The Earth Walker

The Earth Walker Walk, See and Show

বাংলাদেশে বিমান বিধ্বস্ত হওয়ায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর শোক প্রকাশ করেছে।
21/07/2025

বাংলাদেশে বিমান বিধ্বস্ত হওয়ায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর শোক প্রকাশ করেছে।

21/07/2025

জাতীয় বার্ন ইউনিট, CMH, উত্তরা আধুনিক মেডিকেল সহ আশেপাশের হাসপাতালগুলোতে নেগেটিভ ব্লাড লাগতেসে অনেক।

প্রচুর ডোনার আসছে, কিন্তু সব পজেটিভ।

আপনাদের নিজেদের কিংবা পরিচিত কারো নেগেটিভ ব্লাড থাকলে একটু খেয়াল রাখিয়েন।

  উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজে বাংলাদেশি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত।বাংলাদেশ বিমান বাহিনীর এফ-7 বিজিআই প্রশিক্ষণ বিম...
21/07/2025

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজে বাংলাদেশি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত।

বাংলাদেশ বিমান বাহিনীর এফ-7 বিজিআই প্রশিক্ষণ বিমানটি ০১.০৬ মিনিটে উড্ডয়ন করে, পরবর্তীতে উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিধ্বস্ত হয়।

- একজন প্রত্যক্ষদর্শী শিক্ষিকার বরাতে, "দিয়াবাড়ি মাইলস্টোন এর ক্যাম্পাসে স্কুল ছুটির মুহুর্তে একটি ভবনের উপর বিমান বিধস্ত হয়েছে। ওই ভবনে মূলত প্লে গ্রুপ থেকে নিয়ে বাচ্চাদের ক্লাস হতো। ক্লাস শেষে ঠিক ছুটির মুহুর্তে বিমান বিধস্ত হয়েছে। বহু হতাহতের আশঙ্কা!"

এখন পর্যন্ত সঠিক হতাহতের সংখ্যা জানা যায়নি।

সেনাবাহিনী ও বিমানবাহিনী সাথে ফায়ার সার্ভিস এর উপস্থিতিতে উদ্ধার কাজ চলমান আছে।

নেতানিয়াহুর খাদ্যে বিষক্রিয়াইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, নষ্ট খাবার খাওয়ার কারণে তার অ...
21/07/2025

নেতানিয়াহুর খাদ্যে বিষক্রিয়া

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, নষ্ট খাবার খাওয়ার কারণে তার অন্ত্রে প্রদাহ (intestinal inflammation) দেখা দেয়। পরে তাকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়।

পরবর্তী পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো এবং উদ্বেগের কিছু নেই।

তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রামে থাকবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া চ্যানেল ১২ জানিয়েছে, নেতানিয়াহু রবিবারের পার্লামেন্ট অধিবেশনে অংশ নিচ্ছেন না এবং সোমবার তেল আবিব জেলা আদালতে তার বিচার কার্যক্রমে তিনি হাজির থাকবেন না।

চীন-ভিয়েতনামের প্রথম যৌথ সামরিক মহড়া এই মাসেইদুই প্রতিবেশী দেশ চীন ও ভিয়েতনাম এই মাসে প্রথমবারের মতো একটি যৌথ সামরিক মহড়...
21/07/2025

চীন-ভিয়েতনামের প্রথম যৌথ সামরিক মহড়া এই মাসেই

দুই প্রতিবেশী দেশ চীন ও ভিয়েতনাম এই মাসে প্রথমবারের মতো একটি যৌথ সামরিক মহড়া আয়োজন করতে যাচ্ছে—বিষয়টি নিশ্চিত করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গুয়াংজি প্রদেশে আয়োজিত এই মহড়ায় মূলত সীমান্ত টহল ও সমন্বিত নিরাপত্তা প্রশিক্ষণ থাকবে। উল্লেখ্য, গুয়াংজি প্রদেশ ভিয়েতনামের সঙ্গে চীনের সীমান্তবর্তী অঞ্চল।

পেছনের প্রেক্ষাপট কী?
– চীন ইতোমধ্যেই ভিয়েতনামের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।
– যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ ও বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে চীন-ভিয়েতনাম কৌশলগত সম্পর্ক আরও গভীর করছে।
– এপ্রিলে ভিয়েতনাম সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এশিয়ার প্রতিবেশী দেশগুলোকে “একতরফা জুলুমের” বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন।

এই সামরিক মহড়া সেই আঞ্চলিক ঐক্যেরই বাস্তব প্রতিফলন, যা শুধু কথায় নয়—কাজেও স্পষ্ট।

আকতাউতে আজারবাইজানের রাষ্ট্রীয় এয়ারলাইন্স AZAL-এর বিমান দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে, রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচ...
20/07/2025

আকতাউতে আজারবাইজানের রাষ্ট্রীয় এয়ারলাইন্স AZAL-এর বিমান দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে, রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক সংস্থাগুলিতে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে আজারবাইজান।

রাষ্ট্রপতি আলিয়েভ বলেন, এ সংক্রান্ত আইনি নথিপত্র প্রস্তুত করা হচ্ছে, যা আন্তর্জাতিক আদালতে উপস্থাপন করা হবে।

ঘুমন্ত রাজপুত্র হিসেবে পরিচিত সৌদি প্রিন্স আল‌ওয়ালিদ ২০ বছর আইসিইউতে থাকার পর আজ মারা গেছেন। ২০০৫ সালে একটা গাড়ি দুর্ঘ...
19/07/2025

ঘুমন্ত রাজপুত্র হিসেবে পরিচিত সৌদি প্রিন্স আল‌ওয়ালিদ ২০ বছর আইসিইউতে থাকার পর আজ মারা গেছেন। ২০০৫ সালে একটা গাড়ি দুর্ঘটনার পর তিনি কোমায় চলে যান।

🔴 পৃথিবীতে পাওয়া বৃহত্তম মঙ্গলগ্রহের পাথর  ৫০ লাখ ডলারে বিক্রিপৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় মঙ্গলগ্রহের পাথ...
19/07/2025

🔴 পৃথিবীতে পাওয়া বৃহত্তম মঙ্গলগ্রহের পাথর ৫০ লাখ ডলারে বিক্রি

পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় মঙ্গলগ্রহের পাথর, যার ওজন ৫৪ পাউন্ড, তা "NWA 16788" নাম নিয়ে বুধবার এক নিলামে ৫০ লাখ মার্কিন ডলারের বেশি মূল্যে বিক্রি হয়েছে।

এই পাথরটি ২০২৩ সালের নভেম্বর মাসে আফ্রিকার নাইজারের সাহারা মরুভূমিতে আবিষ্কৃত হয়।

বিজ্ঞানীরা জানান, মঙ্গলগ্রহে একটি গ্রহাণু (asteroid) আঘাত করলে পাথরটি সেখান থেকে ছিটকে বের হয়ে আসে এবং প্রায় ১৪ কোটি মাইল ভ্রমণ করে পৃথিবীতে এসে পড়ে।

এই পাথরটি শুধু ভৌগোলিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং মঙ্গলগ্রহের ভূতাত্ত্বিক ইতিহাস ও সৌরজগতের রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন গবেষকেরা।

কুয়েত সেনাবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো তুর্কি ড্রোন Bayraktar TB2সালেম আল-সাবাহ বিমানঘাঁটিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ...
18/07/2025

কুয়েত সেনাবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো তুর্কি ড্রোন Bayraktar TB2

সালেম আল-সাবাহ বিমানঘাঁটিতে এক অনুষ্ঠানের মাধ্যমে কুয়েত আনুষ্ঠানিকভাবে Bayraktar TB2 UCAV ড্রোনকে সেনাবাহিনীতে যুক্ত করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আল-সাবাহ।

অনুষ্ঠানে ড্রোনটির কারিগরি উপস্থাপনা, লাইভ ডেমো ও এর নজরদারি ও যুদ্ধ-সক্ষমতা নিয়ে প্রশংসা করা হয়।

প্রতিরক্ষামন্ত্রী একে কুয়েতের সামরিক আধুনিকায়নের বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং এই প্রকল্পে সংশ্লিষ্ট দেশীয় প্রতিভার ভূয়সী প্রশংসা করেন।

দুই ইসরায়েলি মন্ত্রীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা দিচ্ছে স্লোভেনিয়াস্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী তানিয়া ফায়ন জানিয়েছেন, দেশটি ইসরায়...
18/07/2025

দুই ইসরায়েলি মন্ত্রীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা দিচ্ছে স্লোভেনিয়া

স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী তানিয়া ফায়ন জানিয়েছেন, দেশটি ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণা করতে যাচ্ছে।

এ পদক্ষেপ নেওয়া হলে স্লোভেনিয়া হবে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ, যারা কোনো ইসরায়েলি মন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে এভাবে ঘোষণা করল।

আরবদের 'ভাগ করে শাসন' করার ইসরায়েলি ষড়যন্ত্র — ইনোন প্ল্যান✡️ ইনোন প্ল্যান প্রথম প্রকাশিত হয় ১৯৮২ সালে এক ইসরায়েলি মিডি...
18/07/2025

আরবদের 'ভাগ করে শাসন' করার ইসরায়েলি ষড়যন্ত্র — ইনোন প্ল্যান

✡️ ইনোন প্ল্যান প্রথম প্রকাশিত হয় ১৯৮২ সালে এক ইসরায়েলি মিডিয়া জার্নালে। এর রচয়িতা হলেন ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন কর্মকর্তা ওডেড ইনোন।

✡️ মূল পরিকল্পনা ছিল স্পষ্ট: মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য নিশ্চিত করতে আশেপাশের আরব রাষ্ট্রগুলোকে দুর্বল ও খণ্ডিত করে ফেলা—যেমন: সিরিয়া, লেবানন, মিশর, ইরাক ও জর্ডান।

✡️ এই ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় বলা হয়—আরব দেশগুলোকে ছোট ছোট, নিয়ন্ত্রণযোগ্য অংশে ভাগ করে ফেললে তারা আর কখনো তেলআবিবের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারবে না।

✡️ ইনোন প্ল্যান গোত্র, ধর্মীয় ও জাতিগত বিভাজনকে উসকে দিয়ে গৃহযুদ্ধ ও বিশৃঙ্খলার মাধ্যমে এসব রাষ্ট্রকে টুকরো করে দিতে চায়—এবং সবকিছুর পেছনে উদ্দেশ্য শুধু একটাই: ইসরায়েলের শক্তিমত্তা ও আধিপত্য নিশ্চিত করা।

✡️ যদিও ইনোন প্ল্যানে সরাসরি ইসরায়েলি সম্প্রসারণের কথা বলা হয়নি, তবুও একে 'গ্রেটার ইসরায়েল' ধারণার সঙ্গে সংযুক্ত করা হয়—যার লক্ষ্য হল ইসরায়েলের সীমানা নাইল নদী থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত করা।

নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা হারালইসরায়েলের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন...
17/07/2025

নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা হারাল

ইসরায়েলের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট তার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, কারণ ধর্মীয় দল শাস (Shas) জোট ত্যাগ করেছে।

এর ফলে সরকার গঠনের জন্য সর্বনিম্ন সংসদ সদস্য (MKs) সংখ্যা ৬১-এর নিচে নেমে এসেছে।

তবে শাস ঘোষণা করেছে, তারা no-confidence vote বা সংসদ ভেঙে দেওয়ার (parliament dissolution) পক্ষে ভোট দেবে না।

এই পরিস্থিতিতে, জোট সরকার কার্যত চলমান থাকতে পারবে আগামী অক্টোবরের শেষ পর্যন্ত, যখন নেসেটের (ইসরায়েলের পার্লামেন্ট) অবকাশ শেষ হবে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when The Earth Walker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share