13/01/2024
বুস্টিং কী?
প্রথমেই জেনে নেই বুস্টিং কী? আপনারা প্রতিনিয়তই ফেসবুকে দেখে থাকেন "বুস্টিং করুন মাত্র এত টাকা" অথবা "এত ডলার রেট এত আজই বুস্ট করুন" প্রচুর এড দেখা যায়। তো সোজাসুজি বললে ফেসবুকে পেজ বা পেজের কোন কনটেন্ট টাকা খরচ করে প্রোমোট করাটাই হলো বুস্টিং।
ফেসবুক এই ফিচার টা রেখেছে যারা একেবারেই নতুন তারা যেন অতি সহজে ফেসবুকে পেজ বা ব্যবসা প্রোমোট করতে পারে। এই পদ্ধতিতে আপনার বিশেষ ভাবে তেমন কোন কিছু জানা থাকার প্রয়োজন পড়ে না।
আপনার ফেসবুক পেজের প্রতিটি পোস্টের নীচেই দেখবেন Boost Post বলে একটা বাটন আছে। এখানে ক্লিক করে অল্প কিছু ধাপ সম্পন্ন করলেই আপনার পোস্টের এড চালু হয়ে যাবে। খুব একটা কঠিন না। একটু সময় দিলেই সহজে করে ফেলা সম্ভব।
তবে এখানে একটা বড়সড় কিন্তু আছে 🤔, আমি সাধারণত কাউকে পেজ থেকে এড দিতে উৎসাহিত করি না। তবে খুব দ্রুত একটা এড রান করতে চাইলে এই অপশন বেছে নিতেই পারেন।
আর সেলস অরিয়েন্টেড পারফরম্যান্স মার্কেটিং করার একমাত্র টুলস হল ফেসবুক/মেটা এড মেনেজার।
উদাহরণ স্বরূপ বলি, আপনি মনে করুন একটা এড এর অডিয়েন্স কে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে আপনার এড দেখাত চাচ্ছেন, এটা করার যা যা টুলস প্রয়োজন সবই এড মেনেজার এ আছে।
সবার জন্য আমার সাজেশন থাকবে শুধু বুস্টিং কেন ফেসবুকে আর কি কি উপায়ে কম খরচে সেরা রেজাল্ট টা আনা যায় সেই অপশন সমন্ধে যেনে নেওয়াটা এখন জরুরী। 👊
বিস্তারিত জানতে ইনবক্স মেসেজে দিন অথবা কল করুন এই নম্বরে : +880 9696287139