26/10/2025
বাচ্চাদের সাথে কাটানো সময় গুলো অনেক বেশি আনন্দ দেয়,,কতোটা সরল এরা,কতোটা নিষ্পাপ, কতটা আনন্দময়,,কত নিখুত ভালোবাসা এদের, যতটা সম্ভব বাচ্চাদের সময় দিন,কোনো একদিন এরা বড় হয়ে যাবে,জীবনের তাগিদে হয়তো দূরেও সরে যাবে,তখন আর এরা আপনার উপর নির্ভরশীল হয়ে থাকবেনা,চাইলেও আর এদের বকা দেয়া যাবেনা,কোলে নিয়ে আদর করা ও যাবেনা,এই বাচ্চাদের কাছে জাদু আছে বড়দের মন ভালো করার,আমি আমার বাচ্চাদের সামনে কান্না তো দূরের কথা, মন খারাপ ও করে থাকতে পারি না,,মাশাআল্লাহ কতটা মায়াময় তারা,,,,মালিক দয়া করুক তোদের,,,,,