Tanzim Hasan Sakib

Tanzim Hasan Sakib اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَك
("Assalamualaikum Warahmatullahi Wabarakatuh")

30/10/2024

আসসালামুআলাইকুম,
কেমন আছেন আপনি

16/09/2024

WELL & GOOD

লাইলাতুল কদর
31/03/2024

লাইলাতুল কদর

রাগ নিয়ন্ত্রণখুব ছোট্ট এক ছেলে প্রচন্ড রাগী ছিলো। সে খুব সামান্য কারণেই রেগে যেত । তার বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ...
09/03/2024

রাগ নিয়ন্ত্রণ
খুব ছোট্ট এক ছেলে প্রচন্ড রাগী ছিলো। সে খুব সামান্য কারণেই রেগে যেত । তার বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বললো যে, যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে । প্রথমদিনেই ছেলেটিকে বাগানে গিয়ে ৩৭ টি পেরেক মারতে হলো । পরের কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রনে আনতে পারলো তাই প্রতিদিন কাঠে নতুন পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো। সে বুঝতে পারলো হাতুড়ী দিয়ে কাঠের বেড়ায় পেরেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রন করা অনেক বেশি সহজ। শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি পেরেকও মারতে হলো না। সে তার বাবাকে এই কথা জানালো। তারা বাবা তাকে বললো , এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রন করতে পারবে সেসব দিনে একটি একটি করে পেরেক খুলে ফেলো। অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সব পেরেকই সে খুলে ফেলতে সক্ষম হয়েছে। তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বললো, 'তুমি খুব ভালভাবে তোমার কাজ সম্পন্ন করেছো, এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রন করতে পারো কিন্তু দেখো, প্রতিটা কাঠে পেরেকের গর্তগুলো এখনো রয়ে গিয়েছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে তুমি যেন একটি পেরেক ঠুকলে পরবর্তিতে যদি তুমি তোমার কথা ফিরিয়েও নাও তখনও তার মনে ঠিক এমন একটা আচড় থেকে যায়। তাই নিজের রাগতে নিয়ন্ত্রন করতে শেখো। মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও অনেক বেশি ভয়ংকর।

28/01/2024

🔰 প্রায় ৫০% কম খরচে জমির শেয়ার কিনুন
🏡 নিজের বাড়ি নিজেই করুন

🔰 (১) প্রথম ধাপে রেজিষ্ট্রেশন হয়েছে.
টেকনিক্যাল গার্ডেন সিটি :
১৬০০+- সাথে ১২০ স্কয়ার ফিট গ্যারেজসহ মোট ১৭২০ +- ৷ ৪ বেড,৩ বাথরুম ড্রইং ডাইনিং, জমির পরিমান ৪০ কাঠা, বিল্ডিং হবে ২টি, ৩য় তলা পর্যন্ত মার্কেট হবে।

🛣️ লোকেশনঃ গাবতলি ও টেকনিক্যাল এর মাঝে যমুনা সিএনজি স্টেশন এর পিছনে, মিরপুর-১, ঢাকা

✅ ১৬০ ফিট রোড, প্রস্তাবিত ৩০০ ফিট, ৮ লেন, মেট্রোরেল।
✅ পিছনে সরকারি বাংলা কলেজ এর দেয়াল।
✅ মেইন রোডের সাথে

🔰 রেজিষ্ট্রেশন এবং নামজারী সহ শেয়ার মূল্য ২৬ লক্ষ টাকা।
🔰 যা যা থাকবে
✅মসজিদ
✅কমিউনিটি সেন্টার
✅ সুইমিংপুল ইত্যাদি।
বি২+জি+১৩।
🗓️ রেজিষ্ট্রেশন এর তারিখ: মার্চ ২০২৪
📞 যোগাযোগঃ আনোয়ার হোসেন
01717555164

27/01/2024
25/01/2024

ফেজবুক পেজ মনিটাইজ
করে আয় করতে চান?
যোগাযোগ করুন
আমার সাথে

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Tanzim Hasan Sakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share