Rai pagol Roni

Rai pagol Roni ︵🦋💙

পেরা নাই..!🤟🤟
আমি জানি আমি খারাপ..!✌️✌️

︵🦋💙

Black....🖤🖤

28/09/2023

ইস তুই কতো কালো....
তোর উপর নিচে সবটাই কালো ! তুই ভালোবাসবি আমাকে ! 😃😃

আমি একটা সময় কালো মেয়ে দেখলে তার থেকে দূরে দূরে থাকতাম কারন আমি ধপধপে সাদা পরিষ্কার ।
আমার ক্লাসের অনেক কালো মেয়ে ছিলো ।

তার ভিতরে একটা কালো মেয়ে আমাকে প্রপস করেছিলো । আমি তাকে ইচ্ছে মতো বকাঝকা করেছিলাম, ভিষনভাবে অপমান করেছিলাম ।

কিন্তু সে মেয়েটার একটা কথা ছিলো আমি কালো বলে কী মানুষ না , নাকি তুমি পরিষ্কার বলে আমি তোমাকে ভালোবাসতে পারবো না ।
তাকে ধমকী দিয়ে অপমান করেছিলাম সেদিন ।

সবাই মেয়েটাকে নিয়ে হাসাহাসি করতো । এক সময় মেয়েটা কলেজা আসা বন্ধ করে দিলো ।
অনেকদিন হয়ে গেলো মেয়েটা কলেজে আসে না ।

আমি একদিন ইউটিউব দেখছিলাম তখন কালো থেকে পরিষ্কার হওয়ার একটা এড দেখলাম । তখন আমার সেই মেয়েটার কথা মনে পড়ে গেলো । আমি তখন ইউটিউব এ সার্চ দিলাম -- কালো মানুষের জীবন কাহিনী ।

কালো মেয়েদের জীবন কাহিনি দেখতে দেখতে রাত ৩টা বেজে গেলো । আমি এমন এমন কিছু ভিডিও ও কথা শুনলাম যা দেখে আমার চোখে পানি চলে আসলো ।
আমার চোখ খুলে গেলো ...
আমি মেয়েটাকে যে অপমান করেছি তারজন্য আমার খুব দয়া হচ্ছে এবং তার কথা ভাবতে ভাবতে আমার চোখ ফেটে পানি চলে আসছে ।

কি ভুলটাই না করেছি আমি ।
চলেন আপনাদেরও কাছেও কিছু কথা শেয়ার করি ।

গার্লফ্রেন্ড,প্রেমিকা, বউ সব কিছুইতে গায়ের রং সাদা হওয়া চাই ।
না হলে আত্মীয় বা বন্ধুমহলে নাকি মাথা নিচু হয়ে যায়।

কালো মেয়েরা একটু মেকআপ করলেই তাদের ময়দা সুন্দরী বলে ডাকে। কেনো কালো বলে কি সে মেকাপ করতে পারবে না ।

তোমরা কি কখনো কোনো কালো মেয়ের হাত ধরে হেটেছো ? হাত ধরা তো দূরের কথা তুমি তার পাশের বসতে চাওয়া কারন লোকে দেখলে তোমার মান সম্মান চলে যাবে ।

কখনো কোনো কালো মেয়ের চোখে চোখ রেখে বলেছো আমার চোখে পৃথিবীর সবচাইতে সুন্দর মেয়েটি তুমি ?

কখনো কোনো কালো মেয়েকে বলেছো,নীল শারিতেও তোমাকে সুন্দর লাগবে ?
না তুমি কখনো বলোনি কারন তুমি কখনো কালো মেয়ের দিকে চোখ তুলে তাকাওনি ।

কখনো কোনো কালো মেয়ে কি তোমার ভালোবাসার মানুষ হতে পেরেছে ?
না কখনো না তুমি সব সময় ভেবেছো যে আমার ভালোবাসার মানুষ হবে সব থেকে সুন্দরী ।

বিয়ের সময় কখনো কি বাবা মাকে বলেছো আমার জন্য একজন শ‍্যামবর্ণের মেয়েই খুজো যার রূপের আলো না থাকলেও যেনো জ্ঞানের আলোয় সংসারটা আলোকিতো করতে পারে।
না তুমি এমনটা কখনো ভাবোনি তুমি ভেবেছো যে আমা

27/09/2023

ক্লাস টু-তে এক পিচ্চি মেয়ে উঠে দাঁড়িয়ে বলছে,🙂

টিচার টিচার, আমার আম্মু কি প্রেগন্যান্ট হতে পারবে😁

টিচার বললেন, ‘তোমার আম্মুর বয়স কত সোনা?

পিচ্চি বললো, ‘চল্লিশ।’😳

টিচার বললেন, ‘হ্যাঁ, তোমার আম্মু প্রেগন্যান্ট হতে পারবেন।☺️

পিচ্চি এবার বললো, ‘আমার আপু কি প্রেগন্যান্ট হতে পারবে?🫠

টিচার বললেন, ‘তোমার আপুর বয়স কত সোনা?

পিচ্চি বললো, ‘আঠারো।🙄

টিচার বললেন, ‘হ্যাঁ, তোমার আপু প্রেগন্যান্ট হতে পারবে।☺️

পিচ্চি এবার বললো, ‘আমি কি প্রেগন্যান্ট হতে পারবো?🤨

টিচার হেসে বললেন, ‘তোমার বয়স কত সোনা?😳

পিচ্চি বললো, ‘আট।🙄

টিচার বললেন, ‘না সোনা, তুমি প্রেগন্যান্ট হতে পারবে না☺️

এ কথা শোনার পর পেছন থেকে ছোট্ট বাবু পিচ্চিকে খোঁচা দিয়ে বললো🫠

শুনলে তো? আমি তো তখনই বলেছি, আমাদের চিন্তা করার কিছু নেই🥹🥴

স্যার: বেহুশ 🙄🙄

বুজলে বুজ পাতা না বুজলে তেজ পাতা 🤣🤣

নিয়মিত মজার গল্প পেতে আইডিটা ফলো দিয়ে রাখুন ❤️

মায়াবিনী

যারা গল্প পড়তে ভালোবাসেন তারা আমাদের পেইজটি তে জয়েন করুন আমাদের পেইজ টি তে গল্প আপনাদের মন চুয়ে 👇

মায়াবিনীমায়াবিনী

27/09/2023

গল্পটি পড়ুন নিশ্চয় কাঁদবেন।

বাবা কিছু বলার ছিলো(আমি)

আমার এখন সময় নাই (বাবা)

বাবা….

তুই এখান থেকে যাবি(গরম করে)

মাথা নিচু করে সেখান থেকে চলে আসি,
এটা আমার সাথে নতুন না, সেদিন থেকে দেখছি, আম্মুর কাছে গেলাম….

আম্মু (আমি)

কি বলবি, বলে আমাকে উদ্দার কর

আম্মু আমার খুব প্রচন্ড মাথা ব্যাথা করছে

তোর এসব ফালতু নাটক দেখার সময় আমার
কাছে নাই,নাদিয়াকে স্কুলের জন্য রেডি
করতে হবে…

আম্মু আমি ওকে আজ দিয়ে আসি..

আমরা তোকে কোনো কিছু করতে বলেছি
মুখ পোড়া,যেভাবে আছিস সেভাবে থাক,

আম্মু আমি কি তোমাদের ছেলে না?

সেজন্য তো এখনো খাইতে পারছিস

আম্মু,তোমারা কি আমার সাথে একটু
ভালো করে কথা বলতে পারো না

এর থেকে ভালোর তুই যোগ্য না

তাহলে গলা টিপে মেরে ফেলোনি
কেনো? বলে ওইখান থেকে চলে এলাম,
মানুষ ভুল করে কিন্তু সেই ভুলের প্রতিদান
যে কাউকে এভাবে দিতে হয় আমি
জানতাম না,

তখন সেই ছয় বছরের আমি, আর আমার পিচ্ছি ৪ বছরের ছোট বোন নুসাইবা, ও আমার জীবনের পুরোটা ছিলো, আমার বেড়ে ওঠার সঙ্গী ছিল ও , আমার আর মা বাবার চোখের মনি ছিলো, দিনের ৪ ভাগের তিন ভাগ ও আমার কাছে থাকতো, সেদিন ও আমরা দুই ভাই বোন পুকুরেই গিয়েছিলাম, ও পুকুর পাড়ে দাড়িয়ে ও ছোট্ট দাত গুলা বের করে আমার দিকে থাকিয়ে
হাসছিলো, কিন্তু পরের ডুব দিয়ে উঠে আর আমার সেই
পিচ্ছি বোনের মুখ আমি দেখতে পাই নি, আমি ভাবছিলাম বাসায় চলে গেছিলো, তাই অতোটা মাথায় নেয়নি, তারপর কিছুক্ষন পর যখন বাসায় গিয়ে ওকে
না দেখি, আবার পুকুর পাড়ে ছুটে আসি, এসে পুকুরের মাঝে একটা ছোট্ট পুতুলের মতো আমার পিচ্ছি বোনটা কে ভাসতে দেখি, সেদিন আমি আমার বোনকে হারায় আর হারিয়ে ফেলি আমার সারাজীবনের সুখ,
ও বেঁচে থাকতে মা বাবা যখন ওকে আমার চেয়ে বেশি আদর করতো, আমি মা বাবাকে অভিযোগ দিতাম,
কিন্তু ও মারা যাওয়ার পর সেটাকে হিংসা
বলে সবাই, আর সবার কাছে আমি খুনি হয়ে
যাই 😅

বিশ্বাস করেন আমার চোখের মনি টার প্রতি আমার বিন্ধু মাত্র হিংসা থাকলে আমার লাইফটা এখানেই শেষ হয়ে যেতো, আমার মা বাবা কখনো বুঝেনি আমি ওকে
হারিয়ে কতটা একা হয়েছি,কতটা কষ্ট পেয়েছি, উল্টা তারা আমাকে মানসিক আর শারিরিক নির্যতান দুইটায় করে💔🥀

আমার এখন পিচ্ছি দুইটা ভাই বোন আছে, কিন্তু আমি তাদের দ্বারে কাছে যেতে পারিনা 💔🥀

বাবা আমার কাল পরীক্ষা আমার
পরীক্ষার ফিস দিতে হবে

পরীক্ষার ফিস দিতে পারি একটা শর্তে
জিপিএ ফাইভ

যেই প্রেম খুজিতে যাও তুমি বৃন্দাবনে,খুজে দেখো সেই প্রেম লুকায়িত  মনে।ওই প্রেম যদি তুমি অনুভর করিতে চাও,প্রতি মুহূর্তে প্...
20/09/2023

যেই প্রেম খুজিতে যাও তুমি বৃন্দাবনে,
খুজে দেখো সেই প্রেম লুকায়িত মনে।

ওই প্রেম যদি তুমি অনুভর করিতে চাও,
প্রতি মুহূর্তে প্রেমানন্দে "রাধে রাধে" গাও।

রাধে বলে যদি তোমার কাদে অবুঝ মন
বৈকুন্ঠ হবে গমন, পাবে গোবিন্দ চরন 🌿👣

🌺🌿🙏 কৃষ্ণময় হরে কৃষ্ণ 🙏🌿🌺
🌻🌻রাধা রাধা🌻🌻

__ No Gp No Pera I am always the best  smiling 🤩💛
16/09/2023

__ No Gp No Pera I am always the best
smiling 🤩💛

Address

Thakurgaon
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rai pagol Roni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share