ABS Infosys Bangladesh

ABS Infosys Bangladesh ABS Infosys Bangladesh OFFICIAL FACEBOOK PAGE HOUSE RULES
• Our service time is from 24/7
• We will use the language pattern of the Sales post.

Welcome to ABS Infosys BD came into being in the year 2016 and established itself as one of the quality product provider in IT sector deals with Web development, Digital Marketing, Clouds, Boosting, Digital Currency, USDT, Software & It Related Services. Please accept our apologies for any typos with romantic Bengali
• We will be forced to ban a fan for flooding/ spamming/ using abusive words
• Po

sts can be erased if it’s not relevant with NABS Infosys Bangladesh `s Advice & Services.
• Any kind of posts/comment that creates controversy will be deleted from the page.

🧑‍💼 আমরা দিচ্ছি:-------------------------------!! ✅ সহজ ও ঝামেলাহীন ইনকাম ট্যাক্স ফাইলিং সার্ভিস ✅ অভিজ্ঞ ট্যাক্স কনসালট...
04/07/2025

🧑‍💼 আমরা দিচ্ছি:
-------------------------------!!
✅ সহজ ও ঝামেলাহীন ইনকাম ট্যাক্স ফাইলিং সার্ভিস
✅ অভিজ্ঞ ট্যাক্স কনসালট্যান্টের সহায়তা
✅ সকল ধরনের আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল
✅ ১০০% গোপনীয়তা ও নিরাপত্তা
✅ কর পরামর্শ ও কর ছাড় পাওয়ার গাইডলাইন

07/01/2025

নতুন বছরের শুভকামনা।

বর্তমানে জব মার্কেটে টিকে থাকার জন্য একটা সিভি যেমন দরকার তেমনি ভাবে নিজের একটা ওয়েবসাইট থাকায় দরকার। আপনার যদি এমন একটা ওয়েবসাইট থাকে যেখানে আপনার অভিজ্ঞতার সমস্ত কিছু থাকলে এবং একটা ডিজিটাল সিভি হিসেবে কাজ করবে তাহলে আপনার প্রফেশানালিজম অনেক উন্নত হবে এবং দেশে বিদেশে আপনার চাকুরী পাওয়ার স্কোপ বাড়বে।

এমনই এক সার্ভিস আমি অফার করছি যা খুব কম খরচে একটা প্রফেশনাল ওয়েবসাইট সিভি বানিয়ে দেওয়ার জন্য। এই সিভি খুব সিম্পল ফরম্যাটে হবে এবং আপনার অভিজ্ঞতার কাজগুলোকে সুন্দর এবং সাবলীল ভাষায় ফোকাস করা হবে। এছাড়াও আপনি চাইলে আপনার অভিজ্ঞতার আলোকে ব্লগ লিখে রাখতে পারেন এবং গুগল এডসেন্স থেকে ইনকামও করতে পারেন।

প্রফেশানল ওয়েবসাইট বানানোর জন্য আমাদের প্যাকেজ গুলো হলো:
# ATS Friendly সিভি - BDT ৯০০০ (৫০% ডিসকাউন্ট ৪৫০০ টাকা)
- একটি ডোমেইন নাম
- ১ বছরের হোস্টিং
- ফ্রি SSL সার্টিফিকেট
- একটি বিজনেস ইমেইল আইডি
- ১ বছরের জন্য ফ্রি সার্ভিস
- এক পেজ ওয়েবসাইট
- এডমিন প্যানেল এবং পাসওয়ার্ড

# ATS Friendly সিভি + ব্লগ সিস্টেম - BDT ১০,০০০ (২০% ডিসকাউন্ট ৮০০০ টাকা)
- একটি ডোমেইন নাম
- ১ বছরের হোস্টিং
- ফ্রি SSL সার্টিফিকেট
- একটি বিজনেস ইমেইল আইডি
- ১ বছরের জন্য ফ্রি সার্ভিস
- ৪ টি পেজ ওয়েবসাইট (Home, ATS CV, Blog, and Contact Us page)
- এডমিন প্যানেল এবং পাসওয়ার্ড

যারা আগ্রহী তারা রিপ্লাই দিয়ে জানাবেন।

আপনার ব্যবসা বা ব্র্যান্ডকে এগিয়ে নিতে চান?আমরা আপনাকে দিচ্ছি ফেসবুক বুস্ট এবং প্রমোশনাল ক্যাম্পেইনের এক্সপার্ট সার্ভিস!...
07/01/2025

আপনার ব্যবসা বা ব্র্যান্ডকে এগিয়ে নিতে চান?
আমরা আপনাকে দিচ্ছি ফেসবুক বুস্ট এবং প্রমোশনাল ক্যাম্পেইনের এক্সপার্ট সার্ভিস! ✅
আমাদের সেবার সুবিধাসমূহ:
🎯 টার্গেটেড অডিয়েন্সে পৌঁছানো
📈 ব্র্যান্ড ভিজিবিলিটি বৃদ্ধি
💬 কাস্টমার এনগেজমেন্ট উন্নত করা
💡 আপনার ক্যাম্পেইনকে আরও সফল করার কৌশল
আপনার প্রোডাক্ট, সার্ভিস বা উদ্যোগকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে আমাদের সাথেই থাকুন। আজই আমাদের সাথে যোগাযোগ করুন!
**📞 ইনবক্স করুন বা কল করুন: 01717-670209
🌐 আপনার ব্যবসার সফলতার গল্প লিখুন আমাদের সাথেই।

🌟 Exciting News! 🌟 Elevate your LinkedIn experience with our exclusive offers:👔 LinkedIn Premium Career – Unlock premium...
15/01/2024

🌟 Exciting News! 🌟 Elevate your LinkedIn experience with our exclusive offers:
👔 LinkedIn Premium Career – Unlock premium job opportunities.
🏢 LinkedIn Premium Business – Boost your profile's presence and network effectively
🎯 LinkedIn Premium Sales Navigator – Find and connect with potential clients effortlessly.

🚀 Hurry, limited-time offer! Enjoy up to 90% off on these premium LinkedIn subscriptions. Don't miss out on this incredible sale – upgrade your professional journey today! 🌟

📱✨
Inbox Us:
m.me/HashtagSiddique

বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন আজ। পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অস্তিত্ব প্র...
16/12/2023

বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন আজ। পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অস্তিত্ব প্রকাশের দিন আজ। আজ ১৬ ডিসেম্বর। পরাধীনতার শৃঙ্খল থেকে মাতৃভূমিকে মুক্ত করতে প্রাণ উৎসর্গ করা যুদ্ধজয়ের আনন্দ অতুলনীয়। ৫২ বছর আগে এই দিনে বর্বর পাকিস্তানি বাহিনী হাতের অস্ত্র ফেলে মাথা নিচু করে দাঁড়িয়েছিল বিজয়ী বাঙালির সামনে। তারা স্বাক্ষর করেছিল পরাজয়ের সনদে।

06/10/2023

New Bangabandhu Bridge

Vacancy Available
06/10/2023

Vacancy Available

যদি আপনি গুরুতর অসুস্থত (ICU Patient) অবস্থায়   হাসপাতাল ভর্তি আছেন। আপনার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে কিন্তু আ...
15/06/2023

যদি আপনি গুরুতর অসুস্থত (ICU Patient) অবস্থায় হাসপাতাল ভর্তি আছেন। আপনার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে কিন্তু আপনার পূর্ববর্তী কোনপাসপোর্ট নাই সে ক্ষেত্রে আপনি পাসপোর্ট কিভাবে করবেন? আসুন আমরা নিয়মগুলা যেনে রাখি ।
১. হাসপাতাল থেকে অনুমতি লাগবে পাসপোর্ট এর বায়োমেট্রিক করার জন্য।
২. পাসপোর্ট অফিসে উপ পরিচালক বরাবর আবেদন করতে হবে এবং হাসপাতালের অনুমতিপত্র আবেদনপত্র সাথে সংযুক্ত করতে হবে।
৩. উপ মহাপরিচালক আবেদন পত্র অনুমোদন করে মোবাইল টিম রেফার করে দিবে এবং মোবাইল টিম হাসপাতাল থেকে বায়োমেট্রিক নিয়ে আসবে।
৪. মোবাইল টিমের হাসপাতাল যাওয়া ও আসা বাবদ সকল খরচ নিজেদের করতে হবে।

31/03/2023

“আজ ৩১ শে মার্চ ২০২৩ ইং তারিখ থেকে পাসপোর্ট সংক্রান্ত যেকোন তথ্য পেতে বাংলাদেশ থেকে কল করুন ১৬৪৪৫ ও প্রবাস থেকে ০৯৬৬৬৭১৬৪৪৫ হট লাইন নম্বরে।“

22/01/2023

Cyber Attention
কম্পিউটার অথবা স্মার্ট ফোন সুরক্ষিত রাখুন।

(ফেসবুক, ইমো, ই-মেইল) হ্যাক করে টাকা দাবী করলে আইনের আশ্রয় নিন। পুলিশকে জানান।জি,ডি করুন।
................. সচেতনতা.............

👉Google Play Store থেকে যে কোন Apps download এর ক্ষেত্রে "Terms and Conditions" ভালো করে জেনে বুঝে পড়ে তারপর আপনার Smartphone or Laptop or Computer এ ডাউনলোড করুন।
👉যে কোন Apps এর comment box চেক করে, রিভিউ পর্যালোচনা করে তারপর ডাউনলোড করুন।
🔺🔺🔺🔺"আপনার বিকাশ একাউন্টে টাকা এসেছে ২০০০ টাকা"কনফার্ম হতে নিচের লিংকে চাপ দিন,🔺🔺🔺
এ সকল মিথ্যা তথ্য অথবা লিংকে চাপ দেওয়া থেকে বিরত থাকুন। কেননা, এগুলো প্রতারণা এবং হ্যাকিং এর ফাঁদ।

সচেতন থাকুন,হ্যাকিং থেকে বাঁচুন।

সাইবার সিকিউরিটি সম্পর্কে জাতীয় পরিসেবা পেতে
৩৩৩ এই নং এ কল করুন।

গুগল প্লে স্টোরের তথ্য চুরির নতুন ম্যালওয়্যার টিবট।অ্যান্ড্রয়েড ব্যাংকিংয়ের সঙ্গে সম্পৃক্ত নতুন একটি ম্যালওয়্যার গুগল প্...
09/12/2022

গুগল প্লে স্টোরের তথ্য চুরির নতুন ম্যালওয়্যার টিবট।
অ্যান্ড্রয়েড ব্যাংকিংয়ের সঙ্গে সম্পৃক্ত নতুন একটি ম্যালওয়্যার গুগল প্লেস্টোর থেকে ব্যবহারকারীদের তথ্য চুরি করছে। পাশাপাশি ব্যাংকিংয়ের সঙ্গে সম্পৃক্ত মেসেজ কয়েক হাজারবারের বেশি ডাউনলোড করা হচ্ছে বলে সতর্ক করেছেন গবেষকরা। ম্যালওয়্যারটি টিবট নামে পরিচিত। খবর আইএএনএস।
টিবট নামের অ্যান্ড্রয়েড ব্যাংকিং ট্রোজানটি ২০২১ সালের শুরুতে প্রথম প্রকাশ্যে আসে। আক্রান্তদের টেক্সট মেসেজ চুরির জন্য এটি তৈরি করা হয়েছিল। অনলাইন জালিয়াতি ব্যবস্থাপনা ও প্রতিরোধ পরিষেবা প্রতিষ্ঠান ক্লিফির তথ্যানুযায়ী, টিটিভি, ভিএলসি মিডিয়া প্লেয়ার, ডিএইচএল, ইউপিএসসহ বিভিন্ন অ্যাপ থেকে স্মিশিং ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে প্রাথমিকভাবে টিবট ছড়িয়ে দেয়া হয়।
টিবট এরই মধ্যে রাশিয়ান, স্লোভাক ও ম্যান্দারিন চাইনিজসহ বেশকিছু নতুন ভাষায় কার্যক্রম শুরু করেছে। ইনস্টলেশনের সময় কাস্টম মেসেজ প্রদর্শনে সহায়তার লক্ষ্যে এ সুবিধা যুক্ত করা হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি অনলাইন জালিয়াতি ব্যবস্থাপনা ও প্রতিরোধ পরিষেবা প্রতিষ্ঠান ক্লিফির গবেষণা দল গুগল প্লেস্টোরে নতুন একটি অ্যাপ্লিকেশনের সন্ধান পেয়েছে।
যেটি ভুয়া আপডেট প্রদানের মাধ্যমে টিবট ছড়িয়ে দিচ্ছে। দলটি জানায়, প্রচলিত একটি কিউআর কোড ও বারকোড স্ক্যানার অ্যাপের আড়ালে টিবটটি রয়েছে। অ্যাপটি এরই মধ্যে ১০ হাজারের বেশিবার ডাউনলোড করা হয়েছে। রিভিউতে অ্যাপটিকে খুবই ভালো ও সময়োপযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। একবার ডাউনলোড করার পর ড্রপারটি পপআপ মেসেজের মাধ্যমে জরুরি আপডেট দেয়ার কথা জানাবে।
ব্যবহারকারীরা যদি একবার এটি ডাউনলোড করে ভুয়া আপডেটটি চালু করে তাহলে টিবটটি অ্যাক্সেসিবিলিটি সার্ভিস পারমিশন গ্রহণের মাধ্যমে ইনস্টল কার্যক্রম শুরু করে দেবে। ২০২১ সালের মে মাসে টিবটের কার্যক্রমের তুলনায় বর্তমান ভার্সনের বিস্তৃতি বেড়েছে। বর্তমানে ব্যাংকিং, ইন্স্যুরেন্স, ক্রিপ্টো ওয়ালেট ও এক্সচেঞ্জ অ্যাপেও টিবট ছড়িয়ে গেছে। এ বিষয়ে গুগলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানা যায়নি।

 #জুস_জ্যাকিং_এট্যাক। চার্জারের মাধ্যমে যেকোনো সময় হ্যাক হয়ে যেতে পারে আপনার মোবাইলটি।আজকাল আমরা সবাই স্মার্টফোনের নেশ...
09/12/2022

#জুস_জ্যাকিং_এট্যাক। চার্জারের মাধ্যমে যেকোনো সময় হ্যাক হয়ে যেতে পারে আপনার মোবাইলটি।
আজকাল আমরা সবাই স্মার্টফোনের নেশায় বুদ হয়ে আছি। মোবাইল ফোনটি স্ক্রল করতে করতে একেবারে লো ব্যাটারি না হওয়া পর্যন্ত রক্ষে নাই। আগে পথে বা ভ্রমণে মোবাইল ফোনের ব্যাটারি লো হয়ে গেলে বিপদে পড়তে হতো কিন্তু ইউএসবি কমন চার্জার আসার কারণে পথেঘাটে সবখানে সহজেই মোবাইল ফোন চার্জ করা যায়। এখন আর কারো কাছে চিকন পিনের চার্জার খোঁজা লাগে না। পাবলিক প্লেসগুলোতে যেমন: বাস বা রেল স্টেশন, এয়ারপোর্ট, শপিং মল এসব জায়গায় বিশ্বের প্রায় প্রতিটি দেশেই মোবাইল ফোন চার্জিং স্টেশন বানানো থাকে যেখানে স্মার্টফোন চার্জ করা যায়। তবে এ ব্যাপারটি ব্যবহারকারীর জন্য যেমন সুবিধাজনক তেমনি হ্যাকারদের জন্য আশীর্বাদস্বরূপ।পুরো ব্যাপারটি বুঝানোর আগে আপনাদের সাথে একটি সত্যিকারের ঘটনা শেয়ার করি। অমিত সাহা নামের একজন ভারতীয় ব্যাক্তি নিজের স্মার্টফোনটির ব্যাটারি লো হওয়ার কারণে এয়ারপোর্টে রাখা পাবলিক চার্জিং স্টেশনে ডাটা ক্যাবলের মাধ্যমে ইউএসবি পোর্টে সংযুক্ত করেন। কিছুক্ষণ পর তিনি তার মোবাইল ফোনে একটি এসএমএস পান যে তার ব্যাংক একাউন্ট থেকে ৮০,০০০ টাকা ডেবিট মানে ট্রান্সফার হয়ে গিয়েছে। তার তো মাথায় হাত। তিনি তো ব্যাংকে কোনো লেনদেন করেননি। তাহলে এটা কীভাবে হলো? ব্যাংকে অভিযোগ দেওয়ার পর ব্যাংক থেকে জানানো হলো লেনদেনটি তার মোবাইল ফোন ব্যবহার করে করা হয়েছে। কোনো কিছু বুঝে উঠতে না পেরে তিনি পুলিশের দারস্থ হন।পুলিশের সাইবার ক্রাইম টিম ব্যাপারটি অনুসন্ধান ও মোবাইল ফোনটি ফরেনসিক পরীক্ষা করে দেখে তিনি যে এয়ারপোর্টে ইউএসবিতে ফোনটিকে কানেক্ট করেছিলেন সেটি ছিল একটি ফাঁদ। হ্যাকাররা তার মোবাইল ফোনের ডাটা ক্যাবলের মাধ্যমে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে তার ব্যাংকিং-এর তথ্য হাতিয়ে নিয়ে এই ঘটনা ঘটিয়েছে। এই হ্যাকিং কৌশলটির নাম জুস জ্যাকিং এট্যাক।আমাদের স্মার্টফোনের ডাটা ক্যাবলটি দিয়ে দু’টি কাজ হয়। চার্জ করা যায়, আবার কম্পিউটারে ডাটা ট্রান্সফারও করা যায়। এই ব্যাপারটিকে কাজে লাগিয়ে হ্যাকাররা কিছু মাইক্রোকন্ট্রোলার ডিভাইসে ম্যালিশিয়াস কোড প্রোগ্রাম করে রাখে যেখানে ডাটা ক্যাবল লাগালে আপাত দৃষ্টিতে মনে হবে মোবাইল ফোনটি চার্জ হচ্ছে কিন্তু আড়ালে হ্যাকারের সেট করা প্রোগ্রাম মোবাইল ফোনে ম্যালওয়্যার ইনজেক্ট করে তার সকল তথ্য হাতিয়ে নিতে পারে। সেটা হতে পারে মোবাইল ব্যাংকিং সম্পর্কে তথ্য, কল রেকর্ড, ছবি-ভিডিও সহ মোবাইল ফোনে সংরক্ষিত যেকোনো তথ্য।জুস জ্যাকিং-এর এই ব্যাপারটি ওয়াল অভ শিপ (যারা মূলত সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে) ডেফকন-এর একটি ইভেন্টে ২০১১ সালে পাবলিক চার্জিং বুথ কীভাবে সকলের ঝুঁকির কারণ হতে পারে তার একটি প্রদর্শনী করে। এই ধারণাটি এত বছরে অনেক উন্নত হয়েছে। মূলত যে সব মোবাইল ফোনে ওটিজি ক্যাবল সাপোর্ট করে সেই সব মোবাইল ফোনে এ ধরনের এ্যাটাক করা সহজ।বর্তমানে বাজারে এমন কিছু আইওটি ডিভাইস ও মাইক্রোকন্ট্রোলার ডিভাইস পাওয়া যায় যেগুলোকে খুব সহজেই প্রোগ্রাম করে এই ধরনের হ্যাকিং ডিভাইস বানানো সম্ভব। টেকনোলোজির ব্যবহার যত বাড়বে হ্যাকিং-এর ঝুঁকিও সমান তালে তত বাড়বে। আমাদের দেশে এ ধরনের হ্যাকিং সম্পর্কে তেমন একটা শোনা না গেলেও সবাইকে সচেতন থাকতে হবে কারণ সচেতনতাই এ ধরনের হ্যাকিং থেকে বাঁচার একমাত্র উপায়।
জুস জ্যাকিং হ্যাকিং থেকে বাঁচার জন্য যে ব্যাপারগুলো মাথায় রাখতে হবে:
১. পাবলিক চার্জিং বুথ ব্যবহার না করাই ভালো। ২. নিজের পাওয়ার ব্যাংক এবং ডাটা ক্যাবল ব্যবহার করতে হবে। ৩. যদি বিপদে পড়ে পাবলিক চার্জিং বুথ ব্যবহার করতেই হয় তাহলে মোবাইলটির পাওয়ার বন্ধ করে ব্যবহার করবেন। ৪. যদি কোথাও পাওয়ার প্লাগ থাকে তবে সরাসরি ইউএসবি ব্যবহার করার বদলে চার্জিং অ্যাডাপ্টার ব্যবহার করুন। ৫. স্মার্টফোনটির ডাটা ক্যাবলের মাধ্যমে সংযোগের মোডটি চার্জিং অনলি করে রাখতে পারেন। ৬. অনলাইলে কিছু ইউএসবি ডাটা প্রটেক্টর পাওয়া যায় যেগুলো লাগিয়ে চার্জ করলে শুধু চার্জ হবে, ডাটা কাজ করবে না। সম্ভব হলে এটি ব্যবহার করতে পারেন।মনে রাখবেন যেকোনো হ্যাকিং থেকে বাঁচাতে পারে শুধু আপনার সুকৌশলী চিন্তা। আশা করছি আজকের এই পোস্টটি অনেক উপকারি ছিল, আর আপনাদের এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন। আর আজকের এই পোস্টটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই পোস্টটিকে সর্বোচ্চ পরিমাণ শেয়ার করার চেষ্টা করবেন।

Address

New Market, Bus Terminal Road, Dhaka Mor
Parbatipur
5250

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+8801717670209

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABS Infosys Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ABS Infosys Bangladesh:

Share