ভালোবাসা অনুভবে

ভালোবাসা অনুভবে ভালোবাসার যত কথা, যত গান, যত কবিতা... প্র?

31/03/2025

ঈদ মুবারক
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

কভারিং: Nadia Afrin Moury

16/12/2024

এক নদী রক্ত পেরিয়ে

13/11/2024

আহারে সিঙ্গেলদের কষ্ট! 😂

13/11/2024

এই মেঘলা দিনে একলা
ঘরে থাকে না তো মন...

13/11/2024

আমি আবার ক্লান্ত পথচারী...

সবকিছু আলাদা আলাদা লাগে

কভার: আশিফা শিখা

13/11/2024

ভুলো না তাদের কভু...
জুলাইয়ের গণ আন্দোলনে চোখ হারানো বন্ধুদের নিয়ে এই ট্রিবিউট ভিডিও। আমরা ভুলবো না কিছুই।

04/11/2024

#পরকীয়া একটা দীর্ঘমেয়াদী প্রসেস। হুট করে প্রথম দেখায় ভালবাসা হলেও, পরকীয়া কিন্তু হুট করে হয় না। যখন দেখবেন- হায়-হ্যালো থেকে আপনার কনভারসেশন মিডনাইট অব্দি চলে যাচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে আপনি ভুল পথে। যখন দেখবেন দরকারের বাইরেই কাউকে অযথা নক দিচ্ছেন, কল দিচ্ছেন বা কেয়ার করছেন, তখন আপনাকে বুঝতে হবে শয়তান আপনার ওপর ভর করেছে।

কিন্তু ভুল জানার পরেও, বুঝার পরেও আপনি যখন সেটা কন্টিনিউ করবেন, তখন সেটাকে ঠান্ডা মাথার সিদ্ধান্ত বলে যেতে পারে। পরকীয়া যারা করে তারা ঠান্ডা মাথায় বুঝে শুনেই করে।
একজন সমাজ-পরিবার তোয়াক্কা না করে পরকীয়া করে, আবার অপরজন সমাজ ও পরিবারের স্বার্থে সব জেনে বুঝেও মেনে নেয়। তার মানে দায়ভার আপনাদের উভয়ের।

ফেসবুক কখনো পরকীয়া, ডিভোর্স সমাধানের প্ল্যাটফর্ম হতে পারে না। ফেসবুকে মানুষ আপনাকে জাজ করবে, কয়েকদিন সমালোচনা করবে, আলোচনা করবে এবং একটা মুখরোচক টপিক হিসেবে দেখবে। তারপর যে যার মত ব্যস্ত হয়ে যাবে। আপনার জীবন আপনাকেই মেইনটেইন করতে হবে। তাই এই ধরনের বিষয়গুলো পরিবারকে সাথে নিয়ে সমাধান করুন বা করা উচিত।

চারদিকে যেভাবে পরকীয়া, চিটিং এসব হচ্ছে এতে করে ইয়াং জেনারেশনের ছেলে-মেয়েদের বিয়ের ভীতি ঢুকে গেছে। এটার দায়ভার আমরা এড়াতে পারি না। এই ইয়াং জেনারেশনের ছেলে-মেয়েরা বিশ্বাস করতে চেয়েও পারে না যে, বিয়ে সবচেয়ে সুন্দরতম বিষয়। এর থেকে সুন্দর ও পবিত্র কোন সম্পর্ক হতেই পারে না। কিন্তু এইসব পরকীয়া, চিটিং করা এসবের জন্য তারা এখন বিয়েকে নেগেটিভভাবে দেখা শুরু করেছে।

তাই আপনাদের কাছে অনুরোধ পরকীয়ার মতো এতো নোংরা বিষয় নিয়ে ফেসবুকে না লিখে পারিবারিক এবং আইনীভাবে সমাধানে আসুন।

ছেলেমেয়েগুলোকে বুঝতে দিন, সবাই পরকীয়া করে না। সবাই এমন চরিত্রহীন/হীনা নয়। যারা এসবের বাইরে, তারা বিবাহিত জীবনে অনেক বেশি ভালো আছে। তারা একটা পজেটিভ ভাইব পাক ভালো কাপলদের থেকে। তাদের জীবন থেকে এই বিয়ে ভীতি দূর হোক। আর কতো!
মতামতের ভিন্নতা থাকলে পারে যেহেতু আমরা আলাদা মানুষ। তাই মত ভিন্ন হলেও আমি আপনার মতামতকে সম্মান জানাই।
----------
সংগৃহীত ও সম্পাদিত

12/07/2024

Address

Ramna

Alerts

Be the first to know and let us send you an email when ভালোবাসা অনুভবে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

ভালোবাসা অনুভবে

ভালোবাসা নিয়ে লিখুন সবাই

আমরা আছি আপনাদের সাথে

ভালোবাসার নির্দিষ্ট কোনো গণ্ডি নেই, নেই কোনো সময়, ভালোবাসা হোক অবারিত...