Voice of Bangladesh

Voice of Bangladesh সত্য উন্মোচন আমার-আমাদের লক্ষ্য!
(8)

সব গডফাদার এনসিপির কেদ্রীয় নেতারা।
29/09/2025

সব গডফাদার এনসিপির কেদ্রীয় নেতারা।

29/09/2025

কালকে পাকিস্তানপন্থীদের দুটো হার।
১/সাকিব আল হাসানের পোস্ট।
২/ ইন্ডিয়ার সাথে পাকিস্তানের এশিয়া কাপে পরাজয়।

এইদিনটাকে লাইলাতুল কান্নাকাটি দিবস হিসাবে পালন করার জোর দাবি জানাচ্ছি।

29/09/2025

কঠিন সময়ে অবিচল সাকিব: শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রশংসার জোয়ারে বিশ্বসেরা অলরাউন্ডার

নিজস্ব প্রতিবেদক,

এক নজিরবিহীন রাজনৈতিক দমন-পীড়ন এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মাঝে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাহসিকতার পরিচয় দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যখন অন্তর্বর্তীকালীন সরকারের চাপে অনেক পরিচিত মুখ নীরব, তখন তার এই অবিচল অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার ঝড় তুলেছে। সমর্থকরা তাকে ‘দুঃসময়ের সঙ্গী’ হিসেবে আখ্যা দিচ্ছেন।

রবিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৯ তম জন্মদিনে একটি শুভেচ্ছা বার্তা পোস্ট করেন সাকিব। মুহূর্তেই সেই পোস্টটি ছড়িয়ে পড়ে এবং সাকিবকে কেন্দ্র করে শুরু হয় আলোচনা। রাজনৈতিকভাবে এমন একটি প্রতিকূল সময়ে তার এই পদক্ষেপকে আনুগত্য ও সাহসের প্রতীক হিসেবে দেখছেন নেটিজেনরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বার্তাকে কেন্দ্র করে একজন ব্যবহারকারী লিখেছেন, "সবার মতো ক্ষমতা কেন্দ্রিক চামবাজ না তিনি। দুঃসময়-সুসময় তার চরিত্র এক। এজন্যই তিনি প্রশংসায় ভাসছেন।" আরেকজন মন্তব্য করেন, "অনেকের মতে, তিনি একরোখা, তবে গাদ্দার নন।" সাকিবের এই অবস্থান প্রমাণ করে যে, তিনি কেবল সুসময়ের সঙ্গী নন, বরং দলের ও নেত্রীর কঠিন সময়েও পাশে থাকতে জানেন।

সাকিব আল হাসানের এই শুভেচ্ছা এমন এক সময়ে এলো, যখন ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর অবস্থানের কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক নজিরবিহীন চাপের মধ্যে রয়েছেন। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার মতো ব্যক্তিগত আয়োজন থেকেও নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। রাজধানীজুড়ে যেকোনো ধরনের জমায়েত কঠোরভাবে দমন করা হচ্ছে।

এই প্রতিকূলতার মাঝেই নেতাকর্মীরা রাতের আঁধারে রাজধানীর রাজপথ ও অলিগলি ‘শুভ জন্মদিন, আস্থার বাতিঘর’—এমন স্লোগান সম্বলিত পোস্টারে ছেয়ে দিয়েছেন। তাদের এই নীরব প্রতিবাদের ক্যানভাসে সাকিব আল হাসানের ফেসবুক বার্তাটি যেন নতুন মাত্রা যোগ করেছে। তার এই ডিজিটাল শুভেচ্ছা বার্তাটি কেবল ব্যক্তিগত অনুভূতি প্রকাশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি বর্তমান সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে দেওয়া এক বলিষ্ঠ রাজনৈতিক বার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে।

সব মিলিয়ে, একটি সাধারণ জন্মদিনের শুভেচ্ছা বার্তা বর্তমান প্রেক্ষাপটে একটি শক্তিশালী রাজনৈতিক ও আনুগত্যের নিদর্শন হয়ে উঠেছে, আর তার কেন্দ্রে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান।

#শুভ_জন্মদিন_শেখ_হাসিনা



#সাকিব_আল_হাসান
#বাংলাদেশ

28/09/2025

শুধু লাভ রিয়েক্ট হবে মূল পোস্টে❤️

28/09/2025

আপনারা যারা সাকিবের পোস্টে কেয়ার, লাইক রিয়েক্ট দিছেন প্লিজ এটা আবার উঠিয়ে লাভ ❤️ রিয়েক্ট দেন।

২৯ হাজার কেয়ার, ৮৮ হাজার লাইক কোনো কাজে আসবে না। সব লাভ দিলে অনেক এগিয়ে যেতো।
কমেন্ট বক্মে লিংক দিলাম।

শুধু লাভ ❤️ রিয়েক্ট দেন, নো কেয়ার এন্ড লাইক রিয়েক্ট।
28/09/2025

শুধু লাভ ❤️ রিয়েক্ট দেন,
নো কেয়ার এন্ড লাইক রিয়েক্ট।

Shuvo jonmodin apa

সাকিবের আজকের পোস্টে ১৭১ হাজার লাভ দিছেন, লাইক দিছেন ৮১ আর কেয়ার দিছেন ২৫ হাজার।কিন্তু দেশদ্রোহী রাজাকারের বাচ্চারা শুধু...
28/09/2025

সাকিবের আজকের পোস্টে ১৭১ হাজার লাভ দিছেন, লাইক দিছেন ৮১ আর কেয়ার দিছেন ২৫ হাজার।

কিন্তু দেশদ্রোহী রাজাকারের বাচ্চারা শুধু হাহা দিচ্ছে।
আপনারা প্লিজ অন্য কোনো রিয়েক্ট দিয়েন না।
শুধু লাভ চলবে।

রাজাকার দেশদ্রোহীদের কাটা গায়ে নুনেরছিটে ❤️✌️King of Bangladesh 🖤
28/09/2025

রাজাকার দেশদ্রোহীদের কাটা গায়ে নুনেরছিটে ❤️✌️
King of Bangladesh 🖤

Shuvo jonmodin apa

28/09/2025

খাগড়াছড়ি আপডেটঃ পর্দার আড়ালে কি চলছে?

খাগড়াছড়ি পার্বত্য জেলায় গত দুই দিনের অবরোধ ও পাহাড়ি-বাঙ্গালীদের মধ্যে সংঘর্ষ ও জেলা জুড়ে ১৪৪ ধারা জারির প্রকৃত তথ্য ইউনুসের পালিত বাঙ্গু মিডিয়া তুলে ধরছে না। নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায়ঃ

১। খাগড়াছড়ি জেলার সর্বত্র ১৪৪ ধারা জারি করা হয়েছে। এবং যেকোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকার জন্য বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার সেনাবাহিনীর রিজিওন কমান্ডার ও বিজিবি কমান্ডকে বলা হয়েছে। একই নির্দেশনা ডিসি ও এসপিদের দেওয়া হয়েছে।

২। গুইমারা ও দিঘিনালা উপজেলার অবস্থা খুবই খারাপ। সেখানে সেনাবাহিনী ও বাঙালিদের সাথে পাহাড়িদের সংঘর্ষ চলছে। সেনাবাহিনীর ১৫+ সদস্য আহত। পাহাড়িদের প্রায় ৬০+ জন আহত এর মধ্যে অনেকেই গুলিবিদ্ধ । অনেক আহতকে এখনো হাসপাতালে নেয়া যায় নি।

৩। গুইমারার রামসু বাজারে মারমাদের ৩০ টির মত দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। খাগড়াছড়ি সদরে ৮০টির মত ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে। এছাড়া গুইমারা উপজেলায় বাঙালি ও পাহাড়িদের বহু ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান লুট হয়েছে।

৪। গুইমারা ও দিঘিনালা উপজেলায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট বন্ধ রয়েছে। পাহাড়িদের সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্ট গুলো ডাউন করা হচ্ছে যেন নির্যাতনের তথ্য বাইরে না আসে।

৫। চট্রগ্রাম থেকে অতিরিক্ত সেনা সদস্য খাগড়াছড়ি পৌঁছেছে।

৬। গুইমারা উপজেলার সকল সিভিল সরকারি কর্মচারীদের নিরাপদ দূরত্বে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

৭। আরাকান আর্মির হামলার আশঙ্কায় নাইক্ষ্যংছরি ও আলীকদম উপজেলা সীমান্তে বিজিবির সদস্য বৃদ্ধি করা হয়েছে। এবং সেনাবাহিনীকে মুভ করানো হয়েছে।

28/09/2025

খাগড়াছড়িতে ইউনূস বাহিনীর গুলিতে ৩জন নিহত।
বাজারে লুটপাট ও আগুন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share