25/11/2024
গুনতে জানে না আমার মা
গুনতে জানে না আমার মা
যার কাছে একটি রুটি চাইলে নিয়ে আসে দুটো
জান্নাতে প্রতিটি সুখ তো তখন ই পেয়ে গিয়ে ছিলাম
যখন মা আমাকে তার কোলে নিয়ে আদর করেছিল
সবাই বলছে আজ মায়ের দিন
সবাই বলছে আজ মারের দিন
এমন কোনের দিন আছে মাকে ছাড়া
মাকে দেখেই হাসতে শিখ
কারন কে জানে তোমার ভাগ্যে জান্নাত লিখা আছে কি না
মৃত্যুর জন্য তো অনেক রাস্তা আছে
মৃত্যুর জন্য তো অনেক রাস্তা আছে
কিন্তু জন্ম দেওয়ার জন্য আছে শুধু মা
মা কে নিয়ে কি আর লিখবো
সে মাই আমাকে লিখেছে
আল্লাহ সবার মা কে জান্নাতুল ফেরদৌস দান করুক আমিন