08/02/2023
আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙেচুরে, খুচরো পয়সার মতো জমা রাখতে পারি। আমি কখনো উঁচু গলায় বলতে পারিনি 'আমি ওর বেস্টফ্রেন্ড' 😓 কারণ আমার বেস্টফ্রেন্ডদের আলাদা আলাদা বেস্টফ্রেন্ড রয়েছে।💔
সে আমার বেস্টফ্রেন্ড হলেও আমি তার বেস্টফ্রেন্ড নই। এর চেয়ে সুক্ষ্ম দুঃখবোধ বুঝি আর নেই আমার। যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা পৃথিবী সমান ভালোবাসা।
কেউ কখনো বলেনি!
'ও আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার বেস্টফ্রেন্ড'
কেউ কখনো বলেনি!
'আমার সুখ দুঃখের সময়ে তোকে কাছে পেয়েছি'
কেউ কখনো বলেনি!
'আমার চলার পথের সঙ্গী ছিলি তুই'
কেউ কখনো বলেনি!
'তার মনের সকল জমানো কথা'
ঠিক তদ্রুপ আমিও পারিনি,
নিজেকে অন্যের কাছে খুলে বলতে পারিনি,
কেউ বুঝতে চায়নি আমার জমানো কষ্ট গুলো
কেউ জানতে চায়নি কেন মন খারাপ, উদাসীন
কেউ শুনেনি আমার নীরবে কান্নার শব্দ
অবশ্য এ নিয়ে আমার কোনো আক্ষেপ, অনুযোগ, উৎকণ্ঠা নেই।
একা একাকীত্ব কিনা জানিনা, তবে বন্ধুত্বহীন এই শহরে আমি হেঁটেছি বহুবার।
কাটিয়েছি একরাশ ক্লান্তির ঘোর!
এ শহরে ক্লান্তি মুছবার মত আমার বন্ধুত্ব নামক রুমাল নেই।
আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুন রুমাল দেখি।
এরই মাঝে অনেকেরেই কাছে পেয়েছি, হারিয়েছি কিছু বন্ধুদের।
এর চেয়ে নৃশংস নয় আমার বন্ধুহীনতা।
যে শহরে সকালের রোদেরা অভিশপ্ত,
সেখানে আমার দুঃখের কথা বলে আমি কার বুক ভারী করব?
আমাকে দিয়ে কোনো কাজ ভালো ভাবে হয় না,😔 আমি কথা গুছিয়ে বলতে পারিনা। আমাকে কেউ বেশি দিন সহ্য করতে পারে না। কারো প্রিয় মানুষ কিংবা প্রিয় বন্ধু হওয়ার যোগ্যতা আমার নেই!😢
আমি নাকি Ordinary একটা মানুষ। কারো কাছে Boring, Useless, Nonsense, Stupid হিসেবে পরিচিত আমি।
আসলে বন্ধুত্বের সম্পর্কটা বড় কিছু নয়!
সেই সম্পর্কটাকে ধরে রাখাটাই সবথেকে চ্যালেঞ্জিং
ভালোবাসার আরেক নাম বন্ধুত্ব!
সম্পর্কটা হোক হঠাৎ করে বা পুরাতন সেটা বড় কথা নয়
বড় কথা হচ্ছে আমাদের মন মানসিকতা।
যেটা কিনা আমাদের বন্ধুত্বের মূল্য দিতে যানে!
চলার পথে প্রত্যেকের জীবনে একটি বন্ধু নামের বিশ্বাসী ও মজবুত সম্পর্কের একটি বটবৃক্ষ প্রয়োজন। যে সম্পর্ক কখনো লাভ-ক্ষতির হিসেব হয় না। যার কাছে মনের সব লুকানো কথা আস্থা ও বিশ্বাসের সঙ্গে খুলে বলা যায়। সহযোগিতার হাত বাড়িয়ে টেনে তোলা হয় বিপদসীমা থেকে নিরাপদ স্থানে।
এমন একটা বন্ধু আমার কখনো ছিল না 😢
ভুল সিদ্ধান্তের অন্ধকার পথ হতে ফিরিয়ে আলোকিত পথের সন্ধান দেখায়।
এমন একটা বন্ধু আমার কখনো ছিল না 😢
এই আক্ষেপটা বুকে পোষে কোনো এক ভোর রাতে টুপ করে মরে যাবো। হারিয়ে যাবো সবার মাঝে থেকে। 😥
বুননে
-মাঈনউদ্দিন