HM Jahid Sinwar হাফেজ জাহিদ সিনওয়ার

HM Jahid Sinwar হাফেজ জাহিদ সিনওয়ার 🇧🇩পৌঁছে দাও কালেমার দাওয়াত!
🕋🕋🕋 لَا اِلَهَاِلّا اللهُمَحَمّدُرّسُوْلُالله(ﷺ)🕋🕋🕋
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)-
(3)

একজন মুসলিম বোনের প্রতি অন্যায় ও অবিচার আমাদের হৃদয়কে ব্যথিত করে।দ্বীনের পথে অবিচল থেকে অন্যায়ের বিরুদ্ধে সত্য উচ্চার...
21/10/2025

একজন মুসলিম বোনের প্রতি অন্যায় ও অবিচার আমাদের হৃদয়কে ব্যথিত করে।
দ্বীনের পথে অবিচল থেকে অন্যায়ের বিরুদ্ধে সত্য উচ্চারণ করছেন আমাদের দ্বীনপ্রাণ ভাই আতাউর রহমান বিক্রমপুরী (হাফিযাহুল্লাহ)।
আল্লাহ তাআলা তাঁকে সকল ফিতনা ও চক্রান্ত থেকে নিরাপদ রাখুন এবং ন্যায়ের পথে অবিচল রাখুন। 🤲

21/10/2025
মুহিব্বাত বোনেরা! তোমরা উস্তাযার ধান্ধাপানির তালিমে চলে যাও। বিষয়টা মিমাংসা হয়ে গেছে!!
21/10/2025

মুহিব্বাত বোনেরা! তোমরা উস্তাযার ধান্ধাপানির তালিমে চলে যাও। বিষয়টা মিমাংসা হয়ে গেছে!!

21/10/2025

#ইসলামিক

20/10/2025

কুরআনের পাখিগুলো

20/10/2025

মোহাম্মদ নাফিউলের কন্ঠে মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত

19/10/2025

ইস্তেঞ্জার সময় কয় কাজ করা নিষেধ জানতে এই ভিডিও #প্রিয় #জানতে

সবাই দোয়া করবেন আমার জন্য
19/10/2025

সবাই দোয়া করবেন আমার জন্য

বক্তা নির্বাচন করার সময় উল্লেখিত বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে দাওয়াত দিলে কেমন হয়?✍️ বক্তাকে অবশ্যই কমপক্ষে দাওরাহ পাশ হতে...
18/10/2025

বক্তা নির্বাচন করার সময় উল্লেখিত বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে দাওয়াত দিলে কেমন হয়?
✍️ বক্তাকে অবশ্যই কমপক্ষে দাওরাহ পাশ হতে হবে।
✍️ কোরআন হাদীসের যে কোন বিষয়ে আলোচনা করার যোগ্যতা থাকতে হবে।
✍️ বক্তা নামাজ-সহ কোন ফরজ বিধানে গাফলতি করলে, এমন বক্তা মাইনাস।
✍️ ভাইরাল ও সুললিত কণ্ঠকে প্রধান্য না দিয়ে, বুজুর্গ আলেমদের প্রধান্য দেওয়া হবে।
✍️ মাহফিল কমিটির পক্ষ থেকে আলোচ্য বিষয় নির্দিষ্ট থাকবে, এবং বক্তাকে নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করতে হবে।
✍️ কোন ঘটনাকে লবণ-মসলা লাগিয়ে লম্বা করে, ঘটনা বলেই বয়ান শেষ করে, আয়াত ও হাদিসের ধারে কাছেও যায় না, এমন বক্তা মাইনাস।
✍️ আলোচ্য বিষয়ের বাহিরে গিয়ে অপ্রাসঙ্গিক আলোচনা করা যাবে না।
✍️ সভাপতির আসনে ভালো মানের কোন আলেম থাকবেন, বক্তা মনগড়া কিছু বললে বা ভুলভাল বয়ান করলে, তিনি ধরিয়ে দেবেন।
✍️ কোন ধরণের চুক্তি করলে, বা অগ্রীম টাকা চাইলেই উক্ত বক্তাকে বয়কট করা হবে।
✍️ বক্তার আত্মমর্যাদা, রাস্তার দূরত্ব ও অবস্থা বিবেচনা করে, উপযুক্ত হাদিয়া দিতে হবে।
✍️ একই দিনে একাধিক প্রোগ্রাম রাখা যাবে না। তবে পাশাপাশি এলাকা হলে অবস্থা বিবেচনায় রাখা যেতে পারে।

#উল্লেখিত_বিষয়গুলো_খেয়াল করে, বক্তা নির্ধারণ করলে, হেদায়াতের নূর বিশ্বময় ছড়িয়ে পড়বে।

#প্রিয় পাঠক! আপনার মতামত জানাতে ভুলবেন না।

18/10/2025

পরিপূর্ণ ঈমানের হাকীকত কয়টি জানতে এই ভিডিওটি দেখুন #জানতে #লজ্জা #নয় #হবে

যাঁরা দ্বীনের দায়ী হিসেবে নিজেকে প্রকাশ করেছেন বা করতে চাচ্ছেন তাঁদের জন্য উচিত দ্বিতীয় স্ত্রী গ্রহণে খুব সতর্কতা অবলম...
17/10/2025

যাঁরা দ্বীনের দায়ী হিসেবে নিজেকে প্রকাশ করেছেন বা করতে চাচ্ছেন
তাঁদের জন্য উচিত দ্বিতীয় স্ত্রী গ্রহণে খুব সতর্কতা অবলম্বন করা।
আল্লামা Haque ও Taw Haa Adnan সাহেব দের দ্বিতীয় বিবাহ আপনাদের কাছে স্বাভাবিক মনে হলেও আমার কাছে স্বাভাবিক নয়।
ইতিহাস ঘাটলে দেখা যায় যুগে যুগে মুসলিম উম্মাহর সিংহদের কন্ঠ রোধ করার জন্য ই"য়া;হু'দী খৃ,ষ্টা।ন রা এরকম ভাবে নর্তকীদের তাদের গৃহে প্রবেশ করাতেন বিভিন্ন কায়দায়।
পরে সুযোগ বুঝে তাদের হীন চক্রান্ত বাস্তবায়ন করতো।
বর্তমানে যুগ পাল্টেছে,পাল্টেছে ষড়যন্ত্রের কায়দা কানুনও।

তাই যাঁরা একটু সেলিব্রিটি টাইপের দায়ী আছেন তাঁদের সর্বদা খুব সতর্ক থাকতে হবে।
কোন ষড়যন্ত্রের শিকার যেন না হতে হয়।
ওদের ষড়যন্ত্র খুব নিখুঁত ও ভয়ংকর হয়ে থাকে।

Address

Dhaka
1216

Telephone

+8801731810226

Website

Alerts

Be the first to know and let us send you an email when HM Jahid Sinwar হাফেজ জাহিদ সিনওয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HM Jahid Sinwar হাফেজ জাহিদ সিনওয়ার:

Share