Rofiqul Islam Shovo

Rofiqul Islam Shovo Rofiqul Islam Shovo
Whatsapp: 01928710550
Email: [email protected]

13/09/2025

এনসিপি, জামাতসহ ৪ দফা দাবিতে যুগোপৎ আন্দোলনে যাচ্ছে ৮টি দল। কোন কোন দল, কারা রয়েছেন নেতৃত্বে, বিএনপির ওপর প্রভাব ও জাপাসহ ১৪ দলীয় কার্যক্রম নিষিদ্ধের আলোচনা ও তথ্য চিত্র।

01/09/2025

নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে ‘হিসাব সহকারী’ কাম-কম্পিউটার অপারেট ‘ ৮৬টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সাধারণ শিক্ষার্থী তথা বিজ্ঞান, মানবিক শাখাসহ মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে। যেটা সরকারের কাছ থেকে কোনোভাবেই কাম্য নয়। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি নতুন সার্কুলার দিয়ে মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, দাখিল, আলিমসহ সকল বিভাগের শিক্ষার্থীদের সুযোগ দেয়া উচিত। কেন সুযোগ দেয়া উচিত বিস্তারিত ভিডিওতে রয়েছে, ধন্যবাদ।

21/08/2025

কেন্দুয়া উপজেলার, রামপুর দুর্গাশ্রম গ্রামের রতন, ভূমি দস্যুদের হাতে পড়ে শৈশব কৈশোর হারিয়েছেন, বিনা চিকিৎসায় মারা যান বাবা, দিনমজুর ভাইটি তার মায়ের চিকিৎসা করাতেও পারছেন না, পারেন নি বোনদের ভালো বিয়ে দিতে। অথচ তিনি জন্মেছিলেন এক সম্পদশালী পিতার ঘরেই। শুধুমাত্র ভূমি দস্যুদের জন্যই তার আজকের এ পরিস্থিতি...

18/08/2025

একটা সময় ছিল পাসপোর্ট পেতে সময় লেগে যেত অনেক! সাথে পুলিশ ভেরিফিকেশনের নামে টাকা খাওয়ার ধান্দাও ছিল।
বর্তমান ইন্টেরিম সরকারের আমলে পাসপোর্টের জন্য আর পুলিশ ভেরিফিকেশন লাগছে না। তাই বেড়েছে গতি, যা প্রবাসী, শিক্ষার্থী, অসুস্থ এবং পেশাজীবীদের উপকারে আসবে। এবং ১০০ ভাগ দুর্নীতি মুক্ত করা সম্ভব হয়েছে পাসপোর্ট অফিস।
আর কত দ্রুত পাসপোর্ট পাওয়া যাচ্ছে সেটা একজন বিদেশগামী ভাইয়ের সঙ্গে আলোচনা করে জেনেছি, দেখে নিতে পারেন।

15/08/2025

নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে ৭টি পদে ১২৮ জনকে নিয়োগ প্রদান করা হবে। উক্ত পদগুলো ১৬-২০তম গ্রেডের। পদগুলোতে চাকরি প্রত্যাশীরা কিভাবে সহজে উত্তীর্ণ হতে পারবেন তার সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। আশা করি, চাকরি প্রত্যাশীরা উপকৃত হবেন। উক্ত পদগুলোর জন্য আমাদের শিক্ষক প্যানেল তৈরি করেছে শর্ট শিট, যার বাইরে আপনাকে আর কিছুই পড়তে হবে না।
শিটগুলো তৈরি করতে আমাদের বেশ কয়েকজন শিক্ষক কাজ করেছেন। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান প্রতেকটি বিষয় নিয়ে আলাদাভাবে গবেষণার মাধ্যমে বের করে আনা হয়েছে এ সাজেশন। বিগত সালে ১৬-২০তম গ্রেডের মন্ত্রণালয়ের এক্সাম সহ সারা বাংলাদেশে জেলা প্রশাসকের কার্যালয়গুলোতে হয়ে যাওয়া এক্সামগুলো নিয়ে রিসার্চেই বের করে আনা হয়েছে এই ধরনের এক্সামগুলোতে কি ধরণের প্রশ্নপত্র হয়।
এ জন্য শিক্ষকদের একটা সময় ব্যয় করতে হয়েছে। অবশ্য আপনাদের চাকরিতে সহযোগিতা করাটাই আমাদের সন্তুষ্টি।
তারপরও গবেষণার অল্প হলেও মূল্য থাকা উচিত সে ব্যাপারটা মাথায় রেখেই পিডিএফ ফাইলের কপি, নাম মাত্র মূল্যে প্রোভাইড করা হচ্ছে চাকরি প্রত্যাশী ভাই বোনদের মধ্যে।
আপনাদের দেয়া মূল্যটাও ব্যয় করা হবে নেত্রকোণা জেলার বিভিন্ন অসহায়দের সহযোগিতায়।
পিডিএফ কপির মূল্য: ৫০ টাকা মাত্র।
বিকাশ পেমেন্ট: 01304959666
বিকাশ পার্সোনাল: 01928710550
বিকাশ পেমেন্ট করে 01928710550 তে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শট দিন। আপনার হোয়াটসঅ্যাপে ফাইলটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন।

07/08/2025

২৪ ঘণ্টার মধ্যেই জমিজমা সংক্রান্ত যে ৫টি সমস্যার সমাধান দিচ্ছে সেনাবাহিনী...
বাংলাদেশের বেশিরভাগ মামলাই জমি সংক্রান্ত, আর উক্ত সেক্টরটিই সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। বাংলাদেশ সরকার ভূমি অটোমেশন সিস্টেমে দুর্নীতি মুক্ত করার চেষ্টা করছেন। আমাদের অল্প একটু সচেতনতাই হয়তো তৈরি করতে পারে দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ।
আপনার জমি সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসায় যোগাযোগ করুন।
রফিকুল ইসলাম শুভ
ব্যবস্থাপনা পরিচালক, F&F IT
দোকান নং-৫, আজিম মার্কেট (জর্জ কোর্টের বিপরীত পাশে)
কুরপাড় নেত্রকোণা।
01928710550

18/07/2025

নেত্রকোনা জেলায়, জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকারের অধীনে ৮৬টি ইউনিয়নে ৮৬ জন কম্পিউটার অপারেটর নিয়োগে যে বিষয়গুলোতে দক্ষ হতে হবে তার বিস্তারিত রয়েছে এখানে। আপনি এমসিকিউ/রিটেন যত ভালো পরীক্ষাই দেন না কেন, ব্যবহারিকে গিয়ে এই বিষয়গুলো সম্পর্কে প্র‍্যাকটিক্যাল জ্ঞান না থাকলে চাকরি হওয়ার সম্ভাবনা শূন্য।

11/07/2025

আল্লাহ এ কেমন নৃশংসতা!! আমাদের মানুষ করে দিন না হলে কেয়ামত। এরা যুবদলের কর্মী হলেও বিশ্বাস করি খুনিদের কোনো দল নাই, জাত নাই এরা স্রেফ খুনি। এদের ফাসি নিশ্চিত না হলে এই বাংলাদেশ কলংকিত হয়ে থাকবে।
এদের দ্রুত ফাসি কার্যকর করা হোক।

Address

Dhaka

Telephone

+8801928710550

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rofiqul Islam Shovo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rofiqul Islam Shovo:

Share