16/06/2023
"আবদুল্লাহ ইবনু উমার দেখতে পেলেন, এক ইয়েমেনী যুবক তার মাকে পিঠে নিয়ে তাওয়াফরত অবস্থায় বিড়বিড় করে বলছেন ' আমি আজ মায়ের জন্য অনুগত উটের মতো। কোন কষ্ট বা ভয়ই আমাকে বিরত রাখতে পারবে না। অতঃপর তাওয়াফ শেষে লোকটি ' উমারকে বললেন, হে আবদুল্লাহ আমার মা আমাকে যত মাস গর্ভে ধারণ করেছে তার চেয়েও বেশি সময় ধরে আমি তাকে বহন করেছি। আমি কি আমার মায়ের প্রতিদান দিতে পেরেছি? আবদুল্লাহ উমার জবাবে বলেন, ' নাহ, আপনার মায়ের একটা দীর্ঘশ্বাসের প্রতিদানও আপনি দিতে পারেননি!