12/09/2025
বিশ্ববাসীর জন্য শ্রেষ্ঠ উপহার নবীজি।
মহান আল্লাহ যুগে যুগে নবী-রসুল পাঠিয়েছেন। নবী-রসুলদের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হলেন আমাদের প্রিয়নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ নবীজিকে বিশ্ববাসীর জন্য শ্রেষ্ঠ উপহার হিসেবে পাঠিয়েছেন।
মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। (সুরা আম্বিয়া, আয়াত: ১০৭)
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমত। (ইবনু আসাকির)
হজরত আব্দুল্লাহ ইবনু ওমর (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আমাকে অনুকরণীয় রহমত হিসেবে পাঠিয়েছেন। আমি প্রেরিত হয়েছি অনুসারীদের মর্যাদাবান করার জন্য আর নাফরমানদের অবনত করার জন্য। (ইবনু আসাকির, মাআরিফুল কোরআন)
মোল্লা আলি কারি (রহ.) এ হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, আমি মহান আল্লাহর পক্ষ থেকে সেই বিশেষ রহমত, যা আল্লাহ মানবজাতির জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন। যারা মহান আল্লাহর এ উপহার গ্রহণ করবে তারা সফলতা লাভ করবে। আর যারা গ্রহণ করবে না তারা লাঞ্ছিত হবে।
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইমানদারদের আত্মিক সম্পর্ক স্থাপন হওয়া সহজাত চাহিদা। প্রত্যেক মুমিন তাদের জীবনের প্রতিটি বাঁকে বাঁকে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের মুখাপেক্ষী। মহান আল্লাহ সেই রহমতের ছায়া আমাদের চিরস্থায়ীভাবে নসিব করুন। কবি বলেন, তিনি নিরক্ষর কিন্তু গোটা বিশ্ববাসীর মহান শিক্ষক। সকল সূক্ষ্ম বিষয় উদ্ধার করতে পারেন। তিনি আশ্রয়হীন ছিলেন। কিন্তু গোটা জাতির জন্য ছিলেন ছায়া হয়ে।