17/09/2025
বান্দরবানের থানচি—একটা অপরূপ সৌন্দর্যের নাম।
এখানে পাহাড়ের বুক চিরে ছুটে চলা বাতাস, মেঘের খেলা আর রোদের ঝলক—সব মিলিয়ে এক অনন্য অনুভূতি।
চারপাশে সবুজ বনানী, গাছপালা আর পাখির ডাক যেন এক স্বর্গীয় সুর তোলে।
প্রকৃতির এতো কাছে গিয়ে মন ভরে যায়, মনে হয়—এটাই তো আসল বাংলাদেশ।
#বান্দরবান
#থানচি