Unfinished Love %% অসমাপ্ত ভালবাসা

Unfinished Love %% অসমাপ্ত ভালবাসা "ভালবাসা ভালবাসে শুধুই তাকে, ভালবেসে ভালবাসায় বেধে যে রাখে"

একটি শোক সংবাদ সরকারি শামসুর রহমান কলেজের প্রভাষক। জনাব আবু তাহের স্যার ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি ...
28/07/2025

একটি শোক সংবাদ
সরকারি শামসুর রহমান কলেজের প্রভাষক।
জনাব আবু তাহের স্যার ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আবু তাহের স্যারের এর যানাযার নামাজ আজ বেলা ৩ ঘটিকায় তার নিজ বাড়ি মুন্সিরহাটে (নাগেরপাড়া, গোসাইরহাট) অনুষ্ঠিত হবে।
আল্লাহ স্যারকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক।
আমিন

Yes! Bangladesh win the series with 1 match to spare
22/07/2025

Yes! Bangladesh win the series with 1 match to spare

নিজের প্রাণ দিয়ে বাঁচালেন ২০ শিক্ষার্থীকে!😓মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক মহান শিক্ষিকা নিজের জীবন উৎসর্গ করে বাঁচিয়ে...
21/07/2025

নিজের প্রাণ দিয়ে বাঁচালেন ২০ শিক্ষার্থীকে!😓
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক মহান শিক্ষিকা নিজের জীবন উৎসর্গ করে বাঁচিয়ে দিলেন ২০ জন ছাত্র-ছাত্রীকে!!
নিস্বার্থ এই ত্যাগ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত!❤️
আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।🤲
এই ঘটনায় সমগ্র জাতি আজ গভীর শোকাহত!😢

21/07/2025
21/07/2025

নেগেটিভ ব্লাড যারা আছেন প্লিজ দয়া করে বার্ন ইনস্টিটিউটের ৮ তলায় এসে জমা রক্ত দিয়ে যান। প্লিজ। ঘর থেকে বের হন।

21/07/2025

Thanks

Congratulation 👏🎉🎊🎉 Bangladesh cricket 🏏 team..
20/07/2025

Congratulation 👏🎉🎊🎉 Bangladesh cricket 🏏 team..

19/07/2025

function bhalobasha() {
console.log("আমি তোমাকে ভালোবাসি");
}

bhalobasha(); // আউটপুট: আমি তোমাকে ভালোবাসি

😢 বিরহের সেই বিকেল 😭 শীতল এক বিকেল। ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম, ঠিক যেমন তুমি দেখতে। তোমার শেষ বার্তা—"আমরা ঠিক নই একে অ...
19/07/2025

😢 বিরহের সেই বিকেল 😭
শীতল এক বিকেল। ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম, ঠিক যেমন তুমি দেখতে। তোমার শেষ বার্তা—"আমরা ঠিক নই একে অপরের জন্য"—মাথায় বাজছিল বারবার। অথচ এক সময় বলেছিলে, "তুমি ছাড়া বাঁচব না।" সময় বদলায়, মানুষও। তুমি এখন অন্য কারো সঙ্গে হাসো, আর আমি কাঁদি একা। ছাদ থেকে নিচে তাকিয়ে ভাবি, যদি সময়টা থেমে যেত সেই প্রথম দেখা বিকেলে। হয়তো আজও আমরা একসাথে থাকতাম, হাত ধরে।

💕 নদীর পাড়ে অপেক্ষা 💕 নদীর পাড়ে বসে আছে সে—একটি মেয়ে, চুপচাপ।হাতে শুকনো গোলাপ, চোখে স্বপ্নের ছায়া।প্রতিদিন এই সময়ে ...
19/07/2025

💕 নদীর পাড়ে অপেক্ষা 💕

নদীর পাড়ে বসে আছে সে—একটি মেয়ে, চুপচাপ।
হাতে শুকনো গোলাপ, চোখে স্বপ্নের ছায়া।
প্রতিদিন এই সময়ে তারা একসাথে বসত, গল্প করত, হেসে উঠত।
আজ নেই সে, কেবল নদীর জল আর বাতাস সঙ্গী।

সে বলেছিল, “যদি একদিন না আসি, অপেক্ষা করবে?”
মেয়েটি মাথা নেড়ে বলেছিল, “চিরকাল।”
আজ সেই চিরকালের প্রথম দিন।

সূর্য ডুবে যাচ্ছে, হাওয়ায় তার চুল উড়ছে।
নীরব নদী যেন তার কষ্ট বোঝে।
ভালোবাসা কি ফিরে আসবে?

সে জানে না।
তবুও অপেক্ষা করে...
ভালোবাসার জন্য।

Address

Bhanga
Dhaka
8050

Alerts

Be the first to know and let us send you an email when Unfinished Love %% অসমাপ্ত ভালবাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category