29/09/2025
কঠিন সময়ে অবিচল সাকিব: শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রশংসার জোয়ারে বিশ্বসেরা অলরাউন্ডার
নিজস্ব প্রতিবেদক,
এক নজিরবিহীন রাজনৈতিক দমন-পীড়ন এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মাঝে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাহসিকতার পরিচয় দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যখন অন্তর্বর্তীকালীন সরকারের চাপে অনেক পরিচিত মুখ নীরব, তখন তার এই অবিচল অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার ঝড় তুলেছে। সমর্থকরা তাকে ‘দুঃসময়ের সঙ্গী’ হিসেবে আখ্যা দিচ্ছেন।
রবিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৯ তম জন্মদিনে একটি শুভেচ্ছা বার্তা পোস্ট করেন সাকিব। মুহূর্তেই সেই পোস্টটি ছড়িয়ে পড়ে এবং সাকিবকে কেন্দ্র করে শুরু হয় আলোচনা। রাজনৈতিকভাবে এমন একটি প্রতিকূল সময়ে তার এই পদক্ষেপকে আনুগত্য ও সাহসের প্রতীক হিসেবে দেখছেন নেটিজেনরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বার্তাকে কেন্দ্র করে একজন ব্যবহারকারী লিখেছেন, "সবার মতো ক্ষমতা কেন্দ্রিক চামবাজ না তিনি। দুঃসময়-সুসময় তার চরিত্র এক। এজন্যই তিনি প্রশংসায় ভাসছেন।" আরেকজন মন্তব্য করেন, "অনেকের মতে, তিনি একরোখা, তবে গাদ্দার নন।" সাকিবের এই অবস্থান প্রমাণ করে যে, তিনি কেবল সুসময়ের সঙ্গী নন, বরং দলের ও নেত্রীর কঠিন সময়েও পাশে থাকতে জানেন।
সাকিব আল হাসানের এই শুভেচ্ছা এমন এক সময়ে এলো, যখন ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর অবস্থানের কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক নজিরবিহীন চাপের মধ্যে রয়েছেন। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার মতো ব্যক্তিগত আয়োজন থেকেও নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। রাজধানীজুড়ে যেকোনো ধরনের জমায়েত কঠোরভাবে দমন করা হচ্ছে।
এই প্রতিকূলতার মাঝেই নেতাকর্মীরা রাতের আঁধারে রাজধানীর রাজপথ ও অলিগলি ‘শুভ জন্মদিন, আস্থার বাতিঘর’—এমন স্লোগান সম্বলিত পোস্টারে ছেয়ে দিয়েছেন। তাদের এই নীরব প্রতিবাদের ক্যানভাসে সাকিব আল হাসানের ফেসবুক বার্তাটি যেন নতুন মাত্রা যোগ করেছে। তার এই ডিজিটাল শুভেচ্ছা বার্তাটি কেবল ব্যক্তিগত অনুভূতি প্রকাশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি বর্তমান সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে দেওয়া এক বলিষ্ঠ রাজনৈতিক বার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে।
সব মিলিয়ে, একটি সাধারণ জন্মদিনের শুভেচ্ছা বার্তা বর্তমান প্রেক্ষাপটে একটি শক্তিশালী রাজনৈতিক ও আনুগত্যের নিদর্শন হয়ে উঠেছে, আর তার কেন্দ্রে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান।
#শুভ_জন্মদিন_শেখ_হাসিনা
#সাকিব_আল_হাসান
#বাংলাদেশ