Billi House

Billi House Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Billi House, Video Creator, Dhaka.

07/05/2025

বিড়াল প্রেমীরা হাত তুলুন ❤️

এই বিড়ালটি আমার বাসার পাশের বিল্ডিং এর এক আপুর বিড়াল,২ দিন আগে উনি হারানো গিয়েছে বলে পোস্ট করেছিল এবং খুঁজে দেওয়া ব্...
07/11/2024

এই বিড়ালটি আমার বাসার পাশের বিল্ডিং এর এক আপুর বিড়াল,২ দিন আগে উনি হারানো গিয়েছে বলে পোস্ট করেছিল এবং খুঁজে দেওয়া ব্যাক্তিকে পুরস্কার দিবেন বলে জানিয়েছিলেন। কারও আদরের বিড়াল চুরি করে অন্য কেউ গুলশানে বিক্রি করতে নিয়ে যায় ! এবং জানা গিয়েছে ১২ হাজারে বিক্রি ও করেছে!কারও কাছে বিড়ালটি তার সন্তানের মতো আর কারও কাছে টাকার উৎস ! আল্লাহ এই মহিলাকে হেদায়েত দিক l এক আপু সন্দেহজনিত কারণে ছবিটি তুলে পোস্ট করেছেন যাতে প্রকৃত মালিক তার বিড়াল খুঁজে পায়❤️ ছবিটি ওনার টাইমলাইন থেকেই নেয়া l

Hi I'm Maow, papa's favorite female cat 😺
03/11/2024

Hi
I'm Maow, papa's favorite female cat 😺

কুমড়া ফুল ........ইউরোপে যার মূল্য ১.৯৯ ইউরো। বাংলা টাকায় যার মূল্য প্রায় (২৫৮) টাকা হয়। তবে স্থান বদলের মধ্যে, আপনিও রা...
07/10/2024

কুমড়া ফুল ........
ইউরোপে যার মূল্য ১.৯৯ ইউরো। বাংলা টাকায় যার মূল্য প্রায় (২৫৮) টাকা হয়। তবে স্থান বদলের মধ্যে, আপনিও রাস্তার পাশে পড়ে থাকা কুমড়া ফুলের মতো মূল্যহীন।

বর্তমানে আপনি যে স্থানে আছেন তাতে যদি আপনি মূল্যহীন হয়ে থাকেন, তাহলে সুযোগ বুঝে স্থান পরিবর্তন করে ফেলুন।দেখবেন আপনার মূল্য ঠিক এই সুপার শপের কুমড়া ফুলের মতো বেড়ে যাবে। স্থান,কাল,পাত্র ভেদে অনেক সময় অনেক কিছুর মূল্য অনেক বেশি বেড়ে যায়। সঠিক সময়ে স্থান পরিবর্তন করাটাই জরুরি।

ফলাফল টা আপনার কাছে।

(Copy post)

আমি শয়নগৃহে, চারপায়ীর উপর বসিয়া, হুঁকা হাতে ঝিমাইতেছিলাম। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে-দেয়ালের উপর চঞ্চল ছায়া...
01/10/2024

আমি শয়নগৃহে, চারপায়ীর উপর বসিয়া, হুঁকা হাতে ঝিমাইতেছিলাম। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে-দেয়ালের উপর চঞ্চল ছায়া, প্রেতবৎ নাচিতেছে। আহার প্রস্তুত হয় নাই-এজন্য হুঁকা হাতে, নিমীলিতলোচনে আমি ভাবিতেছিলাম যে, আমি যদি নেপোলিয়ন হইতাম তবে ওয়াটার্লু জিতিতে পারিতাম কি না। এমত সময়ে একটি ক্ষুদ্র শব্দ হইল, ‘মেও’! (বিড়াল – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)

কবি,লেখক, উপন্যাসিক অনেকেই বিড়ালকে নিয়ে অনেক কল্পিত কথোপকথন, তাদের চিন্তাচেতনা তুলে ধরেছেন তাদের লেখনীতে। আজকে সেই বিড়াল পালনের শারীরিক সুবিধা সম্পর্কে জানবো।

স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে পোষা প্রাণী হিসেবে বিড়ালের কদর সবচেয়ে বেশি। বিড়াল শান্তশিষ্ট প্রাণী, তার মেজাজ-মর্জিও অন্যসব পোষা প্রাণী থেকে আলাদা। বিড়ালের প্রতি মানুষের মমত্ববোধ যুগ যুগ ধরে অব্যাহত। ঠিক কবে থেকে বিড়ালকে পোষা প্রাণী হিসেবে রাখার প্রচলন শুরু হয়, তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। আসলে বিড়াল পালনের উপকারীতা কিন্তু অনেক।

◼️ বিড়াল স্ট্রোকের ঝুঁকি কমায় কারণ বিড়াল পোষার মাধ্যমে কোলেস্টেরলের পরিমাণ কমানো যায়। যারা বিড়াল পোষেন তাদের হৃদরোগের ঝুঁকি অন্যদের থেকে ৩০ শতাংশ কম।

◼️ বিড়াল উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করতে সক্ষম।

◼️ বিড়াল এলার্জি প্রতিরোধে সহায়তা করে। ২০০২ সালে ন্যাশনাল হেলথ ইন্সটিটিউটের একটি গবেষণায় দেখা গেছে যে, এক বছরের নিচের যেসব শিশু বিড়ালের প্রেমে মগ্ন থাকে, তাদের বিভিন্ন ধরনের অ্যালার্জি হবার সম্ভাবনা কম।

◼️ বিড়াল মানসিক চাপ কমায় কারণ বিড়াল আপনার শরীরের কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কর্টিসল হল এক ধরণের রাসায়নিক- যা মানসিক চাপে থাকলে নির্গত হয়। এর মাত্রা যখন কম থাকবে তখন আপনি ভালো বোধ করবেন। অপেক্ষাকৃত কম চাপ বোধ করবেন।

◼️ বিড়ালের উপস্থিতিতে ঘুম ভালো হয়। মায়োক্লিনিক সেন্টার ফর স্লিপ মেডিসিন কর্তৃক ঘুমের সঙ্গী হিসেবে বিড়ালকে অগ্রাধিকার দেয়া হয়েছে। তাদের গবেষণায় দেখা গেছে, বিড়াল পোষেন এমন ব্যক্তিদের ৪১ শতাংশ মনে করেন, বিড়ালের উপস্থিতিতে তাদের ভালো ঘুম হয়েছে

◼️ বিড়াল ব্যক্তির রাগ, উদ্বেগ কমায়।

◼️ বিড়ালের মিউ মিউ ডাক বিশ্বের সবচেয়ে সুন্দর ধ্বনিগুলোর একটি, যা শরীরের পেশী ও অস্থির প্রদাহ নিরাময়ে থেরাপির মতো কাজ করে।

◼️ বিড়াল মুড ভালো রাখার ক্ষেত্রেও ভূমিকা রাখে। কখনো যদি খারাপ বোধ করেন, আপনার বিড়ালের সঙ্গে খেলা করুন। তার যত্ন নিন। এর মাধ্যমে আপনার শরীরে সেরোটোনিন নির্গত হবে। সেরোটোনিন হল এক ধরণের রাসায়নিক- যা উদ্দীপনা বৃদ্ধি করে।

◼️ একাকিত্ব কোন পরিস্থিতিতেই ভালো নয়,বিড়াল আপনার একাকিত্ব দূর করতে পারে।

◼️ অটিস্টিক শিশুদের স্বাস্থ্যের জন্য বিড়াল খুবই কার্যকরী, বিড়াল সারাদিন তাদের সাথে খেলবে এতে করে প্রাকৃতিক উপায়ে তাদের স্বাস্থ্যের উন্নতি সম্ভব গবেষণায় এমন বিষয়ই উঠে এসেছে।

◼️ বাড়িতে ইঁদুর থাকলে বিভিন্ন খাবারের উপর জীবানু ছড়ানোর সম্ভাবনা থাকে,ফলে স্বাস্থ্যঝুকিতে পরতে হতে পারে। বিড়াল ঘরে থাকলে ইদুরের উপদ্রব কমে৷

◼️ বিড়াল শিশুদের সংক্রমণ সক্ষমতা বাড়ায় ফলে বড় হয়ে ইনফেকশন কম হয়।

পরিশেষে বিড়াল আপনার অবসর সময়ের খুব ভালো একজন বন্ধু ও সঙ্গী হতে পারে, যা আপনাকে আনন্দ ও প্রশান্তি এনে দেবে। যারা বিড়াল পালন করে তারা কম রোগে ভোগে অর্থাৎ তুলনামূলক বেশি সুস্থ থাকে। তবে বিড়াল পালনে যে অসুবিধা নেই এটা বললেও ভুল হবে। ভালো-মন্দ মিলিয়েই দুনিয়া। তাই বিড়াল পালন করবেন কী করবেন না দিন শেষে তা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত!

লেখকঃ আনিকা আনতারা প্রধান

30/09/2024

অমানুষগুলো সুস্থ বিড়ালটাকে মেরে ফেললো
কারও কাছে একটা বিড়াল মারা যাওয়া সাধারণ ব্যাপার কিন্তু একজন বিড়ালপ্রেমী জানে কেমন লাগে🙂মানুষ থেকে শুরু করে নিরীহ প্রাণীরাও ডাক্তার নামক জানোয়ারের হাতে মারা যাচ্ছে
# সকল পশুপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করছি,আমরা এর সুষ্ঠ বিচার চাই যাতে আর কারও আদরের বিড়াল এভাবে অকারণে মারা না যায় l

Beautiful girl 😍
28/09/2024

Beautiful girl 😍

Hungry cats😺
26/09/2024

Hungry cats😺

কেউ ভালোবাসে না 😿
08/09/2024

কেউ ভালোবাসে না 😿

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Billi House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Billi House:

Share

Category