Fahim Kothay Jay ?

Fahim Kothay Jay ? Traveller || Explorer || Creator || I am Fahim .Try to become a professional Content creotors .
(97)

27/08/2025
27/08/2025

Ridiculous Bangladesh 🇧🇩
Shame On You 🇧🇩

🌊🏞️ ৪০০ ফিট নিচে মাদাম তৈসা ঝর্নার পথযাত্রা 🏞️🌊মাদাম তৈসা ঝর্না দেখতে নামতে হয় প্রায় ৪০০ ফিট নিচে। প্রথমদিকে ট্র্যাকিংটা...
27/08/2025

🌊🏞️ ৪০০ ফিট নিচে মাদাম তৈসা ঝর্নার পথযাত্রা 🏞️🌊

মাদাম তৈসা ঝর্না দেখতে নামতে হয় প্রায় ৪০০ ফিট নিচে। প্রথমদিকে ট্র্যাকিংটা রোমাঞ্চকর লাগলেও ধীরে ধীরে পথটা হয়ে ওঠে ভয়ের আর সীমাবদ্ধতার। পিচ্ছিল মাটি, খাড়া ঢাল আর প্রতিটি পদক্ষেপে সাবধানতার পরীক্ষা—মনে হয় যেন প্রকৃতিই আমাদের ধৈর্য মেপে নিচ্ছে। 🥾⛰️

দিনশেষে ক্লান্ত শরীর যখন ঝর্নার গর্জন শোনে, চোখে পড়ে সাদা ধোঁয়ার মতো পানি পড়া—তখন সব ভয়, কষ্ট আর সীমাবদ্ধতা মুছে যায়। ঝর্নার তলদেশে দাঁড়িয়ে যে সৌন্দর্য দেখা যায়, তা সত্যিই অবর্ণনীয়। মনে হয়, এত কষ্ট সার্থক হলো। 🌿💦

👉 এ এক অদ্ভুত অভিজ্ঞতা—যেখানে ভয় মিশে আছে রোমাঞ্চে, আর কষ্টের শেষে লুকিয়ে আছে অপূর্ব সৌন্দর্য।

ChatGPT said:🥭🍌🍍 সাজেকের ফলের স্বাদ 🍍🍌🥭সাজেক শুধু পাহাড় আর মেঘের সৌন্দর্যের জন্যই নয়, এখানকার ফলের জন্যও বেশ বিখ্যাত। পা...
27/08/2025

ChatGPT said:

🥭🍌🍍 সাজেকের ফলের স্বাদ 🍍🍌🥭

সাজেক শুধু পাহাড় আর মেঘের সৌন্দর্যের জন্যই নয়, এখানকার ফলের জন্যও বেশ বিখ্যাত। পাহাড়ি মাটি আর বিশুদ্ধ পরিবেশে জন্মানো এসব ফল হয় সুস্বাদু আর স্বাস্থ্যকর।

🍌 পাহাড়ি কলা – ছোট কিন্তু দারুণ মিষ্টি।
🥭 আম – মৌসুমে সাজেকের আম বেশ রসালো ও ঘ্রাণযুক্ত।
🍍 আনারস – পাহাড়ি আনারস মিষ্টি আর রসালো হয়, যা খেলে ক্লান্তি মুহূর্তেই দূর হয়।
🥥 নারকেল ও পেঁপে – সতেজ আর পুষ্টিকর।

সাজেক ভ্রমণে গেলে এই স্থানীয় ফলগুলো না খেলে ভ্রমণ যেন অসম্পূর্ণ থেকে যায়। পাহাড়ি মানুষের হাতে তোলা তাজা ফল খাওয়ার আনন্দ একেবারেই অন্যরকম। 🌿

27/08/2025

আমার মতো কে কে অপেক্ষায় আছেন সেইন্টমার্টিন খুলে দেওয়ার ?

কক্সবাজার মানেই শুধু সমুদ্রসৈকত নয়, এর আশেপাশে এমন কিছু জায়গা আছে যেগুলো ভ্রমণকারীদের কাছে সমান আকর্ষণীয়। বিশেষ করে লাল ...
27/08/2025

কক্সবাজার মানেই শুধু সমুদ্রসৈকত নয়, এর আশেপাশে এমন কিছু জায়গা আছে যেগুলো ভ্রমণকারীদের কাছে সমান আকর্ষণীয়। বিশেষ করে লাল কাকড়ার বিচের পাশে থাকা স্থানগুলো ভ্রমণকে অনেক বেশি রঙিন করে তোলে। নিচে কিছু জায়গার বিবরণ দিলাম –

🦀 লাল কাকড়ার বিচ
এখানে হাজার হাজার লাল কাকড়া বালির উপর নেচে বেড়ায়। দুপুরবেলা বেশি দেখা যায়। রোদে সৈকত লাল হয়ে ওঠে। প্রকৃতির এক অসাধারণ দৃশ্য,আর এর পাশেই থাকা বিস্তৃত ঝাউবন /

🌿🏞️ অবশেষে মাদাম তৈস্যা ঝর্নার দেখা 🏞️🌿মাদাম তৈস্যা ঝর্না দেখার স্বপ্ন ছিল অনেকদিনের। শুনেছিলাম, পথটা কঠিন, কিন্তু যাওয়া...
27/08/2025

🌿🏞️ অবশেষে মাদাম তৈস্যা ঝর্নার দেখা 🏞️🌿

মাদাম তৈস্যা ঝর্না দেখার স্বপ্ন ছিল অনেকদিনের। শুনেছিলাম, পথটা কঠিন, কিন্তু যাওয়া যদি মন থেকে চাই, তাহলে সেই কষ্ট আর বাধা কোন ব্যাপারই না।

গাইড প্রথম থেকেই সাহস জুগিয়ে বলছিল— “ভাই, আর মাত্র ৫ মিনিটের রাস্তা… এই তো ২ মিনিট”। কিন্তু সেই ৫ মিনিটই যেন শেষ হতে চাইলো না। 😅 আসলে ওই “৫ মিনিট” গিয়েই এক ঘণ্টায় দাঁড়ালো। পথে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল, এ কেমন অসীম যাত্রা!

প্রায় ৪ ঘণ্টা ট্র্যাকিং শেষে অবশেষে ঝর্নার গর্জন কানে এলো। মনে হলো প্রকৃতি দূর থেকে আমাদের ডাকছে। প্রথমে যাওয়ার সময় খুব একটা কষ্ট লাগেনি, কারণ উঁচু থেকে নিচের দিকে নামা তুলনামূলক সহজ। কিন্তু ফেরার সময়েই বোঝা গেল আসল পরীক্ষা। খাড়া উঁচু পথ, পিচ্ছিল জায়গা, শরীরের ক্লান্তি—সব মিলিয়ে এক অদ্ভুত সংগ্রামের মতো মনে হচ্ছিল।

কিন্তু সত্যি বলতে, যখন অবশেষে ঝর্নার সামনে দাঁড়ালাম, সব কষ্ট ভুলে গেলাম। ৪০০ ফিট নিচ থেকে ঝরে পড়া সেই সাদা পানির ধোঁয়ার মতো রূপ, চারপাশে ঘন বন আর নির্জনতার নিস্তব্ধতা—মনে হলো আমি যেন অন্য এক জগতে দাঁড়িয়ে আছি। ঝর্নার ফোঁটা মুখে এসে লাগছিল, আর ঠাণ্ডা কুয়াশা ভিজিয়ে দিচ্ছিল শরীর।

👉 তাই যারা মাদাম তৈস্যা ঝর্নায় যাবেন, তারা অবশ্যই কিছু বিষয় মাথায় রাখবেন:

সময় বেছে নিন: সকালবেলা বের হওয়া ভালো, যাতে ফেরার সময় অন্ধকার না নামে।

শারীরিক প্রস্তুতি নিন: দীর্ঘ হাঁটার অভ্যাস না থাকলে হঠাৎ গেলে কষ্ট লাগতে পারে।

ভালো জুতা: ট্র্যাকিংয়ের জন্য সঠিক গ্রিপের জুতা অবশ্যই দরকার।

খাবার ও পানি: শক্তি ধরে রাখতে হালকা খাবার, চকলেট, পানি সাথে রাখুন।

ধৈর্য ধরুন: গাইড “আর ৫ মিনিট” বললেও বাস্তবে সেটা অনেক বেশি সময় লাগবে—তাই মানসিকভাবে প্রস্তুত থাকুন।

দিনশেষে ক্লান্ত শরীর যখন ঝর্নার সামনে দাঁড়িয়ে যায়, তখন মনে হয়—এত কষ্ট সার্থক হয়েছে। প্রকৃতির এ সৌন্দর্য সত্যিই বর্ণনার অতীত। 🌊❤️

বাংলার পাহাড়ি রূপ দেখতে চাইলে সাজেক ভ্যালি এক অনন্য নাম। মেঘ আর পাহাড়ের খেলা, সবুজ বনভূমি, ভোরের স্নিগ্ধ কুয়াশা—সব মিলিয়...
27/08/2025

বাংলার পাহাড়ি রূপ দেখতে চাইলে সাজেক ভ্যালি এক অনন্য নাম। মেঘ আর পাহাড়ের খেলা, সবুজ বনভূমি, ভোরের স্নিগ্ধ কুয়াশা—সব মিলিয়ে সাজেক যেন এক টুকরো স্বর্গ। 🌥️🌲

ভোরে সূর্যোদয়ের লাল আভা, দুপুরে পাহাড়ের সবুজ, বিকেলে মেঘের রাজ্য আর রাতে অসংখ্য তারার মেলা—প্রতিটি মুহূর্তেই সাজেক এক নতুন চমক দেখায়। 🌄✨

যারা প্রকৃতিকে ভালবাসেন, তাদের জন্য সাজেক শুধু ভ্রমণ নয়, এক অবিস্মরণীয় অনুভূতি। 💚

পরিবার 🫂
26/08/2025

পরিবার 🫂

চলন্ত চান্দের গাড়ির উপর হাওয়া খাওয়ার দুষসাহস করতে যাবেন না , নাহলে নিজেও হাওয়া হয়ে যেতে পারেন গরীবের সাজেক যাত্রা ( প্রথ...
26/08/2025

চলন্ত চান্দের গাড়ির উপর হাওয়া খাওয়ার দুষসাহস করতে যাবেন না , নাহলে নিজেও হাওয়া হয়ে যেতে পারেন

গরীবের সাজেক যাত্রা
( প্রথম বার তো বুঝি নাই ব্যাপার টা )

সহস্রধারা ঝর্না - ২ সমুদ্র , পাহাড় , ঝর্না একত্রে দেখতে চান তাহনে সীতাকুন্ড আপনার জন্য অপেক্ষা করছে তার অপরুপ সৌন্দর্য ন...
26/08/2025

সহস্রধারা ঝর্না - ২
সমুদ্র , পাহাড় , ঝর্না একত্রে দেখতে চান তাহনে সীতাকুন্ড আপনার জন্য অপেক্ষা করছে তার অপরুপ সৌন্দর্য নিয়ে

Address

Mirpur 2
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Fahim Kothay Jay ? posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fahim Kothay Jay ?:

Share

Category