Dingi-ডিঙ্গি

Dingi-ডিঙ্গি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dingi-ডিঙ্গি, Digital creator, Uttata, Dhaka.

হাইস্কুল থেকে ফিরে ক্লান্ত মেয়েটি দরজা খুলে ঘরে ঢুকতেই এক পরিচিত গন্ধে মুখটা উজ্জ্বল হয়ে উঠল।"মা তুমি গরুর হাড়ের স্যুপ ক...
14/05/2025

হাইস্কুল থেকে ফিরে ক্লান্ত মেয়েটি দরজা খুলে ঘরে ঢুকতেই এক পরিচিত গন্ধে মুখটা উজ্জ্বল হয়ে উঠল।

"মা তুমি গরুর হাড়ের স্যুপ করেছো?"
বলে, রান্নাঘর থেকে বেরিয়ে এলেন, মুখে নরম হাসি—
মা বলল -"তুমি তো বলেছিলে পরীক্ষার আগে এই স্যুপ খেলে মন ভালো থাকে। মনে ছিল আমার।"

মেয়ে কিছু বলতে গিয়েও চুপ করে গেল। কিছুদিন আগেই এক তুচ্ছ বিষয়ে মায়ের সঙ্গে তর্ক হয়েছিল। সেই ঝগড়ায় সে বলেছিল,
— "তুমি কিছুই বোঝো না! আমাদের প্রজন্মের চিন্তা তোমার পুরনো মাথায় ঢোকে না।"

মায়ের চোখে জল এসেছিল, কিন্তু তিনি কিছু বলেননি।

আজ সেই মা চুপিচুপি মেয়ের পছন্দের স্যুপ রান্না করেছেন।
মেয়ে ডাইনিং টেবিলে বসে চামচ হাতে স্যুপ তুলতেই মুখটা থমকে গেল।

স্যুপের ভেতরে ছোট্ট একটা নোট—
“তোমার খুশিই আমার সবচেয়ে বড় স্বস্তি।”

মেয়ের চোখ ভিজে গেল। মা তখন ঘর গোছাচ্ছিলেন, হঠাৎ মেয়েটি পেছন থেকে জড়িয়ে ধরল—

— "আমি ভুল বলেছিলাম মা। তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু।"

মা শান্তভাবে বললেন—
— "তুমি বুঝলেই আমার পৃথিবীটা ঠিক হয়ে যায়।"

এক বৃদ্ধ বাবা প্রতিদিন পার্কে গিয়ে একটি বেঞ্চে বসতেন, যেখানে তাঁর মেয়ে ছোটবেলায় বসে তার আঁকা দেখাতো। মেয়েটি বড় হয়ে শহরে ...
14/05/2025

এক বৃদ্ধ বাবা প্রতিদিন পার্কে গিয়ে একটি বেঞ্চে বসতেন, যেখানে তাঁর মেয়ে ছোটবেলায় বসে তার আঁকা দেখাতো। মেয়েটি বড় হয়ে শহরে চলে যায়, ব্যস্ততায় বাবার সাথে যোগাযোগ কমে যায়। একদিন খবর আসে—বাবা মারা গেছেন।

মেয়েটি বাবার ঘরে ফিরে দেখতে পায়, সেই পুরনো চেয়ারে এখনো তার ছোটবেলার আঁকা ছবিগুলো সযত্নে রাখা আছে, প্রতিটিতে বাবার হাতে লেখা দিন-তারিখ, “আজ সে হেসেছিল”, “আজ সে বলেছিল ভালোবাসে”।

মেয়েটি নিঃশব্দে কান্নায় ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারে—বাবা কোনোদিন অভিযোগ করেননি, কিন্তু প্রতিদিন তাকে ভালোবেসেছেন নিঃশব্দে।

"তোমার উপর কেউ দাঁড়িয়ে আছে মানেই তুমি নিচে পড়ে আছো—এটা সত্যি নয়। হয়তো তুমি এখন তাদের ভার বহন করছো, কিন্তু এটা প্রমাণ যে ...
13/05/2025

"তোমার উপর কেউ দাঁড়িয়ে আছে মানেই তুমি নিচে পড়ে আছো—এটা সত্যি নয়। হয়তো তুমি এখন তাদের ভার বহন করছো, কিন্তু এটা প্রমাণ যে তুমি এখনো ভাঙোনি।"

"দুনিয়া অনেক সময় তোমাকে মাটিতে ঠেলে দেবে, বড় লোকেরা তোমার ঘাম দিয়ে তাদের রাজত্ব গড়বে। কিন্তু মনে রেখো, ইতিহাস কখনো শোষকের অহংকার মনে রাখে না, মনে রাখে নিচ থেকে উঠে দাঁড়ানো মানুষের গল্প।"

"তুমি হয়তো আজ ন্যুব্জ, নিঃস্ব, অবহেলিত—but এই পীড়নের ভিতরেই জন্ম নেয় সবচেয়ে সাহসী প্রতিবাদ, সবচেয়ে সত্যিকারের পরিবর্তন।"

একজন পুরুষ তার পরিবারের জন্য সবকিছু করতে পারে।
13/05/2025

একজন পুরুষ তার পরিবারের জন্য সবকিছু করতে পারে।

ছোট বেলা থেকে শিশুকে ঘি খাওয়ালে যা শিশুর প্রাকৃতিক চর্বি এবং এনার্জির সঠিক গ্রোথ এবং ডেভেলপমেন্টে কাজ করে।
05/11/2023

ছোট বেলা থেকে শিশুকে ঘি খাওয়ালে যা শিশুর প্রাকৃতিক চর্বি এবং এনার্জির সঠিক গ্রোথ এবং ডেভেলপমেন্টে কাজ করে।

ঘি চর্বির একটি উৎস এবং দৈহিক শক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই শিশুর দৈহিক বৃদ্ধি ও বিকাশের জন্য ঘি খাওয়ানো খুবই উপকার...
04/11/2023

ঘি চর্বির একটি উৎস এবং দৈহিক শক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই শিশুর দৈহিক বৃদ্ধি ও বিকাশের জন্য ঘি খাওয়ানো খুবই উপকারী।

আপনার বাচ্চার মেধা বিকাশ এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুপার ফুড চিয়া সীড খাওয়াচ্ছেনতো?
04/11/2023

আপনার বাচ্চার মেধা বিকাশ এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুপার ফুড চিয়া সীড খাওয়াচ্ছেনতো?

ঘি বাচ্চাদের ক্ষুধা বাড়ায়। পুষ্টির চাহিদা পুরনে শিশুদের খাবারে ঘি যুক্ত করুন।😊
03/11/2023

ঘি বাচ্চাদের ক্ষুধা বাড়ায়। পুষ্টির চাহিদা পুরনে শিশুদের খাবারে ঘি যুক্ত করুন।😊

ঘি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পুষ্টির চাহিদা পূরন, শারীরিক এবং মানসিক বিকাশের জন্য শিশুদের খাবারে ঘি যুক্ত করু...
03/11/2023

ঘি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পুষ্টির চাহিদা পূরন, শারীরিক এবং মানসিক বিকাশের জন্য শিশুদের খাবারে ঘি যুক্ত করুন।

25/10/2023

✅চিয়া সিড ও সরিষা ফুলের মধুর কম্বোপ্যাক।
চিয়া সিডকে বলায় সুপারফুড। এতে আছে দুধের চেয়ে ৫ গুণ বেশি ক্যালসিয়াম, কমলার চেয়ে ৭ গুণ বেশি ভিটামিন সি, পালংশাকের চেয়ে ৩ গুণ বেশি আয়রন, কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম, মুরগির ডিম থেকে ৩ গুণ বেশি প্রোটিন, স্যামন মাছের চেয়ে ৮ গুণ বেশি ওমেগা-৩।
চিয়া সিড খাওয়ার উপকারিতা:
পুষ্টিবিদরা জানান, চিয়া সিডে থাকা ওমেগা-৩ হৃদরোগের ঝুঁকি কমাতে এবং ক্ষতিকর কোলেস্টেরল দূর করতে কাজ করে।
চিয়া সিড শরীরের শক্তি দেয় এবং কর্মক্ষমতা বাড়ায়।
প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় চিয়া সিড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে।
মেটাবলিক সিস্টেমকে উন্নত করার মাধ্যমে এটি ওজন কমাতে সহায়তা করে। এটি রক্তে চিনির প্রবাহ স্বাভাবিক রাখে বলে ডায়বেটিসের ঝুঁকি কমে।
হাড়ের স্বাস্থ্য রক্ষায় চিয়া সিড দারুণ কাজ করে।
চিয়া সিড শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে আনে। দূর করে গ্যাষ্টিক সমস্যা।
চিয়া সিড ভালো ঘুম হতেও সাহায্য করে বলে বিশ্বাস করেন চিকিৎসকরা। শুধু কি তাই! হাঁটু ও জয়েন্টের ব্যথা কমায়।
ত্বক, চুল ও নখ সুন্দর রাখতে কাজ করে চিয়াসিড।
চিয়া সিড খাওয়ার নিয়ম:
চিয়া সিড স্বাদ ও গন্ধবিহীন একটি খাবার। এটা খাওয়ার জন্য রান্না করারও দরকার হয় না। পানিতে ভিজিয়ে সহজেই খাওয়া যায় চিয়া সিড। চাইলে ওটস, পুডিং, জুস, স্মুথি ইত্যাদির সঙ্গে মিশিয়ে খেয়ে নেয়া যায়। এ ছাড়া কেউ চাইলে টকদই, সিরিয়াল, রান্না করা সবজি বা সালাদের ওপরে ছড়িয়েও খেতে পারেন।
চিয়া সিড কুসুম গরম পানিতে ৫-১০ মিনিট ভিজিয়ে রেখে সাথে দুই চামচ মধু মিশিয়ে সকালে খালি পেটে অথবা রাতে ঘুমানোর আগে খেয়ে নিন।
চিয়া সিড ও সরিষা ফুলের মধুর কম্বোপ্যাকটি অর্ডার করতে এখনি যোগাযোগ করুন আমাদের দেয়া মোবাইল নাম্বারে অথবা ইনবক্সে ম্যাসেজ করুন।
☎️01521497396

Address

Uttata
Dhaka
1230

Telephone

+8801521497396

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dingi-ডিঙ্গি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share