Zarif N Papa 1.0

Zarif N Papa 1.0 Alhamdulillah for everything ....

কে কাকে মারলো! কার রক্ত কে ঝরালো! কার গাড়ি কে ভাংঙ্গলো!! আহ আফসোস!!! নির্বাচন, নির্বাচন এই তাসবি বাদ দিয়ে দলটাকে আগে গু...
30/07/2025

কে কাকে মারলো! কার রক্ত কে ঝরালো! কার গাড়ি কে ভাংঙ্গলো!! আহ আফসোস!!! নির্বাচন, নির্বাচন এই তাসবি বাদ দিয়ে দলটাকে আগে গুছান তারপরে সবাই মিলে দেশটা গড়তে চেষ্টা করুণ ....!!!

The blood vessels of the human heart. What a perfect creation of Allah ...!! 👍
30/07/2025

The blood vessels of the human heart. What a perfect creation of Allah ...!! 👍

30/07/2025

গাজাবাসী আমরা লজ্জিত, সত্যিই লজ্জিত .... 😢😢 !! কোক খেয়ে ঢেকুর তুলতে পারি অথচ তোমাদের মরণ ঢেকুর শুনতে পাই না...!!

29/07/2025

সে হিসেবে আপনি কি মুমিন...??

اَفَلَا یَنۡظُرُوۡنَ اِلَی الۡاِبِلِ كَیۡفَ خُلِقَتۡতারা কি উটের দিকে দেখে না, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? (সূরাঃ আল-...
28/07/2025

اَفَلَا یَنۡظُرُوۡنَ اِلَی الۡاِبِلِ كَیۡفَ خُلِقَتۡ
তারা কি উটের দিকে দেখে না, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে?
(সূরাঃ আল-গাশিয়া | Al- ৮৮ Ghashiya | l y আয়াত নং - ১৭ মাক্কী)
-
উট নোনা পানি পান করতে পারে, এমনকি মৃত সাগরের পানিও,এতে তার রক্তচাপ বাড়ে না।

কারণ,তার কিডনি পানিকে ফিল্টার করে,যাতে সে তা তাজা পান করতে পারে। কাজেই তার কিডনি লবণ থেকে পানি আলাদা করে দেয়।

উট কাঁটা খেতে পারে,এতে তার পাকস্থলী ও অন্ত্রের কোনো ক্ষতি হয় না, কারণ তার লালা এসিডের মত,যা কাঁটা গলিয়ে দেয়। পরে সে ওই কাঁটা রুটি ও আটার মতো খেয়ে ফেলে। এজন্য হাতে পায়ে কাঁটা ফুটলে আরব বেদুইনরা সেখানে উটের লালা লাগিয়ে দেয়। এবং সেই কাঁটা গলে বেরিয়ে আসে।

উটের চোখের পর্দা দুটি। একটি পাপড়ির পর্দা এবং অন্যটি মাংসের। এজন্য মরুভূমির ধূলিকণার মধ্যে চলতে পারে এবং তার চোখের ক্ষতি হয় না। কারণ সে তখন স্বচ্ছ পাপড়ির পর্দা বন্ধ করে দেয়।

উট তার দেহের তাপমাত্রা পরিবর্তন করতে পারে। বরফঢাকা জমিতে থাকলে সে তার তাপমাত্রা বাড়াতে পারে এবং উত্তপ্ত মরুভূমিতে থাকলে সে তার তাপমাত্রা কমাতে পারে।

28/07/2025

আল্লাহ তাআলা মানুষকে ইবাদাত-বন্দেগির জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। এ ইবাদাত-বন্দেগি করতে হবে সঠিক পন্থায়। কিভাবে ইবাদাত-বন্দেগি করলে আল্লাহ তাআলা মানুষের চাওয়া-পাওয়া কবুল করবেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা হাদিসে উল্লেখ করেছেন-হজরত উবাদাই ইবনে সামিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, যে ব্যক্তি রাতে জেগে উঠে এ দোয়া পাঠ করে-উচ্চারণ : লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদুহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শায়্যিন ক্বাদির। আল হামদু লিল্লাহি, ওয়া সুবহানাল্লাহি, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহ।’অর্থ : আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি একক, তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তারই, যাবতীয় প্রশংসা তাঁরই, তিনিই সবকিছুর উপর শক্তিমান। সকল প্রশংসা আল্লাহর জন্যই, আল্লাহ পবিত্র, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ মহান, গুনাহ থেকে বাঁচার এবং নেক কাজ করার কোনো শক্তি নেই আল্লাহর তাআলার তাওফিক ছাড়া।`অতপর বলে, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন।` বা অন্য কোনো দোয়া করে, তার দোয়া কবুল হয়। অতপর অজু করে (নামাজ আদায় করলে) তার নামাজ কবুল হয়। (বুখারি, তিরমিজি, ইবনে মাজাহ)উক্ত হাদিস থেকে জানা যায়, ব্যক্তির দোয়া এবং নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য রাতে জেগে উক্ত দোয়া পাঠ করে তারপর আল্লাহর দরবারে নিজের জন্য ক্ষমা প্রার্থনা করবে এবং নামাজ আদায় করবে। তাহলে আল্লাহ তাআলা ঐ ব্যক্তির দোয়া এবং নামাজ কবুল করবেন।আল্লাহ উক্ত দোয়ার মাধ্যমে মুসলিম উম্মাহকে তাঁর নৈকট্য অর্জনের তাওফিক দান করুন। আমিন🤲🤲

26/07/2025

উনার বয়স ৯০ পাল্স 👍👍 অথচ মনের সুখে যেভাবে গিটার বাজাচ্ছে, মনে হচ্ছে বয়স ১৮ পাল্স 🙂🙂!!

26/07/2025

26/07/2025

সহমত
25/07/2025

সহমত

Address

Tsushima Higashi , Sancoopo , Kitaku
Dhaka
7000081

Telephone

+817090705227

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zarif N Papa 1.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zarif N Papa 1.0:

Share