Aniks

Aniks Co-Founder Of Tourdibo.com
Travel Entrepreneur | Content Creator
Like/Follow My Page to Support me

শহরের একটা আহত প্রেমিক। নিহত ভালোবাসা বুকে পুঁজি করে বেঁচে আছে বিশুদ্ধ প্রেমের অভাবে। কোথাও নেই বিশুদ্ধ প্রেম,আছে শুধু ব...
11/08/2025

শহরের একটা আহত প্রেমিক। নিহত ভালোবাসা বুকে পুঁজি করে বেঁচে আছে বিশুদ্ধ প্রেমের অভাবে। কোথাও নেই বিশুদ্ধ প্রেম,আছে শুধু বিষাক্ততা। বিষক্রিয়ায় আহত প্রেমিক আশ্রয় খোঁজে আকশের কাছে,সমুদ্রের কাছে,পাহাড়ের কাছে। তারা তাদের বিশাল বুকে আশ্র‍য় দেয় বলে দেয় বলেই বেঁচে আছে শহরের একটা আহত প্রেমিক।

— অনিক হোসাইন

(অনেক ছবি তোলা হয়েছে সিরাজগঞ্জে গিয়ে,কখনো এতো ছবি আপলোড করা হয় না একসাথে, এবার করলাম।

| Sirajganj Diaries |

এই জায়গা গুলো সুন্দর। বেশি সুন্দর। | Sirajganj Diaries |
08/08/2025

এই জায়গা গুলো সুন্দর। বেশি সুন্দর।




| Sirajganj Diaries |



07/08/2025

ভীষণ খালি খালি লাগছে,ভাবলাম একটু নীলক্ষেত, টি,এস,সি থেকে ঘুরে আসি। পরিচিত কারো সাথে দেখা হয়ে গেলে, চা- টা খাওয়া যাবে, ভাল্লাগবে। অসলতার কারনে গেলাম না। ভাবলাম উৎসব মুভি টা দেখি,ওটিটি তে চলে আসছে,কিন্তু প্রচন্ড মাথা ব্যাথার কারনে তা ও করলাম না। এখন বেলকনি তে বসে বসে বাইরে নদীর পানি দেখছি আর মিষ্টি কুমড়োর বিচি চাবিয়ে প্রোটিন কনজিউম করছি। বিষন্নতা আঁকড়ে ধরেছে বাজে ভাবে,কোন কিছু তেই শান্তি পাচ্ছি না। সব কিছুতেই যেন শুন্যতা বিরাজমান।

07/08/2025

হ আমি চিকনা। একদিন মোটা হমু দেইখেন। খালি বিয়াডা কইরা নেই। বিয়া করলেই মানুষ মোটা হয়। বউ এর আদর অথবা মাইর না খাওয়া পর্যন্ত আমি আর মোটা হইতাছি না।

একটু ভং ধরলাম। দূর্জন রা বলবে কালো চশমা পড়ে যুবতী নারী দেখি।।📍 এনায়েতপুর বাঁধ, সিরাজগঞ্জ | Sirajganj Diaries |
06/08/2025

একটু ভং ধরলাম। দূর্জন রা বলবে কালো চশমা পড়ে যুবতী নারী দেখি।



📍 এনায়েতপুর বাঁধ, সিরাজগঞ্জ

| Sirajganj Diaries |

বাহেলা মসজিদ × খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল।মসজিদ টা সুন্দর, সকালে যাওয়াতে জুম্মার নামাজ এখানে পড়তে পারি নি,শু...
06/08/2025

বাহেলা মসজিদ × খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল।

মসজিদ টা সুন্দর, সকালে যাওয়াতে জুম্মার নামাজ এখানে পড়তে পারি নি,শুধু নফল নামাজ পড়ে চলে আসছি। কোথাও গেলে আমি সেই এলাকার সবচেয়ে সুন্দর মসজিদে নামাজ পড়ার চেষ্টা করি। এটা আমার এক ধরনের শখ।

| Sirajganj Diaries |


05/08/2025

লাইলাতুল গুজবে আপনাকে স্বাগতম।

আজকের ব্রেকিং নিউজ....

১: আপা এবং মোদির একটি ছেলে সন্তান হয়েছে। তার নাম রাখা হয়েছে নমরুদ ২

২: RAW এর সক্রিয় সদস্য অনিক হোসাইন।

৩: অনিক হোসাইন এর বিবাহ সামনে।

05/08/2025

ফাইনালি শুভকাজের সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু বন্ধু-বান্ধব আমার এই ডিসিশন রে দুই-পয়সার দাম ও দিলো না। কি অদ্ভুত!

৫ই আগস্ট যদি ফ্যাসিস্ট হাসিনা না পালাতো,যদি কোন ভাবে  আন্দোলন টা থেমে যেয়ে হাসিনা থেকে যেত, তাহলে কি অবস্থা হতো ভাবা যায়...
05/08/2025

৫ই আগস্ট যদি ফ্যাসিস্ট হাসিনা না পালাতো,যদি কোন ভাবে আন্দোলন টা থেমে যেয়ে হাসিনা থেকে যেত, তাহলে কি অবস্থা হতো ভাবা যায়? কত মানুষ যে গুম হতো,খুন হতো,রাষ্ট্রদ্রোহী মামলায় এরেস্ট হতো, হামলা-অত্যাচারের শিকার হতো তার কোন হিসাব নাই। কেউ রেহাই পেতো না।
আমার মতো চুনোপুঁটিরা যারা পারিবারিক কারনে রাস্তায় নেমে প্রটেস্ট করতে পারে নি, কিন্তু অনলাইনে সচল ছিলো,অনলাইনে প্রতিবাদ করেছে, তারাও রক্ষা পেত না।

ব্যাক্তিগত ভাবে আমার কথা বলি, আমি ছোট মানুষ। আমি আমার ফেসবুক-ইন্সটাগ্রামের আমার এই ছোট কমিউনিটি তে, আমি সর্বপ্রথম ১ দফার দাবী জানাই। হাসিনার পদত্যাগ এর দাবী। এটা তখন যখন ৯ দফার দাবী আসলো। আমি সর্বপ্রথম কোটা আন্দোলন এর পাশাপাশি হাসিনার পতন এর জন্য আন্দোলনের কথা বলি। আমার এই ছোট অনলাইন কমিউনিটির মধ্যে, আমার কিছু বন্ধু বান্ধব ছাত্রলীগ এর কর্মী ছিলো। কিছু ভাই-ব্রাদার লীগ এর রাজনীতি করতো। অল্প পরিচিত অনেকেই লীগ এর সাথে জড়িত ছিলো। আত্মীয়-সজন অনেকেই লীগ করতো। সাবেক এমপি ছিলো আত্মীয়। আমি লক্ষ্য করেছি এরা সবাই আমার পোস্ট দেখতো। আমার লেখা পড়তো। কিন্তু আমাকে তেমন কেউ কিছু বলতো না। কিন্তু আমি জানি, যদি হাসিনা না পালাতো, তাইলে আমি যদি কোন কারনে এরেস্ট না ও হতাম, তারপরেও এইযে আমার বন্ধু বান্ধব,ভাই-ব্রাদার রা,পরিচিতজনেরা আমাকে টিকতে দিতো না। হামলার শিকার হতাম। তারা যে কি করতো আল্লাহ ভালো জানেন। এলাকায় হয়তো টিকতে দিতো না। কারন তারা তো দেখছে আমার সরকার বিরোধী লেখা,আমার কবিতা।

আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। হাসিনার পতন ছিলো সয়ং আল্লাহ প্রদত্ত। আমরা ছিলাম উছিলা মাত্র। এটা হওয়ার ই ছিলো।

বাংলাদেশ এর রাজনীতি হচ্ছে বিশ্রি একটা জিনিস। যে ক্ষমতায় আসবে সেই খাওয়ার ধান্দা করবে। এটা বুঝা হয়ে গেছে। শুধু একটা চাওয়াই স্বৈরাচার হাসিনা আর তার দূষর রা যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে। যদি লীগ আবার ক্ষমতায় আসে,তাহলে তারা কিভাবে মানুষ মা-রবে জানেন? হি ট লার যেভাবে ইহুদি দের মা র ছে ঠিক সেভাবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে বৃহৎ দলটি ক্ষমতায় আসলেই আবার লীগের পূনর্বাসন হবে।

— অনিক হোসাইন

05/08/2025

পাগলী টা পালিয়ে গেছে ১ বছর হলো। শুনলাম পাগলী টা এখন টেলিগ্রাম/ইমো তে সার্ভিস দেয় অডিও কলে। ১০ মিনিট ৫০০ টাকা। টাকা দিতে হয় কাউয়া কাদের কে। দালালীর টাকা। বিদেশের মাটিতে কিছু তো করে খেতে হবে। তাই পাগলীর নতুন এই ব্যাবসা। পাগলীর টার জন্য কষ্ট হয় খুব। এই বয়সে এসে ইমো ব্যাবসায়ী হতে হলো।

যারা পাগলী টা কে তার আব্বোর দেশ থেকে পালাতে বাধ্য করেছিস,তোদের বিচার এই বাংলার মাটিতে হবে।

— অনিক হোসাইন

04/08/2025

বিখ্যাত গোলাম এর হোটেল, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জে এক দিনে যা যা খেয়েছি.....➡️ সকাল এর নাস্তা করেছি একটা হোটেলে। নাম ভুলে গেছি। পরটা এবং সবজি টা মজা। (তেলে ভাজা...
04/08/2025

সিরাজগঞ্জে এক দিনে যা যা খেয়েছি.....

➡️ সকাল এর নাস্তা করেছি একটা হোটেলে। নাম ভুলে গেছি। পরটা এবং সবজি টা মজা। (তেলে ভাজা পরটা টা খেয়েই আমার গ্যাসট্রিক এর চাপ বেড়ে যায়।)

➡️ গোলাম হোটেল এর খাবার গুলো মজা। আমার পেটের অবস্থা ভালো না থাকায়,তৃপ্তি নিয়ে খেতে পারি নাই। হোটেলের পরিবেশ ভালো না, তবে খাবার বেশ মজা। ফ্রেশ মাছ মাংশ পরিবেশন করে এবং গ্রামীন ঘরোয়া পরিবেশে মাটির চুলায়, বাটা মশলায় রান্না হয় তাই খাবার এর স্বাদ বেশি হয়। এখানে খাওয়ার জন্য হয়তো আবার সিরাজগঞ্জ যাওয়া লাগবে।

➡️ সলপ এর বিখ্যাত ঘোল এবং মাঠা খেয়েছি, খারাপ না মজা আছে। তবে এটা খাওয়ার জন্য সিরাজগঞ্জ যাওয়া লাগবে এমন আহামরি কিছু না।

➡️ আফসোস হচ্ছে খান মিস্টান্ন ভান্ডার এর মিষ্টি বাসায় আনতে পারি নি। ফেরার সময় দোকান বন্ধ ছিলো। তবে খেয়েছি, এখানকার মিষ্টি মজা লেগেছে।

এইতো,

ছবি তোলার হাত আমার কাঁচা। তাই ছবি সুন্দর করে তুলতে পারি না। এর জন্য দুঃখিত।

[ Sirajganj Diaries ]


Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Aniks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aniks:

Share