11/09/2025
শরীয়তপুর সখিপুর
পৈতৃক সম্পত্তিতে স্থাপনা নির্মাণে বাধা, বাজার কমিটির দাবি—এটি জাইকার সম্পত্তি
সংবাদ প্রতিবেদন:
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে পৈতৃক সম্পত্তির উপর স্থাপনা নির্মাণ করতে গেলে বাজার কমিটির বাধার মুখে পড়েছেন মালিকপক্ষ। বাজার কমিটির দাবি, উক্ত জায়গাটি ব্যক্তিগত নয়; বরং জাইকার সম্পত্তি। এ নিয়ে স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,
মালিকপক্ষ নিজেদের দাবি করা পৈতৃক সম্পত্তির উপর একটি স্থাপনা নির্মাণ শুরু করলে বাজার কমিটির সেখানে গিয়ে কাজ বন্ধ করে দেন। তাদের দাবি, জায়গাটি বহুদিন ধরে বাজার কমিটির আওতাধীন এবং জাইকার নামে সরকারি হিসাবভুক্ত।
অন্যদিকে, মালিকপক্ষ বলছে, তারা দীর্ঘদিন ধরে এ সম্পত্তির ভোগদখলে রয়েছে এবং জমিটি তাদের পূর্বপুরুষদের নামেই দলিলকৃত।
অন্যদিকে মালিকপক্ষের দাবি, “আমরা বৈধ মালিক হয়েও বাধার শিকার হচ্ছি।