হাইলাইটস

হাইলাইটস We resist any news from being suppressed.

আপনার মা অসুস্থ হলো, আপনি তাকে দেখতে যেতে পারলেন না। আপনার ভাই মারা গেল, আপনি তার লাশটা পর্যন্ত কবরে নামাতে পারলেন না। য...
08/01/2025

আপনার মা অসুস্থ হলো, আপনি তাকে দেখতে যেতে পারলেন না। আপনার ভাই মারা গেল, আপনি তার লাশটা পর্যন্ত কবরে নামাতে পারলেন না। যত বছর যাচ্ছে, আপনার পাথরের মতো শক্ত মা দিনদিন মোমের মতো নরম হয়ে যাচ্ছে, কান্নায় ভেঙ্গে পড়ছে যখন তখন, আপনি ভিডিও কলে আপনার মা-কে দেখে তার হাহাকার কমানোর চেষ্টা করছেন, ভেতরটা দুমড়ে-মুচড়ে যাচ্ছে আপনারও, কিন্তু তবুও মায়ের কাছে যেতে পারছেন না।

জীবনের এই পর্যায়ে আপনি ধরে নিয়েছেন আপনি আর কখনো আপনার মায়ের দেখা পাবেন না, মায়ের স্পর্শ পাবেন না। আপনার মা নিজেও একরকম বাস্তবতা মেনেই নিয়েছেন যে তার বেঁচে থাকা একমাত্র ছেলের সাথে তার হয়তো আর এ জীবনে দেখা হবে না। তারপর হঠাৎ সব বাস্তবতা, হিসেব-নিকেশ উল্টেপাল্টে গেলো। যে আপনি মাস ছয়েক আগেও প্রতি রাতে এই ভয় নিয়ে ঘুমাতেন যে যেকোন মুহুর্তে হাজার মাইল দূর থেকে একটা ফোনকল এসে আপনার মায়ের মৃত্যুসংবাদ দিবে, সেই ফোনকলটি আসলো এয়ারপোর্ট থেকে। আপনার মা এসেছে অবশেষে, আপনার কাছে।

দল-মত-আদর্শের আলাপ একটু সাইডে রাখি চলেন। মেইকআপ আর্টিস্টের কাজকাম নিয়ে নাহয় কালকে মজা করি। ছেলে আর মায়ের এই রিইউনিয়নটাই আপাতত আজকের দিনে নিউজফিডে ব্লেসিং হয়ে থাকুক!

ইলিয়াস হোসেনের ইউটিউব লাইভে হাজির হয়েছেন মেজর ডালিম!!!!
05/01/2025

ইলিয়াস হোসেনের ইউটিউব লাইভে হাজির হয়েছেন মেজর ডালিম!!!!

Ok bye🤣
04/01/2025

Ok bye🤣

অভিনেতা হুমায়ূন ফরীদি এবং তাঁর প্রথম স্ত্রী মিনুর সংসার ছিল সর্বসাকুল্যে ৪ বছরের। সেই সংসারে ফুটফুটে এক মেয়েরও জন্ম হয়েছ...
03/01/2025

অভিনেতা হুমায়ূন ফরীদি এবং তাঁর প্রথম স্ত্রী মিনুর সংসার ছিল সর্বসাকুল্যে ৪ বছরের। সেই সংসারে ফুটফুটে এক মেয়েরও জন্ম হয়েছিল। কিন্তু ১৯৮৪ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের। সেই বছরেই হুমায়ূন ফরীদি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে বিয়ে করে নতুন সংসার সাজিয়ে বসেন। এই দৃশ্যটি দূর থেকে দেখার কষ্ট সহ্য করতে হয় মিনুকে। সন্দেহ নেই, পৃথিবীর ভয়াবহতম কষ্টগুলোর একটি হলো নিজের প্রিয়জনকে অন্যের হতে দেখা।
পৃথিবী মানুষের পাওনা বুঝিয়ে দিতে পছন্দ করে। যে কষ্ট হুমায়ূন ফরীদি তাঁর প্রথম স্ত্রী মিনুকে দিয়ে এসেছিলেন, সেই একই কষ্ট ফিরে পেতে দুই যুগের বেশি সময় অপেক্ষা করতে হলো না তাঁর। ২০০৮ সালে ফরীদিকে ছেড়ে দিয়ে নিজের চেয়ে চৌদ্দ বছরের ছোটো বদরুল আনাম সৌদকে বিয়ে করে ফেললেন সুবর্ণা মুস্তাফা। এই দৃশ্যটি ফরীদিকে দেখতে হলো দূর থেকে, অনেক বছর আগে যেমনটি দেখেছিলেন তাঁর প্রথম স্ত্রী মিনু।
বাংলাদেশের কোনো এক জেলায় সংঘটিত হওয়া একটি ঘটনা শুনে শিউরে উঠেছিলাম। বাবাকে হত্যার দায়ে ছেলেকে গ্রেফতার করা হয়েছে। হত্যা করার সময় সে ছিল মাতাল৷ এক কোপে শরীর থেকে মাথা আলাদা করে ফেলেছে ছেলে। পুলিশ তদন্তের পর জানা গেল আরেক ভয়ঙ্কর তথ্য। যে বাবাকে হত্যা করা হয়েছে, সেই ব্যক্তি অনেক বছর আগে তার নিজের মাকে খুন করেছিল। প্রকৃতি তার প্রাপ্য বুঝিয়ে দিয়েছে কড়ায়-গণ্ডায়। একটুও কৃপণতা করেনি।
প্রকৃতির এই প্রতিশোধের বিষয়টি স্থান পেয়েছে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে নিয়ে শিল্প-সাহিত্যেও। হিন্দুদের কোনো এক ধর্মগ্রন্থে একজন রাজার কথা উল্লেখ করা হয়েছে৷ এক যুদ্ধে তার ৫ ছেলের সবাই নিহত হলো। তখন তিনি কেঁদে কেঁদে ঈশ্বরকে বললেন, 'ঈশ্বর! আমার সঙ্গে তুমি এমন নিষ্ঠুরতা কেন করলে?' ঈশ্বর জবাব দিলেন, 'খুব ছোটোবেলায় তুমি ৫টি প্রজাপতি মেরেছিলে, মনে পড়ে?' রাজা বললেন, 'আমি তো ওটা খেলাচ্ছলে করেছিলাম।' ঈশ্বর জবাব দিলেন, 'আমিও এটা খেলাচ্ছলে করলাম।' উল্লেখ্য, এটি রূপকথা হলেও উদাহরণটি কিন্তু সিগনিফিকেন্ট!
হুমায়ূন আহমেদের একটি খুব জনপ্রিয় ছোটোগল্পের নাম 'পিঁপড়া'৷ এই গল্পে দেখা যায়—মকবুল নামে এক ধনী গৃহস্থকে সারাক্ষণই পিঁপড়া তাড়া করে। এর থেকে বাঁচার জন্য এহেন কোনো ব্যবস্থা নেই, যা সে করে না। রাতে ঘুমানোর আয়োজনেও আনে বিশেষত্ব। খাটের চার পায়ার নিচে পানির পাত্র রাখার ব্যবস্থা রাখে, যেন পিঁপড়া না ওঠে। কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না। সর্বশেষ এক চিকিৎসকের কাছে সে খুলে বলে তার বৃত্তান্ত। তার বাড়িতে থাকা দুঃসম্পর্কের এক কিশোরী আত্মীয়াকে ধর্ষণের পর হত্যা করেছিল সে। তার লাশে ওঠা পিঁপড়াই প্রথম পিছু নেয় তার। সেই থেকে চলছে...।
মানুষের চূড়ান্ত বিচারের জন্য আল্লাহ পরকালের ব্যবস্থা রেখেছেন। কিন্তু অনেক পাপের শাস্তি তিনি দুনিয়াতেও দিয়ে থাকেন। আধুনিক সমাজ যেটাকে 'Revenge of nature' বলে থাকে। এটা সত্য, কোনো অংশেই মিথ্যে নয়। আমরা আজ অন্যায়ভাবে কাউকে কষ্ট দিলে কাল হয়তো অন্য কেউ একই কষ্টটা আমাদের দেবে। পৃথিবীটা এভাবেই ফাংশন করে। কাজেই নিজের ব্যাপারে সতর্ক থাকাটা প্রয়োজন সবচেয়ে বেশি।
কবিগুরু লিখে গেছেন অনেক বছর আগে…..
'প্রত্যেক সামান্য ত্রুটি, ক্ষুদ্র অপরাধ
ক্রমে টানে পাপ পথে, ঘটায় প্রমাদ।'
#হুমায়ন_ফরিদী

কণ্যা সন্তানের মা হলেন দিপিকা ❤
08/09/2024

কণ্যা সন্তানের মা হলেন দিপিকা ❤

29/08/2024

প্রচার হয়েছে উত্তরায় 'ডিবি হারুন' আছেন এ তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর অভিযান চলছে। খবরে জনতার ভিড় নেমেছে বাড়িটির আশপাশে!

#হাইলাইটস

29/08/2024

Roya Tasnim মূলত পরকীয়া করতেন এবং নিজস্ব বাসায় আগের স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করতেন,, এক পর্যায় যখন তার বর্তমান স্বামী হাতেনাতে ধরে তখনি রাগের মাথায় এইসব হয়।

I've received 1,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
26/08/2024

I've received 1,000 reactions to my posts in the past 30 days.
Thanks for your support. 🙏🤗🎉

এই হলো বহুল আলোচিত সেই ডম্বুর বাঁধ..এটি বাংলাদেশের সীমান্তবর্তী বিবিরবাজার স্থলবন্দর থেকে ৬০ কি.মি. এবং ফেনী জেলা থেকে অ...
25/08/2024

এই হলো বহুল আলোচিত সেই ডম্বুর বাঁধ..

এটি বাংলাদেশের সীমান্তবর্তী বিবিরবাজার স্থলবন্দর থেকে ৬০ কি.মি. এবং ফেনী জেলা থেকে অন্তত ৯০ কি.মি. দূরে ভারতের ত্রিপুরা রাজ্যে অবস্থিত।

বাংলাদেশের কাপ্তাই বাঁধের সাথে তুলনা করলে,
এটি কাপ্তাই বাঁধের ৫ ভাগের ১ ভাগ পানি অপসারণ করতে পারে।

কারন কাপ্তাই বাঁধে স্লুইস গেটের সংখ্যা ১৬ টি,
আর ডম্বুর বাঁধে স্লুইস গেট ৩ টি।

এটি একটি জলবিদ্যুৎ কেন্দ্র।

সবার দৃষ্টি আকর্ষণ করছি:আমরা ৫০ হাজার টাকার মতো কালেকশন করেছি, ২২জনের একটা নৌকা ভাড়া করে ২০ জনের একটি টিম যেতে চাচ্ছি। ড...
25/08/2024

সবার দৃষ্টি আকর্ষণ করছি:
আমরা ৫০ হাজার টাকার মতো কালেকশন করেছি, ২২জনের একটা নৌকা ভাড়া করে ২০ জনের একটি টিম যেতে চাচ্ছি।
ডিএসএলআরও সাথে নিয়েছি।
এখন কোন এলাকাতে রি'স্ক ও পানি কম আর ভালো ছবির ভিউ পাবো একটু জানাবেন প্লিজ।

পানি না থাকলে ভালো হয়, আমরা কেউ সাঁতার পারি না। ধন্যবাদ।

~এক প্রতিবন্ধী সো'দানিরপোয়ার টাইমলাইন থেকে

বিদ্র: কেউ এংরি রিয়েক্ট দিয়ে রিচ কমাবেন না।

এই ছেলেগুলোর মাথায় কি বুদ্ধি?? ৮ টাকা করে এক পিস খালি বোতল কিনেছে ইসলামবাগ (ইসলামপুরের কাছে)থেকে। তারপর আমাদের বাসার নীচ...
24/08/2024

এই ছেলেগুলোর মাথায় কি বুদ্ধি??
৮ টাকা করে এক পিস খালি বোতল কিনেছে ইসলামবাগ (ইসলামপুরের কাছে)থেকে।
তারপর আমাদের বাসার নীচের ডীপ থেকে পানি নিচ্ছে।
মোট ৩০০ বোতল নিয়ে একটু পর রওনা হবে ফেনীতে।আসলেই একটু বুদ্ধি থাকলে অনেক সমস্যার সমাধান হয়।©
যারা খাবার পানির ব্যবস্থা করছেন তারা দেখতে পারেন।

🛑দৃষ্টি আকর্ষণ ✅⭕কাপ্তাই বাঁধের স্প্রীল ওয়ে ৬ ইঞ্চি খোলা হতে পারে সন্ধ্যায়।কাপ্তাই লেকের পানি সন্ধ্যা নাগাদ ১০৮ ফুট অতিক...
24/08/2024

🛑দৃষ্টি আকর্ষণ ✅

⭕কাপ্তাই বাঁধের স্প্রীল ওয়ে ৬ ইঞ্চি খোলা হতে পারে সন্ধ্যায়।
কাপ্তাই লেকের পানি সন্ধ্যা নাগাদ ১০৮ ফুট অতিক্রম করতে পারে।
এই ক্ষেতে স্প্রীল ওয়ের ১৬ টি গেইট শুধুমাত্র ৬ ইঞ্চি (রিপিট মাত্র ৬ ইঞ্চি) উচ্চতা খুলে দেওয়া হতে পারে।

এতে কর্ণফুলী নদীর স্রোত বৃদ্ধি ছাড়া অন্য কোন নেতিবাচক প্রভাব পড়বে না।

এ নিয়ে কাউকে আতংকিত না হতে অনুরোধ জানিয়েছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

উল্লেখ্য পানির বিপদসীমা ১০৮ ফুট,
আজ দুপুর আড়াইটায় পানির পরিমান ১০৭.৩৯ ফুট।
সন্ধ্যায় ১০৮ ফুট অতিক্রম করতে পারে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when হাইলাইটস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category