04/08/2025
নিজের পুরনো 'আমিকে' মে'রে ফেলুন, না হলে সে আপনাকেই মে'রে ফেলবে!
শুনেন, আপনার জীবনের সবচেয়ে বড় শ'ত্রু আসেপাশের মানুষরা না, ভাগ্যও না। সবচেয়ে বড় শ'ত্রু হলো আপনার ভেতরের শত শত “আমি”। এই আমিগুলো এমন একেকটা ধুরন্ধর শ'ত্রু, যেগুলো আপনাকে সফল হতে দেবে না, শান্তিও পেতে দেবে না।
এক আমি বলে: আজকে না কালকে পড়াশোনা করবো!
আরেক আমি বলে: ব্যর্থ হলে লোকে কি বলবে রে?
এক আমি শুধু প্রেমে পাগল: লাইফের টার্গেট ইনবক্স রিপ্লাই!
এক আমি কষ্ট পেলেই ড্রামা শুরু করে: মনে করে সব খারাপ তার সাথেই হয়েছে। আরেক আমি অন্যের কথায় চলে: নিজের স্বপ্নের কোনো দামই নাই!
এইসব বেকার আমিগুলো একসাথে আপনার লাইফকে খানাখন্দে ভর্তি করে দেয়। আর আপনি বসে থাকেন, মনে করেন “আমার লাইফে কিছুই ভালো হচ্ছে না!”
কিন্তু বাস্তবতা হলো,
নতুন শক্তিশালী আমি তৈরি করতে হলে পুরনো বেকার আমিগুলোকে এক এক করে মে'রে ফেলতে হবে।
সাইকোলজিতে একে বলা হয়। Self-Reconstruction, মানে নিজের ভেতরের পুরনো ভার্সন ডিলিট করে নতুন আপডেট ইন্সটল করা।
উদাহরণস্বরূপঃ
১/ প্রেমে ছ্যাঁকা খেলেন?
প্রথমে ড্রামাবাজ আমি সারাদিন কাঁদে, গান শোনে, স্যাড স্ট্যাটাস দেয়। কিন্তু যেদিন কাঁদুনি আমিটাকে মে'রে ফেলে নিজেকে আপডেট করবেন, সেদিন জন্ম নেবে এক স্মার্ট, হ্যান্ডস-ফ্রি আমি।
২/ পছন্দের ভার্সিটিতে চান্স হয়নাই?
হতাশার আমি ফিসফিস করে বলবে “তুই শেষ!”
কিন্তু যেদিন সেই আমিটাকে মে'রে ফেলে অন্য ভার্সিটিতে ফাটাফাটি রেজাল্ট করবেন, সেদিন জন্ম নেবে এক ল'ড়াকু আমি।
৩/ পরিবারে সাপোর্ট নাই, একা একা জীবন?
অভিমানী আমি সারাদিন রুমে বসে কাঁদে। কিন্তু যেদিন অভিমানী আমিটাকে মে'রে ফেলে নিজে নিজে সারভাইভ করা শিখবেন, সেদিন জন্ম নেবে এক ইনডিপেনডেন্ট আমি।
৪/ প্রতিদিন মোবাইলে ৬ ঘণ্টা উড়িয়ে দেন?
আপনার ভেতরে থাকে দুইটা আমি!
আলসে আমি: গেম, রিলস, স্ক্রলিং…
পরিশ্রমী আমি: সফল হতে চায়।
আপনি যেদিন আলসে আমিটাকে রিপোর্ট করে লাইফ থেকে পারমানেন্টলি ব্যান করবেন, সেদিন থেকেই শুরু হবে আসল পরিবর্তন।
লাইফের কিছু গোল্ডেন রুল।
যে ভয়কে মে'রে ফেলে, সে হয় নেতা।
যে আলস্যকে মে'রে ফেলে, সে হয় সফল।
যে কষ্টের আমিকে মা'রে, সে হয় অদম্য।
আপনার ভেতরের পুরনো বেকার আমিগুলো ম'রলেই জন্ম নেবে আমি 2.0। যে হবে শক্তিশালী, প্রভাবশালী আর সমস্যামুক্ত।
কিন্তু এখন প্রশ্ন হলো!
আজ আপনি কোন আমিটাকে প্রথমে মা'রবেন?
Social Psychologist:
Jahid Hasan Scientist 🧑🔬