Mahi's Voice - কথক

Mahi's Voice - কথক ▇☬﷽☬▇
🌿উচ্চ শিক্ষা নিয়ে আজ 🌿
💮পশুর মতো মন💮

🤵ডিগ্রী নয় মানুষ হব🤵
🌹এই করেছি পণ🌹
💞 Ambivert 💞

09/03/2025

🥹

❤️
07/03/2025

❤️

07/03/2025

চলো একসাথে পথ চলি ❤️

19/02/2025

অবশেষে হেনার খোঁজ মিলল 😂

❤️‍🩹🥀
18/02/2025

❤️‍🩹🥀

08/02/2023

আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙেচুরে, খুচরো পয়সার মতো জমা রাখতে পারি। আমি কখনো উঁচু গলায় বলতে পারিনি 'আমি ওর বেস্টফ্রেন্ড' 😓 কারণ আমার বেস্টফ্রেন্ডদের আলাদা আলাদা বেস্টফ্রেন্ড রয়েছে।💔

সে আমার বেস্টফ্রেন্ড হলেও আমি তার বেস্টফ্রেন্ড নই। এর চেয়ে সুক্ষ্ম দুঃখবোধ বুঝি আর নেই আমার। যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা পৃথিবী সমান ভালোবাসা।

কেউ কখনো বলেনি!
'ও আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার বেস্টফ্রেন্ড'

কেউ কখনো বলেনি!
'আমার সুখ দুঃখের সময়ে তোকে কাছে পেয়েছি'

কেউ কখনো বলেনি!
'আমার চলার পথের সঙ্গী ছিলি তুই'

কেউ কখনো বলেনি!
'তার মনের সকল জমানো কথা'

ঠিক তদ্রুপ আমিও পারিনি,
নিজেকে অন্যের কাছে খুলে বলতে পারিনি,
কেউ বুঝতে চায়নি আমার জমানো কষ্ট গুলো
কেউ জানতে চায়নি কেন মন খারাপ, উদাসীন
কেউ শুনেনি আমার নীরবে কান্নার শব্দ

অবশ্য এ নিয়ে আমার কোনো আক্ষেপ, অনুযোগ, উৎকণ্ঠা নেই।
একা একাকীত্ব কিনা জানিনা, তবে বন্ধুত্বহীন এই শহরে আমি হেঁটেছি বহুবার।
কাটিয়েছি একরাশ ক্লান্তির ঘোর!

এ শহরে ক্লান্তি মুছবার মত আমার বন্ধুত্ব নামক রুমাল নেই।
আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুন রুমাল দেখি।

এরই মাঝে অনেকেরেই কাছে পেয়েছি, হারিয়েছি কিছু বন্ধুদের।
এর চেয়ে নৃশংস নয় আমার বন্ধুহীনতা।

যে শহরে সকালের রোদেরা অভিশপ্ত,
সেখানে আমার দুঃখের কথা বলে আমি কার বুক ভারী করব?

আমাকে দিয়ে কোনো কাজ ভালো ভাবে হয় না,😔 আমি কথা গুছিয়ে বলতে পারিনা। আমাকে কেউ বেশি দিন সহ্য করতে পারে না। কারো প্রিয় মানুষ কিংবা প্রিয় বন্ধু হওয়ার যোগ্যতা আমার নেই!😢
আমি নাকি Ordinary একটা মানুষ। কারো কাছে Boring, Useless, Nonsense, Stupid হিসেবে পরিচিত আমি।

আসলে বন্ধুত্বের সম্পর্কটা বড় কিছু নয়!
সেই সম্পর্কটাকে ধরে রাখাটাই সবথেকে চ্যালেঞ্জিং
ভালোবাসার আরেক নাম বন্ধুত্ব!
সম্পর্কটা হোক হঠাৎ করে বা পুরাতন সেটা বড় কথা নয়
বড় কথা হচ্ছে আমাদের মন মানসিকতা।
যেটা কিনা আমাদের বন্ধুত্বের মূল্য দিতে যানে!

চলার পথে প্রত্যেকের জীবনে একটি বন্ধু নামের বিশ্বাসী ও মজবুত সম্পর্কের একটি বটবৃক্ষ প্রয়োজন। যে সম্পর্ক কখনো লাভ-ক্ষতির হিসেব হয় না। যার কাছে মনের সব লুকানো কথা আস্থা ও বিশ্বাসের সঙ্গে খুলে বলা যায়। সহযোগিতার হাত বাড়িয়ে টেনে তোলা হয় বিপদসীমা থেকে নিরাপদ স্থানে।
এমন একটা বন্ধু আমার কখনো ছিল না 😢

ভুল সিদ্ধান্তের অন্ধকার পথ হতে ফিরিয়ে আলোকিত পথের সন্ধান দেখায়।
এমন একটা বন্ধু আমার কখনো ছিল না 😢

এই আক্ষেপটা বুকে পোষে কোনো এক ভোর রাতে টুপ করে মরে যাবো। হারিয়ে যাবো সবার মাঝে থেকে। 😥

বুননে
-মাঈনউদ্দিন

08/02/2023

গল্পের বইয়ের মত করে কতশত মানুষ—
পাঠকের ছদ্মবেশে আমাকে পাঠ করার চেষ্টা করেছিল।
কিন্তু আমি'তো–
বোবা বইয়ের অক্ষরে সাজানো অল্প শব্দের মানুষ।
অবক্র জীবনের লাইন ধরে এগিয়ে চলি।

সুখ ও স্বপ্ন বিলীন প্রচ্ছদে জীবন আঁকা
চাকচিক্যহীন আমার গল্প গুলো।
পাঠ শেষে ফেলে রাখা বইয়ের মত
জীবন গল্পে জমে থাকা দুঃখের ধুলো!

যদিও আমার জীবনগল্প ঢের অল্প।
ছোট হলেও রেশ থাকে অতিদীর্ঘ।

কারো স্মৃতিতে আটকে থাকা
আমি দীর্ঘদিন।
কারো স্মৃতিতে ছাইপাশ ভেবে ভুলে থাকা
আমি অব্রনীল।
তবুও আমি এক দুর্বোধ্য, অপঠিত—
সহজ-সরল কিংবা ভুলভাল অক্ষরে সাজানো বই।

জীবন গল্পের বই || মাঈনউদ্দিন

07/02/2023

রাতের এই শেষভাগে
প্রকৃতি যখন নিস্তব্ধ! তখনই—
স্নিগ্ধতা মিশ্রিত শিশির কণা নেমে আসে
মন-মানুষে, দূর্বা ঘাসে।

প্রবীর জানালাটা খুলে দেই,
জানালার পর্দা কাঁপিয়ে হুরমুর করে ভিতরে ঢুকে
রাতের জমানো হিম শীতল বাতাস।

হিম শীতল বাতাসে–
শিশির জমে চোখের কর্নিশে।
তখন আমার মন খারাপ হয়!
কারো সাথে গল্প করতে ইচ্ছে হয়।
কিন্তু রাতকে জাগিয়ে রেখে তুমি হয়তো ঘুমিয়ে আছো।

অনন্ত তৃষ্ণায় আমি একা নিশাচর পাখি।
'রাত জাগা' সেই রাতে;
আমি আর ঘুমাই না,
আকাশে চাঁদও দেখি না।
তখনই—
আরশের অধিপতি ও তার আধিপত্যের কথা মনে পড়ে যায়।
মনে পড়ে-
তার সৃষ্টির উদ্দেশ্যে, জন্ম-মৃত্যু ও
পরবর্তী জীবনের অপেক্ষমান পথের কথা!

এগুলো ভাবতে ভাবতে নিজেকে গুটিয়ে নিয়ে
ওযুর পানিতে জমা রাখি; যাবতীয় অজুহাতে।
শেষ রাত্তিরে দু'গজের জায়নামাজে দাঁড়িয়ে
শেষ আকাশে নেমে আসা আরশের অধিপতির কাছে–
পাপ জমা রেখে আমি পুন্য বুঝে নিই।

'লা ইলাহা ইল্লাল্লাহ' ইসমে-আযমে
পাপ-পুন্যের হিসেব বুঝে নিয়ে
অধিপতির কাছে বার্তা পাঠাই—
আমার চোখের ঘুম নাহয় কেড়েই নিও,
কিন্তু তার ভালোবাসা পাওয়ার একটু সুযোগ দিও।

নিস্তব্ধতায়ও ভালোবাসি || মাঈনউদ্দিন

06/02/2023

“দৃষ্টির অগোচরে অদেখা তুমিটা কে অসম্ভব ভালোবাসি”

~মাঈনউদ্দিন

06/02/2023

তোমার চোখে হারিয়ে গিয়ে যে তোমাকে ভালোবেসেছিল,
সে চোখ বন্ধ করা পর্যন্ত ভালোবাসাকে হারতে দেয়নি।
দুর্ভাগ্য তোমার, যে
তুমি তাঁর চোখে নিজেকে খুঁজে পাওয়ার আগেই—
অন্যকারো চোখে নিজেকে হারিয়ে ফেলেছো।

এই ভাবেই যুগ যুগ ধরে, নিখুঁত-জুটি হতে পারা মানুষগুলো তাড়াহুড়োয় ভুল জুটি গড়ে বসে— শতসহস্র ভালো প্রেম গুলোর জন্ম আটকে দেয়।।

04/02/2023

একদিন আমি অচেনা কোনো শহরে গেলাম।
একবারে অচেনা নয় কিছুটা চিনি'ও বটে।
ধরুন, আমি শহরেই গেলাম!
স্বপ্ন দেখতে নয়,
কিছু স্বপ্ন কাঁধে নিয়ে।

বুকে তখনো আমার বোতাম লাগানো ছিলো। আদতে তখন আমি শার্টের সবগুলো বোতামই লাগাতাম!
মাথায় ছোট ছোট চুল!
বেশ ভালই লাগছিল!

জেনে খুশি হবেন হয়তো, ইদানিং আমি শার্টের বুকে বোতাম লাগাই না! মাথার চুলগুলো কিন্তু এখন আর আগের মতো নেই; বড় হয়েছে অনেকটা!

বুকখোলা শার্টে এখন ঘুরছি।
ঠিক ধরেছেন—
শহরেই ঘুরছি আমি!

কোনো স্বপ্ন নিয়ে নয়, স্বপ্ন কাঁধে নয়;

বরং একটি হাতঘড়ি নিয়ে ঘুরছি, তোমাকে সময় ধার দিবো বলে!
তবে ঘড়িটা আর হাতে দেওয়া হয় না। পড়ার টেবিলের উপর রাখা— সময় দেখি!

( ডিরেক্টলি অর ইনডিরেক্টলি )
–সময়ের করতালি
অসময়ের বুলি

📝 মাঈনউদ্দিন

Address

Galachipa
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahi's Voice - কথক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category