04/10/2023
চট্টগ্রামের স্ত্রী ও সন্তানদের হাতে খুন হাসান আলীর ছিন্ন মাথা খুঁজতে ২য় দিনের মতো অভিযান চালিয়েছে পিবিআই। তবে মাথা পাওয়া না গেলেও হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পিবিআই জানায়, শুক্রবার নিহতের পুত্রবধূ আনারকলিকে মহেশখালী থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানান, তার স্বামী জাহাঙ্গীর খণ্ডিত মাথাটি পতেঙ্গায় ফেলে দিয়েছে। এরপর তার দেয়া তথ্যমতে, তাকে নিয়ে দু'ঘণ্টা অনুসন্ধান চালিয়েও মাথার খোঁজ পাওয়া যায়নি।