অন্বেষণ

অন্বেষণ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অন্বেষণ, Digital creator, Dhaka.

শিক্ষা, সংস্কৃতি, স্থাপত্য, বিজ্ঞান, জীবনধারা, রাজনীতি, অর্থনীতিসহ
চলমান বিশ্বের নানাবিধ তথ্য উপাত্তের অন্বেষণ করাই লক্ষ্য। নিজেকে তথ্য সমৃদ্ধ করতে আমাদের সাথে থাকুন।

এটাও অনেকের জন্য অনেক বেশি
27/10/2025

এটাও অনেকের জন্য অনেক বেশি

27/10/2025

জামায়াতের কৌশল দেখেন!

জামায়াত আমির ঘোষণা দিলো ক্ষমতায় গেলে নারীদের কর্মঘন্টা কমিয়ে ৫ ঘন্টা করা হবে,
আর মির্জা ফখরুলের জামাতা এটার বিরোধীতা করে দীর্ঘ নেতিবাচক পোস্ট করলো, এতে নারীরা ক্ষিপ্ত হতে পারে!

এখন কর্মজীবী নারীরা জামায়াতে ভোট দেয়ার নিয়ত করে ফেলতে পারে!

বিয়ে করলেন ডিগবাজি খ্যাত নায়ক জায়েদ খান🙂
27/10/2025

বিয়ে করলেন ডিগবাজি খ্যাত নায়ক জায়েদ খান🙂

আবুল কালামের স্ত্রী সাংবাদিকদের কাছে আজ কাদঁতে কাদঁতে বলেছে, “আজ আমার ওকে বিদায় দিতে মন চাচ্ছিলো না। তাই (কালাম চলে যাবা...
27/10/2025

আবুল কালামের স্ত্রী সাংবাদিকদের কাছে আজ কাদঁতে কাদঁতে বলেছে, “আজ আমার ওকে বিদায় দিতে মন চাচ্ছিলো না। তাই (কালাম চলে যাবার পর) দরজা লাগাতেও যাইনি...! আমার বাচ্চাদের এখন কি হবে?”

আমি বাটারফ্লাই ইফেক্টে খুব বিশ্বাস করি, আমি আমার চারপাশে প্রতিদিন এটা দেখতে পাই।

আমি ভদ্রমহিলার এই কথা শুনে আফসোস করছিলাম এটা ভেবে যে, আজ যদি সে তার স্বামীকে এগিয়ে দিতে দরজা পযন্ত আসতো, এবং তাকে হাসি মুখে বিদায় জানাতো - তাহলে হয়তো তার স্বামী আজ জীবিত থাকতো।

আবুল কালাম আজ ঘরে থেকে বের হতে মাত্র ১০ সেকেন্ড লেট করলে হয়তো সে আজ বেঁচে থাকতো তার স্ত্রী-সম্তানদের মাঝে!

আমার ধারনা এই কথা তার স্ত্রীও ভাবছে এখন! আহারে, বেচারী আজীবন এই তীব্র মানসিক কষ্টটা বুকের ভেতর পুষবে!

আবুল কালাম তার স্ত্রী ও দুইটা বাচ্চা ছেলে নিয়ে থাকতেন নারায়নগঞ্জে। গ্রামের বাড়ি শরিয়তপুরে।

কাজ করতেন একটা ট্রাভেল এজেন্সিতে। বেতন হয়তো খুব বেশী না।

কোনো একটা জরুরী কাজে ফার্মগেট এসেছিলেন।

সেখান থেকে অন দা স্পট তার মৃত্যু ঘটে, রক্তাক্ত দেহটা অনেকক্ষন পরে থাকে ফুটপাতের উপরে।

এরপর পুলিশ এসে তার লাশ নেয়া হয় নিকটস্থ সোহরাওয়ার্দি হাসপাতালে।

পত্রিকায় আবুল কালামের একটা ছবি ছাপা হয়েছে, তার মৃত্যু সংবাদের সাথে।

আমি দেখলাম আবুল কালাম বেশ সুদর্শন এক যুবক ছিলেন।

তার ছোট ছেলেটা হয়তো তার মতোই হয়েছে দেখতে, কি মিষ্টি বাচ্চা! ছবিটা দেখেই আমার ইচ্ছে করছিলো মাথায় হাত বুলিয়ে দিতে!

গতকাল বিকেলে আবুল কালাম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলো যে জীবন থেকে পালিয়ে যেতে তার ইচ্ছে করছে...

স্রষ্টা মাত্র ১৬ ঘন্টার মধ্যে তার এই ইচ্ছে পূরণ করেছেন।

আবুল কালাম আজীবনের জন্য তার জীবন থেকে পালিয়ে গেছেন, আর কোনোদিন ফিরবেন না!

এই দেশে আবুল কালামের মতো হাজার হাজার পথচারী স্রেফ রাস্তা দিয়ে হাটঁতে হাটঁতে হুট করে মারা গেছে!

হয়তো ফুটপাথে গাড়ি বা ট্রাক উঠে গেছে, কিংবা ম্যানহোলে পড়ে, কিংবা বিদ্যুুস্পষ্ট হয়ে, কিংবা নির্মানাধীন ভবনের উপর থেকে ভারী বস্তু পড়ে, কিংবা আজ যেভাবে আবুল কালাম মারা গেছেন সেভাবে।

আসলে মারা যায়নি, কারণ এটাকে হত্যাও বলা যায়!

এই দেশে প্রতিদিনই মানুষ খুন হচ্ছে, স্বাভাবিক মৃত্যু হচ্ছে তার তুলনায় অনেক অনেক কম।

হয়তো একটা সময় এই দেশে কারো বাধর্ক্যজনিত কারণে মৃত্যু হবে না।

কারণ বার্ধক্য পর্যন্ত কেউ বেচেঁই থাকবে না, তার আগেই হয়তো আমাদের আবুল কালামের মতো মৃত্যু হবে...

আমাদের দাবীঃ আবুল কালামের পরিবারকে কমপক্ষে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হোক। সেই সাথে তার স্ত্রীকে সরকারী চাকুরী এবং তার বাচ্চা দুটোকে ১৮ বছর পযন্ত ভরণ পোষনের দায়িত্ব নেয়া হোক।

এবং যাদের গাফিলতিতে আজ এই তরতাজা প্রাণের মৃত্যু ঘটলো, তাদেরকে খুজেঁ বের করে সমুচিত শাস্তি দেয়া হোক, এবং ক্ষতি পূরণের টাকা তাদের ঘাড়ে চাপিয়ে দেয়া হোক।

27/10/2025
27/10/2025
আল্লাহ্ তাঁর ইচ্ছে পূরণ করে নিলো!
26/10/2025

আল্লাহ্ তাঁর ইচ্ছে পূরণ করে নিলো!

26/10/2025

এক অদ্ভুত দেশ, বেঁচে থাকাটাই এখানে যেন এক রূপকথা।

26/10/2025

চোখের সামনে কত বাঘা বাঘা পেশি শক্তিওয়ালা ক্ষমতাবান পুরুষকে বয়সের ভারে ন্যুয়ে পড়তে দেখেছি!
পেশি শক্তি ও গলার জোর বেশিদিন টিকেনা

মোসাদ্দেকের কথায় যুক্তি আছে
26/10/2025

মোসাদ্দেকের কথায় যুক্তি আছে

26/10/2025

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারী নিহত হয়েছেন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when অন্বেষণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share