05/08/2025
৫ই আগস্ট যদি ফ্যাসিস্ট হাসিনা না পালাতো,যদি কোন ভাবে আন্দোলন টা থেমে যেয়ে হাসিনা থেকে যেত, তাহলে কি অবস্থা হতো ভাবা যায়? কত মানুষ যে গুম হতো,খুন হতো,রাষ্ট্রদ্রোহী মামলায় এরেস্ট হতো, হামলা-অত্যাচারের শিকার হতো তার কোন হিসাব নাই। কেউ রেহাই পেতো না।
আমার মতো চুনোপুঁটিরা যারা পারিবারিক কারনে রাস্তায় নেমে প্রটেস্ট করতে পারে নি, কিন্তু অনলাইনে সচল ছিলো,অনলাইনে প্রতিবাদ করেছে, তারাও রক্ষা পেত না।
ব্যাক্তিগত ভাবে আমার কথা বলি, আমি ছোট মানুষ। আমি আমার ফেসবুক-ইন্সটাগ্রামের আমার এই ছোট কমিউনিটি তে, আমি সর্বপ্রথম ১ দফার দাবী জানাই। হাসিনার পদত্যাগ এর দাবী। এটা তখন যখন ৯ দফার দাবী আসলো। আমি সর্বপ্রথম কোটা আন্দোলন এর পাশাপাশি হাসিনার পতন এর জন্য আন্দোলনের কথা বলি। আমার এই ছোট অনলাইন কমিউনিটির মধ্যে, আমার কিছু বন্ধু বান্ধব ছাত্রলীগ এর কর্মী ছিলো। কিছু ভাই-ব্রাদার লীগ এর রাজনীতি করতো। অল্প পরিচিত অনেকেই লীগ এর সাথে জড়িত ছিলো। আত্মীয়-সজন অনেকেই লীগ করতো। সাবেক এমপি ছিলো আত্মীয়। আমি লক্ষ্য করেছি এরা সবাই আমার পোস্ট দেখতো। আমার লেখা পড়তো। কিন্তু আমাকে তেমন কেউ কিছু বলতো না। কিন্তু আমি জানি, যদি হাসিনা না পালাতো, তাইলে আমি যদি কোন কারনে এরেস্ট না ও হতাম, তারপরেও এইযে আমার বন্ধু বান্ধব,ভাই-ব্রাদার রা,পরিচিতজনেরা আমাকে টিকতে দিতো না। হামলার শিকার হতাম। তারা যে কি করতো আল্লাহ ভালো জানেন। এলাকায় হয়তো টিকতে দিতো না। কারন তারা তো দেখছে আমার সরকার বিরোধী লেখা,আমার কবিতা।
আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। হাসিনার পতন ছিলো সয়ং আল্লাহ প্রদত্ত। আমরা ছিলাম উছিলা মাত্র। এটা হওয়ার ই ছিলো।
বাংলাদেশ এর রাজনীতি হচ্ছে বিশ্রি একটা জিনিস। যে ক্ষমতায় আসবে সেই খাওয়ার ধান্দা করবে। এটা বুঝা হয়ে গেছে। শুধু একটা চাওয়াই স্বৈরাচার হাসিনা আর তার দূষর রা যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে। যদি লীগ আবার ক্ষমতায় আসে,তাহলে তারা কিভাবে মানুষ মা-রবে জানেন? হি ট লার যেভাবে ইহুদি দের মা র ছে ঠিক সেভাবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে বৃহৎ দলটি ক্ষমতায় আসলেই আবার লীগের পূনর্বাসন হবে।
— অনিক হোসাইন