Voice of Bangladesh

Voice of Bangladesh সত্য উন্মোচন আমার-আমাদের লক্ষ্য!
(8)

06/08/2025

জুলাই আন্দোলনে আহত ৭৫ জনকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হয়েছিল। তাদের প্রত্যেকের পেছনে ১২ কোটি টাকা করে খরচ হয়েছে। ৭৫ জনের পেছনে সর্বমোট ৯০০ কোটি টাকা খরচ হয়েছে। পাশাপাশি চলমান আছে মাসিক ১০ হাজার টাকা ভাতা।

সোর্স: দৈনিক ইত্তেফাক।

06/08/2025

এইটাই এডিটিং 🤪

এসো চুমু শিখিসব্বাই মিলে 🫦
06/08/2025

এসো চুমু শিখি
সব্বাই মিলে 🫦

06/08/2025

Iron Lady☠️

শিবিরের ছাত্রীসংস্থার আমীরের ভাষা!
06/08/2025

শিবিরের ছাত্রীসংস্থার আমীরের ভাষা!

এইবার ঠিকাছে...
05/08/2025

এইবার ঠিকাছে...

05/08/2025

পিটার হাসের সাথে পোপনে বৈঠক করতে কক্সবাজারে হাসনাত, সার্জিস,তাসনিম জারা সহ এনসিপির ৫ নেতা।
নিউজ ফাঁস হওয়ার পর পাটোয়ারী বললেন, আমরা জারা কে নিয়ে ঘুরতে এসেছি!

05/08/2025

একটা পর্যবেক্ষণ-
আওয়ামী লীগের লোকেরা মূলত বিদেশ অবস্থানরত বিএনপি জামাতের কনটেন্ট ক্রিয়েটরদের ভক্ত। এই কন্টেন্ট ক্রিয়েটররা তাদের পরিকল্পনামাফিক একেক সময় একেকটা এজেন্ডা সেট করে আর আওয়ামী লীগের রথি-মহারথি থেকে শুরু করে পিচ্চিপাচ্চারা এর পার্ট হয়। আওয়ামী লীগকে যে নিজেদের কোর্টে রাখতে পারছে বিএনপি জামাত, সেইটা ভার্চুয়াল ওয়ার্ল্ডের লড়াইয়ে একটা বড় পার্থক্য গড়ে দিচ্ছে।
৪ আগস্ট একটা গুরুত্বপূর্ণ দিন। পুলিশ হ*ত্যা, নাশকতার প্রচার করছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। হঠাৎ বিরোধী পক্ষ মাঠে ছেড়ে দিল শেখ হাসিনা ও তাপসের একটা অডিও। যদি ধরে নিই এই অডিও সত্য। সেটা কিন্তু গত বছরের। বিষয়টা এমন নয় যে এই অডিও আজই আওয়ামী লীগের বিরোধী পক্ষের হাতে এসেছে। এটি এতোদিন তাদের হাতেই ছিল। তারা পরিকল্পনা মাফিক ৪ আগস্টে অডিওটা ইন্টারনেট দুনিয়ায় পাবলিক করে দিল। আওয়ামী লীগের যে নেতাকর্মীরা জুলাই সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লেখালেখি করছিল তারাই বিভক্ত হয়ে মেতে উঠলো তাপস ইস্যুতে। সোস্যাল মিডিয়ায় কমে গেল জুলাই সন্ত্রাসের আলাপ। তাপসের দেশ ছাড়াসহ আরও অনেক ইস্যু নিয়ে গত একবছর গালাগালিতে মন দেয় নাই, সেপ্টেম্বরের জন্যও অপেক্ষা করতে চায় নাই আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা ঠিক সেই সময়েই তাপসের সমালোচনা করছে যখন বিরোধী পক্ষ এটা চেয়েছে।

প্রতিপক্ষের কোর্টে গিয়ে না খেলে, তাদের এজেন্ডাকে ইগনোর করে নিজেদের এজেন্ডা সেট করার মতো ম্যাচুরিটি তৈরি করতে আওয়ামী লীগের আরও কয়েক বছর দৌড়ানির উপরে থাকা লাগবে মনে হচ্ছে।
লেখা : Taimur Faruk Tusher vai

02/08/2025
টুমরা কি হামাকে ভুলে গেছ?🙃
31/07/2025

টুমরা কি হামাকে ভুলে গেছ?🙃

নেত্রকোনা -৩ আসনের এমপি ইফতেখারুল উদ্দিন পিন্টুকে জেলে হ*ত্যা করা হয়েছে। রাষ্ট্রের মদদে পুরনো সেই জেল হ*ত্যার সিস্টেম আব...
31/07/2025

নেত্রকোনা -৩ আসনের এমপি ইফতেখারুল উদ্দিন পিন্টুকে জেলে হ*ত্যা করা হয়েছে। রাষ্ট্রের মদদে পুরনো সেই জেল হ*ত্যার সিস্টেম আবার চালু হয়েছে।

আগাটাভিজেগেলোমোর
30/07/2025

আগাটাভিজেগেলোমোর

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share