The Earth Walker

The Earth Walker Walk, See and Show

10/12/2025

ভারতের মারুতি সুজুকির মানেসর প্ল্যান্টে এমন গতি—যা দেখলে বিশ্বাসই হবে না! ৬০০ একরজুড়ে বিস্তৃত এই ফ্যাক্টরিতে প্রতি মিনিটেই তৈরি হয় দু’টি সম্পূর্ণ গাড়ি। অবিশ্বাস্য অটোমেশন, রোবট এবং বিশ্বের দ্রুততম প্রোডাকশন সিস্টেম—সবকিছুই ভিডিওতে।

10/12/2025

মারিটা ফল—একটা এমন ফল যা পৃথিবীর আর কোথাও নেই, শুধু পাপুয়া নিউ গিনির জঙ্গলেই! এই ফলের শক্ত অংশ সেদ্ধ করে স্থানীয়রা বানায় লালচে, টমেটো সসের মতো এক অদ্ভুত মিষ্টি সস। কীভাবে বানায় আর কেমন লাগে? ভিডিওতে দেখলে অবাক হবেন!

09/12/2025

হোটেল আর হলরুম বুকিংয়ের ঝামেলা চীনারা কিভাবে এক ঝটকায় শেষ করে দিল জানেন? তারা বানিয়েছে ভাঁজ হয়ে চলে যাওয়া এক বিশাল মোবাইল হল! কয়েক মিনিটেই খুলে যায়—আবার মুহূর্তেই গুটিয়ে নিয়ে যাওয়া যায়। ভিডিও দেখলে মাথা ঘুরে যাবে!

09/12/2025

আপনি যে খাবারটি নিয়মিত খান, তার আসল রূপ দেখলে অবাক হয়ে যাবেন! পাতার নিচে লুকিয়ে থাকা এই ফল ভেঙে বের হয় এক বিশেষ বীজ—আর সেই বীজ থেকেই তৈরি হয় সাদা মাখনা। কেন এটা শরীরের জন্য এত উপকারী? ভিডিওতে দেখুন বাস্তব প্রক্রিয়া।

08/12/2025

মিনিটে বাড়ি বানায় যে মেশিন—দুনিয়া অবাক!
যে কাজ করতে মাস লাগত, এখন এক মেশিন মাত্র ২৪ ঘণ্টায় পুরো বাড়ি ছাপিয়ে ফেলে! থ্রিডি প্রিন্টিং টেকনোলজি ভবিষ্যতের নয়—এটা এখনই দুনিয়া কাঁপিয়ে দিচ্ছে। আমেরিকা থেকে চীন—সবাই বাড়ি বানাচ্ছে ঘণ্টায়! দেখুন কিভাবে কংক্রিট লেয়ার বাই লেয়ার করে পুরো বাড়িটা দাঁড়িয়ে যায়!

08/12/2025

আপনি বিশ্বাসই করবেন না! এই ফোম বাক্সের ভেতরে যেই কাজটা করে—দুনিয়া অবাক!
দেখতে সাধারণ কার্ডবোর্ড… কিন্তু ভেতরে লুকিয়ে আছে মিলিয়ন-ডলারের প্রযুক্তি!
স্প্রে ফোম প্যাকেজিং কীভাবে মুহূর্তে শক্ত হয়ে দামি জিনিসকে ভাঙা–চোরা থেকে বাঁচায়—এমন ভিডিও আগে কখনো দেখেননি!
এটাই সেই টেকনোলজি যেটা গ্লাস, ক্যামেরা, সায়েন্টিফিক গিয়ার—সবকিছুকে ১০০% সেফ রাখে।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন—ম্যাজিকটা নিজেই বুঝে যাবেন!

08/12/2025

এই ব্রেডটা আপনি ফেলে দেন—চীন এটাকে দিয়ে কোটি টাকা তোলে!

07/12/2025

কাঠকে রাবারের মতো বানানোর গোপন ট্রিক ফাঁস! 🔥 সবাই ভুল করত এতদিন!
যে কাঠ বাঁকালে ভেঙে যাওয়ার কথা, সেই কাঠকেই মানুষ রাবারের মতো ফ্লেক্সিবল বানিয়ে ফেলছে! কীভাবে? ভিডিওতে পুরো হ্যাকটা দেখুন। DIY প্রেমীদের জন্য মন–উড়ানো আইডিয়া! 🔥

07/12/2025

ভূমিকম্পেও ভাঙে না! ক্যালিফোর্নিয়ার গোপন ঘর বানানোর কৌশল ফাঁস!
আপনি কি জানেন, ক্যালিফোর্নিয়ায় ঘর বানাতে ইট ব্যবহারই করা হয় না?
বরং মাটিভরা ব্যাগ দিয়ে বানানো হয় এমন ঘর, যেগুলো ভয়ংকর ভূমিকম্পেও নড়ে না।
এই টেকনিক এখন দুনিয়া কপি করছে—কারণ এটি সস্তা, শক্তিশালী এবং সবচেয়ে নিরাপদ।
পুরো ভিডিও দেখলে আপনার বিশ্বাসই হবে না!

শুভ সকাল ❤️
07/12/2025

শুভ সকাল ❤️

06/12/2025

বিশ্বাস করবেন না—পাহাড় বাঁচাতে চীন যা করছে তা ইতিহাসে প্রথম! পাহাড় ভেঙে পড়া থামাতে যে প্রযুক্তি ব্যবহার করছে চীন, তা এত কার্যকর যে বিশ্বজুড়ে দেশগুলো কপি করছে। মাটি, ঘাসের বীজ আর পুষ্টি মিশিয়ে তৈরি এই পেস্ট পাহাড়ে স্প্রে করার পর মাত্র কয়েক দিনেই জন্মায় সবুজ জীবন। আপনার মতে—এই প্রযুক্তি কি অন্য দেশেও ব্যবহার হওয়া উচিত?

06/12/2025

ক্যাকটাস চাষ নিয়ে সবাই ভুল করছে! সত্যটা দেখলে অবাক হবেন!
ক্যাকটাসের শাখা কেন কেটে ফেলা হয়?
চীনের কৃষকেরা কেন পলিথিন পাইপ কেটে পানি দেয়?
এবং আলুর চারপাশে সাদা চুনের মতো জিনিস ছড়ায় কেন?
এই ২০ সেকেন্ডেই জানুন এমন সব কৌশল, যা ফসলকে কয়েকগুণ বেশি করে!
ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, মগজ খুলে যাবে!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when The Earth Walker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share