Story Of The Student

Story Of The Student This is the story of success, dreams and struggle of all students. Are you ready to tell your story? "স্টোরি অফ দ্যা স্টুডেন্ট"

Every student in the world has his or her own story. The stories are sometimes of success and sometimes of failure. This show, 'STORY OF THE STUDENT', will show and listen to all those stories.

আজ থেকে আমাদের ছুটি,আর কোন ক্লাস নেই।
22/07/2025

আজ থেকে আমাদের ছুটি,
আর কোন ক্লাস নেই।

অবশেষে ঘরে ফিরেছে রাফিয়া। আপনার একটা শেয়ার না জানি এই বিপদে সন্তানহারা কোন বাবা-মায়ের মুখে হাসি ফুটিয়ে তোলে।
21/07/2025

অবশেষে ঘরে ফিরেছে রাফিয়া।
আপনার একটা শেয়ার না জানি এই বিপদে সন্তানহারা কোন বাবা-মায়ের মুখে হাসি ফুটিয়ে তোলে।

কেউ কারো পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোন তথ্য পাওয়ার সাথে সাথে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন। #মাইলস্টোন
21/07/2025

কেউ কারো পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোন তথ্য পাওয়ার সাথে সাথে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন।
#মাইলস্টোন

জাতীয় বার্ন ইউনিটে আজকের মতো আর পজেটিভ/নেগেটিভ কোন রক্তের প্রয়োজন নেই। মিডিয়াকর্মীদের জানালেন জাতীয় বার্ন ইউনিটের পরিচাল...
21/07/2025

জাতীয় বার্ন ইউনিটে আজকের মতো আর পজেটিভ/নেগেটিভ কোন রক্তের প্রয়োজন নেই। মিডিয়াকর্মীদের জানালেন জাতীয় বার্ন ইউনিটের পরিচালক ডা. নাসির উদ্দীন।

অপ্রয়োজনে হাসপাতালে গিয়ে ভিড় করবেন না দয়া করে।

 #মাইলস্টোন  _বিমান_দূর্ঘটনায়_নিখোঁজ বাচ্চাগুলোর সাথে অভিভাবকদের যোগাযোগ বিচ্ছিন্ন।সবাই শেয়ার করে তাদের পরিবারকে খুঁজে প...
21/07/2025

#মাইলস্টোন _বিমান_দূর্ঘটনায়_নিখোঁজ
বাচ্চাগুলোর সাথে অভিভাবকদের যোগাযোগ বিচ্ছিন্ন।সবাই শেয়ার করে তাদের পরিবারকে খুঁজে পেতে সাহায্য করুন।
আর নেগেটিভ রক্তের প্রয়োজন। যারা নেগেটিভ ডোনার প্লিজ বার্ণ ইউনিটে গিয়ে রক্ত জমা করে দেন নিজ দায়িত্বে।
অনেক অনেক দোয়া প্রার্থনা।
🙏🙏🙏

যে দেশে প্রতিদিনই বেঁচে থাকতে হয় যুদ্ধ করে।
21/07/2025

যে দেশে প্রতিদিনই বেঁচে থাকতে হয় যুদ্ধ করে।

মাইলস্টোন ট্রাজেডিঃ এখন পর্যন্ত মৃত‍্যু ১৮, আহত হয়ে হাসপাতালে ভর্তি ১৬৪। এদের মধ‍্যে ৫০ জনের বেশি মারাত্মক অগ্নিদগ্ধ এবং...
21/07/2025

মাইলস্টোন ট্রাজেডিঃ এখন পর্যন্ত মৃত‍্যু ১৮, আহত হয়ে হাসপাতালে ভর্তি ১৬৪। এদের মধ‍্যে ৫০ জনের বেশি মারাত্মক অগ্নিদগ্ধ এবং সংকটাপন্ন। অধিকাংশই মাইলস্টোনের ছাত্রছাত্রী।

বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতের সংখ্যাঃ

*১. কুয়েত মৈত্রী হাসপাতাল:*

- আহত:-০৮
- নিহত:-০০

*২. বার্ন ইনস্টিটিউট:*

- আহত:- ৭০
- নিহত:-০২

*৩. সিএমএইচ- ঢাকা*

- আহত:- ১৪
- নিহত:- ১১

*৪. কুর্মিটোলা জেনারেল হসপিটাল:*

- আহত:- নাই
- নিহত:-০২

*৫. লুবনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা:*

- আহত:-১১
- নিহত:-০২

*৬. উত্তরা আধুনিক হসপিটাল:*

- আহত:-৬০
- নিহত:-০১

*৭. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল*

- আহত: ০১
- নিহত: নাই

*সর্বমোট:*

- আহত:-১৬৪
- নিহত:-১৮

পাইলট তৌকির ও বিমান বিধ্বস্ত যেভাবে হলোঃআজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training) সলো...
21/07/2025

পাইলট তৌকির ও বিমান বিধ্বস্ত যেভাবে হলোঃ

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।
© Shafin Rahman

মাইলস্টোন কলেজে বিমানে বিধ্বস্তঃ সর্বশেষ আপডেট 📌 ২১ জুলাই ২০২৫, সোমবার দুপুর ১:০৬ মিনিটে (স্থানীয় সময়) বিমানটি মাইলস্টোন...
21/07/2025

মাইলস্টোন কলেজে বিমানে বিধ্বস্তঃ সর্বশেষ আপডেট

📌 ২১ জুলাই ২০২৫, সোমবার দুপুর ১:০৬ মিনিটে (স্থানীয় সময়) বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অবতরণ বা বিধ্বস্ত হয় ।

বিমান ও মডেল: বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানে F‑7 BGI ফাইটার জেট ।

ঘটনাস্থল: উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল ও কলেজের প্রধান ক্যাম্পাসের এক ভবনের ওপর বিমানটি বিধ্বস্ত হয় ।

মৃত: অন্তত ১৯ জন লোক প্রাণ হারিয়েছেন, যার সংখ্যা সরকারি সূত্র বা সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ভিন্ন হতে পারে ।

আহত: ৫০‑৫০+ জন পুড়ে বা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি । দুই শতাধিক আহতের খবরও পাওয়া যাচ্ছে ।
ফায়ার সার্ভিস: ৮টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয় ।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগ চালু করা হয়, চিকিৎসাধীনদের চিকিৎসা চলছে ।

অনেককে ক্লাস চলাকালীনই আকাশফাঁকা বিকট শব্দে উদ্বিগ্ন হতে দেখা গেছে ।

একজন শিক্ষক মাশুদ তারিক বলেন:

“বাহির থেকে একটা বিস্ফোরণ শুনতে পাই। আমি যখন ফিরে তাকাই, শুধু আগুন আর ধোঁয়া দেখতে পাই।”

বিমান বাহিনীর বিবৃতি: বিমানটি দুপুর ১:০৬ মিনিটে উড্ডয়ন করে, পরে বিধ্বস্ত হয় ।

সরকারের প্রতিশ্রুতি: তদন্তের মাধ্যমে ঘটনার কারণ উদঘাটন ও দুর্ঘটনাগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে । রাষ্ট্রীয় শোক: ঘটনাস্থল নিশ্চিত না হলে সরকারি শোক ঘোষণা করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন।

রয়েছে ধোঁয়া ও আগুন, ভাঙা অংশের ধ্বংসাবশেষ ও ভূমি ক্ষয়; সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং একাধিক উদ্ধারকারী দল উদ্ধার কাজ চালায়।

আহতদের চিকিৎসা চলছে — অনেকেই বার্ন ইনস্টিটিউটে ভর্তি।উদ্ধার কাজ চলছে;তদন্ত শুরু হয়েছে, বিস্তারিত রিপোর্ট এ হওয়ার অপেক্ষা।

এই দূর্ঘটনাটি আবারো প্রমাণ করলো — শিক্ষাপ্রতিষ্ঠানের নিকটে এমন ধরনের দুর্ঘটনা কতটা প্রাণঘাতী হতে পারে। শিশু, শিক্ষার্থী ও কর্মীদের নিরাপত্তা নিয়ে তাত্ক্ষণিক ও দীর্ঘমেয়াদি সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে।

মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এর ছুটি হওয়ার মুহুর্তে বিমান দূর্ঘটনাতয় বিস্ফোরণ। হতাহতের কি অবস্থা জানা যায়নি এখনো...সব ছাত্র...
21/07/2025

মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এর ছুটি হওয়ার মুহুর্তে বিমান দূর্ঘটনাতয় বিস্ফোরণ। হতাহতের কি অবস্থা জানা যায়নি এখনো...
সব ছাত্র/ছাত্রী নিরাপদে থাকুক।

18/07/2025

জুলাই স্মৃতিতে অমলিন আমরা
স্মরণসভা ও দোয়া মাহফিল।
প্রধান অতিথি : জনাব মীর মোস্তাফিজুর রহমান (শহীদ মীর মুগ্ধ'র পিতা)

আয়োজনে : অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

জীবন ফুরিয়ে যায়- তবু দুঃখ ফুরায় না।
17/07/2025

জীবন ফুরিয়ে যায়- তবু দুঃখ ফুরায় না।

Address

Dhaka

Telephone

+8801974348153

Website

Alerts

Be the first to know and let us send you an email when Story Of The Student posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Story Of The Student:

Share

Category