
14/10/2025
গাজীপুর-বিমানবন্দর বিআরটি (Bus Rapid Transit) প্রকল্প বর্তমান সরকারের আমলে আর এগোচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন। তিনি জানান, “বিআরটি প্রকল্প শেষ করে এটি সাধারণ চার লেনের সড়ক হিসেবে খুলে দেওয়া হবে।”
১২ বছরেও প্রকল্পটি শতভাগ বাস্তবায়িত হয়নি, খরচ হয়েছে প্রায় ২,৮০০ কোটি টাকা, কিন্তু যাত্রীসেবা শুরু হয়নি। নতুন করে আরও ৩,০০০ কোটি টাকা ব্যয় ও ৪ বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব পরিকল্পনা কমিশন ফিরিয়ে দিয়েছে।
বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কটি এখন সব যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে। ভবিষ্যতে নতুন সরকার চাইলে আবার বিআরটি হিসেবে চালু করতে পারবে।
📌 বিস্তারিত জানতে নিচের কমেন্ট সেকশন চেক করুন।
#প্রিয়_ঢাকা "