21/07/2025
মাইলস্টোন কলেজে বিমানে বিধ্বস্তঃ সর্বশেষ আপডেট
📌 ২১ জুলাই ২০২৫, সোমবার দুপুর ১:০৬ মিনিটে (স্থানীয় সময়) বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অবতরণ বা বিধ্বস্ত হয় ।
বিমান ও মডেল: বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানে F‑7 BGI ফাইটার জেট ।
ঘটনাস্থল: উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল ও কলেজের প্রধান ক্যাম্পাসের এক ভবনের ওপর বিমানটি বিধ্বস্ত হয় ।
মৃত: অন্তত ১৯ জন লোক প্রাণ হারিয়েছেন, যার সংখ্যা সরকারি সূত্র বা সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ভিন্ন হতে পারে ।
আহত: ৫০‑৫০+ জন পুড়ে বা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি । দুই শতাধিক আহতের খবরও পাওয়া যাচ্ছে ।
ফায়ার সার্ভিস: ৮টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয় ।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগ চালু করা হয়, চিকিৎসাধীনদের চিকিৎসা চলছে ।
অনেককে ক্লাস চলাকালীনই আকাশফাঁকা বিকট শব্দে উদ্বিগ্ন হতে দেখা গেছে ।
একজন শিক্ষক মাশুদ তারিক বলেন:
“বাহির থেকে একটা বিস্ফোরণ শুনতে পাই। আমি যখন ফিরে তাকাই, শুধু আগুন আর ধোঁয়া দেখতে পাই।”
বিমান বাহিনীর বিবৃতি: বিমানটি দুপুর ১:০৬ মিনিটে উড্ডয়ন করে, পরে বিধ্বস্ত হয় ।
সরকারের প্রতিশ্রুতি: তদন্তের মাধ্যমে ঘটনার কারণ উদঘাটন ও দুর্ঘটনাগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে । রাষ্ট্রীয় শোক: ঘটনাস্থল নিশ্চিত না হলে সরকারি শোক ঘোষণা করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন।
রয়েছে ধোঁয়া ও আগুন, ভাঙা অংশের ধ্বংসাবশেষ ও ভূমি ক্ষয়; সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং একাধিক উদ্ধারকারী দল উদ্ধার কাজ চালায়।
আহতদের চিকিৎসা চলছে — অনেকেই বার্ন ইনস্টিটিউটে ভর্তি।উদ্ধার কাজ চলছে;তদন্ত শুরু হয়েছে, বিস্তারিত রিপোর্ট এ হওয়ার অপেক্ষা।
এই দূর্ঘটনাটি আবারো প্রমাণ করলো — শিক্ষাপ্রতিষ্ঠানের নিকটে এমন ধরনের দুর্ঘটনা কতটা প্রাণঘাতী হতে পারে। শিশু, শিক্ষার্থী ও কর্মীদের নিরাপত্তা নিয়ে তাত্ক্ষণিক ও দীর্ঘমেয়াদি সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে।