Habu's Official

  • Home
  • Habu's Official

Habu's Official In any situations u survived No Worries
Just Faith In Allah & Yourself
Keep Patient �

গাজি হাসান পাশা। উসমানী খেলাফতের সর্বশেষ সিংহ। যিনি আমেরিকাকে ট্যাক্স দিতে বাধ্য করেছিলেন। হ্যা, আপনি ঠিকই শুনেছেন, আমের...
18/08/2023

গাজি হাসান পাশা।
উসমানী খেলাফতের সর্বশেষ সিংহ।
যিনি আমেরিকাকে ট্যাক্স দিতে বাধ্য করেছিলেন।

হ্যা, আপনি ঠিকই শুনেছেন, আমেরিকাও একসময় উসমানী খেলাফতকে ট্যাক্স দিতে বাধ্য ছিলো।
১৭৭৬ সালের মধ্যবর্তি সময়ের
কথা। আমেরিকা সবে মাত্র রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে । তখন উসমানী খেলাফতের নৌ বাহিনীর প্রধান ছিলেন এডমিরাল গাজি হাসান পাশা। যার নাম শুনামাত্র বিভিন্ন দেশের নৌ বাহিনীর অন্তরাত্মা কেঁপে উঠতো। তিনি সব সময় সাথে সিংহ নিয়ে চলাফেরা করতেন। তার দক্ষ নেতৃত্বে তখনও উসমানী খেলাফতের নৌ বাহিনী বিপুল বিক্রমে রাজত্ব করতো আটলান্টিক মহাসাগর, কৃষ্ণ সাগর, এবং ভূমধ্যসাগরে। এই তিনটি সাগর ছিলো উসমানীদের বাড়ীর পুকুর। খেলাফতের অনুমতি ছাড়া কোনো রাষ্ট্রের জাহাজ প্রবেশ করতে পারতোনা।
সেই সময় আমেরিকা মস্তানি করে তাদের পাঁচটি জাহাজ সৈন্য সহ ভূমধ্যসাগরে প্রবেশ করে। সাথে সাথে খেলাফতের নৌ বাহিনীর প্রধান গাজি হাসান পাশা তাদের দাওয়া করতে এবং আটক করতে নির্দেশ দেন। টানা পাঁচ ঘন্টা যুদ্ধের পর আমেরিকা নৌ বাহিনী পরাজয় বরন করে এবং উসমানী খেলাফতের নৌ বাহিনীর হাতে বন্দী হয়। গাজি হাসান পাশা আটককৃত আমেরিকার সৈনিক এবং যুদ্ধ জাহাজ আলজেরিয়ার উপকূলে বেধে রাখেন। তখন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন উসমানী খলিফার কাছে তাদের সৈন্য এবং জাহাজ ফেরত চান। তখন খলিফা জর্জ ওয়াশিংটনের কাছে বিশাল মুক্তিপণ দাবী করেন। এবং জর্জ ওয়াশিংটনকে সরাসরি নিজে এসে একটা চুক্তিপত্রে সাক্ষর করতে বলেন। বাধ্য হয়ে জর্জ ওয়াশিংটন নিজে এসে খলিফার সাথে চুক্তিপত্রে সাক্ষর করেন। এটাই আমেরিকার ইতিহাসে একমাত্র বিদেশি ভাষায় সাক্ষরিত চুক্তি। এই চুক্তি অনুযায়ী আমেরিকা উসমানী খেলাফতকে টানা আঠারো বছর ট্যাক্স দেয়।

★তথ্যগুলো তুর্কি ইতিহাস নিয়ে গবেষণা করা একটি পেজ থেকে সংগৃহীত
Collected

14/08/2023

#পিজি_হাসপাতালের_বরত্মান_চিত্র
#হাজারও #মানুষের #ভিড়
#আল্লামা_দেলোয়ার_হোসেন_সাইদীকে_এক_নজর_দেখার_জন্ন্যে😓

আল্লাহ তাকে বেহেশতের উচ্চ মকাম দান করুক। আমিন🤲
14/08/2023

আল্লাহ তাকে বেহেশতের উচ্চ মকাম দান করুক।
আমিন🤲

14/08/2023

আজকাল র'ক্তের সম্পর্কগুলোও সারথের কারণে টিকে থাকে।।
পরিবারের বা আত্তিয়দের সাথে সম্পর্ক টিকিয়ে রাকতে হলে,
জীবনে অনেক টাকার প্রয়োজন।।

#রেজা ভাই

14/08/2023

জীবনটাকে খুব সিরিয়াসলি নেয়ার কিছু নেই।।
যতো যাই করেন না কেন,এইখান থেকে জীবন্ত বের হতে পারবেন না।

#আলবার্ট হাবাড

14/08/2023

🤣 🤣 🤣হাসা নিষেধ 🤣🤣😂

মাঝরাতে নেশায় চুর হয়ে এক মাতাল বাড়ি ফিরছে,, রাস্তার পাশে এক হোটেলে গিয়ে বলে -- " আবে,, চিকেন তন্দুরি আছে ??"

হোটেল বয় বললো -- "নেই।।"

মাতাল -- "চিকেন কাবাব ??"

হোটেল বয় -- "সব ফুরিয়ে গেছে।। কেবলমাত্র কাঁচা চিকেন রয়েছে,, কালকে রান্না করার জন্য।।"

মাতাল -- "দে,, পঞ্চাশ টাকার কাঁচা মুরগি দে।। বউকে দিয়ে রান্না করিয়ে নেবো।।"

মাতাল কাঁচা চিকেন নিয়ে বাড়ির পথ ধরেছে।। গলির মুখে এক মোটাসোটা কুকুর ধেয়ে এলো।। আশ্চর্যের ব্যাপার হলো,, কুকুরটা নিশ্চুপ।। মোটেও ঘেউ ঘেউ করছে না।।"

মাতাল অত্যন্ত খুশি হয়ে কুকুরের গায়ে,মাথায় হাত বুলিয়ে দিলো -- "তুই ভীষণ ভালো কুকুর,, ভাই।। অন্য কুকুর আমাকে ঘেউ ঘেউ করে তেড়ে আসে,, অথচ, তুই ভীষণ শান্তশিষ্ট।।"

মাতাল খুশী হয়ে কুকুরের সামনে চিকেনের প্যাকেট রেখে দিলো -- "নে ভাই,, খেয়ে নে,, আমার শান্তশিষ্ট ভদ্র কুকুর।।"

কুকুর আপন মনে চিকেন খেতে শুরু করে।। মাতাল কুকুরের পিঠে হাত বুলিয়ে আদর করে বাড়ি ফেরার পথ ধরে।।

বাড়ি ফিরতেই মাতালের বউ ডিনার এগিয়ে দেয়‌‌।। মাতাল খাওয়া শুরু করে।।

মাতালের বউ বলে - "ভীষণ চিন্তায় ছিলাম।। যাক,, তুমি ফিরে এসেছো দেখে নিশ্চিত হলাম।।"

মাতাল -- "কেনো,, কি হয়েছে ?? আমি তো রোজ দেরি করে ফিরি।। চিন্তার কি আছে ??"

মাতালের বউ -- "আরে,, চিন্তা হবে না ?? সন্ধা থেকে রাস্তায় একটা চিতাবাঘ ঘুরছে।। আমাদের চিন্টু রজনীদের বাড়িতে গেছে,, CCTV তে চিতাবাঘ দেখতে।।"

তখনই মায়ের মোবাইলে চিন্টু একটা ভাইরাল ভিডিও পাঠিয়েছে,, সঙ্গে ক্যাপশন -- "আমাদের পাড়ার রিয়াল হিরো।।"

স্বামীকে চিতাবাঘের পিঠে হাত বুলিয়ে সাদরে মুরগির মাংস খাওয়াতে দেখে মাতালের বউ এর চক্ষু চড়কগাছ।।
😜😜😜


📕-সাহিত্য কুটির-📗

💕মন ছুঁয়ে যাওয়া নতুন নতুন গল্প পড়তে পেইজটি ফলো করে রাখুন, 👉 #

Address

Bangladesh,Dhaka

1216

Alerts

Be the first to know and let us send you an email when Habu's Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Habu's Official:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share