06/08/2024
🤣 ছেলে বাবাকে জিজ্ঞেস করলো,“বাবা, বৌ আর বান্ধবীর মধ্যে তফাৎ কি??”😁🐸
বাবা: তোমাকে উদাহরণ দিয়ে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে।
বৌ হলো অনেকটা টিভির মতো 📺
আর বান্ধবী হলো মোবাইল ফোন।📱
📺 📱
টিভি সেট বাড়িতেই থাকে।
আর মোবাইল নিয়ে তুমি যেখানে খুশি ঘুরতে যেতে পারো।
📺 📱
বাড়িতে থাকলে আমাদের চোখ টিভির দিকে যায়।
কিন্তু মন টানে মোবাইল। ফলে ঘরে কি বাইরে মোবাইল হয় মনের সঙ্গী।
📺 📱
বাড়িতে থাকলেও টিভি সবসময় দেখতে ইচ্ছে করে না। খেলা, খবর বা বিশেষ কোন অনুষ্ঠানই আমরা টিভিতে দেখি।
কিন্তু মোবাইলে তুমি সারাদিন যেখানে খুশি, যখন খুশি, যা খুশি তাই দেখতে পারো।
📺 📱
টিভি একবার খরচা করে কিনে আনো। তারপর সারাজীবন খুব কম খরচে দেখতে পারো।
কিন্তু মোবাইল সে তুলনায় ব্যয়বহুল। নানা সুবিধাযুক্ত ভালো স্মার্টফোন যেমন দামী, তেমনি প্রতি মাসে তার পেছনে রিচার্জের খরচ। নইলে তুমি মোবাইলের সার্ভিস পাবেনা।
📺 📱
চেহারায় টিভির সাইজ যেমন বড়, ওজনও বেশি।
কিন্তু মোবাইল সে তুলনায় স্লিম, হালকা, দেখতেও সুন্দর, যেখানে খুশি হাতে নিয়ে যাওয়া যায়।
📺 📱
টিভি চালাতে গেলে রিমোট চাই।
আর মোবাইলের বুকে আঙুল ঘষলে বা টেপাটিপি করলেই তুমি কতো কি দেখতে আর শুনতে পারবে।
তেমন কিছু শুনতে চাইলে মোবাইলে ইয়ার ফোন গুঁজে দাও....ব্যাস, তোমাদের কথা তোমরা ছাড়া আর কেউ শুনতে পাবে না।
📺 📱
টিভিতে ভাইরাস থাকে না।
মোবাইলে থাকতে বা ঢুকতে পারে।
মোবাইল হ্যাক হতে পারে, হাতছাড়াও হয়ে যেতে পারে।
টিভি হ্যাকও হয় না, হাতছাড়াও হয়না।
📺 📱
টিভি তুমি চট করে বদলাতে পারবে না। ফ্যামিলিতে আপত্তি উঠতে পারে। তাছাড়া টিভি চট করে খারাপও হয় না। হলেও সারিয়ে নেয়া যায়।
মোবাইল বছর খানেক গেলেই আপডেট করা দরকার হয়ে পড়ে। তখন চাইলে তুমি সহজেই বদলাতে পারো বা নতুন কিনতে পারো। সেক্ষেত্রে ফ্যামিলিতে কোন আপত্তি ওঠে না।
📺 📱
মোবাইলে দুটো কাজই হয়....কথা বলা যায়, আবার শোনাও যায়।
টিভি শুধু নিজেই বকবক করে যাবে...আর তোমাকে তা শুনেই যেতে হবে। তোমার কোন কথা সে শুনবে না।
📺 📱
বান্ধবী পরে বৌ হতেও পারে, নাও হতে পারে।
কিন্তু বৌ চাইলেও আর পরে বান্ধবী হতে পারে না।
বান্ধবীকে প্রায় সব কথাই বলা যায়। এমনকি বৌয়ের কথাও।
কিন্তু বৌকে সব কথা বলা যায় না। এমনকি বান্ধবীর কথাও।
Follow...
Tahosin Ahamed