14/02/2025
আয়নাঘরের আবিস্কারক কর্নেল হাসিনুর রহমান কেন বাদ গেলেন!!
==========================================
আয়নাঘরে অনেকেই বন্দি ছিলেন। কিন্তু এই নিয়ে প্রতিবেদন তৈরীর সময় সাহস করে কেউ সাক্ষ্য দিতে এগিয়ে আসেনি। যার মাধ্যমে আয়নাঘর সম্পর্কে জেনেছিল সবাই, সেই কর্নেল হাসিনুর রহমান কেন বাদ গেলেন আয়নাঘর পরিদর্শনের তালিকা থেকে?
এই নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন,
"চরম ভাবে মর্মাহত। জীবনের চরম ঝুঁকি নিয়ে বাংলাদেশে থেকে আয়না ঘর কে জনসম্মুখে আনি আমি। আমি আয়না ঘরের বিস্তারিত জেনে ছিলাম। প্রথমে আলজাজিরা টেলিভিশনে ইন্টারভিউ দেই, তা বিশেষ কোন কারনে হয়তো প্রচার হয়নি। আমায় সাহায্য করে জুলকারনাইন সামীর, তারপর জুলকারনাইন এর হাত ধরে তাসনিম খলিলের নেত্র নিউজ। যা প্রচার হয় ২০২২ সালের জুলাই মাসে। এরপর বিদেশি বাংলা চ্যানেল গুলোতে জেনারেল আজমী জীবিত এবং আয়না ঘরের অবস্থান সুন্দর করে বুঝিয়ে দেই। আমার বিরুদ্ধে ১০ এর অধিক আইসিটি ধারায় মামলা হয়। মানবাধিকার কর্মী ও আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি উপস্থাপন করি।
গতকাল প্রধান উপদেষ্টা সরজমিনে দেখতে যান। আমি ছাড়া অনেক ই ছিলেন। যারা গিয়ে ছিলেন তাদের লজ্জা লাগে নি। আমি মনে করি আমি সব কিছু বলে খোলসা করে দিবো। ১১ তাং রাতে গু*ম কমিশনের সদস্য নাবিলা আপু কে রিং করে ছিলাম। এমন ভাব নিলেন উনি তেমন ওয়াকিবহাল নন। তবে আমি নিশ্চিত ছিলাম পরিদর্শনে বিষয়ে সবটাই নাবিলা করেছেন।
এখন কথা নাবিলা আমাকে কেন সংযুক্ত করেননি। আসলে নাবিলা পর্দার আড়ালে ফ্যা সিস্ট কে সাহায্য করছে। যারা গিয়েছেন তারা সরকারের জন্য তথা মামলা প্রমাণে ভূমিকা রাখতে পারবে না। ক্ষতিগ্রস্তদের মাঝে যদি একজনের নাম থাকে,তা আমার থাকার কথা। আসিফ নজরুল ও নাবিলা গং দের নজরে রাখতে হবে।
একটা বিষয় পরিষ্কার করা দরকার। গুম হওয়া ক্ষতিগ্রস্ত দের শেরাটনের খাবার ও হুর পরীদের সেবাযত্ন যদি দেওয়া হয় তাতে গু*ম অপরাধের গুরুত্ব কমে না। তবে তুলনা করা যায়। আমরা কে কেমন ছিলাম। জেনারেল আজমী ছিলেন এসি রুমে, খাবার পছন্দে স্বাধীনতা ছিল, ব্যারিস্টার আরমান ভাই উচ্চ কমপ্লেক্স এ ছিলেন। এখানে গরম কম। আর আমি ছিলাম ওভেন এ। ১০ রুমের কমপ্লেক্স।
কূটনৈতিক ক্যাপ্টেন মারুফ জামানের ভাষায় আমার সেল গুলো হলো ট*র্চা*র সেল। কারণ তিনি উভয় সেলে ছিলেন। আরমান ভাই কোন সুবিধা পাননি যা জেনারেল আজমী পেয়েছেন। আমি তো তুলনা করবোই। একে ১০ সেল তার সাথে বড় বড় শব্দ সৃষ্টি কারী exhaust fan । সব কিছু মিলিয়ে ব্যারিস্টার আরমান ভাই কে দীর্ঘ আয়ু র জন্য দোয়া রইল।
বি জেনারেল হাসান নাসির সহ আমরা আয়না ঘর থেকে ব*ন্দীদের মুক্তির জন্য কচুখেত চেকপোস্টের সামনে ৫ আগষ্ট ২০২৪ মধ্যে রাত পর্যন্ত দাবী নিয়ে ছিলাম। গু*ম কমিশনের নাবিলা আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করেছে। জেনারেল আজমীর কী উচিত ছিল না বি জেনারেল হাসান নাসির ও হাসিন কেন থাকবে না এটা জানা।