Mohasin Sohel

Mohasin Sohel Personal Blog

23/07/2025

হঠাৎ বিমানের দুর্ঘটনার খবর। মন খারাপ হলো, দোয়া করলাম… তারপর?
• প্রথম শুনি পাইলট ‘জীবন দিয়ে’ শহর বাঁচালেন।
• কিছুক্ষণ পর শুনি ইজেক্ট করে বেঁচে গেছেন!
• এরপর শুরু: কার কত দোষ, কে কত নায়ক, কে কার পিআর!
• সেনাবাহিনী এত তাড়াতাড়ি কেমনে এলো?
• মৃতের সংখ্যা বলা হচ্ছে না কেন?
• রিকশা ভাড়া ৩ গুণ!
• রাজনীতিবিদরা কেন সেখানে?
• জেট পুরান ছিল?
• বার্ন ইউনিট চাই!
• ছুটি চাই!
• হ্যাকার জানায়া দিছিল আগে!
• হিরো বানাবেন না!
• সচিবালয় ঘেরাও!
• আওয়ামী লীগ ব্যাকড! না না, উনি জুলাই যোদ্ধা!
• ৫ কোটি অনুদান!
• আলাদা কবরস্থান!
• দুর্ঘটনা নাকি নাটক?
…শত খবর, হাজার ক্যামেরা, কিন্তু কই, কেউ বলে না — শুধু শিশুরাই মারা গেছে।
এত শব্দ, এত পোস্ট — বাচ্চাদের নাম নেই, মুখ নেই, কান্না নেই।
একটা জাতি কতটা ভেতর থেকে পচে গেলে শিশুমৃত্যুর মধ্যেও গল্প খোঁজে, ভাড়া বাড়ায়, কনটেন্ট তোলে — বুঝতে বাকি থাকে না।
সবাই একেকটা স্ক্রিপ্টে হাঁটে।
শুধু রিকশাওয়ালা মামারা ঠিক আছে:
“আগে ভাড়া ডাবল, তারপর উঠেন ভাই।”
সরাসরি ব্যবসা, কোনো ভনিতা নেই। 💸

01/06/2025

যেখানে জল নেই, সেখানেই বাঁধ উঠবে। যে পথ অন্ধকার, সেখানেই দীপ জ্বালিয়ে বলা হবে—এটাই আলো।

অশিক্ষিত, অসভ্য মানুষেরা রাষ্ট্র পরিচালনার ভার নেবে, আর জ্ঞানীরা দূরে দাঁড়িয়ে মৌন দর্শকের ভূমিকায়—সময়ের কাছে হেরে যাবে।
গা-জোয়ারি আর সন্ত্রাসীরা বুক ফুলিয়ে রাজপথ দখল করবে, আর জ্ঞানের আলো যার হাতে, সে পাসপোর্ট হাতে টিকিট কাটবে প্রবাসের।

শাসকের কণ্ঠে মিথ্যেও সত্যের মতো ধ্বনিত হবে, আর সত্য? তার মুখে ছাই—লাগবে বিশ্বাসঘাতকের মতো।
নীতিহীনেরা হয়ে উঠবে নীতির প্রহরী, আর দুর্নীতিবাজেরা বিতরণ করবে চারিত্রিক সার্টিফিকেট।

রাষ্ট্রের সর্বোচ্চ আসনগুলোতে আসীন থাকবে অপদার্থতা, আর যোগ্যতা—সে পড়ে থাকবে নিজের ঘরে, ধুলো জমা বুকশেলফের কোণে।

এ যেন উল্টো সময়ের উল্টো গান।
শুনে কি খুব অচেনা লাগছে?
নাকি—এ তো নিজের চোখেই দেখা বাস্তবতার এক বিস্ময়কর প্রতিচ্ছবি?

04/08/2024

“It always seems impossible until it's done-Nelson Mandela" Seems game is over!!!

30/07/2024

The youth are the architects of tomorrow’s world.Dreams are the fuel that powers the journey of youth.Dreaming for a corruption free country where people will get their own rights & true justice.

17/06/2024
20/05/2024

ঢাকা: লক্ষাধিক বাংলাদেশির পাসপোর্ট আটকে রেখে ইউরোপের শ্রমবাজার ধ্বংসে গভীর ষড়যন্ত্রে মেতেছে বহুজাতিক ভিসা প্রো...

আনন্দ ও সমৃদ্ধিতে ভরে উঠুক সকলের জীবন। সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।ঈদ মোবারক!
11/04/2024

আনন্দ ও সমৃদ্ধিতে ভরে উঠুক সকলের জীবন। সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।

ঈদ মোবারক!

ভারত বিষেদাগার - ১   বিগত সাত বছর আমার ভারতের ১৫ থেকে ১৬ টি রাজ্যে বাবসায়েক কাজে ভ্রমনের সুযোগ হইসে। আমি সেখানে একটা জিন...
18/03/2024

ভারত বিষেদাগার - ১

বিগত সাত বছর আমার ভারতের ১৫ থেকে ১৬ টি রাজ্যে বাবসায়েক কাজে ভ্রমনের সুযোগ হইসে। আমি সেখানে একটা জিনিস লক্ষ্য করেছি, তারা কোন কিছু কেনার পর খুচরো এক টাকা ও দোকানদার এর কাছ থেকে চেয়ে নেই। এই বিষয় এ তাদের কোন লজ্জা নেই,কি এক গরিব জাতি!!! কিন্তু তাদের এই ছোট অভ্যাসটা ই তাদেরকে আজ মাথা তুলে উপরে উঠতে সাহায্য করছে।

কিন্তু আমরা বাঙালিরা তো ধনী জাতি!!! ১/২ টাকা আবার দোকানদার এর কাছ থেকে চাইতে ই লজ্জা লাগে। আমাদের তো অনেক ভাব। ১/২ টাকা ফেরত চাওয়া টাকে মনে করি নিজের সম্মান হানিকর। এইভাবে ই আমরা আমাদের অধিকার অল্প অল্প করে হারাচ্ছি। এই জন্যে আমাদের ১/২ টাকার কোণ মূল্য নাই। আমরাতো ভারতের চেয়ে এগিয়ে আছি,তাই তাদের এই সকল অভ্যাস কে আমরা বলি কিপটামি। সত্যিই কি তাই ???

আমি পেশায় ব্যবসায়ী, আমার ২ -৩ টি ছোট ব্যবসা রয়েছে। আমার একটি সার্ভিস হল এডুকেশনাল কনসালটেন্সি- মেডি এন্ট্রি বাংলাদেশ।...
01/04/2023

আমি পেশায় ব্যবসায়ী, আমার ২ -৩ টি ছোট ব্যবসা রয়েছে।
আমার একটি সার্ভিস হল এডুকেশনাল কনসালটেন্সি- মেডি এন্ট্রি বাংলাদেশ। www.medientrybd.com বিগত পাঁচ বছর ভারতের ছাত্র-ছাত্রীদের কে বাংলাদেশের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ডাক্তারি পড়ার জন্য ভর্তিতে সহায়তা প্রদান করছে।
আমার অতি অল্প অভিজ্ঞতায় মনে হয়েছে, ডলার/রেমিটেন্স আহরণের ক্ষেত্রে বাংলাদেশের জন্য বিদেশী শিক্ষার্থীদের ডাক্তারি পড়া একটি নতুন সম্ভাবনাময় খাত। প্রতিবছর আমরা ইতিমধ্যেই এই খাত থেকে প্রায় 120 মিলিয়ন ডলার আয় করি কিন্তু এই খাত থেকে আমরা বছরে প্রায় 500 মিলিয়ন ডলার আয় করতে পারি যা আইএমএফ এর ঋণের ৪৫০ মিলিয়নের ডলারের চেয়েও বেশি।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আমরা সবাই জানি ডলারের অভাবে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম প্রতিনিয়ত বাড়ছে,জ্বালানিতে আমরা কিছুটা সংকটে আছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে সরকারিভাবে এই খাতটি নিয়ে যথেষ্ট পর্যালোচনা বা খাতটির সম্ভাবনা নিয়ে আমাদের মিডিয়াগুলো যথেষ্ট অবগত নয়। তাই, আমাদের ছোট ছোট কিছু নীতিগত ভুলের কারণে এ বছর থেকে এই খাতের আয় ১২০ মিলিয়ন ডলারের চেয়ে বেশ কম হবে।
ভারতের ছাত্র-ছাত্রীরা বাংলাদেশের ডাক্তারি পড়ার জন্য খুবই আগ্রহী। তাদের আগ্রহী হওয়ার অন্যতম কারণ হলোঃ
১। ভারতের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে পড়তে যেখানে আশি থেকে এক লক্ষ ২০ হাজার রুপি খরচ হয়, সেখানে বাংলাদেশের একটি বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে মাত্র 35 থেকে 40 লক্ষ রুপি খরচ হয়। প্রতিবছর বাংলাদেশে প্রায় ২০০০ ভারতীয় শিক্ষার্থী ডাক্তারি পড়তে আসে।
২। প্রতিবছর ভারতের প্রায় ৭ থেকে ৮ লক্ষ শিক্ষার্থী ডাক্তারি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয় কিন্তু ভারতে সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজগুলোতে সর্বমোট আসন সংখ্যা মাত্র এক লক্ষ। বাকি ছয় থেকে সাত লক্ষ শিক্ষার্থী মধ্যে প্রায় ৪০ হাজার ভারতীয় শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশে ডাক্তারি করতে যায়। যাহার মধ্যে অন্যতম রাশিয়া,ইউক্রেন, জর্জিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান ও বাংলাদেশ। এর মধ্যে শুধুমাত্র প্রতিবছর ১০ হাজার শিক্ষার্থী ইউক্রেন এবং রাশিয়াতে ডাক্তারি পড়তে যেত কিন্তু বর্তমানে রাশিয়া -ইউক্রেন যুদ্ধের কারণে অনেক শিক্ষার্থী অন্যান্য দেশে ডাক্তারি পড়তে যাচ্ছে।
৩। বাংলাদেশের এম বি বি এস কোর্সের সিলেবাস, ইন্টার্নশিপ ও ভারতের এমবিবিএস কোর্স এবং ইন্টার্নশিপ অলমোস্ট সিমিলার। এজন্য, বাংলাদেশ থেকে উত্তীর্ণ ভারতীয় মেডিকেল শিক্ষার্থীরা ভারতে গিয়ে লাইসেন্সিং পরীক্ষায় সবচেয়ে বেশি ভালো ফলাফল করে।ভারতে লাইসেন্সিং পরীক্ষায় যেখানে বাংলাদেশের পার্সেন্টেজ প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ, সেখানে রাশিয়া, ইউক্রেন বা অন্যান্য দেশের পাশের পার্সেন্টেজ মাত্র ১০ থেকে ৩০ শতাংশ।
৪। ভারতের সাথে আমাদের যাতায়াত ব্যবস্থা স্বল্পমূল্য ও সহজ, আবহাওয়া, খাদ্য অভ্যাস অলমোস্ট একই। এছাড়াও ভারতের মুসলিম শিক্ষার্থীদের অন্যতম পছন্দের দেশ হচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কিছু সীমাবদ্ধতার কারণে প্রতিবছর বহু সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য পাড়ি জমায়। বহু সংখ্যক শিক্ষার্থী আমাদের প্রতিবেশী দেশ ভারতে শিক্ষা গ্রহণের জন্য যায়
কিন্তু আশার কথা হল বিগত ১০ বছর আমাদের প্রতিবেশী দেশ ভারত, নেপাল থেকে বহু সংখ্যক শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ডাক্তারি পড়তে আসে।
সম্ভাবনাময় এই খাতটিতে যদি সরকার বিশেষভাবে নজর দেয় তাহলে এই খাতটি সামনে আরো অনেক বিকশিত হতে পারে। এই খাতটিকে বিকশিত করার জন্য শুধুমাত্র দরকার সরকারের কিছু নীতিগত সহায়তা । ডলার আহরণের জন্য অন্যান্য খাতকে উৎসাহিত করতে সরকারের ভর্তুকি প্রদান করতে হয় কিন্তু এই খাতে সরকারের কোন ভর্তুকির প্রয়োজন নেই। দরকার শুধুমাত্র আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতে অবস্থিত বাংলাদেশ মিশন সমূহের প্রো - একটিভ এপ্রোচ।
স্বাস্থ্য মন্ত্রণালয় যদি চিকিৎসা শিক্ষায় বিদেশি শিক্ষার্থীদের ভর্তি সহজতর করে তাহলে প্রতিবছর দুই হাজার ভারতীয় শিক্ষার্থীর বদলে প্রায় ৫ হাজার ভারতীয় শিক্ষার্থী বাংলাদেশে চিকিৎসায় উচ্চশিক্ষা গ্রহণে আসতে পারবে। ভারতে অবস্থিত বাংলাদেশের মিশন সমূহ ভারতীয় শিক্ষার্থীদের জন্য এডুকেশন ফেয়ার আয়োজন করা, স্বল্প সময় ও সহজে ভারতীয় শিক্ষার্থীদের ভিসা প্রদান করা, সর্বোপরি এই খাতটিকে ডলার আহরণের একটি অন্যতম খাত বিবেচনা করে এ খাত সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করা।
এই খাতটি বিকশিত হলে শুধুমাত্র ডলার আয় ই হবে না তার সাথে সাথে আমাদের দেশের বেসরকারি মেডিকেল কলেজ সমূহ চিকিৎসা শিক্ষায় নিজেদেরকে আরো উন্নত ও তাদের হাসপাতালগুলোর আধুনিকায়ন করতে পারবে যার ফলে স্থানীয় রোগীরা স্বল্পমূল্যে ভালো চিকিৎসা সুবিধা পাবে।

Address

Bhola
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohasin Sohel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohasin Sohel:

Share