Masud

Masud Follow

"কাল থেকে সকাল বেলা আর কাউকে ডাকতে হবেনা, ওঠো স্কুলে দেরি হচ্ছে", "হোমওয়ার্ক নিয়ে আর কোনো বায়না থাকবেনা", "মিসের কাছে ছ...
21/07/2025

"কাল থেকে সকাল বেলা আর কাউকে ডাকতে হবেনা, ওঠো স্কুলে দেরি হচ্ছে",

"হোমওয়ার্ক নিয়ে আর কোনো বায়না থাকবেনা", "মিসের কাছে ছুটে আসবেনা আর টিফিন বক্স নিয়ে",

"বাবা আর অফিস যাবার পথে সত গল্পে ভুলিয়ে ভালিয়ে স্কুলে নিয়ে আসবে না", "মা যত্ন করে আর টিফিন গুছিয়ে দিয়ে কপালে চুমু খেয়ে স্কুলে পাঠাবেনা"

"কখন স্কুল শেষে বাড়ি ফিরবে!, আর সেই উৎসুক মনে কোনো অপেক্ষা থাকবে না"

"স্কুল থেকে ফিরে কেউ আর খেলতে যাবার বায়না ধরবে না",,,,,,,সকল আদর, আবদারের আজ অবসান ঘটেছে🙂

"আহা কতগুলো ঘর আজ নিশ্বব্দ ও নিস্তব্ধ হয়ে গেলো জানিনা",,,,,🙂

২১/০৭/২৫ (উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনা)

সব ক্লাস ৩/৪ এর বাচ্ছা এরা কত হাহাকার করছে বাহিরে ঝাপ দেওয়ার জন্য। ছবিটা দেখলে কেমন যেন লাগে।😭💔
21/07/2025

সব ক্লাস ৩/৪ এর বাচ্ছা এরা কত হাহাকার করছে বাহিরে ঝাপ দেওয়ার জন্য। ছবিটা দেখলে কেমন যেন লাগে।😭💔

তাকে ব্লেইম করা হচ্ছে কিন্তু কন্ট্রোলার রুম থেকে তাকে জানানো হয় "ইজেক্ট" করার জন্য। সে চাইলেই ইজেক্ট করে বেঁচে ফিরে আসতে...
21/07/2025

তাকে ব্লেইম করা হচ্ছে কিন্তু কন্ট্রোলার রুম থেকে তাকে জানানো হয় "ইজেক্ট" করার জন্য। সে চাইলেই ইজেক্ট করে বেঁচে ফিরে আসতে পারতো কিন্তু
সে ইজেক্ট করতে চায়নি।
মাঠের ফাঁকা জায়গায় বিমানটি প'তিত করার চেষ্টা করেছিলেন!

চাইলেই প্যারাসুটে দিয়ে আরও আগেই বেরিয়ে আসতে পারতেন।
কিন্তু তিনি জানতেন, নিচে স্কুল, শত শিশু। তাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছেন, বিমানটি সরাতে চেয়েছেন।

বছর দু'য়েক আগের দিকের চট্টগ্রামের নদীর উপর একইভাবে পাইলট জাওয়াদের বিমান দূর্ঘট'নার কথা মনে আছে?

তিনিও আগে প্যারাস্যুট নিয়ে লাফ দিলে হয়তো বেঁ'চে যেতেন।
কিন্তু জনবহুল এলাকায় পতিত না করে ৫ মিনিট ধরে চেষ্টা চালিয়ে নদীতে প'তিত করলো।

তিনি অনেক মৃ'ত্যু এ্যাভোয়েড করে নিজে প্রা'ণ দিলেন।
তারও কিন্তু ছোট বাচ্চা ছিলো, ভালোবেসে বিয়ে করা বউ ঘরে ছিল।

আমাদের ন্যাশনাল হিরো আমাদের ডিফেন্সের এমন নিবেদিত প্রা'ণ ভাই-বোনেরা।
এদের মৃ"ত্যুকে সন্দেহ না করে তাদের জন্য দোয়া করি।

উনারা জীব'ন দিয়ে যেনো কর্তৃপক্ষের টনক নড়াতে পারেন।
আর যেনো কোন পাইলট কে এভাবে জী"বন দিতে না হয়।
দূর্ঘ'টনার যেনো সাধারণ মানুষের এভাবে সন্তা"ন না যায়।

পরিশেষে কিন্তু মৃ'ত্যু তো মানুষের হাতে নেই।
আল্লাহ সুবহানাহু তা'য়ালা তাদের জান্নাত নসিব করুক, আমিন

#মাইলস্টোন #উত্তরা #বিমান

21/07/2025

বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের ঢাকা সিএমএইচে চিকিৎসার সর্বশেষ আপডেট-১

ঢাকা, ২১ জুলাই ২০২৫ (সোমবার), ১৮০০ ঘটিকা: রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন কলেজের মূল ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনকে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে মোট ০৯ জন আহত ব্যক্তি সিএমএইচ, ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন এবং ১৪ জনকে (পাইলটসহ) মৃত অবস্থায় আনা হয়েছে। এছাড়া, উদ্ধারকার্যে অংশগ্রহণকারী আহত ১৪ জন সেনাসদস্য, ০১ জন পুলিশ সদস্য এবং ০১ জন ফায়ার সার্ভিস সদস্য সিএমএইচ ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনী এই হৃদয়বিদারক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করছে এবং নিহত ও আহত ব্যক্তিদের পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সিএমএইচসহ সংশ্লিষ্ট সকল সংস্থা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

সিএমএইচ, ঢাকা - অনুসন্ধান নম্বর: ০১৭৬৯০১৪৫৩৮

21/07/2025

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আহত শিক্ষার্থীদের জন্য জরুরি রক্তের প্রয়োজন। আগ্রহী ব্যক্তিরা জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি হটলাইনে যোগাযোগ করতে পারেন: 01949043697

21/07/2025

মাইলস্টোন স্কুলের ভিতর.. 🥲🥲

এই পেশেন্ট কে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়ন...
21/07/2025

এই পেশেন্ট কে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়নি। যদি কেউ চিনে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন,,,,
০১৮১১৬৯৬০৩৩

লাখ টাকার ভিউ 💛❤💙 আজকের আকাশের চাঁদ 🌝 স্থান: বাগমারা ব্রীজ, নবাবগঞ্জ
12/06/2025

লাখ টাকার ভিউ 💛❤💙
আজকের আকাশের চাঁদ 🌝
স্থান: বাগমারা ব্রীজ, নবাবগঞ্জ

সম্পূর্ণ মনোরম পরিবেশে সাজানো এই সুন্দর বাড়িটি ভাড়া দেওয়া হবে। মাসিক ভাড়া: আলোচনা সাপেক্ষে 😋তারিখ: বেঁচে থাকলে ভাড়া দিয়ে...
09/06/2025

সম্পূর্ণ মনোরম পরিবেশে সাজানো
এই সুন্দর বাড়িটি ভাড়া দেওয়া হবে।
মাসিক ভাড়া: আলোচনা সাপেক্ষে 😋
তারিখ: বেঁচে থাকলে ভাড়া দিয়েন 😜
স্থান: হাসনাবাদ, বান্দুরা, নবাবগঞ্জ

02/06/2025

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Masud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

বৃক্ষ বিতান

Typing......