10/12/2025
ভারতের মারুতি সুজুকির মানেসর প্ল্যান্টে এমন গতি—যা দেখলে বিশ্বাসই হবে না! ৬০০ একরজুড়ে বিস্তৃত এই ফ্যাক্টরিতে প্রতি মিনিটেই তৈরি হয় দু’টি সম্পূর্ণ গাড়ি। অবিশ্বাস্য অটোমেশন, রোবট এবং বিশ্বের দ্রুততম প্রোডাকশন সিস্টেম—সবকিছুই ভিডিওতে।