21/06/2024
প্রথম প্রথম কত কথা, কত প্রেম, কত ভালোবাসা, সময় পেলেই মেসেজ দেওয়া, মন খারাপ থাকলে কল দিয়ে কথা বলা, তিন বেলা খাইছি কিনা খবর নেওয়া, রাত হলেই সারা রাত জেগে কথা বলা, দুষ্টুমি করে ঝগড়া করা কিন্তু এই জিনিস গুলো জানেন শুধু অল্প সময়েই জন্য জীবনে আসে পরে আস্তে আস্তে কল দেওয়া বন্ধ হয়ে যায়, আগের মতো সময় পেলেও আহের মতো মেসেজ আসে না, আর আগের মতো রাত জেগে কথা বলা হয় না, আগের মতো কেও বলে না খাবার খেয়েছি কিনা, আগের মতো সেই দুষ্টামি ঝগড়া করা হয় না সে তার মতো ব্যস্ত হয়ে গেলো সে তার মতো চলা শুরু করলো আস্তে আস্তে দূরে সরিয়ে দিতে থাকলো আমি আস্তে জীবন্ত লাশ হতে থাকলাম"।