Jahangir Khan Biplob

Jahangir Khan Biplob আলোচনা ও সমালোচনা করিনা ভয়।

17/02/2025

অধিকার রক্ষায় ভারতকে বিন্দু পরিমান ছাড় দেয়া হবে না ==মির্জা ফখরুল আলমগীর
মহাসচিব _বিএনপি

শুভেচ্ছা ও অভিনন্দন ❤️🌾❤️শুভেচ্ছা ও অভিনন্দন সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল ভায়ের সুযোগ্যা সন্তান এ্যাডঃ ফারজানা শা...
17/02/2025

শুভেচ্ছা ও অভিনন্দন ❤️🌾❤️শুভেচ্ছা ও অভিনন্দন

সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল ভায়ের সুযোগ্যা সন্তান এ্যাডঃ ফারজানা শারমিন পুতুল কে নাটোর জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক মনোনীত করায় নাটোর জেলা যুবদলের পক্ষ থেকে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও বিএনপির মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সংশ্লিষ্ট সকল নেত্রীবৃন্দর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অবশ্যই নির্বচনের আগে দেশে ফিরবেন। ইনশাআল্লাহ ❤️🌾🌾...
17/02/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অবশ্যই নির্বচনের আগে দেশে ফিরবেন। ইনশাআল্লাহ ❤️🌾🌾🌾❤️
==মির্জা ফকরুল ইসলাম আলমগীর

জাতীয় নির্বাচনের আগে.......স্থানীয় সরকার নির্বাচন চাই না_ পার্থbnp news বিএনপি সংবাদ
16/02/2025

জাতীয় নির্বাচনের আগে.......
স্থানীয় সরকার নির্বাচন চাই না_ পার্থ

bnp news বিএনপি সংবাদ

15/02/2025

৪ মিনিটের বক্তব্যে পুরো দেশকে সচেতন করে দিয়েছেন ব্যারিষ্টার ফুয়াদ।

বাংলাদেশ কে নিয়ে নগ্ন চক্রান্তে নেমেছে দেশীয় ও বিদেশী রাক্ষসের দল, সাবধান সকলে সাবধান।

15/02/2025
আয়নাঘরের আবিস্কারক কর্নেল হাসিনুর রহমান কেন বাদ গেলেন!!==========================================আয়নাঘরে অনেকেই বন্দি ছ...
14/02/2025

আয়নাঘরের আবিস্কারক কর্নেল হাসিনুর রহমান কেন বাদ গেলেন!!
==========================================
আয়নাঘরে অনেকেই বন্দি ছিলেন। কিন্তু এই নিয়ে প্রতিবেদন তৈরীর সময় সাহস করে কেউ সাক্ষ্য দিতে এগিয়ে আসেনি। যার মাধ্যমে আয়নাঘর সম্পর্কে জেনেছিল সবাই, সেই কর্নেল হাসিনুর রহমান কেন বাদ গেলেন আয়নাঘর পরিদর্শনের তালিকা থেকে?
এই নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন,

"চরম ভাবে মর্মাহত। জীবনের চরম ঝুঁকি নিয়ে বাংলাদেশে থেকে আয়না ঘর কে জনসম্মুখে আনি আমি। আমি আয়না ঘরের বিস্তারিত জেনে ছিলাম। প্রথমে আলজাজিরা টেলিভিশনে ইন্টারভিউ দেই, তা বিশেষ কোন কারনে হয়তো প্রচার হয়নি। আমায় সাহায্য করে জুলকারনাইন সামীর, তারপর জুলকারনাইন এর হাত ধরে তাসনিম খলিলের নেত্র নিউজ। যা প্রচার হয় ২০২২ সালের জুলাই মাসে। এরপর বিদেশি বাংলা চ্যানেল গুলোতে জেনারেল আজমী জীবিত এবং আয়না ঘরের অবস্থান সুন্দর করে বুঝিয়ে দেই। আমার বিরুদ্ধে ১০ এর অধিক আইসিটি ধারায় মামলা হয়। মানবাধিকার কর্মী ও আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি উপস্থাপন করি।

গতকাল প্রধান উপদেষ্টা সরজমিনে দেখতে যান। আমি ছাড়া অনেক ই ছিলেন। যারা গিয়ে ছিলেন তাদের লজ্জা লাগে নি। আমি মনে করি আমি সব কিছু বলে খোলসা করে দিবো। ১১ তাং রাতে গু*ম কমিশনের সদস্য নাবিলা আপু কে রিং করে ছিলাম। এমন ভাব নিলেন উনি তেমন ওয়াকিবহাল নন। তবে আমি নিশ্চিত ছিলাম পরিদর্শনে বিষয়ে সবটাই নাবিলা করেছেন।

এখন কথা নাবিলা আমাকে কেন সংযুক্ত করেননি। আসলে নাবিলা পর্দার আড়ালে ফ্যা সিস্ট কে সাহায্য করছে। যারা গিয়েছেন তারা সরকারের জন্য তথা মামলা প্রমাণে ভূমিকা রাখতে পারবে না। ক্ষতিগ্রস্তদের মাঝে যদি একজনের নাম থাকে,তা আমার থাকার কথা। আসিফ নজরুল ও নাবিলা গং দের নজরে রাখতে হবে।

একটা বিষয় পরিষ্কার করা দরকার। গুম হওয়া ক্ষতিগ্রস্ত দের শেরাটনের খাবার ও হুর পরীদের সেবাযত্ন যদি দেওয়া হয় তাতে গু*ম অপরাধের গুরুত্ব কমে না। তবে তুলনা করা যায়। আমরা কে কেমন ছিলাম। জেনারেল আজমী ছিলেন এসি রুমে, খাবার পছন্দে স্বাধীনতা ছিল, ব্যারিস্টার আরমান ভাই উচ্চ কমপ্লেক্স এ ছিলেন। এখানে গরম কম। আর আমি ছিলাম ওভেন এ। ১০ রুমের কমপ্লেক্স।

কূটনৈতিক ক্যাপ্টেন মারুফ জামানের ভাষায় আমার সেল গুলো হলো ট*র্চা*র সেল। কারণ তিনি উভয় সেলে ছিলেন। আরমান ভাই কোন সুবিধা পাননি যা জেনারেল আজমী পেয়েছেন। আমি তো তুলনা করবোই। একে ১০ সেল তার সাথে বড় বড় শব্দ সৃষ্টি কারী exhaust fan । সব কিছু মিলিয়ে ব্যারিস্টার আরমান ভাই কে দীর্ঘ আয়ু র জন্য দোয়া রইল।

বি জেনারেল হাসান নাসির সহ আমরা আয়না ঘর থেকে ব*ন্দীদের মুক্তির জন্য কচুখেত চেকপোস্টের সামনে ৫ আগষ্ট ২০২৪ মধ্যে রাত পর্যন্ত দাবী নিয়ে ছিলাম। গু*ম কমিশনের নাবিলা আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করেছে। জেনারেল আজমীর কী উচিত ছিল না বি জেনারেল হাসান নাসির ও হাসিন কেন থাকবে না এটা জানা।

14/02/2025

জেনেভায় শেখ হাসিনার নৃশংসতার চিত্র তুলে ধরলো জাতিসংঘ।

13/02/2025

স্বৈরাচার জালিম দূর্নীতিবাজ আওয়ামিলীগের সংসদ সদস্যরা কি শ্বশুরবাড়ীতে বেড়াতে এসেছে নাকি!!
==========================================
★স্বৈরাচার জালিম দূর্নীতিবাজ আওয়ামিলীগ হাজার হাজার নিরীহ জনগণের হত্যাকারী.....
★স্বৈরাচার জালিম দূর্নীতিবাজ আওয়ামিলীগ দূনীতি ও লুটপাট করে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসকারী...
★স্বৈরাচার জালিম দূর্নীতিবাজ আওয়ামিলীগ বাকস্বাধীনতা হরনকারী....
★স্বৈরাচার জালিম দূর্নীতিবাজ আওয়ামিলীগ বাংলাদেশের শিক্ষানীতি ধ্বংসকারী....
★স্বৈরাচার জালিম দূর্নীতিবাজ আওয়ামিলীগ বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধ্বংসকারী...
স্বৈরাচার জালিম দূর্নীতিবাজ আওয়ামিলীগ সমগ্র বাংলাদেশেকে বসবাসের অযোগ্য করে তুলেছে তাহলে সেই আওয়ামিলীগের দোসররা জেলে জামাই আদরে থাকে কি করে!! তাদের তো রিমান্ডে নিয়ে তাদের সকল অপকর্মের জবাবদিহিতা চাওয়ার কথা এবং ফাসির দড়িতে ঝোলানোর কথা!!

এমন পরিস্থিতির জন্য কে বা কারা দায়ি তা খুজে বের করে আইনের আওতায় আনার দাবি সাধারণ জনতার।

13/02/2025

চাঁদপুরে এক আতংকের নাম ছিলো ডিবি মামুন
৫ ই আগষ্টের পরে তার কর্মেরফল দুনিয়াতেই পেয়ে গেলেন কচুয়া এলাকায় তাকে জনগণ পিটিয়ে মারলো
ডিবি মামুনের থেকেই অন্য যারা পুলিশ / ডিবিতে আছেন দয়ায় করে আপনারাও এই ডিবি মামুনের থেকে শিক্ষা নিয়েন

আমরা টেম্পুস্ট্যান্ডের চাঁদা তুলিনা, ব্যাংক ডাকাতিতে সহযোগিতা করি।- আলবটর টানেল পার্টি(একমাত্র জান্নাতি দল)
13/02/2025

আমরা টেম্পুস্ট্যান্ডের চাঁদা তুলিনা, ব্যাংক ডাকাতিতে সহযোগিতা করি।

- আলবটর টানেল পার্টি(একমাত্র জান্নাতি দল)

সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের আগে ধরেন— মির্জা আব্বাস 👇বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সরকারের উদ্দেশ...
13/02/2025

সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের আগে ধরেন
— মির্জা আব্বাস
👇

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সরকারের উদ্দেশে বলেছেন, ‘আপনারা ডেভিল হান্ট অপারেশন করছেন ঠিক আছে, কিন্তু বনে-জঙ্গলে ডেভিল না খুঁজে সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের খুঁজে বের করুন। সরকারি সব প্রতিষ্ঠানে এখনো আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। এরাই সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে।

মঙ্গলবার রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামসংলগ্ন স্থানে আয়োজিত সেমিনারে মির্জা আব্বাস এসব কথা বলেন।

‘রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক সেমিনারের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানা বিএনপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস তাঁর দলের পক্ষ থেকে নির্বাচন চাওয়ার দাবির বিষয়ে বলেন, ‘বিএনপি মানুষের ভোটাধিকারের জন্যই তো দেড় যুগ ধরে আন্দোলন করছে, কর্মীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এটা তো নতুন দাবি নয়। আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য।

আর কেউ কেউ চাচ্ছেন স্থানীয় নির্বাচন। তাঁরা জানেন না, এখন গর্তে লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টরা স্থানীয় নির্বাচনের ফাঁকফোকর দিয়ে মাথা বের করবে। এটা অশুভ চক্রান্ত।’

12/02/2025

মাশআল্লাহ্.......
প্রিয় নেতা আলহাজ্ব রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই ও আজহারী হুজুর এক ফ্রেমে

মহান আল্লাহ যাকে যোগ্য মনে করেন তাকে সন্মান দান করেন। আলহামদুলিল্লাহ
12/02/2025

মহান আল্লাহ যাকে যোগ্য মনে করেন তাকে সন্মান দান করেন। আলহামদুলিল্লাহ

যাত্রাবাড়ীতে জুলাই অভ্যুত্থানে গণহ'ত্যার মহানায়ক, ১০ মিনিটে আন্দোলন ক্লিয়ার করে ফেলবে এবং আন্দোলনকে বিএনপি জামায়াত স'ন...
12/02/2025

যাত্রাবাড়ীতে জুলাই অভ্যুত্থানে গণহ'ত্যার মহানায়ক, ১০ মিনিটে আন্দোলন ক্লিয়ার করে ফেলবে এবং আন্দোলনকে বিএনপি জামায়াত স'ন্ত্রা'সীদের পরিকল্পনা বলা র‍্যাব-১০ এর ফরিদ উদ্দিন এর বিরুদ্ধে কোন ব্যবস্থা তো দূরের কথা বরং জুলাই হ'ত্যাকাণ্ডের পুরষ্কার হিসেবে তাকে CEO পদে পদায়ন করন হয়েছে।

উল্লেখ্য, ফরিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিল।

Tarique Rahman একদফা আন্দোলন চলছে চলবে

যে যাকেই পছন্দ করেন না কেন একটি কথা পরিষ্কার,  লালপুর থানা বিএনপিতে সবচেয়ে পরিশ্রমী সৎ  জনপ্রিয় নেতা হারুনর রশীদ পাপ্পু।...
12/02/2025

যে যাকেই পছন্দ করেন না কেন একটি কথা পরিষ্কার, লালপুর থানা বিএনপিতে সবচেয়ে পরিশ্রমী সৎ জনপ্রিয় নেতা হারুনর রশীদ পাপ্পু। লালপুর থানার রাজনীতি গতিশীল রাখতে উনার বিকল্প কেউ নেই,লালপুর থানা বিএনপির রাজনীতি উনার হাত ধরে থাকবে গতিময় ও সুশৃঙ্খল।

লালপুর থানা বিএনপির রাজনীতিতে অনেক সিনিয়র রাজনৈতিক নেতাকে দেখেছি তবে বেশির ভাগ ছিলো ভ্রষ্টা,দলের চেয়ে নিজের স্বার্থ বেশি দেখেছে।এক্ষেত্রে হারুনর রশীদ পাপ্পু সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ, ১০০% সংগঠন প্রেমী, সৎ ও পরোপকারী এবং পরিশ্রমী নেতা।

লালপুর থানা বিএনপির রাজনীতি গতিশীল ও সুসংগঠিত রাখতে হারুনর রশীদ পাপ্পুর বিকল্প নেই।

09/02/2025

কুমিল্লায় চলছে ‘বর্ণচোরা রাজনীতি’! ৭ আওয়ামিলীগ নেতা ভিড়লেন জামায়াতে।

Address

Dhaka

Telephone

+32460247676

Alerts

Be the first to know and let us send you an email when Jahangir Khan Biplob posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jahangir Khan Biplob:

Share