Fahad Hasan

Fahad Hasan Assalamualaikum..

12/08/2024

আপনার মুখের কথা যে কত শক্তি সেটা আপনি একজনকে প্রশংসা করলেই বুঝতে পারবেন। আপনার মুখের কথার মাধ্যমে একজনের ব্যবহার, কথা বলার ধরন পরিবর্তন হয়ে যায়। আপনি কারো গায়ে হাত না তুলে বা কাউকে গালি না দিয়ে মানুষকে পরিবর্তন করে ফেলতে পারেন।মানুষ প্রশংসা শুনতে খুবই ভালোবাসে, প্রশংসা হচ্ছে একটা নেশার মত যে যত শুনে তত বেশি শুনতে চায় অবশ্যই তার নিজের ব্যাপারে। আর যে ব্যক্তি নিজের ব্যাপারে যেই প্রশংসাটা শুনতে চাই সে ওই ব্যাপারটা তার বেশি খেয়াল করে বেশি নজর দেন আরো বেশি পরিবর্তন করার চেষ্টা করে। এভাবেই আপনি চাইলে আপনার আশেপাশের বন্ধু বান্ধব সবাইকে পরিবর্তন করতে পারেন আপনার মুখের কথার মাঝে প্রশংসার মাধ্যমে.

06/08/2024
05/08/2024

এলাকার নেতার তো ভিসা রেডি, এদিকে আমার বন্ধু সহ-সভাপতির জন্মনিবন্ধনে বাপের নামে বানান ভূল!

02/07/2024

জাপানিজ চাইনিজরা সকাল ৭ টার মধ্যে সকালের খাবার দুপুর ১২ টার মধ্যে দুপুরের খাবার রাত আটটার মধ্যে রাতের খাবার শেষ করে তারা দিনে যেমন কয়েক ঘন্টা এগিয়ে থাকে, তেমনি বিশ্ব থেকে ৫০-৬০ বছর সামনে এগিয়ে যায়। তেমনি আপনি আমি একটা পারফেক্ট রুটিন এর মাধ্যমে নিজেদের সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আর যাই করুন না করুন সূর্যের আগে ঘুম থেকে উঠুন। তাহলে হাতে ১৬ ঘন্টা দিন পাবেন আট ঘন্টার বদলে ।

25/06/2024

আপনার জীবনের দায় বা দায়বদ্ধতা, শখ, ভবিষ্যৎ পরিকল্পনা এসব কিছুই আপনার বর্তমান সম্পদের উপর নির্ভর করে। আপনি বর্তমানে আপনার সম্পদটা কিভাবে ব্যবহার করছেন কোথায় খরচ করছেন কিভাবে ইনভেস্ট করছেন সে সবকিছুর উপর নির্ভর করে আপনার দায়বদ্ধতা সহ ভবিষ্যৎ পরিকল্পনা গড়ে ওঠে। সুতরাং অবশ্যই আপনার আমার সবার জীবনের অথেন্টিক সম্পদটা খুঁজে বের করতে হবে।

12/05/2024

সাহায্যের প্রতিদানে আমি যা যা পেয়েছি তার মাত্র দুইটা নমুনা এখানে। ন্যাচার অব রিভেঞ্জ একটা কথা আছে। রিভেঞ্জ শুধু নেগেটিভ ই হয় না, পসেটিভিটির ও রিভেঞ্জ হয়। ভালো কাজের রিভেঞ্জে ভালো প্রতিদান পাবেন।

01/02/2024

ব্রাজিলের কারাগারে প্রতি একটি বই পাঠের জন্য ৪ দিন সাজা মওকুফ হয় । দক্ষিণ ব্রাজিলের ‘কাসা দে কাস্তোদিয়া দে পিরাকোয়ারা’ কারাগারসহ আরও তিনটি ফেডারাল প্রিজনের বন্দিরা বই পড়লেই কমে যায় শাস্তি। দেশটির সবচেয়ে ভয়ংকর অপরাধীদের অধিকাংশই এ কারাগার গুলোতে আটক আছে। কাসা দে কাস্তোদিয়া দে পিরাকোয়ারা কারাগারে মোট ৭ হাজার বন্দি আছে যারা খুন, ধর্ষণ ও ডাকাতির জন্য দোষী সাব্যস্ত হয়ে জেল জীবন কাটাচ্ছে।

বছরে একজন বন্দি মোট বারোটি বই পড়তে পারেন সেখানে। অর্থাৎ প্রতিমাসে একটি করে বই পড়া যাবে। বই প্রতি ৪ দিন ও সর্বাধিক ৪৮ দিন কমে বন্দির শাস্তির মেয়াদ।

এখানেই শেষ নয়! প্রতিটি বই পড়ার জন্য তাদের বরাদ্দ সময় এক মাস। এর মধ্যে সব বন্দি-পাঠককেই একটি করে বই-আলোচনা লিখে জমা দিতে হয়। কী থাকে তাতে? যে বইটি তারা পড়ছেন তার মূল বিষয়, প্রিয় চরিত্র ইত্যাদি নানা বিষয়ে লেখা থাকে তাতে৷ তার ভিত্তিতে চলে পরীক্ষাও। লেখায় কোনো ভুল থাকা চলবে না, পৃষ্ঠাগুলোয় মারজিন টানতে হবে এবং লেখা হতে হবে সহজপাঠ্য। বিশেষ একটি প্যানেল সিদ্ধান্ত নেন কারাবন্দিদের মধ্যে কারা এ সুযোগ পাবে।

এ কর্মসূচির একজন শিক্ষক মারিলদা ডি পাওলা সোরেস বলেন, “এ কর্মসূচিতে আমরা অল্পকিছু বই রেখেছি, যার মধ্যে রয়েছে বিদেশি ও ব্রাজিলিয়ান ক্লাসিক এবং বন্দিদের পড়তে শেখার জন্য শিশুদের বই। খুব হিংস্র বিষয়বস্তুর বই নিষিদ্ধ।”

২০১২ সালে ‘রিডেম্পশন থ্রু রিডিং’ বা ‘পড়ার মাধ্যমে মুক্তি’ নামে অভিনব এ উদ্যোগটি চালু করেছে ব্রাজিল সরকার। দেশটিতে কারাবন্দির মোট সংখ্যা বিশ্বে চতুর্থ। কারাগারের ভেতরের শোচনীয় অবস্থা নিয়ে প্রায়ই সমাআলোচনা চলে। পাশাপাশি রয়েছে ধারণ ক্ষমতার বেশি বন্দি এবং কারাগারের ভেতরে গুণ্ডা দলের দৌরাত্ম্য, মাঝে মধ্যেই যা থেকে দাঙ্গা-হাঙ্গামা তৈরি হয়।

সেই অবস্থার পরিবর্তন, অপরাধ কমানো আর অপরাধের জন্য অনুশোচনা বাড়াতে মূলত এ উদ্যোগ নেওয়া হয়েছে।

2012 সালে ব্রাজিলিয়ান ন্যাশনাল গেজেটে প্রকাশিত আইনে বলা হয়েছে, "ব্রাজিলের সবচেয়ে কুখ্যাত অপরাধীদের চারটি ফেডারেল কারাগারে থাকা বন্দীরা তাদের সাজা থেকে সর্বোচ্চ 48 দিন কাটছাঁট করতে সাহিত্য, দর্শন, বিজ্ঞান বা ক্লাসিকের 12টি রচনা পড়তে সক্ষম হবে। প্রত্যেক বছর."

18/01/2024

📖বই পড়ে যখন আইসল্যান্ডের বাসিরা বিশ্ব রেকর্ড করে। একজন নাগরিক বছরের প্রায় 11 টি 📚বই পড়ে। এবং প্রত্যেক দশজনে একজন জীবনে একবার হলেও একটি বই লিখে📝।

আমাদের দেশে ও   হয়। It simply needs to be felt.
14/01/2024

আমাদের দেশে ও হয়। It simply needs to be felt.

08/01/2024

অবাক করা সব প্রয়োজনীয় কাজের ফিচারিং গুলো পেয়ে গেলাম একটা এপ্সে। স্ক্যান ইমেজ, স্ক্যান QR, PDF স্ক্যান, টেক্সট রিপিটার, টেক্সট টু স্পিচ, পিডিএফ টু ইমেজ, টেক্সট টু পিডিএফ, ইমেজ টু পিডিএফ.

Address

Narsingdi
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Fahad Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fahad Hasan:

Share

Category