Hanif Wahid

Hanif Wahid । লেখক হওয়ার আগে ভালো পাঠক হতে চাই । পুরস্কার নয়, লেখা সমাদৃত হউক এটাই চাই । লেখক হওয়ার আগে ভালো পাঠক হতে চাই ।
পুরস্কার নয়, লেখা সমাদৃত হউক এটাই চাই ।

07/09/2024
05/07/2024

ফেসবুকে মজার একটা গল্প পড়ে মুগ্ধ হলাম।

কমেন্টে লিখলাম, ভাইজান, লেখাটা ফাটাফাটি হইছে! চালিয়ে যান, একদিন নাম করতে পারবেন!

রিপ্লাই আসলো, ঐ হালার পুত! মজা লস আমার লগে!!

আশ্চর্য! আজকাল প্রশংস্যা করলেও লোকজন গালি দেয়!

আমি লিখলাম, ভাইলোক,গালি পাড়েন কেন? অধমের অপরাধ কি?

উত্তর আসলো, অফ যা ব্যাটা!

আমি অফ হয়ে গেলাম। ঝিম মেরে বসে রইলাম। ঘটনা কী? এই ব্যাটা আমারে গালি দেয় কেন? এই ব্যাটা আমার অদৃশ্য শত্রু?

ভাবতে ভাবতে মনে পড়লো, এই সেরেছে! এইটা আমারই লেখা! ব্যাটা চুরি করে পোস্ট দিয়েছে!

এজন্যই তো বলি,লেখাটা চেনা চেনা লাগে কেন!

আবারও ব্যাটাকে কিছু বলতে গেলাম,তা আর হলো না।

আমি ব্লক!!

ই বুক
04/06/2024

ই বুক

04/12/2023

আপনি এতো কুটকৌশল করে, মাথার ঘিলু খাঁটিয়ে, পায়ের ঘাম মাথায় ফেলে,নিজের প্রেসার বাড়িয়ে, মন মেজাজ তিরিক্ষি করে, মিথ্যাকে সত্যি বানিয়ে, অটো সিএনজি রিকশা ভাড়া করে গিয়ে অন্যের কাছে আরেকজনের নামে কূটনামি করে আসেন।

কাউকে কাউকে গালি দিতে না পারলে আপনার লুজ মোশন হয়, না হয় পায়খানা কষা হয়।

আর আপনি ভাব নেন,উল্টো মাছ ভেজে খেতে জানেন না!

হায় আফসোস! আপনার অভিশাপে তো তার ক্ষতি হয়ই না,উল্টো আপনার সময়ের অপচয় হয়। স্বাস্থ্যের অবনতি ঘটে।

এদিকে, আপনার ফাতরামি দেখার সময় নাই বলে তিনি ওসবে ফিরেও তাকান না!

আপনি জানেনও না, আরেক কুটনা ছাড়া আপনার কূটনামিকে কেউ ভালো চোখে না।

যদি কারও সাথে দ্বিমত হলেই তাকে অপমান করার জন্য আপনার মাথা কুটকুট, পেট ভুটভুট, জিভ ঠুসঠুস করে, বুঝে নিবেন ছোটবেলায় আপনি আয়োডিনের অভাবে ভুগছিলেন যার প্রভাবে আম কাঁঠাল পাকলেও আপনার বুদ্ধি পাকে নাই।

বুদ্ধিমান মাত্রই জানে,জগতে নিজ মতের লোকের চেয়ে ভিন্ন মতের লোকের সংখ্যা বহুগুণ বেশি। শুধু হাবুল টাইপ লোকেরাই এসব জানে না।

দ্বিমত হলে আমি এড়িয়ে যাই, কেননা ভালো করেই জানি, কেউ তার মত গ্রহণ করার জন্য আমার পাছায় তেল মালিশ করে নাই।

আপনার অনাহুত কষ্টের জন্য আমি শুধু এক বালতি সমবেদনাই জানাতে পারি।

#হানিফ_ওয়াহিদ

10/10/2023

ফেসবুকে মজার একটা গল্প পড়ে মুগ্ধ হলাম।

কমেন্টে লিখলাম, ভাইজান, লেখাটা ফাটাফাটি হইছে! চালিয়ে যান, একদিন নাম করতে পারবেন!

রিপ্লাই আসলো, ঐ হালার পুত! মজা লস আমার লগে!!

আশ্চর্য! আজকাল প্রশংস্যা করলেও লোকজন গালি দেয়!

আমি লিখলাম, ভাইলোক,গালি পাড়েন কেন?অধমের অপরাধ কি?

উত্তর আসলো, অফ যা ব্যাটা!

আমি অফ হয়ে গেলাম। ঝিম মেরে বসে রইলাম। ঘটনা কী? এই ব্যাটা আমারে গালি দেয় কেন? এই ব্যাটা আমার অদৃশ্য শত্রু?

ভাবতে ভাবতে মনে পড়লো, এই সেরেছে! এইটা আমারই লেখা! ব্যাটা চুরি করে পোস্ট দিয়েছে!

এজন্যই তো বলি,লেখাটা চেনা চেনা লাগে কেন!

আবারও ব্যাটাকে কিছু বলতে গেলাম,তা আর হলো না।

আমি ব্লক!!

#হানিফ_ওয়াহিদ

Address

Tejkunipara

Telephone

+8801741599854

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hanif Wahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hanif Wahid:

Share