21/09/2024
#কত ধরনের প্রপাগান্ডা চলছে দেখেন
১. তফাজ্জল নিহতের ঘটনা এমন ভাবে প্রচার করা হচ্ছে যেন এটা স্বৈরাচার পতনের ফলে ঘটেছে। ভাবখানা এমন স্বৈরাচারের পতন না হলে এই ঘটনা ঘটত না।
২. জানুয়ারি মাসে ঘটে যাওয়া বৌদ্ধ মন্দিরের আগুনকে বর্তমান সময়ের পাহাড়ের ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে
৩. পাহাড়ে ইন্টারনেট বন্ধ করা হয়নি কিন্তু বলা হচ্ছে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে।
৪. ২০২১ সালের কাশবন পোড়ানোর ঘটনাকে সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে
৫. এর আগে ঘটে যাওয়া বিভিন্ন মন্দিরে আক্রমণের ঘটনা স্বৈরাচার পতনের পরের ঘটনা হিসেবে দেশ এবং বিদেশে প্রচার করা হয়েছে
এরকম আরও অনেক প্রপাগাণ্ডা এবং প্রচার বাজারে চলছে। এগুলো অস্থিরতা সৃষ্টি করার ষড়যন্ত্র সেটা বোঝা যায়
#আমরা সাধারণ মানুষ হিসেবে যা চাই তা হল
১। তফাজ্জল হত্যাকাণ্ডে জড়িতরা যত মেধাবীই হোক তাদের সর্বোচ্চ শাস্তি চাই। শয়তানও মেধাবী সুতরাং শয়তান মেধাবী আমাদের দরকার নেই
২. তফাজ্জল হত্যাকাণ্ড কিন্তু ঠেকানো যেত। যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, ভিডিও করেছে। তারা নির্লিপ্ত না হয়ে, সংগঠিতভাবে যদি প্রতিরোধ করতেন তাহলে কিন্তু এই নৃশংস ঘটনা ঘটত না। আপনারা এত নির্লিপ্ত কেন ভাই? আপনারা মানুষ না? দয়া করে একটু সংবেদনশীল মানুষ হন। আমাদের নির্লিপ্ততা যেকোন সময় আমাদেরকেই ভিকটিমে পরিনত করতে পারে।
৩. পাহাড়ি সহ সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষ যেন সমান অধিকার পায় তার নিশ্চয়তা। পাহাড়িরা এমনি এমনি ঝামেলায় জড়ায় এটা আমরা বিশ্বাস করি না। তাদের সমস্যা সমাধান তাদের অধিকার নিশ্চিত করুন।
৪. প্রিয় হুজুর এবং আলেমগণ আপনারা মাঝে মাঝে এমন কিছু করেন যে মুসলমান হিসাবে আমাদেরকে লজ্জা দেয়া অনেকের জন্য সহজ হয়ে যায়। আপনাদের নিকট থেকে দায়িত্বশীল, সংবেদনশীল এবং বুদ্ধিবৃত্তিক আচরণ এবং কার্যক্রম আশা করি
৪. বর্তমান দায়িত্বশীল সরকারের নিকট আবেদন আইন শৃঙ্খলা সহ অন্যান্য জন গুরুত্বপূর্ণ কাজগুলোকে প্রায়োরিটি বেসিসে সম্পন্ন করে সাধারনের মনে খানিকটা ভরসার যায়গা তৈরি করুন। না হলে প্রপাগাণ্ডা ছড়ানো সহজ হবে এবং সেগুলো মানুষ বিশ্বাস করা শুরু করবে।
Copied :
written by Tarun Yousuf