Vhuter Golpo ভুতের গল্প

Vhuter Golpo ভুতের গল্প ভূত-পেত্নী জীবনে চোখে দেখিনি, তবে তাদের সম্মন্ধে অনেক গল্প শুনেছি। গল্প শুনে কল্পনাতে তাদের আমি ভয় করতে শুরু করেছি

14/07/2025

তুমি নিলে ডোনেশন আমি নিলে
চান্দা ।
বাহ্ সুদীর ভাই বাহ্

13/07/2025

হাসিনা পালালেন তার কিছু দিন পরে জাতিসংঘে সারা বিশ্বের সামনে ড: মোহাম্মদ ইউনুস বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কে হাসিনা কে তাড়ানোর মাস্টার মাইন্ড উপাধি দিলেন। আপনার মনে রাখতে হবে মাহফুজ কিন্তু এখন তথ্য উপদেষ্টা । কিছুদিন আগে এনসিপির শারজিস চাদাবাজি নিয়ে পোস্ট করলো সেটা আবার তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে ট্যাগ করলো এবং তার কিছু দিন পর মিডফোর্ড হাসপাতালের সামনে ঘটনা ঘটে কোনো কিছুর মিল খুঁজে পাচ্ছেন কি ??

কোথায় ছিলে তখন সুশীল সমাজ।।??
12/07/2025

কোথায় ছিলে তখন সুশীল সমাজ।।??

চাইলে খেলা দেখতে পারেন ইউটিউব এ । বাংলার মেয়েরা গোলের বন্যা বইয়ে দিচ্ছে ।।।
05/07/2025

চাইলে খেলা দেখতে পারেন ইউটিউব এ । বাংলার মেয়েরা গোলের বন্যা বইয়ে দিচ্ছে ।।।

05/07/2025

ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা সমবেশে সারা বাংলাদেশ থেকে কর্মী সমর্থক এনে একটা সভা করার পরে দেখি কথার ধরনটা পালটাই গেছে।
তো যেই দলের শুধু মহানগরীর প্রোগ্রামে এর চাইতে বেশী লোক হয় তাদের কথার ধরনটা কেমন হওয়া উচিত ছিলো...?
তারা কিন্তু সেই ভাষায় কথা বলে না।
এটা তারা সময় দেখে ,তাই তাদের অতি ভাব আবেগ আসেনা এতে।
আগে হিসেব করেন আপনাদের ২%৩% ভোট সারা বাংলাদেশে আছে কিনা..?
আর আপনার ওয়ার্ডে আপনার কয় ভোট আছে..?
হঠাৎ শরীর গরম হলে বুঝতে হবে এটা জরের লক্ষন, তাই ঔষধ খাওয়া জরুরী। নয়তো জর থেকে অন্য রোগের দিকে ধাবিত হতে পারে।

18/06/2025

এটা জুলাই আগস্ট আন্দোলনের ফসল।।।

প্রতিদিন খেলে ফুলে যাবে গিটার।।।
14/06/2025

প্রতিদিন খেলে ফুলে যাবে গিটার।।।

11/06/2025

মাশাআল্লাহ

10/06/2025

Cricket or Football,
Heartbreak from 🇧🇩 is permanent! 💔

আমার কাছে দুইটা টিকেট আছে ।। আমার সাথে খেলা দেখতে যেতে চাও । শেয়ার করা একজন কে লটারির মাধ্যমে বিজয়ী হিসেবে টিকেট দেয়া...
09/06/2025

আমার কাছে দুইটা টিকেট আছে ।। আমার সাথে খেলা দেখতে যেতে চাও । শেয়ার করা একজন কে লটারির মাধ্যমে বিজয়ী হিসেবে টিকেট দেয়া হবে

একটা ট্রাক রাতের বেলায় লাশ নিয়ে নোয়াখালী মাইজদী থেকে ঢাকা  যাচ্ছে।  পথের  মধ্যে  ড্রাইভার এবং হেলপারের চায়ের  নেশা  ধরলো...
08/06/2025

একটা ট্রাক রাতের বেলায় লাশ নিয়ে নোয়াখালী মাইজদী থেকে ঢাকা যাচ্ছে। পথের মধ্যে ড্রাইভার এবং হেলপারের চায়ের নেশা ধরলো। তাই তারা রাস্তার পাশে গাড়ি থামিয়ে ড্রাইভার & হেলপার দোকানে চা খেতে নামলো।
তারা দোকানে বসে চা খাচ্ছে। এইদিকে এক লোক ঢাকার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে গাড়ীর অপেক্ষায় রাস্তার পাশে থাকতে থাকতে অনেক রাত হয়ে গেলে গাড়ি না পেয়ে রাস্তায় বসেছিলো।

হঠাৎ লোকটা ট্রাকটি দেখে ভাবলো এই ট্রাকটি খালি ড্রাইভার এবং হেলপারকে না দেখিয়ে উঠে পড়ি। যেমন ভাবনা তেমনি কাজ উঠে পড়ল ট্রাকে। ট্রাকে উঠে অন্ধকারে লাশের ওপর বসে পড়ল।

কারন, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। অতঃপর ( ড্রাইভার & হেলপার) চা খাওয়া শেষ করে যথারীতি গাড়ি চালিয়ে যাচ্ছে।

কিছুক্ষণ পর ট্রাকে বসা লোকটা একটা সিগারেট ধরে মনের সুখে টানতে লাগলো। হঠাৎ হেলপারের চোখ পিছনে পড়তেই দেখলো পিছনে লাশটা বসে সিগারেট টানছে।
হেলপার ভয়ে ভয়ে ড্রাইভারকে বললঃ

হেলপারঃ-- ওস্তাদ গাড়ি থামান!
ওস্তাদঃ-- কেন?
হেলপারঃ-- পিছনে তাকিয়ে দেখেন লাশ বসে সিগারেট টানছে!
ওস্তাদঃ-- দূর বেটা এইটা কেমনে হয়?

হেলপারঃ-- দেখেন না আপনি?
এবার দুইজনে ( ড্রাইভার & হেলপার) গাড়ি থেকে নামল দেখার জন্য যে ব্যাপারটা কি?
লাশের ওপর বসে থাকা লোকটা সিগারেট টানতে টানতে বললঃ-- কিরে গাড়ি থামালি কেন?

এই শুনে ওস্তাদ বলল কাম সারছে অতঃপর দূইজনে মিলে দিল খিচ্ছা দৌড়!
দৌড়ের দৃশ্য দেখে লোকটা ভাবলো মনে হয় কোনো সমস্যা হইছে!
নইলে ওরা দৌড় দিল কেন!

বসে থাকলে সে বিপদে পড়বে ভেবে সেও ওদের পিছনে পিছনে দিল দৌড়।
হেলপার পিছনে তাকাইয়া দেখে লাশটা ওদের পিছনে পিছনে দৌড়াইতাছে!

হেলপার বললঃ ওস্তাদ আজ আর রক্ষা নেই ঐ লাশটাও আমাদের পিছনে দৌড়াচ্ছে তাড়াতাড়ি জান বাঁচাইয়া ভাগেন!

03/06/2025

গতকাল থেকে সি*গা*রে*ট খাওয়া ছেড়ে দিয়েছি ।।
ডঃ ইউনুস সাহেব কে ধন্যবাদ ।
এখন যত ইচ্ছে দাম বাড়ান।।

Address

Style Sell, 7, South Avenue/Gulshan Point 4th Floor, Gulshan/1 Dhaka
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Vhuter Golpo ভুতের গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vhuter Golpo ভুতের গল্প:

Share