03/05/2025
জুলাই আন্দোলন করে ফ্যাসিস্ট সরকার পতন করা কি অপরাধ ছিল? তরিকুল ইসলাম, IUBAT, Batch-193, জুলাই আন্দোলনে সবর্দা সক্রিয় থেকে ও আমাদের বিশ্ববিদ্যালয় ছেলের নামে বিএনপি নেতা মহিউদ্দিন উওরা, ফেনীতে পারিবারিক জমি সংক্রান্ত জামেলা নিয়ে উওরা পচ্চিম থানায় জুলাই যোদ্ধা আমাদের আইইউবিএটিএর সাবেক স্টুডেন্টের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনার সাথে মিথ্যা মামলা দিয়ে তাকে আসামি করা হয়।
আবার সময় এসেছে এক হওয়ার আইইউবিএটিআন ভাই ও বোনেরা। সবাই মিলে একসাথে এই মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য থানায় যেতে চাই। আপনারা সবাই এক থাকল একসাথে থানায় গেলে হতো এই মিথ্যা, ভূয়া মামলা থেকে আমাদের বিশ্ব বিদ্যালয়ের সাবেক ছাএ মুক্তি পাবে।
আপনারা সবাই অনুমতি দিলে খুব তারাতারি সময় জানানো হবে কবে আমরা থানায় যাচ্ছি।