28/09/2023
ইস তুই কতো কালো....
তোর উপর নিচে সবটাই কালো ! তুই ভালোবাসবি আমাকে ! 😃😃
আমি একটা সময় কালো মেয়ে দেখলে তার থেকে দূরে দূরে থাকতাম কারন আমি ধপধপে সাদা পরিষ্কার ।
আমার ক্লাসের অনেক কালো মেয়ে ছিলো ।
তার ভিতরে একটা কালো মেয়ে আমাকে প্রপস করেছিলো । আমি তাকে ইচ্ছে মতো বকাঝকা করেছিলাম, ভিষনভাবে অপমান করেছিলাম ।
কিন্তু সে মেয়েটার একটা কথা ছিলো আমি কালো বলে কী মানুষ না , নাকি তুমি পরিষ্কার বলে আমি তোমাকে ভালোবাসতে পারবো না ।
তাকে ধমকী দিয়ে অপমান করেছিলাম সেদিন ।
সবাই মেয়েটাকে নিয়ে হাসাহাসি করতো । এক সময় মেয়েটা কলেজা আসা বন্ধ করে দিলো ।
অনেকদিন হয়ে গেলো মেয়েটা কলেজে আসে না ।
আমি একদিন ইউটিউব দেখছিলাম তখন কালো থেকে পরিষ্কার হওয়ার একটা এড দেখলাম । তখন আমার সেই মেয়েটার কথা মনে পড়ে গেলো । আমি তখন ইউটিউব এ সার্চ দিলাম -- কালো মানুষের জীবন কাহিনী ।
কালো মেয়েদের জীবন কাহিনি দেখতে দেখতে রাত ৩টা বেজে গেলো । আমি এমন এমন কিছু ভিডিও ও কথা শুনলাম যা দেখে আমার চোখে পানি চলে আসলো ।
আমার চোখ খুলে গেলো ...
আমি মেয়েটাকে যে অপমান করেছি তারজন্য আমার খুব দয়া হচ্ছে এবং তার কথা ভাবতে ভাবতে আমার চোখ ফেটে পানি চলে আসছে ।
কি ভুলটাই না করেছি আমি ।
চলেন আপনাদেরও কাছেও কিছু কথা শেয়ার করি ।
গার্লফ্রেন্ড,প্রেমিকা, বউ সব কিছুইতে গায়ের রং সাদা হওয়া চাই ।
না হলে আত্মীয় বা বন্ধুমহলে নাকি মাথা নিচু হয়ে যায়।
কালো মেয়েরা একটু মেকআপ করলেই তাদের ময়দা সুন্দরী বলে ডাকে। কেনো কালো বলে কি সে মেকাপ করতে পারবে না ।
তোমরা কি কখনো কোনো কালো মেয়ের হাত ধরে হেটেছো ? হাত ধরা তো দূরের কথা তুমি তার পাশের বসতে চাওয়া কারন লোকে দেখলে তোমার মান সম্মান চলে যাবে ।
কখনো কোনো কালো মেয়ের চোখে চোখ রেখে বলেছো আমার চোখে পৃথিবীর সবচাইতে সুন্দর মেয়েটি তুমি ?
কখনো কোনো কালো মেয়েকে বলেছো,নীল শারিতেও তোমাকে সুন্দর লাগবে ?
না তুমি কখনো বলোনি কারন তুমি কখনো কালো মেয়ের দিকে চোখ তুলে তাকাওনি ।
কখনো কোনো কালো মেয়ে কি তোমার ভালোবাসার মানুষ হতে পেরেছে ?
না কখনো না তুমি সব সময় ভেবেছো যে আমার ভালোবাসার মানুষ হবে সব থেকে সুন্দরী ।
বিয়ের সময় কখনো কি বাবা মাকে বলেছো আমার জন্য একজন শ্যামবর্ণের মেয়েই খুজো যার রূপের আলো না থাকলেও যেনো জ্ঞানের আলোয় সংসারটা আলোকিতো করতে পারে।
না তুমি এমনটা কখনো ভাবোনি তুমি ভেবেছো যে আমা