Imran Hasan

Imran Hasan °
ফিদাকা ইয়া রাসুলুল্লাহ ﷺ

23/07/2025

ইন্নালিল্লাহ!মাইলস্টোনের ছাত্র শহীদ মিরসাদ এর মৃত্যুর শোকে তার মা ইন্তেক|ল করেছেন.!🥲

22/07/2025

বেশ দূরের একটি ভবনের ছাদের সিসিটিভিতে গতকালের মর্মান্তিক যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটির ধরা পরে।

সোর্স _ জুলকারনাইন সায়ের (কচুক্ষেত)

22/07/2025

বিমান ভেঙে পড়লো, লাশ উঠলো… কিন্তু সংখ্যা বলছে কে?
ঢাকার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান ভেঙে পড়েছে। ২৭ জন নিহত বলছে সংবাদমাধ্যম, কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছে — লাশ অনেক বেশি।

🛑 লাশের সংখ্যা গোপন রাখা হচ্ছে!
কেন? রাষ্ট্র কি লাশ গোনার সাহসও হারিয়ে ফেলেছে? না কি গোপন করে দায় এড়ানোর চেষ্টা?
স্কুলের ভেতরে ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী… আহতদের একেকজনের শরীর থেঁতলে গেছে, কিন্তু হিসেব ‘নিয়ন্ত্রিত’!

❗ প্রশ্নগুলো খুব সহজ:
যুদ্ধবিমান কেন স্কুলের উপর দিয়ে উড়বে?
প্রশিক্ষণ যদি দরকার হয়, সেটা কেন ঢাকার মতো জনবহুল এলাকায়?
আর এখন? সত্যটা জানানো হচ্ছে না কেন?

🖤 রাষ্ট্রীয় শোক তো হলো, কিন্তু এই মিথ্যাচার? এটাও কি শোকের অংশ?

📣 আজ না বললে, কাল আর সুযোগ থাকবে না! এই প্রশ্নগুলো তোলা এখন আমাদের ঈমানি দায়িত্ব!
#লাশ_আছে_হিসেব_নেই #দুর্ঘটনা_না_রাষ্ট্রীয়_অবহেলা #বিমান_উড়বে_না_আর_নিরাপত্তাহীন_আকাশে

21/07/2025

এই দেশে শুধু নিঃশ্বাস নিয়ে বাঁচাটাই একটা বড় বিলাসিতা।

21/07/2025

এ কোন বেঁচে থাকা আমাদের? আজ ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। নিহত অন্তত একজন, আহত বহু — যারা ছিল শিক্ষার্থী, শিক্ষক, সাধারণ মানুষ। কেউ কেউ হাসপাতালের বিছানায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
প্রশ্ন একটাই: ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরের আকাশে কেন উড়বে প্রশিক্ষণ বিমান? স্কুল-কলেজ, বাসাবাড়ির উপর দিয়ে যুদ্ধবিমান ওড়ানো কতটা দায়িত্বশীলতা?
শান্তিপূর্ণ একটি শহর যেন পরীক্ষাগার! আর পরীক্ষার ভুলে ঝরে পড়ে প্রাণ।
জীবনের কোনো মূল্য নেই এখানে? দায় কেউ নেয় না, জবাব কেউ দেয় না!

🕯️ আহতদের জন্য দোয়া 📢 দাবি:
প্রশিক্ষণ বিমান চালনার জন্য নিরাপদ, জনবসতিহীন আকাশপথ নির্ধারণ করতে হবে
স্কুল-কলেজ এলাকায় যেকোনো ধরনের সামরিক অনুশীলন নিষিদ্ধ করতে হবে
স্বচ্ছ তদন্ত এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে
#উত্তরা_বিমানদুর্ঘটনা #ঢাকারআকাশ_নিরাপদ_হোক #জীবনেরমূল্য #জবাবদিহি_চাই

20/07/2025

ফটোগ্রাফার Sujan Chandro Roy এর বাসায় চু*রি হয়েছে😭। ঘরের ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা, গহনা –সহ সব মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চো/র। খুবই দুঃখজনক ঘটনা।

৪র্থ মৃত্যু বার্ষিকী আল্লাহ তায়ালা মাহফুজুল আলম ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন 🤲
20/07/2025

৪র্থ মৃত্যু বার্ষিকী
আল্লাহ তায়ালা মাহফুজুল আলম ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন 🤲

আমি কারো হাইপ নই… আমি নিজে একেকটা প্রজেক্টে হই একটা গল্প!আমি রাত জেগে কাটাই… অডিও-ভিডিও, কাট-পেস্ট, কালার-টোনে ঘাম ঝরাই…...
20/07/2025

আমি কারো হাইপ নই… আমি নিজে একেকটা প্রজেক্টে হই একটা গল্প!

আমি রাত জেগে কাটাই… অডিও-ভিডিও, কাট-পেস্ট, কালার-টোনে ঘাম ঝরাই… পিক্সেলের নিচে লুকানো থাকে আমার মেহনতের ছাপ।
আমি শোরগোল করিনা, আমার কাজ চুপচাপ বলে — "এই ছেলেটা সিরিয়াস!"

ভিডিও এডিটিং হোক, ডিজাইন হোক, গজল হোক বা গল্প — আমি শুধু ‘কনটেন্ট’ বানাই না, আমি অনুভব বানাই!

জনপ্রিয় হতে না পারি, কিন্তু যে কেউ আমার কাজ দেখলে বলে — "এটা কাদের কাজ রে ভাই? অন্যরকম!"

সবাইকে খুশি করার ইচ্ছা নেই। আল্লাহ জানেন, আমি কেন করি, কিভাবে করি। আর আমার কাজ প্রমাণ দেবে, আমি সময়ের সাথে হারিয়ে যাওয়ার ছেলে না!

19/07/2025

গণজাগরণ—নতুন রাজনৈতিক সম্ভাবনার পথরেখা
মাত্র এক মাসের ব্যবধানে—বাংলাদেশের রাজপথে উঠে এসেছে দুইটি বিশাল গণজাগরণ। একটি ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকে, অন্যটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহ্বানে। দুইটি দল, দুইটি আলাদা অবস্থান, কিন্তু এক জায়গায় এসে মিলছে — তা হলো, মানুষকে নিয়ে পথচলার আকাঙ্ক্ষা।
রাজনীতির এই ক্লান্তিকালে যেখানে রাজনীতি মানেই ক্ষমতা দখলের খেলা, জনগণের স্বার্থ আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাটা প্রায় বিলুপ্তপ্রায় এক চর্চা — সেখানে এই দুই গণজাগরণ যেন সাহস জাগানিয়া এক ধাক্কা।
মানুষ আজও বেরিয়ে আসে, যদি নেতৃত্ব বিশ্বাসযোগ্য হয়। মানুষ আজও মাঠে নামে, যদি নেতৃত্ব তার কথা বলে। মানুষ আজও চোখে স্বপ্ন রাখে, যদি নেতৃত্ব তার পাশে দাঁড়ায়।
আমরা চাই—এই জাগরণ হোক একটি গুনগত পরিবর্তনের শুরু। রাজনীতির মাঠে শুধু মুখে নয়, কাজে আসুক ইসলামি মূল্যবোধ, আসুক আদর্শিক দৃঢ়তা, ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার সাহস।
আমরা চাই—সকল রাজনৈতিক দল দলীয় স্বার্থের বাইরে গিয়ে গণমানুষের জন্য ভাবুক, অবহেলিতের পাশে দাঁড়াক, দেশকে ভালোবাসার রাজনীতি ফিরিয়ে আনুক।
আজকের দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর যেভাবে সাহসের সাথে কথা বলেছেন, যেভাবে তিনি দ্বীন, দেশ ও মানুষের পক্ষে স্পষ্ট বার্তা দিয়েছেন — তা নিঃসন্দেহে এক অনন্য নজির হয়ে থাকবে।
এতদিন যারা ভাবতেন, জামায়াত হারিয়ে গেছে — তারা নিশ্চয়ই আজ বুঝেছেন, জামায়াত আবার উঠে দাঁড়িয়েছে, তাও আগের চেয়ে আরও সুশৃঙ্খল, আরও আত্মবিশ্বাসী হয়ে।
এটা কেবল একটি দলের ঘুরে দাঁড়ানো নয় — এটা একটি আদর্শিক চেতনার জেগে ওঠা। এটা একটি নতুন রাজনৈতিক ধারার বার্তা — যেখানে নেতৃত্ব মানে শুধু শাসন নয়, বরং জনগণের হৃদয়ে জায়গা করে নেওয়া।
এ পথ সহজ হবে না, কিন্তু যদি আমরা চাই — আদর্শ, একতা ও আন্তরিকতা নিয়ে কাজ করি, তাহলে একদিন বাংলাদেশ বদলাবেই ইনশাআল্লাহ।

"সত্যের পক্ষে দাঁড়ানো কখনো জনপ্রিয়তা নয়, বরং দায়িত্ব। আর আজ সেই দায়িত্ব পালনের নতুন ইতিহাস লেখা হলো রাজপথে।"

19/07/2025

সালাউদ্দিন আহমদের এলাকায় এনসিপির পদযাত্রায় বর্বর হামলা — এটা কাকতালীয় নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিত!
আজ বিএনপি শাসিত এলাকায় এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় যে হামলা চালানো হয়েছে, তা ছিল সম্পূর্ণ আওয়ামী স্টাইলে — হামলাকারীরা ছিল বিএনপির ‘বাইশ ক্যারেটের সোনার ছেলে’ নামধারী কিছু কর্মী। এই দৃশ্য দেখে আজ স্পষ্ট হলো — ক্ষমতার লোভে, এবং রাজনৈতিক দেউলিয়াপনার চাপে পড়ে বিএনপিও এখন সেই পথেই হাঁটছে, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা নেই, বিরোধী কণ্ঠ সহ্য হয় না।
এনসিপির পদযাত্রা একটি গণতান্ত্রিক অধিকার — সেখানে হামলা চালানো মানে, নিজের ভেতরের ভয় আর দুর্বলতাকে ঢাকতে চাওয়া। কিন্তু আমাদের বিশ্বাস — পদযাত্রা থামবে না, পথ চলাও থামবে না। ইনশাআল্লাহ।
আল্লাহ তায়ালা বিএনপিকে রক্ষা করুন সালাউদ্দিন আহমদের মতো প্রাচীনধারার ব্যর্থ নেতৃত্ব থেকে, যারা রাজনীতি নয়, বরং ষড়যন্ত্রে বিশ্বাসী। এ দেশ যেন আর কখনো ভারতীয় প্রেসক্রিপশন অনুযায়ী সংকটের পথে না হাঁটে। আমরা চাই গণতন্ত্র — গায়ে পড়ে সংঘাত নয়।
বাংলাদেশে নতুন প্রজন্মের রাজনীতির উত্থান হচ্ছে। এনসিপি সেই পথেই হাঁটছে — প্রতিরোধ নিয়েই ফিরবে, ইনশাআল্লাহ।

19/07/2025

আজকের ঘটনায় মনটা একটু থমকে গেল…
সোহরাওয়ার্দী উদ্যানে আজ একটি বড় রাজনৈতিক সমাবেশ ছিল। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সংশ্লিষ্ট দলের শীর্ষ নেতা, একজন বয়োজ্যেষ্ঠ বক্তা হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান।
অত্যন্ত কষ্টের হলেও, তিনি কিছুক্ষণ বিশ্রামের পর আবার উঠে দাঁড়ালেন — এবং মঞ্চে বসেই নিজের বক্তব্য শেষ করলেন। এই দৃশ্যটি দেখে বুঝলাম, রাজনীতির ভিন্নমত থাকতেই পারে, কিন্তু এমন ত্যাগ, দায়িত্ববোধ এবং দৃঢ়তার প্রতি সম্মান জানানো উচিৎ সবার।
বয়স, গরম, ক্লান্তি সবকিছু উপেক্ষা করে একজন মানুষ যখন নিজ আদর্শে অবিচল থাকে — তা সত্যিই চিন্তা করার মতো এক শিক্ষা দিয়ে যায়।
আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। মানুষের জন্য কাজ করতে হলে, আগে মানুষটিই সুস্থ থাকা দরকার।
রাজনীতি আলাদা বিষয়, কিন্তু মানবতা আর শ্রদ্ধাবোধ হওয়া উচিৎ সবার মাঝে।
#রাজনীতি_হোক_মানবিক #বক্তৃতায়_অসুস্থতা #সচেতন_চোখে_রাজনীতি #আমরা_একজন_আরেকজনের

🩸 যাত্রাবাড়ীর ১৭ই জুলাই: রক্তে লেখা শপথ 🩸এই দিনটা আমি ভুলতে পারি না… ১৭ই জুলাই ২০২৪ — যাত্রাবাড়ীর আমরা দাঁড়িয়েছিলাম মৃত্...
17/07/2025

🩸 যাত্রাবাড়ীর ১৭ই জুলাই: রক্তে লেখা শপথ 🩸
এই দিনটা আমি ভুলতে পারি না… ১৭ই জুলাই ২০২৪ — যাত্রাবাড়ীর আমরা দাঁড়িয়েছিলাম মৃত্যুকে চোখ রাঙিয়ে। আবু সাঈদ, ওয়াসিমদের শহীদ হওয়ার খবর শুনে বুকের ভেতর আগুন জ্বলছিল। আর বসে থাকা যায় না—এই অনুভবেই আমরা রাস্তায় নেমে এসেছিলাম।
প্রথমে পুলিশের টিয়ারশেল, ফাঁকা গুলি— চারপাশে ধোঁয়া, চিৎকার, ছত্রভঙ্গ। কিন্তু আমরা তো জানতাম, এই যুদ্ধ আত্মার, এই লড়াই প্রিয় বাংলার মুক্তির!
আবার এগিয়ে যেতে চাইলে শুরু হয় ছররা গুলি বর্ষণ। একটা গুলি এসে লাগে আমার কান ঘেঁষে— আল্লাহর রহমতে বেঁচে যাই, কিন্তু সেই শব্দ আজও কানে বাজে…
সেদিন মনে মনে একটাই শপথ নিয়েছিলাম— জালিম যতই গুলি চালাক, আমি থামব না। এই বাংলার আকাশ থেকে স্বৈরাচারের ধোঁয়া দূর না হওয়া পর্যন্ত আমি থামব না।
আজও সেই পথেই আছি আলহামদুলিল্লাহ। কারণ এই দেশ আমাদের রক্ত চায়নি, এই দেশ আমাদের সাহস, সত্য আর ত্যাগ চেয়েছে।

🟥 যাত্রাবাড়ী কথা বলে — জালিমকে রুখে দাঁড়ানোর ভাষায়! 🖤 এই লড়াই শেষ হবে জয়ের মধ্য দিয়ে ইনশাআল্লাহ।

Address

Dhaka

Telephone

+8801741841866

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imran Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Imran Hasan:

Share