Imran Hasan

Imran Hasan °
ফিদাকা ইয়া রাসুলুল্লাহ ﷺ

07/10/2025

এইডা রায়হান রুমি 😉

দাদির প্রতি ভালবাসা ও শ্রদ্ধা থেকে অনুপ্রাণিত হয়ে এক চীনা যুবক টানা ২০ বছরের বেশি সময় ধরে পরিশ্রম করে  নির্মাণ করেছেন এক...
06/10/2025

দাদির প্রতি ভালবাসা ও শ্রদ্ধা থেকে অনুপ্রাণিত হয়ে এক চীনা যুবক টানা ২০ বছরের বেশি সময় ধরে পরিশ্রম করে নির্মাণ করেছেন এক বিস্ময়কর শিল্পকর্ম- ‘স্কাই ল্যাডার’ বা ‘আকাশ সিঁড়ি’।

পুরো সিঁড়িটি নির্মাণ করা হয়েছে আতশবাজি দিয়ে, যা জ্বলে ওঠে দাদির স্মরণে। প্রতিবছর রাতে যখন এই আতশবাজিগুলো আকাশ আলোকিত করে, তখন তা প্রতীকীভাবে প্রকাশ করে দাদি ও নাতির আত্মিক সংযোগ- পৃথিবী থেকে আকাশে পৌঁছানোর এক ভালোবাসার সেতু।
প্রকল্পটি কেবল শিল্প ও প্রযুক্তির নয়, বরং গভীর মানবিক অনুভূতি ও পারিবারিক শ্রদ্ধার প্রতীক। দুই দশক ধরে চলা এই কাজের মাধ্যমে তিনি দেখিয়েছেন—ভালোবাসা, ধৈর্য ও স্মৃতি মানুষকে কতদূর নিয়ে যেতে পারে।

তার এই আকাশমুখি শ্রদ্ধার সিঁড়ি যেন প্রমাণ করে- মৃত্যু শুধু শরীরের শেষ, সম্পর্কের নয়।

তথ্যঋণ : বিবিসি
#ছবি কোরিওগ্রাফি নিজ।

"জীবন বড়ই বিচিত্র। সন্ধ্যা কাটেনা অথচ দিব্যি বছর কেটে যাচ্ছে।"
02/10/2025

"জীবন বড়ই বিচিত্র।
সন্ধ্যা কাটেনা অথচ দিব্যি বছর কেটে যাচ্ছে।"

আশা যত হারাও ততই তা ফিরে আসে, হতাশা যত বাড়ে ততই আলো নিভে যায় পাশে ❤️‍🩹🙂
01/10/2025

আশা যত হারাও ততই তা ফিরে আসে, হতাশা যত বাড়ে ততই আলো নিভে যায় পাশে ❤️‍🩹🙂

ঢাকা তে থাকেন বা ঢাকায় আসবেন তাহলে সাবধান 🚨১. ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে আ/ঘা/ত করে চলেছে আ...
27/09/2025

ঢাকা তে থাকেন বা ঢাকায় আসবেন তাহলে সাবধান 🚨

১. ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে আ/ঘা/ত করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই সাহায্য করেন, আপনি দয়া দেখাতে গিয়ে র/ক্ষা করতে এগিয়ে গেলেই বি/পদ হতে পারে, ওরা আপনার সব কিছু নিয়ে যেতে পারে, কারণ তারা সংঘবদ্ধ প্র'তা'রক চ/ক্র

২. ওভার ব্রিজ এর উপর মহিলা কাঁদছে যে, সে যার সাথে দেখা করবে তার মোবাইলে কল দিতে হবে কিন্তু, তাঁর কাছে টাকা নেই বলবে আপনার মোবাইল দিয়ে সেই লোকের নাম্বারে মিসকল দিলেও সে ব্যাক করবে আপনি কল দিলেন তো ফাঁ/দে পড়লেন, ওরা নিরীহ মানুষ দেখে তাদের নম্বর সংগ্রহ করে ও পরবর্তীতে সেই নাম্বারে কল করে লোভনীয় প্রস্তাব দেয়, রাজী হলে আপনাকে তাঁদের আস্তানাতে নিয়ে ব্লা/ক মে*ইল করবে।

৩. শাহবাগ, মহাখালী, যাত্রাবাড়ী জ্যামে আটকে আছেন, নানা ধরণের লিফলেট যেমনঃ দুর্বলতা, রোগে, নানা লোভে আপনাকে ফাঁ/দে ফেলার ব্যবস্থা, এমন বলে যে রুম ডে/ট এর ব্যবস্থা আছে।

৪. রাস্তায় সুন্দর চোখ এর বোরকা আলি আপনার সাথে কথা বলতে চায়, প্রেমের প্রস্তাব নয়, কিন্তু ইসারা, যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে কাছে পাবেন, যদি তাই ভাবেন তবে ধরা পড়ার সম্ভাবনা শতভাগ আপনাকে তাঁদের আস্তানায় নিবে, তারপর আর কিছু আপনার করা লাগবে না, সব হারাবেন, মেয়ে দিয়ে ব্লা/ক মে'ইল করবে।

৫.গাবতলি, সায়েদাবাদ, কিংবা সদরঘাট , মাওয়া, আরিচা, দৌ*লতদিয়া ফেরি ঘাটে বসে আছেন, দেখলেন যে বাইরে তাস, লুডু ইত্যাদি খেলছে, কাছে গেলেন কি ফেঁ/সে গেলেন।

৬. যাত্রাপথে অপরিচিত লোক এর সাথে মতবিনিময় করবেন খুবই কম, আপনি যে স্থানে যাবেন সে স্থান যেন আপনার পরিচিত।

৭. রেলগাড়ির ছাঁদে চলাচল করা থেকে বিরত থাকবেন, কারণ এক দল ছেলে পাওয়া যায়, যারা রেলের ছাদের উপর থেকে ছি*ন/তাই করে ছাদ থাকে ফেলে দেয়

৮.লঞ্চ এ কম যাত্রী থাকলে উঠবেন না।

৯.যারা দ্রুত যাতায়াত এর জন্য স্পীড বোট এ যাতায়াত করবেন তারা টাকা বা মুল্যবান কিছু সাথে নিবেন না কারণ দেখা গিয়েছে যে, এক দল আছে যারা বোট ছাড়ার পর নির্জন স্থানে বোট ভিড়িয়ে ছি/ন/তাই করে আপনাকে নামিয়ে দিতে পারে।

১০.হেঁটে যেতে হলে বিভিন্ন বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ নে*শাখোর ওঁত পেতে থাকে ছি*নতাই এর জন্য।

এছাড়াও যাতায়াতের সময় এ জাতীয় অন্যান্য ব্যাপারে সতর্ক থাকতে হবে, সচেতনতা সৃষ্টিতে শে*য়ার করে সকলকে জা'নি'য়ে দিন।

ভালো থাকুন, সুস্থ থাকুন,
সৃষ্টিকর্তাকে স্মরণে রাখুন।

25/09/2025

আমাদের টার্গেট নেক্সট বিশ্ব কাপ, নট দিস ওয়ার্ড কাপ 😁

21/09/2025

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা।

Free Free Palestine.🇵🇸

14/09/2025

Ai পুরা ঢাকাকেই অচল বানাইয়া দিল 🤭

14/09/2025

এইডা একটা জিনিস রেহ ❤️

বিপদে পরলেও কখনো বউ এর কাছ থেকে টাকা ধার নেবেন না 😁😁
12/09/2025

বিপদে পরলেও কখনো বউ এর কাছ থেকে টাকা ধার নেবেন না 😁😁

Address

Dhaka

Telephone

+8801741841866

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imran Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Imran Hasan:

Share