28/10/2023
আসসালামু আলাইকুম!
আশা করি আমার শুভাকাঙ্ক্ষী সহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ্ আমি'ও ভালো আছি।আমরা সবাই অনেক ভালো সময় কাটাতে পছন্দ করি, আবার হরহামেশা'ই সবার কম'বেশি যে'কোন সমস্যা ফেইস্ করতে হয়,সমস্যা মানুষের জীবনের একটা অংশ। সমস্যা না থাকলে আনন্দের মজা অনুভব ঠিক মত হয়না।
এই পেইজ'র শুরু থেকে এখন পর্যন্ত যারা আমাকে সমর্থন দিয়ে যাচ্ছেন এবং আগামীতে দিয়ে যাবেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করছি।
ভুল ত্রুটি মিলিয়েই মানুষের জীবন। হয়'তো নানান কথা'য় আমি'ও বিভিন্ন সময় আপনাদের কষ্ট দিয়েছি সেজন্যে সবার কাছে আমি ক্ষমা'প্রার্থী।
ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে নতুন আংগিকে আপনাদের সামনে নতুন নতুন কিছু কনটেন্ট উপস্থাপন করবো।
মানুষ সখের বসে কতকিছু'ই করে এটা আমার সখের জায়গা বলতে পারেন,কাউকে ছোট করা,কষ্ট দে'য়া বা কারো বিরুদ্ধাচারণ করা আমার উদ্দেশ্য'র বাহিড়ে, আমি প্রতিনিয়ত শিখছি,নুতুন কিছু সম্পর্কে জানতে,
বুঝতে ভালোবাসি,আমি শান্তি প্রিয় শান্ত মানুষ।
আপনাদের সবার বিশ্বাস,স্নেহ,শ্রদ্ধা,ভালোবাসা'ই আগামী'র চলার পথ বেগবান করবে।
দোয়া করবেন আমি সহ আমরা সবাই যেন সুস্থ থাকি।
সবাইকে ধন্যবাদ।
Shizan Ahmed