শেরে বাংলা ❷

শেরে বাংলা ❷ Online News event
(1)

12/09/2025

জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

11/09/2025

নারী হলে কেন ছাত্রদলের ভিপি প্রার্থী দলবল নিয়ে আসছে, ক্ষো'ভ শিক্ষার্থীদের

03/09/2025

চেতনার ১২টা বাজিয়ে দিছে 😂

03/09/2025

রিফাইন্ড আওয়ামী লীগ

চার বন্ধু আফ্রিকার জঙ্গলে গিয়ে মানুষ খেকো জংলীদের কাছে ধরা খেলো। চার জন খেয়াল করল এই জংলীরা মানুষের চামড়া দিয়ে নৌকা বানা...
07/08/2025

চার বন্ধু আফ্রিকার জঙ্গলে গিয়ে মানুষ খেকো জংলীদের কাছে ধরা খেলো। চার জন খেয়াল করল এই জংলীরা মানুষের চামড়া দিয়ে নৌকা বানায়। আর তাদের জাতীয় সঙ্গীত 'উলালা উলালা' গাইতে গাইতে মানুষের মাংস দিয়ে বার্বিকিউ পার্টির আয়োজন করে। চার জনের হাত পা বেঁদেহ ফেলা হলো। এর মধ্যে একজন রিকুয়েস্ট করল "আমাকে তোমাদের সর্দারের কাছে নিয়ে যাবে?" সে জানে জংলীরা তাদের সর্দারকে মানে। তাই সর্দারের কথা বলায় তাদেরকে সেই সুযোগ দিলো। তাদের হাত পায়ের বাঁধন খুলে অস্ত্র পাহারায় সর্দারের সামনে হাজির করল।

সর্দার জিজ্ঞেস করল "আমার সাথে তোদের কী কাজ?"
এদের মধ্যে একজন বলল "আমার খুব ইচ্ছা মরার আগে পেট ভরে খাবার খাওয়ার।"
খাবারের কথা শুনে সর্দারের মন গলে গেলো। তিনি জংলীদের আদেশ দিলেন "বাকী ৩ টাকে ফ্রাই করে তারপর তাকে খেতে দে। খাওয়ার পরে তাকেও ফ্রাই কর।"

৩ জনকে ফ্রাই করে চতুর্থ জনকে খাবার দেয়ার সময় কাঁটা চামচের মত এক ধরনের চামচ মাংস খাওয়ার জন্য দেয়া হলে লোকটা সেই কাঁটা চামছ দিয়ে নিজের শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুতাতে গুতাতে বলল "খান ইংকর্পোলারা, পারলে আমার চামড়া দিয়ে নৌকা বানা। তোরা আমার মাংস পাবি মাগার চামড়া পাবি না।"
---
ঢাবি শিবির আজকে এমন কাজ করেছে যে অন্যেরা এখন সেই চামড়া থুক্কু ছবি চাইলেও সরাতে পারবে না। আমার ধারণা শিবিরের পেছনে নোয়াখাইল্লা কেউ আছে। নোয়াখালীর মাল ছাড়া এমন বুদ্ধি এদেশে কারো থাকে না।

07/08/2025

দুর্নীতি মামলায় বেরোবির সাবেক ভিসি ড. কলিমউল্লাহ গ্রেফতার

02/08/2025

দেখুন কারা আওয়ামী লীগের ভোট ব্যাংক চাইছে ‼️
video collected

31/07/2025

অস্ট্রেলিয়ার তৈরি প্রথম Orbital রকেট: উৎক্ষেপণের ১৪ সেকেন্ডেই ভেঙে পড়েছে

অস্ট্রেলিয়া মহাকাশে ছোট ছোট স্যাটেলাইট পাঠানোর জন্য একটি Orbital রকেট তৈরি করেছিল।

Gilmour Space Technologies কোম্পানির বানানো এই রকেটটি আকাশে উঠার মাত্র ১৪ সেকেন্ড পরেই ভেঙে পড়ে।

উল্লেখ্য, এটি অস্ট্রেলিয়ার দেশীয় ভাবে প্রথমবারের মতো তৈরি একটি রকেট ছিলো।

এইটা কোন কথা!এত টাকা দিয়া করবে টা কি?
31/07/2025

এইটা কোন কথা!
এত টাকা দিয়া করবে টা কি?

পাগলীটা মা হয়েছে, পিতা হয়নি কেউ!খুলনার পাইকগাছার কপিলমুনির আগড়ঘাটা বাজারে এক মানসিক ভারসাম্যহীন নারী সন্তান জন্ম দিয়েছেন...
29/07/2025

পাগলীটা মা হয়েছে, পিতা হয়নি কেউ!
খুলনার পাইকগাছার কপিলমুনির আগড়ঘাটা বাজারে এক মানসিক ভারসাম্যহীন নারী সন্তান জন্ম দিয়েছেন। দীর্ঘদিন ধরে এলাকায় ঘুরে বেড়ানো ওই নারীর সন্তানের পিতৃপরিচয় জানা যায়নি।
স্থানীয়রা মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঘটনাটি এলাকায় চা'ঞ্চ'ল্যের সৃষ্টি করেছে।

28/07/2025

‘ছাত্রলীগ কর্মী’ থেকে সরাসরি ছাত্রদলের সেক্রেটারি, প্রতিবাদ জানিয়ে অব্যহতি নিলেন ৪ জন

18/07/2025

যে জাতির পূর্বসূরি মাথায় আটার বোঝা বহন করে নিয়ে চললেন আর বললেন- মানুষ কেন! ফোরাতের কুলে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় তবে এই উমরকে কেয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আজ সেই জাতির দায়িত্বশীলরা জনগণকে অভুক্ত রেখে তাদের মুখের গ্রাসে ভাগ বসায়।
- সংসদে বক্তৃতায় নিজের অনুভূতি ব্যক্ত করছেন আল্লামা সাইদী

Address

Dhaka
12332

Alerts

Be the first to know and let us send you an email when শেরে বাংলা ❷ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শেরে বাংলা ❷:

Share