05/08/2025
একটা পর্যবেক্ষণ-
আওয়ামী লীগের লোকেরা মূলত বিদেশ অবস্থানরত বিএনপি জামাতের কনটেন্ট ক্রিয়েটরদের ভক্ত। এই কন্টেন্ট ক্রিয়েটররা তাদের পরিকল্পনামাফিক একেক সময় একেকটা এজেন্ডা সেট করে আর আওয়ামী লীগের রথি-মহারথি থেকে শুরু করে পিচ্চিপাচ্চারা এর পার্ট হয়। আওয়ামী লীগকে যে নিজেদের কোর্টে রাখতে পারছে বিএনপি জামাত, সেইটা ভার্চুয়াল ওয়ার্ল্ডের লড়াইয়ে একটা বড় পার্থক্য গড়ে দিচ্ছে।
৪ আগস্ট একটা গুরুত্বপূর্ণ দিন। পুলিশ হ*ত্যা, নাশকতার প্রচার করছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। হঠাৎ বিরোধী পক্ষ মাঠে ছেড়ে দিল শেখ হাসিনা ও তাপসের একটা অডিও। যদি ধরে নিই এই অডিও সত্য। সেটা কিন্তু গত বছরের। বিষয়টা এমন নয় যে এই অডিও আজই আওয়ামী লীগের বিরোধী পক্ষের হাতে এসেছে। এটি এতোদিন তাদের হাতেই ছিল। তারা পরিকল্পনা মাফিক ৪ আগস্টে অডিওটা ইন্টারনেট দুনিয়ায় পাবলিক করে দিল। আওয়ামী লীগের যে নেতাকর্মীরা জুলাই সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লেখালেখি করছিল তারাই বিভক্ত হয়ে মেতে উঠলো তাপস ইস্যুতে। সোস্যাল মিডিয়ায় কমে গেল জুলাই সন্ত্রাসের আলাপ। তাপসের দেশ ছাড়াসহ আরও অনেক ইস্যু নিয়ে গত একবছর গালাগালিতে মন দেয় নাই, সেপ্টেম্বরের জন্যও অপেক্ষা করতে চায় নাই আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা ঠিক সেই সময়েই তাপসের সমালোচনা করছে যখন বিরোধী পক্ষ এটা চেয়েছে।
প্রতিপক্ষের কোর্টে গিয়ে না খেলে, তাদের এজেন্ডাকে ইগনোর করে নিজেদের এজেন্ডা সেট করার মতো ম্যাচুরিটি তৈরি করতে আওয়ামী লীগের আরও কয়েক বছর দৌড়ানির উপরে থাকা লাগবে মনে হচ্ছে।
লেখা : Taimur Faruk Tusher vai