
03/07/2025
⚽ বাংলাদেশে প্রথমবারের মতো শুরু ‘প্লেয়িং ফর পিস’ প্রকল্প!
ফিফা ফাউন্ডেশন কমিউনিটি প্রোগ্রামের আওতায় বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে বিশেষ প্রকল্প ‘প্লেয়িং ফর পিস: এমপাওয়ারিং লাইভস থ্রু সকার’।
📍 ঢাকার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অভিযাত্রিক ফাউন্ডেশনের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হবে।
🧒🏼 আগামী দুই বছরে ঢাকার ১,০০০+ সুবিধাবঞ্চিত শিশু এই প্রকল্পের আওতায় ফুটবল প্রশিক্ষণ ও টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে। খেলাধুলার মাধ্যমে শান্তি, উন্নয়ন ও জীবনমানের উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্প একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।
#অভিযাত্রিক_ফাউন্ডেশন #শিশু_উন্নয়ন #ঢাকা_সংবাদ #খেলার_খবর #ফুটবলের_মাধ্যমে_শান্তি #সুবিধাবঞ্চিত_শিশু