কৃষক কল্যাণ পরিষদ

কৃষক কল্যাণ পরিষদ Political news

28/01/2025

কৃষক কল্যাণ পরিষদের নতুন সম্মেলন আগামী ৮ ফেব্রুয়ারি❤️❤️

14/08/2024

আওয়ামী লীগ শাসনামলে হয়রানি হয়েছেন, তারা থানায় গিয়ে মামলা ‍করুন। অনেকের সম্পদও জোরপূর্বক দখল করেছে, তারাও মামলা করুন, লিংকে দেয়া ছাত্র-জনতার গ্রুপটিতে এড হয়ে নিন। এক হয়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার সহযোগী হোন।

06/08/2024

ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র-নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এটাই ছাত্র-নাগরিকদের চাওয়া।
আমাদের স্বৈরাচারী শিকল ভাঙতে অনেক রক্ত ঝরেছে। শহীদ ভাইদের প্রতি বিনম্র শ্রদ্ধা, সবাইকে জাতীয় বীর ঘোষণা করা হয়েছে। যাঁদের রক্তের বিনিময়ে এই অর্জন তাদের ভুলে যাওয়া হবে যদি আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন না দেখতে পারি।
আমাদের নেত্রকোণায় বিজয়ের আনন্দেও অনেক অনাকাঙিক্ষত ঘটনা চোখে পড়েছে। নেত্রকোনার জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আমাদের বার্তা-

নেত্রকোণা জেলার সকল জায়গায় মন্দির পাহারায় আমাদের ছাত্র-নাগরিক ভাইদের একদল
হিন্দু অধ্যুষিত এলাকায় একদল
সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় একদল
সারা জেলায় এভাবেই নিরাপদ রাখার জন্য প্রোগ্রাম হবে। বিজয় মিছিলের নামে দুবৃত্তদের অরাজকতায় সহযোগী হবেন না। বিজয় মিছিলের সকল প্রোগ্রাম ক্যান্সেল করা হলো।

রফিকুল ইসলাম শুভ
সমন্বয়ক, নেত্রকোনা জেলা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

02/01/2024

দেখছেন গণিতের ফাউন্ডেশন ক্লাস।
ক্লাসটি পরিচালনা করছেন- শ্রদ্ধেয় অনিক স্যার

ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য- 01907070734

01/01/2024

২০২২ সাল ভিত্তিক ব্যাংক জব সার্কুলার-এর ফরম পূরণ চয়েজ লিস্ট ও প্রস্তুতির কৌশল বিষয়ক উন্মুক্ত লাইভ সেমিনার ।
২০২২ সাল ভিত্তিক সার্কুলার-এ সিনিয়র অফিসার সহ অন্যান্য পদ-এ শূন্য পদ ৩৩৫৮টি।
🔹ব্যাংক জব প্রস্তুতির প্রিলি. + লিখিত কোর্স-এ নতুন ব্যাচে অনলাইন ও অফলাইন-এ বিশেষ ছাড়ে ভর্তি চলছে।
কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্টে দেওয়া গুগল ফরমটি পূরণ করুন অথবা ফোন করুন-
📞01896061992
📞01896061993
=====================================
🟡কোর্স-এ যা যা থাকছে:
➡️ ক্লাস সংখ্যা- ১০৬টি (২১২ ঘণ্টা);
🔺গনিত প্রিলি. + লিখিত = ৭৬ ঘণ্টা
♦️ইংরেজী গ্রামার = ৩০ ঘণ্টা
♦️ ইংরেজী ভোকাবুলারি = ১০ ঘণ্টা
♦️ইংরেজী লিখিত+ ফোকাস = ৪০ ঘণ্টা
🔸বাংলা ভাষা ও সাহিত্য = ১৮ ঘণ্টা
🔻 সাধারণ জ্ঞান = ২২ ঘণ্টা
🔺ICT = ১০ ঘণ্টা
🔻A. Ability = ৬ ঘণ্টা
➡️ ক্লাস টেস্ট- ৭৪টি;
➡️ মূল্যায়ন টেস্ট- ১২টি;
➡️ সাবজেক্টিভ টেস্ট- ১২টি;
➡️ মডেল টেস্ট- ৮টি;
➡️ ক্লাস PDF- ৯৪ টি;
➡️ www.careermapbd.com এ প্রিলি. ও লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ।
➡️ প্রিন্টেড লেকচার শিট।
🔷 এছাড়াও থাকছে-
➡️ শূন্য থেকে ব্যাংক জব প্রস্তুতি
➡️ ব্যাসিক টু এডভান্স লেভেল প্রিপারেশন
➡️ MCQ+ Written পাশাপাশি প্রস্তুতি
➡️ সিক্রেট গ্রুপে ক্লাস রেকর্ড
➡️ ভর্তির সাথে সাথে প্রযোজ্য ক্ষেত্রে প্রিন্টেড লেকচার শিট কুরিয়ারে পাঠানো হবে।
➡️ অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের মাধ্যমে পাঠদান।
➡️ আমাদের পূর্ণাঙ্গ কোর্সের প্রার্থীদের ক্লাস, পরীক্ষা ও শিটের বাইরে পত্রিকা পড়াই যথেষ্ট।
=====================================
✅বর্তমানে ব্যাংক পরীক্ষার প্রিলি. ও লিখিত ৩০০ নম্বরের মধ্যে ১৬৫ নম্বর অর্থ্যাৎ ৫৫% নম্বর ইংরেজি, ফোকাস ও আর্গুমেন্টেটিভ রাইটিং-এ। প্রিলি. ও লিখিত পরীক্ষায় গণিতের মার্ক ১৬.৬৭% (মোট নম্বর ৫০)। এটা স্পষ্ট প্রতীয়মান যে, বর্তমানে ব্যাংকে চাকরি পেতে হলে ইংরেজি ও ফোকাস এবং আর্গুমেন্টেটিভ রাইটিং পার্টে ভালো করার কোনো বিকল্প নেই। ব্যাংক জব প্রস্তুতির সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একমাত্র ক্যারিয়ার ম্যাপই ইংরেজি, ফোকাস এবং আর্গুমেন্টেটিভ রাইটিং পার্টে অপ্রতিদ্বন্দ্বী। ক্যারিয়ার ম্যাপ কোর্সের শুরুর দিন থেকেই প্রার্থীদের রাইটিং পার্টে ভালো করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকে।
=====================================
🟡 যেভাবে ভর্তি হবেন-
✅ অনলাইন ও অফলাইন-এ ভর্তি হতে কোর্স ফি নিচের দেওয়া নম্বরে বিকাশ,নগদে সেন্ড মানি করুন।
BKash Merchant : 01907070730
Nagod Personal: 01922101536
✅ ভর্তি সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ফোন করুন-
অনলাইন
📞01896061992
📞01896061993
📞01907070730
📞01907070734
মিরপুর 📞01907070731/32
মালিবাগ 📞01907070733/34
নীলক্ষেত 📞01896061997/98
ফার্মগেট 📞01907070738/39
ঠিকানা: 260/6 মালিবাগ (৪র্থ তলা) হোসেফ টাওয়ারের পাশে, মালিবাগ মোড়, ঢাকা।

30/12/2023

Target Combined Bank-2022 Based Mathematics-Geometry Free Class-ক্লাসটি নিচ্ছেন শ্রদ্ধেয় রাসেল রানা স্যার। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য- ০১৯০৭০৭০৭৩০/৩৩/৩৪

20/12/2023

মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরীর মাটি, রফিক ভাইয়ের ঘাঁটি।

06/12/2023

১৮ তম শিক্ষক নিবন্ধন ওরিয়েন্টেশন ক্লাস।

“অনলাইন শিউর সাকসেস” কোর্স করুন বিসিএস কনফিডেন্সের উপ-ব্যবস্হাপনা পরিচালক মোঃ জসিম উদ্দিন স্যার পরিচালিত কনফিডেন্সের একটি সহযোগী প্রতিষ্ঠান- ক্যারিয়ার ম্যাপের সাথে।
যোগাযোগ- 01896061991/94

06/12/2023

Special English Class for Officer (General) with M Rubel Rana Sir.
For admission- 01907070734/33

06/12/2023

দেখছেন ১৮তম শিক্ষক নিবন্ধন, নন ক্যাডার ও প্রাথমিক সহ. শিক্ষক প্রস্তুতির ইংরেজি ফ্রি ক্লাস। ক্লাসটি নিচ্ছেন শ্রদ্ধেয় রুবেল রানা স্যার। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য- ০১৯০৭০৭০৭৩০/৩৩/৩৪

05/12/2023

Focus Writing 'Component of Development Modes of BD' with Aditya sir

05/12/2023

দেখছেন ১৮তম শিক্ষক নিবন্ধন, নন ক্যাডার ও প্রাথমিক সহ. শিক্ষক প্রস্তুতির গণিত সংখ্যার ধারণা ফ্রি ক্লাস। ক্লাসটি নিচ্ছেন শ্রদ্ধেয় রাসেল রানা স্যার। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য- ০১৯০৭০৭০৭৩০/৩৩/৩৪

Address

Dhaka

Telephone

+8801928710550

Website

Alerts

Be the first to know and let us send you an email when কৃষক কল্যাণ পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কৃষক কল্যাণ পরিষদ:

Share