Elma TV

Elma TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Elma TV, TV Channel, Dhaka.

ইসরা*য়েলি পণ্য বয়কটে উম্মুল মাদারিস 'হাটহাজারী মাদ্রাসা'র ফতোয়া। আমরা সবাই আওয়াজ দিলে ভালো হয়।
03/12/2023

ইসরা*য়েলি পণ্য বয়কটে উম্মুল মাদারিস 'হাটহাজারী মাদ্রাসা'র ফতোয়া। আমরা সবাই আওয়াজ দিলে ভালো হয়।

একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল । পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও ত...
30/11/2023

একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল । পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করল যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত কিন্তু সে লাফ দেয় না। সে সহ্য করতে থাকে,,।
আস্তে আস্তে তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয় তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার কিন্তু তখন আর তার লাফ দেওয়ার মত শক্তি তার ছিল না।
পানি আরও গরম হতে থাকে যার ফলে সে গরম পানিতে ফুটে একটা সময় মারা যায়।
এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কিভাবে মারা গেছে ??
তাহলে অধিকাংশ মানুষই বলবেন গরম পানির কারনে মারা গেছে। কিন্তু না সে গরম পানির জন্য মারা যায়নি,
সে মারা গেছে লাফ দেওয়ার সিদ্ধান্ত দেরিতে নেওয়ার কারনে।
ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান কাল পাত্র ভেদে
একেকটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে। আমাদের বুঝতে হবে ক্ষমতা থাকা সত্ত্বেও কখন সরে যাওয়া উচিত।
সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত নেয়াটাই হবে একটা স্মার্ট সিদ্ধান্ত।

এখন থেকে দুবাইয়ের ভিসা থাকলে পাশের ৬ দেশে ঘুরতে পারবেন আীব দেশ গুলাতে এক ভিসা দিয়ে যেতে পারবেন
10/11/2023

এখন থেকে দুবাইয়ের ভিসা থাকলে পাশের ৬ দেশে ঘুরতে পারবেন
আীব দেশ গুলাতে এক ভিসা দিয়ে যেতে পারবেন

08/11/2023
08/11/2023

১৪ নভেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান, উপস্থাপনায় ফেরদৌস-পূর্ণিমা
উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী।
আপনারা নতুন মূখ দেখতে চান?

যে আমাকে ঘৃ'ণা করে, তাকে ঘৃ'ণা করার সময় আমার কাছে নেই।কারণ যারা আমাকে ভালোবাসে, আমি তাদের ভালোবাসতে ব্যস্ত থাকি!🖤🌸লেখা ...
31/10/2023

যে আমাকে ঘৃ'ণা করে, তাকে ঘৃ'ণা করার সময় আমার কাছে নেই।
কারণ যারা আমাকে ভালোবাসে, আমি তাদের ভালোবাসতে ব্যস্ত থাকি!🖤🌸

লেখা : এ.পি.জে আবুল কালাম

গবেষনায় আসলো মেয়ে মানুষের সময় বেশি প্যারা কম। তাই তো মেয়ে মানুষ ফেসবুক চালাই বেশী
27/10/2023

গবেষনায় আসলো মেয়ে মানুষের সময় বেশি প্যারা কম। তাই তো মেয়ে মানুষ ফেসবুক চালাই বেশী

মেয়েরা হলো শয়তানের রশি।তাই মেয়েদের কে দিয়ে কারাপ কাজের আক্রমণ বেশী হয়।

যে ছেলের টাকা নাই তার কাছে কোন ভালোবাসা নাই। টাকা ছাড়া মন দিয়ে কোন কাজ নাই।
27/10/2023

যে ছেলের টাকা নাই তার কাছে কোন ভালোবাসা নাই। টাকা ছাড়া মন দিয়ে কোন কাজ নাই।

সত্যি কথা ছেলেদের টাকা ইনকাম না থাকলে মেয়েদের কাছে কোন দাম নাই।টাকা থাকলে কালো ছেলেটা ও পূর্নিমার মতো মেয়ে পায়।

স'ত্যিই ম'জলুমের হাসি বিজয়ের হাসি..!!ইনশাআল্লাহ্✊Today's the best Photo 🌿🥰•🔵Beautiful                             •   ...
26/10/2023

স'ত্যিই ম'জলুমের হাসি বিজয়ের হাসি..!!

ইনশাআল্লাহ্✊

Today's the best Photo 🌿🥰
•🔵Beautiful


























আমার বিড়াল পালনে খুব বেশী ভালোবাসি। আপনি কি বিড়াল পছন্দ করেন?
23/10/2023

আমার বিড়াল পালনে খুব বেশী ভালোবাসি। আপনি কি বিড়াল পছন্দ করেন?

প্রতিদান- জসীম উদ্‌দীন-আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর,আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।যে মোরে করিল প...
22/10/2023

প্রতিদান
- জসীম উদ্‌দীন-
আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
যে মোরে করিল পথের বিবাগী, -
পথে পথে আমি ফিরি তার লাগি।
দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর ;
আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।

আমার এ কুল ভাঙিয়াছে যেবা আমি তার কুল বাঁধি,
যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি;
সে মোরে দিয়েছে বিষে ভরা বাণ,
আমি দেই তারে বুকভরা গান;
কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।

মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি,
রঙিন ফুলের সোহাগ-জড়ান ফুল-মালঞ্চ ধরি ।
যে মুখে সে কহে নিঠুরিয়া বানী
আমি লয়ে সখি, তারি মুখখানি,
কত ঠাঁই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।

অভিনন্দনঅধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল স্যার নবনিযুক্ত উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়।
17/10/2023

অভিনন্দন

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল স্যার
নবনিযুক্ত উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়।

Address

Dhaka
55000

Alerts

Be the first to know and let us send you an email when Elma TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category