Eva's diary

Eva's diary সুস্থ সুন্দর সর্ম্পক টিকে আছে বিশ্বাস এবং ভালবাসায়।

23/06/2024

স্বার্থ যেখানে শেষ হয়ে যায়,,,
বদনামের শুরু সেখানেই হয়,,,,,
দুনিয়াটাই আজব কারখানা,,,,
কাছের মানুষ আর দূরের মানুষদের চিনিয়ে দেয়।

's Diary

19/06/2024

শশুর বাড়ি এমন একটা জায়গা আপনি আপনার কলিজা রান্না করে খাওয়ায় দিলেও তাদের মন পাবেন না... 😆😆

's Diary

05/06/2024

সব বয়সেরই একটা আলাদা চাহিদা আছে। যেমন, আগে শ্যাম্পু করে চুল ছাড়া রাখতে ভালো লাগতো। আর এখন চুলগুলো খোপা করে রাখতেই বেশি ভালো লাগে। আগে দুনিয়ার আগডুম বাগডুম কাপড় পড়ার নেশা ছিল। এখন শুধুই কোন কাপড় পড়লে শান্তি পাবো সেটা খুজে বের করি। আগে বিকাল বেলার ঘুম কি জিনিস জানতামই না। অথচ এখন মনে হয় ঘুমাই আর ঘুমাই। পারলে ঘুম থেকে উঠে আরেকটু ঘুমাই!

আগে যখন ঝুম বৃষ্টি হতো, ছুতো খুঁজতাম, কিভাবে বের হওয়া যায়! কোমর সমান পানিতে ডুবে বৃষ্টিতে ভেজার নেশায় স্কুল যেতাম! এখন বৃষ্টি মানেই হলো কাঁথা পেঁচিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ার অপেক্ষা! আসলে, যে বয়সে যেটা মনে চায় সেটা সে বয়সেই করে ফেলা উচিত।

এরপর বয়সও বদলে যায়, সেই সাথে ইচ্ছেরাও,,,,সময়ের সাথে সাথে সব কেমন পরিবর্তনশীল হয়ে গেছে। আগের মতো আর কিছুই ভালো লাগে না, তাহলে কি বয়স বাড়ছে। মাঝে মাঝে জীবনটা অর্থহীন মনে হয়,কেন বেচে আছি, কিসের টানে যা বুঝা যায় সত্যি দায়।

সময় বদলাবে বাচঁতে হবে সামনে আগিয়ে যেতে হবে এর নাম জীবন উথান-পতন জীবনের একটা অংশ।।।।

's Dairy
's

18/05/2024

এ জগতে কেউ কারো আপন না দেখলাম তো সবাইকে অনেক মানুষ অনেক রুপ। আমি যেহেতু ঝামেলার তাই আমার উচিত এই ধরনের মানুষ থেকে দূরে থাকার।সবার কাছ থেকে দূরে সরে যাব তাই ভালো। 😒😒😒

's Diary

10/05/2024

পাশাপাশি থাকার পরেও দুটি মানুষ আজ কত দূরে
মনের মিল না থাকলে এই মিথ্যে সংসারে থাকার কি মানে
পুরুষের কাছে সংসার এর কোন মূল্য নাই কিন্তু একটা নারী সংসার টিকিয়ে রাখার জন্য কত ত্যাগ স্বীকার করে।। নারী তো মায়ের জাত তাই তাদের মন টা দয়ার সাগর।

's Diary

06/05/2024

জীবন্ত লাশ হয়ে বেচে থাকাটা কি সৌভাগ্যের না দূর্ ভাগ্যের???

খুব কাছের একটা আপুর পেইজ প্রমোট করতে আসলাম আজকে। আপুর ইউটিউব চ্যানেল রান্নার চ্যানেল, সবাই আপুর ইউটিউব চ্যানেল থেকে ঘুরে...
02/05/2024

খুব কাছের একটা আপুর পেইজ প্রমোট করতে আসলাম আজকে। আপুর ইউটিউব চ্যানেল রান্নার চ্যানেল, সবাই আপুর ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন। রান্নার ভিডিও গুলো দেখে আসবেন। আর হ্যা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন।
https://youtube.com/?si=LHBwXwsa6EjtoxVu

সবাই ভাল থাকবেন। ধন্যবাদ সবাইকে

's Diary

আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই?আমি বাংলাদেশি ঢাকায় আমার বসবাস। সময় -অসময়ে রান্না করতে ভালবাসি এবং মানুষক...

13/02/2024

অতীত যদি বাস্তব জীবনে ফিরে আসতে চায় কি করবেন?? বাস্তব নিয়ে ভালো থাকবো না অতীতে গিয়ে বেচে থাকবো।কোনটা শ্রেয়??????
আপনাদের কি অভিমত কমেন্ট এ জানান

's diary

07/02/2024

মেয়েদের জীবন মানে কি আসলে হাঁড়ি ঠেলা
কাজে ভুল হলে ঝাড়ি খাওয়া এই দুয়ে চলে যায় মেয়েদের জীবন। নিজের যতো স্বাদ- আল্লাদ চলে সংসার ঠেলে, তাও দিন শেষে কারো আপন হয়ে উঠা যায় না।

's diary

আমরা আছি আপনার সাথে স্যার আপনি এগিয়ে যান।  Brac University
22/01/2024

আমরা আছি আপনার সাথে স্যার আপনি এগিয়ে যান।
Brac University

শীতের দুপুরে আমার মতো কার কার মন চায় ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে। আমার কাছে কিন্তু সেই লাগে পরনে চাদর,মুখের ভিতর ঠান্ডা ...
20/01/2024

শীতের দুপুরে আমার মতো কার কার মন চায় ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে। আমার কাছে কিন্তু সেই লাগে পরনে চাদর,মুখের ভিতর ঠান্ডা স্বাদ।আহা! কি মিষ্টি অনুভূতি মুহূর্তেই যেন জমে যাওয়ার মতো একটা ব্যাপার।।কারো যদি টনসিল এর ব্যাপার থাকে তাহলে আইসক্রিম এড়িয়ে যাওয়াটাই ভাল।শত কাজের মধ্যেও নিজেকে সময় দেওয়াটা খুব দরকার, আমি কিন্তু সময় পেলেই পছন্দের কাজগুলো করে ফেলি।।নিজে ভালো থাকুন, অপরকে ভাল রাখুন।।।

's diary

আসেন সবাই একটু শীতের সন্ধ্যায় আড্ডা দেই,  কে কি করছেন কোথায় থাকেন...
17/01/2024

আসেন সবাই একটু শীতের সন্ধ্যায় আড্ডা দেই, কে কি করছেন কোথায় থাকেন...

Address

Ramna
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Eva's diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share