Sultana Kakon

Sultana Kakon "এমনি করে যায় যদি দিন যাক না
মন উড়েছে উড়ুক নারে,মেলে দিয়ে রঙিন পাখনা"
(5)

02/08/2025

বড় কোন লিখা পড়বার ধৈর্য্য অনেকের থাকেনা,
তবে কিছু লিখা পড়তে শুরু করলে শেষ পর্যন্ত যাবেনই।চলুন শুরু করি 🤗😊
******
ধরেন, কোন মানুষকে আপনি ব্যক্তিগতভাবে চিনেন না, কিন্তু সে সোশ্যাল মিডিয়াতে যা করে, তা দিয়ে কিন্তু আপনি তার সম্পর্কে একটা বেসিক আইডিয়া করতে পারবেন। কিছু বিষয় খেয়াল করবেন।

আমরা অনেকেই ভাবি সোশ্যাল মিডিয়া কেবল মানুষ যা দেখাতে চায় তাই প্রকাশ করে। কথাটা সত‍্য, কিন্তু মনোবিজ্ঞানের দৃষ্টিতে দেখলে, একজন ব্যক্তির পোস্ট, ভাষা, কমেন্টের ধরন এমনকি সে কার সাথে ইন্টার‍্যাক্ট করে, কিভাবে করে এসব কিছুই তার মানসিক গঠন ও ব্যাক্তিত্ব সম্পর্কে গভীর একটা ধারণা দেয়। একে বলা হয় behavioral leakage অর্থাৎ মানুষ যতই নিজেকে সাজিয়ে উপস্থাপন করুক না কেন, তার best version টা দেখানোর চেষ্টা করুক না কেন, তার অবচেতন মনের অবস্থা তার আচরণ আর ভাষার মাধ্যমে ফাঁস হয়ে যাবেই।

যারা সবসময় অন্যের ভুল খোঁজে, ছোট ছোট বিষয়েও সমালোচনা করে বা নেতিবাচক কমেন্ট করে, তাদের মধ্যে অনেক সময় নিজের জীবন নিয়ে অস্বস্তি, অপূর্ণতা, বা নিজের অর্জন নিয়ে অসন্তুষ্টি কাজ করে। সাইকোলজিতে একে বলা হয় projection mechanism যেখানে একজন মানুষ নিজের দুর্বলতা বা ব্যর্থতা অন্যের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করে, যেন নিজের কষ্টটা কিছুটা হলেও হালকা হয়।

আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো repetitive behavior। একজন মানুষ যদি একই ধরণের পোস্ট বারবার করে, যেমন সবসময় অন্যকে দোষারোপ, নিজের অর্জন জোর করে প্রচার, বা বিতর্কে জড়িয়ে যাওয়া, কেউ কিছু বললেই নিজের গায়ে টেনে ইস‍্যু তৈরী করা, তাহলে সেটা আর মুড নয়, সেটা তার personality trait-এর অংশ। এ ধরনের আচরণে দেখা যায় low emotional intelligence বা external validation dependency, যেখানে সে চায় বাইরে থেকে প্রশংসা, স্বীকৃতি পেতে।

পক্ষান্তরে, আত্মবিশ্বাসী মানুষদের মধ্যে উচ্চমাত্রার emotional intelligence ও self-regulation থাকে, যার ফলে তারা নিজের সম্মান ও কোয়ালিট রক্ষা করে চলে।মনোবিজ্ঞানে দেখা গেছে, যারা নিজের মূল্যবোধ এবং সামাজিক অবস্থানকে সম্মান করেন, তারা সোশ্যাল মিডিয়ায় সেভাবে পরিণত এবং গঠনমূলক ভাষা ব্যবহার করেন, যা তাদের আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের প্রমাণ দেয়। তাদের ভাষা, ব‍্যবহার ও আচরন দেখলে আপনি সহজেই আলাদা করতে পারবেন।এই শালীন আচরণই তাদের সামাজিক গ্রহণযোগ্যতা ও মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে।

On social media, your words, tone, and behavior silently speak volumes about your inner world. In the end, personality always leaks through performance.

Sajia Tonny
#সংগৃহীত

02/08/2025
02/08/2025

অফিস থেকে বেরিয়ে মোড় ঘুরতেই
দেয়ালে একটি লিখা নজরে এলো,
তাতে একটি ঠিকানা সহ লিখা আছে-
"এই গলির মাথায় একজন অসহায়
অতিশয় অসুস্থ বৃদ্ধার নিজের চিকিৎসা খাতে জমানো ১০০০ টাকা হারিয়ে গেছে।কোন স্বহৃদয় ব্যাক্তি তা খুঁজে পেলে এই ঠিকানায় পৌঁছে দিন।🙏
হাঁটা পথে মিনিট পাঁচেক। ঠিকানা কাছেই।
কৌতূহল দমন করতে না পেরে
আমি খুঁজতে খুঁজতে গেলাম সেখানে।
জং ধরা ভাঙাচোরা গেট দিয়ে সাবধানে
ভেতরে ঢুকলাম।
একটি জরাজীর্ণ টিনের ঘর,
উঠানে এক অশীতিপর বৃদ্ধা বসে আছেন।
আমার পায়ের শব্দে পেয়ে তিনি মুখ তুলে তাকালেন, "কে?"
আমার সম্বিত ফিরলো,
"গলির মাথায় আমি আপনার ১০০০ টাকা খুঁজে পেয়েছি!"
আমার কথা শুনে তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন। একটু পর, কিছুটা ধাতস্থ হয়ে বললেন, "বাবা, এই পর্যন্ত অন্তত ১০/১২ জন আমার কাছে এসেছে আর ১০০০ টাকা করে দিয়ে বলেছে, তারা নাকি রাস্তায় আমার টাকা খুঁজে পেয়েছে। আমার কোনো টাকা হারায় নাই, ওই লেখাগুলোও আমার না,আমি খুব একটা পড়ালেখা জানিও না!"

আমি নিচু হয়ে ওনার হাত ধরে বললাম, "যাই হোক, সন্তান মনে করে আপনি টাকাটা রেখে দিন।"

এই কথা শোনার পর তিনি টাকাটা নিয়ে বললেন, "বাবা, আমি খুব অসুস্থ। ভালো করে হাঁটতে চলতে পারি না। কি যে তোমায় খেতে দিই!"
এই বলে তিনি অনেক কষ্টে লাঠিতে ভর দিয়ে বারান্দায় উঠলেন, আমার মনে হলো তিনি এখনি পড়ে যাবেন। আমি তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলাম।
তিনি কম্পমান হাতে বাটিতে গুড়মুড়ি ঢালতে বললেন, "তুমি আমার অতিথি! তুমি বসো।"
আমার পেটে একটুও ক্ষুধা ছিল না। তবুও, কিছুটা বৃদ্ধার আন্তরিকতায় মুগ্ধ হয়ে,
বাকিটা তার সাথে আরো খানিকক্ষণ গল্প করার লোভে ধীরে ধীরে গুড়মুড়ি খেতে লাগলাম।
কথায় কথায় জানলাম এই পৃথিবীতে আপনজন বলতে ওনার কেউ নেই। আগে ভিক্ষা করতেন, অসুস্থ হবার পর আর বাড়ি থেকে বেরোতে পারেন না।
ফেরার সময় বৃদ্ধা বললেন,
"বাবা,একটা অনুরোধ,
তুমি যাওয়ার সময় ওই কাগজটা ছিঁড়ে ফেলো।"
আমি ওনার বাড়ি থেকে বের হওয়ার সময় মনে মনে ভাবছিলাম, "সবাইকে উনি বলার পরও কেউ কেন কাগজটি ছেঁড়েনি?"
আর ভাবছিলাম ওই মহানুভব মানুষটির কথা যিনি ওই নোটটি লিখেছেন।
সহায় সম্বলহীন অসুস্থ বৃদ্ধ মানুষটাকে সাহায্য করার এত সুন্দর উপায় বের করার জন্য আমি তাকে মনে মনে ধন্যবাদ দিলাম।
হঠাৎ ভাবনায় ছেদ পড়ল একজনের কথায়, "এই যে, শুনছেন?"
চল্লিশোর্ধ্ব এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে এসে বললেন, "এই ঠিকানাটা কোথায় বলতে পারেন? একটু আগে আমি রাস্তায় ১০০০ টাকার একটা নোট পেয়েছি, এটা আমি ফেরত দিতে চাই।"
ঠিকানা দেখিয়ে সামনে এগুলাম।
কখন জানি আমার চোখদুটো ভিজে উঠেছে। আকাশের দিকে তাকিয়ে আমি বিড়বিড় করে বললাম, এভাবেই বেঁচে থাকুক আমাদের মানবতা!❤️


সংগৃহীত

02/08/2025
02/08/2025

আমি কিছু ছেলেদের দেখি,বিয়ে করে বউকে
ঘরের ফার্নিচারের মত ভাবে।নিজে যখন খুশী
বন্ধুদের সাথে ট্যুরে যায়,অবসরে বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকে,বউকে বাচ্চা দিয়ে,তাঁর যত্ন
আর নিজের বাবা মায়ের সেবায় লাগিয়ে রাখে।
বউ কখনও যেতে চাইলে নানা রকম বাহানায় তাঁকে দমিয়ে রাখে।এমন যাঁরা করে তাঁরা আসলে দিনে দিনে স্ত্রীর মন থেকে দূরে সরে যায়।এমন দাম্পত্য জীবন থেকে সুখ এক সময় উবে যায়।

29/07/2025
29/07/2025

সমস্যা যতই বড় হোক না কেন,
সব সময় মনে রেখো
সৃষ্টিকর্তা একজন আছেন যিনি সব কিছু সমাধানের জন্য যথেষ্ট...🤲.. !!
শুভ রাত্রী 🌟💖

*ফেসবুকে কি করে পেমেন্ট পাওয়া যায় process  জানতে চাও? *তাহলে  মন দিয়ে এটা পড়। এতে তোমাদেরই উপকার হবে ।🥀 তোমাদের যেন ...
14/06/2025

*ফেসবুকে কি করে পেমেন্ট পাওয়া যায় process জানতে চাও? *তাহলে মন দিয়ে এটা পড়।
এতে তোমাদেরই উপকার হবে ।

🥀 তোমাদের যেন উপকারে আসে, একটু সাহায্য করতে পারি সেজন্যই পোস্টটা ক্রিয়েট করা
নিজের অনেকটা সময় নষ্ট করে শুধু তোমাদের ভালোবাসার জন্য লিখলাম।🥰

🥀ফেইসবুকে Bonus, Stars এগুলো কি, কিভাবে পাওয়া যায় অনেকেই আমরা তা জানিনা ।
🥀প্রথমত Star সেট আপ অন হয় ৫০০ ফলোয়ার থাকলেই।
আর Star পেলে তোমরা আর্ন করতে পারবে। 1স্টার= 0.01 ডলার= 0.83টাকা।
🥀প্রসঙ্গত বলে রাখি Star কাউকে দিতে হলে কিনে দিতে হয়, প্রথমবার 29টা স্টারের দাম 30টাকা ।

🥀 এবার আসি Bonus এর ব্যাপারে, বোনাস পেতে হলে কোনোরকম ক্রাইটেরিয়া নেই, শুধুমাত্র ফেইসবুক Invite করলে তবেই বোনাস প্রোগ্রাম এ যুক্ত হওয়া যায় আর এতে করে প্রতিটি পোস্টের থেকে ইনকাম হয় ।
এই Bonus প্রোগ্রাম চালু করতে হলে প্রধানত আমাদের যা করতে হবে সেটা হল রিচ, আর এনগেজমেন্ট বাড়াতে হবে।
রিচ আর এনগেজমেন্ট বাড়ানো মানে হলো পোস্টে প্রচুর পরিমাণে রিএক্ট, কমেন্টস পাওয়া ।
🥀 এবার নিশ্চই অনেকে মনে মনে ভাববে আর কারো পোস্টে রিয়েক্ট, কমেন্ট করবো না । কিন্তু বলে রাখা ভালো যে অন্যের পোস্টে রিয়েক্ট কমেন্ট করলে নিজেদেরই রিচ বাড়ে। আর রিচ বাড়তে থাকলেই ফেসবুক বোনাস প্রোগ্রাম চালু করে দেবে।

অনেকের দেখবে ফলোয়ার সংখ্যা অনেক তবু monetization হচ্ছে না। আবার অনেকের ফলোয়ার কম কিন্তু তবু টাকা পাচ্ছে ফেসবুক থেকে, এর কারণ একটাই। অন্যের পোস্টে যত বেশি রিয়েক্ট কমেন্ট করবে তত তোমার প্রোফাইল recommend করবে ফেসবুক,এতে তোমার বন্ধু বা ফলোয়াররা না করুক কিন্তু অন্যরা তোমার পোস্ট দেখতে পাবে, রিয়েক্ট কমেন্ট করবে ।

🥀আর follow back না পেলে unfollow করে দেওয়াটাও কিন্তু রিচ ডাউন করে।

🥀স্টিকার কমেন্টে কোনো বাধা নেই। কমেন্ট, রিয়েক্ট , শেয়ার এনগেজমেন্ট বাড়ায়, সেটা যেই কমেন্ট হোক না কেনো।

ফেসবুকে সবাই কমবেশি ফটো ভিডিও পোস্ট করে থাকে সেটা করে যদি সেখান থেকে ইনকাম করা যায় এর থেকে ভালো আর কি।
এবার হিংসা করে ইগনোর না করে Like, Comment করে একে অপরকে সফল হতে সাহায্য কর প্লীজ🙏
ভাল থেকো সবাই।

সংগৃহীত

ইহা একটি ছবির পোজ🤗😌
30/05/2025

ইহা একটি ছবির পোজ🤗😌

28/05/2025

নামের বন্ধুত্ব নয়,
যাঁকে মন প্রকৃতই বন্ধু মানে তাঁকে আগলে রেখো।
💙🤷‍♀️💙

মনে হল এক যুগ পর এক্টিভ হলাম।🤗🥰
26/05/2025

মনে হল এক যুগ পর এক্টিভ হলাম।🤗🥰

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sultana Kakon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sultana Kakon:

Share

Category