30/08/2025
[]অমর একুশে বইমেলা-২০২৬[]
প্রিয় লেখকবৃন্দ,
নমস্কার/ আদাব
অমর একুশে বইমেলা-২০২৬ উপলক্ষে যাঁরা বই প্রকাশের কথা ভাবছেন তাঁরা এখন থেকেই পাণ্ডুলিপি প্রস্তুতের কাজ শুরু করে দিন।
মানসম্মতভাবে কাজ করতে গেলে একটু সময় নিয়ে কাজগুলো গোছাতে হয়,
যেহেতু অনেকগুলো ধাপ পেরিয়ে একটা বই সম্পন্ন হয়।
অনেকে হয়তো ভাবছেন,
এখনও ঢের সময়!
কিন্তু
যথেষ্ট সময় হাতে নিয়ে কাজ করলে বইটি মানসম্মত ও নির্ভুলভাবে প্রকাশ করা যায়।
তাই এখন থেকেই পাণ্ডুলিপি গুছানো দরকার।
আপনাদের সবার প্রিয় সপ্তর্ষি - Saptarshi সৃজনশীল ও প্রতিশ্রুতিবদ্ধভাবে সবসময়
পাশে ছিলেন এবং থাকবেন।
ধন্যবাদ।
চলুন এবার জেনে নেওয়া যাক বই প্রকাশের বিভিন্ন ধাপঃ
১/পাণ্ডুলিপি সংগ্রহ
২/টাইপিং
৩/আইএসবিএন নাম্বার সংগ্রহ
৪/প্রচ্ছদ করানো
৫/প্রুফ রিডিং ও এডিটিং
৬/কাগজ ক্রয়
৭/বইয়ের সেটআপ ও মেকআপ
৮/প্লেট তৈরি
৯/প্রেসে পাঠানো
১০/মুদ্রণ
১১/প্রচ্ছদ ছাপা
১২/জেল ছাপা
১৩/পোস্তানির কাগজ ছাপা
১৪/কাভার লেমিনেট/স্পট/এম্বোস/ফয়েল
১৫/ফর্মাগুলো ভাঁজ করা
১৬/ফর্মা অনুযায়ী একসাথে রাখা
১৭/সেলাই
১৮/গাম লাগানো
১৯/বাঁধাই
২০/মেশিনে চাপে রাখা
২১/শুকানো
২২/দশটা করে প্যাকিং
২৩/কপিরাইট অফিসে বই প্রদান
২৪/জাতীয় গ্রন্থাগারে বই প্রদান
২৫/বাজারজাতকরণ।
শুভেচ্ছান্তে
____ শিবু ওঝা
প্রকাশক, সপ্তর্ষি প্রকাশন
৩৭/১ খান প্লাজা, তৃতীয়তলা, বাংলাবাজার, ঢাকা।
[email protected]
ফোন: 01714225520, 01318403248Tapos Mojumder