Tonny

Tonny এটা তনি আপুর ফ্যান পেজ ❤️❤️এখানে কোনো প্রডাক্ট বিক্রি হয়না 🙏
(2)

ভালোবাসা সত্যি সুন্দর মানুষটা সঠিক হলে ❤️❤️❤️
02/10/2025

ভালোবাসা সত্যি সুন্দর মানুষটা সঠিক হলে ❤️❤️❤️

আমার হাসবেন্ডের বড় মেয়ে ❤️
30/09/2025

আমার হাসবেন্ডের বড় মেয়ে ❤️

নীল নীল নীলঞ্জনা চোখ দুটো টানা টানা
30/09/2025

নীল নীল নীলঞ্জনা

চোখ দুটো টানা টানা

আজকে বাচ্চাদের Galito's Bangladesh এ খেতে নিয়ে গেলাম আনুমানিক রাত ১১ টার দিকে  , তো মুটামুটি ফাকাই ছিল তখন, আমাদের খাওয়া...
29/09/2025

আজকে বাচ্চাদের Galito's Bangladesh এ খেতে নিয়ে গেলাম আনুমানিক রাত ১১ টার দিকে ,
তো মুটামুটি ফাকাই ছিল তখন,
আমাদের খাওয়া প্রায় শেষ তখন একটা ফ্যামিলি আসলো ৩/৪ টা বাচ্চা সহ ৮/৯ জন হবে।
তারা একটা টেবিলে বসলো আর তাদের বাচ্চা গুলো রেস্টুরেন্টে দৌড়া-দৌড়ি করে খেলতে শুরু করলো যেটা খুবই নরমাল এবং সবার বাচ্চারাই করে ,
এর মধ্যে আমার সারফারাজের খাওয়া শেষ , সে তাদের খেলা দেখে আস্তে আস্তে তাদের কাছাকাছি যেয়ে খেলতে শুরু করলো , ২ টা বাচ্চা সারফারাজের বয়সী এবং আর দুইটা একটু বড় ,
সারফারাজ কে দেখে তারা বললো - "তুমি চুপ করো! এইখান থেকে যাও " এবং বাচ্চাদের সাথে বড় যারা ছিল তাদের মধ্যে থেকে একজন সারফারাজকে ধমক দিয়ে এইখান থেকে চলে যেতে বললো ,
তো আমার ছেলে ভয় পেয়ে চলে আসলো এবং সানভী নিজে দেখছে তারা আমার বাচ্চার সাথে কি বিহ্যাভ টা করলো ,
আচ্ছা ভাল কথা ,বাচ্চারা এমন করেই থাকে , কিন্তু বাচ্চার সাথে যারা আসছে তাদের কি মিনিমাম কোনো ম্যানারস্ আছে!!!

নরমালি বাচ্চাদের নিয়ে কোথাও গেলে সেখানে আরো যত বাচ্চা আসে সবাই মিলে খেলতে থাকে , এটাই দেখে আসছি , গার্ডিয়ানরা সবার বাচ্চার সাথে হাসি খুশি থাকে , এইভাবে বাচ্চারা সোস্যাল হয়।

মাঝে মাঝে এদের মত কিছু ম্যানারলেস ফ্যামিলি দেখা যায় , না নিজেরা মানুষের সাথে মিশতে পারে ,না বাচ্চাদের শিখায়!!!
এরা নিজেদের কি মনে করে আল্লাহ জানেন!!

BTW নেকস্ট টাইম আমার সামনে কারো বাচ্চার সাাথে কেউ এমন ব্যবহার করলে ভালভাবে ম্যানার্স শিখিয়ে দিবো , আমি এই কাজ টা খুব ভাল পারি 😏😏

নিজেকে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করবো ইনশাল্লাহ ❤️❤️
29/09/2025

নিজেকে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করবো ইনশাল্লাহ ❤️❤️

ভিড় নয়, আলো আমি নিজেই তৈরি করি 🔥মানুষ নয়, কেবল নিজের উপরই ভরসা করি 🖤যেখানে যাই, সেখানেই আলাদা হয়ে দাঁড়াই ✨চুপচাপ থাকি, ত...
28/09/2025

ভিড় নয়, আলো আমি নিজেই তৈরি করি 🔥
মানুষ নয়, কেবল নিজের উপরই ভরসা করি 🖤
যেখানে যাই, সেখানেই আলাদা হয়ে দাঁড়াই ✨
চুপচাপ থাকি, তবুও সবাই তাকিয়ে থাকে 💫
কারণ আমি একটা ক্লাস, কপি নয় কখনো! 👑

আজ ২৭ সেপ্টেম্বর! আমার জীবনের সবচেয়ে বড় উপহার, আমার ছোট্ট রাজপুত্র আব্রাম খান জয়-এর জন্মদিন! ❤️তোমার পৃথিবীতে আসার দি...
27/09/2025

আজ ২৭ সেপ্টেম্বর! আমার জীবনের সবচেয়ে বড় উপহার, আমার ছোট্ট রাজপুত্র আব্রাম খান জয়-এর জন্মদিন! ❤️

তোমার পৃথিবীতে আসার দিনটি আমার কাছে আজও এক বিশেষ মুহূর্ত। দেখতে দেখতে তুমি এত বড় হয়ে গেলে, আমার সবথেকে প্রিয় বন্ধু! তোমার হাসি, তোমার সরলতা আর তোমার দুরন্তপনা— সবকিছুই আমার বেঁচে থাকার প্রেরণা।
মা হিসেবে তোমার জন্য আমার প্রার্থনা, তুমি যেন সবসময় সুস্থ থেকো, ভালো থেকো এবং তোমার জীবনের প্রতিটি দিন যেন আনন্দে ভরে ওঠে। মনে রেখো, তোমার মা সবসময় তোমার পাশে আছে, প্রতিটি পদক্ষেপে।
অনেক অনেক ভালোবাসা,শুভ জন্মদিন! ❤️🎂🤲
#আমারপ্রাণেরধন #শুভ_জন্মদিন

অপু বিশ্বাস

শুনলাম আমার ছবি দেখে অনেকের নাকি জ্বলছে!!! ভয় পাবার কোনো কারণ নেই আপারা আমি নায়িকা , মডেল , ব্যান্ড প্রোমোটার ,লাইভ প্রে...
27/09/2025

শুনলাম আমার ছবি দেখে অনেকের নাকি জ্বলছে!!!

ভয় পাবার কোনো কারণ নেই আপারা
আমি নায়িকা , মডেল , ব্যান্ড প্রোমোটার ,লাইভ প্রেজেন্টার, ইনফ্লুয়েঞ্জা কোনোটাই এই জীবনে হতে চাই না 😀

আমি ভাই পুরোদস্তুর ব্যাবসায়ী , আল্লাহ একটু চেহারা দিসে দেখে বডি ফিটনেস ঠিক করে নিজের ব্র‍্যান্ডের প্রোমোশন নিজেই করি 😀

বাকি টা Naymul Islam ভাইয়ের কারিশমা
মেকাপ Sumon Rahat

😃
27/09/2025

😃

এটা কে করলো😃    ©️
26/09/2025

এটা কে করলো😃

©️

একদিন স্বপ্ন দেখেছিল পরিবার—অভি ফিরবে বিদেশ থেকে অর্থনৈতিক সচ্ছলতা নিয়ে, বাবা-মায়ের মুখে হাসি ফুটবে, ভাই-বোনদের জন্য সুন...
26/09/2025

একদিন স্বপ্ন দেখেছিল পরিবার—অভি ফিরবে বিদেশ থেকে অর্থনৈতিক সচ্ছলতা নিয়ে, বাবা-মায়ের মুখে হাসি ফুটবে, ভাই-বোনদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে দেবে। সেই স্বপ্নের জন্যই মাদারীপুরের এই পরিবারের নিঃস্ব হয়ে ১৮ লক্ষ টাকা খরচ করে তাকে পাঠানো হয়েছিল ইতালি।

কিন্তু নিয়তি যেন নিষ্ঠুরভাবে সবকিছু কেড়ে নিলো। পরিশ্রম করে যখন রিন শোধ হচ্ছিল, তখনই হঠাৎ এক ভয়াবহ কালো খবর—প্রিয় অভিকে ২৬ টুকরো করে ফেলে রাখা হলো রাস্তার পাশে।

আজ বৃদ্ধ বাবা-মায়ের বুক ফেটে কান্না ছাড়া আর কিছু নেই। একটাই দাবি—প্রিয় ছেলের লাশ যেন অন্তত দেশের মাটিতে এনে কবর দেওয়া যায়। কিন্তু অর্থের অভাবে সেই প্রার্থনাও যেন অধরাই হয়ে আছে।


©️

💫 "নিজেকে প্রমাণ করার জন্য নয়, নিজের মতো বাঁচার জন্যই আমি যথেষ্ট।"⚡ "সাইলেন্ট লুক, কিন্তু এনার্জি স্মার্ট।"
26/09/2025

💫 "নিজেকে প্রমাণ করার জন্য নয়, নিজের মতো বাঁচার জন্যই আমি যথেষ্ট।"

⚡ "সাইলেন্ট লুক, কিন্তু এনার্জি স্মার্ট।"

Address

Dhaka
1211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tonny posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share