18/10/2025
বক্তা নির্বাচন করার সময় উল্লেখিত বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে দাওয়াত দিলে কেমন হয়?
✍️ বক্তাকে অবশ্যই কমপক্ষে দাওরাহ পাশ হতে হবে।
✍️ কোরআন হাদীসের যে কোন বিষয়ে আলোচনা করার যোগ্যতা থাকতে হবে।
✍️ বক্তা নামাজ-সহ কোন ফরজ বিধানে গাফলতি করলে, এমন বক্তা মাইনাস।
✍️ ভাইরাল ও সুললিত কণ্ঠকে প্রধান্য না দিয়ে, বুজুর্গ আলেমদের প্রধান্য দেওয়া হবে।
✍️ মাহফিল কমিটির পক্ষ থেকে আলোচ্য বিষয় নির্দিষ্ট থাকবে, এবং বক্তাকে নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করতে হবে।
✍️ কোন ঘটনাকে লবণ-মসলা লাগিয়ে লম্বা করে, ঘটনা বলেই বয়ান শেষ করে, আয়াত ও হাদিসের ধারে কাছেও যায় না, এমন বক্তা মাইনাস।
✍️ আলোচ্য বিষয়ের বাহিরে গিয়ে অপ্রাসঙ্গিক আলোচনা করা যাবে না।
✍️ সভাপতির আসনে ভালো মানের কোন আলেম থাকবেন, বক্তা মনগড়া কিছু বললে বা ভুলভাল বয়ান করলে, তিনি ধরিয়ে দেবেন।
✍️ কোন ধরণের চুক্তি করলে, বা অগ্রীম টাকা চাইলেই উক্ত বক্তাকে বয়কট করা হবে।
✍️ বক্তার আত্মমর্যাদা, রাস্তার দূরত্ব ও অবস্থা বিবেচনা করে, উপযুক্ত হাদিয়া দিতে হবে।
✍️ একই দিনে একাধিক প্রোগ্রাম রাখা যাবে না। তবে পাশাপাশি এলাকা হলে অবস্থা বিবেচনায় রাখা যেতে পারে।
#উল্লেখিত_বিষয়গুলো_খেয়াল করে, বক্তা নির্ধারণ করলে, হেদায়াতের নূর বিশ্বময় ছড়িয়ে পড়বে।
#প্রিয় পাঠক! আপনার মতামত জানাতে ভুলবেন না।