন আমি আল্লাহ এ দুনিয়া তৈরী করব ওই দুনিয়ার মানব জাতি ও জ্বীন জাতির হিদায়াতের জন্য লক্ষাধিক নবী-রাসূলগনকে পাঠাব সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ (সাঃ) কে পাঠাব এই নবীর উম্মতের উপরে আমি পাঁচ ওয়াক্ত নামাজ ফরয করব আর প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সতেরটা করে রাকাত আমার জন্য ফরয করব প্রত্যেকটা রাকাতের মধ্যে দুটি করে সিজদা হবে আর প্রত্যেকটা সিজদার মধ্যে ওই নবীর উম্মত তিনবার করে " সুবহা-না রাব্বিয়াল আলা " পাঠ করবে ।
জিবরাইল তুমি জেনে রাখ আমার ওই মাহবুব নবীর উম্মত যখন সিজদায় গিয়ে "সুবহা-না রাব্বিয়াল আলা" বলে আমাকে ডাক দিবে, জিবরাইল তুমি ৩০ হাজার বছর সিজদাহ্ করে যে নেকি পেয়েছ, আমি আল্লাহ্ আমার বান্দার আমল নামায় এর থেকে ও ৪০ হাজার গুন বেশি নেকি লিখে দিব"
সুবহানাল্লাহ ।।🥀
এই জন্য মুসা (আঃ) কাঁদছেন, আল্লাহ !! আমাকে ওই নবীর উম্মত বানাইয়া দাও, যে নবীর উম্মত এক সিজদায় জিবরাঈল (আঃ) এর সারা জীবনের ৩০ হাজার বছরের সিজদার নেকি নিয়ে গেল ।।
আমরা সেই নবীর উম্মত আমাদের কি করা উচিত আর আমরা কি করছি.....??
আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন ।

— আমিন 🤲🤲

Address

Narayanganj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বেহেশতী নারী - Beheshti Nari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বেহেশতী নারী - Beheshti Nari:

Share